![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি না ফেরার খেয়া ঘাটে
রবি ঠাকুরের সোনার তরীর অপেক্ষায়
আলো আধারের অপরাহ্ন শেষে
সুর্যোদয়ের দেখা পাব? এই অবেলায়,,
নিকষ অন্ধকারে হয়ত হারিয়ে যাব
যাব গোটা এ ধরার মায়া ভুলে
আমায় পাবেনা আর পাবেনা ফিরে
তোমাদের জাগতিক কলরোলে
হাসো, আরো জোড়ে হাস, অট্ট হাসিতে মেতে উঠ
মজা কর গান গেয়ে, নেচে
কোটি মানুষের ভীর হতে এক
অভিশাপ চলে গেছে,,,
©somewhere in net ltd.