নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জীবন যুদ্ধে পরাজিত একজন ব্যর্থ সৈনিক
মনের গহীন থেকে ভেসে আসছে আর্তনাদ,
হয়ে গিয়েছি আমি তোমারি প্রেমে উন্মাদ।
দিক বেদিক হারিয়ে আজ আমি পথভ্রষ্ট,
আমার কিছুই নেই আজ আর অবশিষ্ট।
হিমালয়ের বরফে ঢাকা মরু প্রান্তরের মত,
আমার ভালবাসা ছিলো শ্বেত শুভ্র পবিত্র।
তোমাকে মনে করিছিলাম রবি ঠাকুরের সেই হৈমন্তী,
যাকে ভেবে রেখেছিলাম করব আমারি মনের রাণী।
পূর্ণতা তো পায় নি আমার কোন আশা,
এক বিভীষিকায় জ্বলে পুড়ে আজ আমি দিশেহারা।
শত আশা পাশে বদ্ধ করে মত্ত ছিলাম তোমার প্রতি,
সব কিছু হারিয়ে আজ আমার এই করুণ পরিণতি।
১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১
মিজভী বাপ্পা বলেছেন:
২| ১১ ই জুন, ২০১৬ রাত ৮:০২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১১ ই জুন, ২০১৬ রাত ৮:৪০
মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫১
ততততততততততততততত বলেছেন: