![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোস্তফা জামাল, ডাকনাম ফয়সাল। ফয়সাল মোস্তফা নামেই সবার কাছে পরিচিত। পড়াশোনা করেছি বুয়েটে সিভিল ইন্জিনিয়ারিং-এ। পড়াশোনা জীবন থেকেই আমি অনলাইন মার্কেটিং-এর সাথে জড়িয়ে পড়ি এবং একান্ত ইচ্ছা এবং অধ্যাবসায়ের মাধ্যমে একজন সফল অনলাইন মার্কেটার হিসেবে আমার ক্যারিয়ার গঠন করি। পরবর্তীতে আমি ফাইমাস্ট সফট্ওয়্যার নামে একটি আইটি প্রতিষ্ঠান শুরু করি। বর্তমানে আমি ফাইমাস্ট সফটওয়্যার এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কর্মরত আছি, যার মাধ্যমে বিশ্বব্যাপী ইন্টারনেট মার্কেটিং এর সার্ভিস প্রদান করছি। অনলাইন মার্কেটিং-এ সফল হ্ওয়ার জন্য শুরু থেকে আজ পর্যন্ত অনেক পরিশ্রম আমি করেছি, যার ফলে অনেক অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। সেইসব অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যে একটা ব্লগ শুরু করেছি - Internet Marketers Bangladesh । আশা করি যারা এই অনলাইন আর্নিং এর বিষয়ে আগ্রহী তাদের সবার কাজে লাগবে।
এছাড়া অনলাইন আর্নিঙ এর বিষয়ে যে কোনো কিছু জানতে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন-উত্তর বিভাগে।
আমি কোথা্ও কোনো পেইড ট্রেইনিং করাই না, এই ব্লগের উদ্দেশ্য শুধুই মানুষের উপকার করা, আর কিছু না।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬
এভিনিউ বলেছেন: আমি এভিনিউ, আমি একজন ফ্রিল্যন্সার অনেক বছর হলো এই পেশার সাথে জড়িত আছি এবং ভবিষতেও থাকবো আশা করি, আমি আরও একটা ইংরেজি ব্লগের নাম দিচ্ছি যা থেকে খুব সহজেই Online Marketing সম্পর্কে জানা যাবে, আমি চলতি বছর বেসিস ফ্রিল্যন্সিং এ্যাওয়ার্ড অর্জন করি, তাই আপনারা কেউ যদি অনলাই আরনিং সম্পর্কে জানতে চান তাহলে আমার নিজের ব্লগে ঘুরে আসতে পারেন sourcetune.com