![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবাদের শার্টগুলো বেশির ভাগ সময় মা-দের
শাড়ি থেকে দামী হয় না, বাবাদের ওয়ারড্রপ
ভর্তি শার্ট প্যান্ট থাকে না, বাবাদের জুতা
চলে বছরের পর বছর , মোবাইলটা একেবারে নষ্ট
না হলে বদলান না, ঘড়িটা বৃদ্ধ হয় তবুও হাতেই
থাকে। একা খেতে হলে সব চেয়ে সস্তা হোটেল
খোঁজে, একা কোথাও গেলে বাসে চড়ে। রোদ বৃষ্টি
মাথায় নিয়ে সঞ্চয় করে।
অথচ সন্তান কে সাধ্যের সব চেয়ে দামী
জিনিসগুলো কিনে দেয়। বাবারা একান্ত বাধ্য না
হলে কখনো না বলে না। নিজের জন্য সব চেয়ে কৃপণ
বাবাটা তার সন্তানের জন্য সব চেয়ে বেশি বে হিসাবী।
বেশির ভাগ বাবাই ভালবাসি শব্দটা বলতে
জানেন না, করতে জানে। তারা আজীবন
তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ দিয়ে
সন্তান কে ভালবেসে যায়। পৃথিবীরতে অসংখ্য
খারাপ পুরুষ আছে , অসংখ্য খারাপ জন্মদাতাও
আছে কিন্তু একটাও খারাপ বাবা নাই।
অনেক বেশি ভালোবাসি বাবা তোমাকে যা কখনো বলা হয়নি তোমাকে আর হয়তো সাহস করে কখন বলতেও পারবোনা ..... বাবা
''I LOVE U''
২| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: লিখকের নাম সহ লিখা দরকার ।।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু সন্তানেরা বড্ড দেরী করে ফেলে বাবাকে চিনতে!!!!
যখন চেনে তখন আর হাতের কাছে থাকে না.....অনেন্তের যাত্রী হয়ে যায়
সময় থাকতেই বাবাকে চেন হে সন্তানেরা!
+++++++