নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
তোমাকে উৎসর্গ করা প্রতিটি মুর্হুত হয়ে গিয়েছে বিলীন,
তোমাকে মনে করে লেখা প্রতিটি কবিতা হয়ে গিয়েছে মলিন,
তোমার প্রতিটি স্মৃতি আজ ও মোর চোখে ভাসে,
তোমারি সাথে কাটনো মুর্হুত গুলো কেন যে ফিরে আসে।
তোমাকে নিজের করে পাবার নেশায় হয়ে গিয়েছি মত্ত,
ভালো মন্দের বিচার না করে হয়ে গিয়েছি আসক্ত।
সারাদিন মগ্ন থাকি তোমারি চিন্তায়,
অবচেতন মনে খুঁজি ফিরি তোমাকে আজ ও নিজ স্বত্তায়।
তোমারি অভিমানের ফলস্বরূপ বরণ করে নিয়েছি একাকীত্ব,
ভুলতে গিয়ে ও ভুলতে পারি না তো তোমায় এতই যে আমি আসক্ত।
তোমারি মাঝে নিজেকে সর্মপণ করা ছিলো আমার উদ্দেশ্য,
নিরুদ্দেশ হয়ে গিয়ে তুমি আজ করে দিয়েছো মোরে নিঃস্ব।
২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ স্যার। আপনার মত গুণী ব্যক্তি আমার মত অধমের ব্লগে এসেছেন এতেই আমি চির ধন্য। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা সর্মপন রইল।
আর্শীবাদ করবেন
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
ঘুড্ডির পাইলট বলেছেন: অই মিয়া অনলাইন দেখি ! কি করেন ?
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২০
মিজভী বাপ্পা বলেছেন: কিছু না ভাউ আপনি কিরম আছেন
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগ আমাকে স্পর্শ করেছে। শুভকামনা জানিয়ে গেলাম, কবি।