![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলালায়নের একজন নিয়মিত কাস্টোমার, আমার বাসা এবং অফিসে সব জায়গায়ই তাদের কানেকশন ব্যবহার করছি অনেকদিন ধরে। প্রতিমাসে বিল পেমেন্ট করি তাদের কাস্টোমার কেয়ার সেন্টারে, কখনো চেক করা হয় না যা বিল দিয়েছি পুরোটাই জমা হয়েছে কিনা। গত ১৩ তারিখে উত্তরা কাস্টোমার কেয়ার সেন্টারে বিল পেমেন্ট করার পর যখন আমার একাউন্ট চেক করি তখনই ধরা পড়ল গড়মিল। ঘটনা খুলে বলি।
আমার বিল এসেছিল ১৪৩৭ টাকা। ভাংতি না থাকায় বাংলালায়নের কাস্টোমার কেয়ার প্রতিনিধি আমাকে বলল স্যার আপনি ১৪৫০ টাকা পেমেন্ট করেন, পুরোটাই আপনার একাউন্টে জমা করে দিব ব্যালেন্স হিসেবে। আমিও পেমেন্ট করে আসলাম।
পরে আমি যখন আমার একাউন্ট চেক করি তখন দেখি একাউন্টে জমা হয়েছে ১৪৩৭ টাকা। নিচে স্ক্রীনশট দিলাম :
এখন প্রশ্ন হল বাকি ১৩ টাকা গেল কোথায় ? এই টাকা গেছে বাংলালায়ন প্রতিনিধির পকেটে। এরকমভাবে প্রতিদিন যদি ১০০ জনের কাছ থেকে টাকা মারে, তাহলে কত টাকা পকেটে ঢুকে একবার চিন্তু করে দেখুন। প্রতিদিনি ১২০০-১৩০০ টাকা মানে মাস শেষে বিশাল টাকা। অনেকে হয়তো বলতে পারে ভুল করে করেছে, কিন্তু কথা হল, আপনি যখন একটি বিশেষ দায়িত্বে থাকবেন তখন এরকম ভুল বারবার কেন হবে। আসল কথা হল এটা কোনো ভুল না, এটা চুরি।
বাংলালায়ন কর্তৃপক্ষকে আমি লিখিত অভিযোগ দিয়েছি, এখন দেখার বিষয় তারা কি পদক্ষেপ নেয়, নাকি বাংলালায়ন কর্তৃপক্ষ্ও চোরের সাক্ষী মাতাল হয়ে বসে থাকে। বাংলালায়নের প্রতি অনুরোধ, কাস্টোমারদের কেয়ার করার ব্যাপারে আরো সচেতন হোন, আপনাদের কেয়ার সেন্টারগুলোর প্রতিনিধিদের আরো অনেক ভুল-ভ্রান্তি আছে, সেগুলোর কথা আরেকদিন বলব।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০
ফয়সাল মোস্তফা বলেছেন: কথা সত্য বলেছেন ভাই !!!
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
উড়ালপক্ষী বলেছেন: ভাই আমি কিউবি ইউজ করি। সময়ের অভাবে খোজ নিতে পারিনা। আমার জানি কি অবস্থা। কোন হিসাব পাইনা।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
ফয়সাল মোস্তফা বলেছেন: এককালে কিউবি ইউজ করতাম, ওদের সার্ভিসের অবস্থাও একই !!!
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
সাদা রং- বলেছেন: ভালোমত টাইট দেন ঐ ব্যাটাকে।
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪
ফয়সাল মোস্তফা বলেছেন: ব্যাটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব !!!
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০
বাধা মানিনা বলেছেন: এই শালারা ৩০০ টাকার কার্ড বাজার থেকে উঠিয়ে নিয়ে গেছে। এখন শুনছি ৪০০ টাকার কার্ডও বন্ধ করে দেবে। রাখবে কমপক্ষে ৬০০ টাকার কার্ড। মার দাঙ্গা...
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
ভোরের সূর্য বলেছেন: এসব সমস্যা এড়ানোর জন্য অনলাইন এ বিল দেন। এখনতো অনেক সুবিধা। অফিসে যেয়ে বিল দেয়া বা কার্ড কিনে বিল দেয়ার দরকারাই নাই।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
ঢাকাবাসী বলেছেন: দেশের প্রতিটি সেক্টরে চুরি হচ্ছে। সরকার নিজে আর বেসরকারী প্রতিষ্ঠান সবাই হরিলুঠ করছে। গাড়ীর ট্যাক্স জমা দিয়েছি্ বছর খানেক পর জানা গেল টাকা জমাই হয়নি, ট্রেনের টিকিট বেশী দাম, ফেরীর টিকিট পাওয়া যায়না, গাড়ীর নম্বর প্লেট পাল্টাতে ১৬ ঘন্টা লাগে, কাউকে ধরার উপায় নেই।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
আমাবর্ষার চাঁদ বলেছেন: সুযোগ পাইলে কেউ ছাড়ে না ভাই.............
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬
বিলাসী বলেছেন: দেশটায় বাটপারিতে ভরে গেছে। কি উপর কি নিচ, কোথাও নেই এতটুকু ফাঁকা।