নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
তোমায় নিয়ে ভাবনা,
আমার কেন যেন পিছু ছাড়ে না,
যখন তখন মনে পড়ে তোমরা কথা,
বলতে পারি না, আমি কাউকে সে কথা!!!
তুমি পাশে নেই আমার,
সে ব্যাথায় হৃদয় ব্যথিত আমার,
তবুও আছি সব কিছু সহ্য করে
তোমারি আশায় পথ চেয়ে!!!
হয়ত বা কোনদিন আসবে ফিরে,
বসবে আমার পাশে এসে,
বলবে ভালোবাসার মিষ্টি কথা,
তোমায় আমায় মিলে!!!
নইলে আমি দিন কাটাবো,
এমনি তোমারই অপেক্ষায়,
আসবে কখন ফিরে,
থাকবো প্রিয় তোমারই পথ চেয়ে।।
©somewhere in net ltd.