নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহিব্বুল্লাহ খন্দকার

মুহিব্বুল্লাহ খন্দকার › বিস্তারিত পোস্টঃ

মাজারপূজা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪


***
বোনের বাসায় যাই।মাঝপথে দোকানের
পাশে একটা ছোটখাট মাজার।লোকমুখে
শুনেছি,এখানে কোন মাজার ছিলনা।এক
পাগল অসুস্থ হয়ে এখানে পড়ে ছিল।বিনা
চিকিৎসায় পাগলটি একদিন মারা যায়।
দোকানের পাশেই কবর দেয়া হয় কিছু
দুষ্টলোকের বুদ্ধিতে।তারপর কবর পাকা
করে গিলাফ চড়ানো হয়।কিছুদিন পর রাতে
ওরস জমে,আঁতশবাজি হয়,গান-বাদ্য
হয়,জুয়ারীদের মেলা বসে।
আর যে রাতে ওরস হয় সেরাতে এলাকার
ভালোমানুষ পর্যন্ত ঘুমাতে পারেনা।
এখানে বাঁধা দেয়ার ক্ষমতা কারো নেই।
সমাজের নেতৃস্থানীয় লোকেরা এর সাথে
সম্পৃক্ত।তারা মাজার থেকে মোটা
অঙ্কের টাকা পায়।
এটাতো আমার এলাকার ঘটনা।এরকম বহু
মাজার রয়েছে বাংলাদেশের গ্রামে-
গঞ্জে,শহর-বন্দরে।এসব মাজারগুলোতে
শরিয়তবিরোধী বহু কর্মকান্ড সংগঠিত হয়।
অনেকে না জেনে মাজারে সেজদা করে
নিজের ঈমান হারায়।
এসব পাপ ও কূসংস্কারকে সমাজ থেকে
মুক্ত করতে হবে।এব্যপারে সচেতন
হবে,অন্যকে সচেতন করতে হবে।অন্যথায়
আল্লাহর আজাব আমাদেরকে গ্রাস করে
নেবে।সুতরাং শাস্তি আসার আখেই
জাগতে হবে,জাগাতে হবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬

মুহিব্বুল্লাহ খন্দকার বলেছেন: facebook.com/mkhandkar

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

সায়ন্তন রফিক বলেছেন: মাজার পূজা বন্ধে রাষ্ট্রীয় হস্তক্ষেপ জরুরি।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

বার্তা বাহক বলেছেন: মাজার !, ধান্দাবাজি আর কি? কবকে কুরআনে কবর বলা হয়েছে। মাজার এটা কোন শব্দ ?মাজারওয়ালারা বলতে পারে না।তরুণ যুবকদের উদ্যোগ নিয়ে এসব ঈমান ধ্বংসকারী গুড়িয়ে দিতে হবে। আরো লিখুন,ধন্যবাদ।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬

আমি এ আর বলছি বলেছেন: ঠিক বলেছেন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

সরদার হারুন বলেছেন: শিক্ষিত লোক মাজার পূজা করে না ।যারা করে তারা পীরও বিশ্বাস করে । তাই এদের শিক্ষত করা উচিৎ ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

এম এ কাশেম বলেছেন: হারাম! হারাম! হারাম!

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এলাকার সচেতনদের সংগঠিত করে উপড় প্রশাসনে লিখতে হবে।।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বিজন রয় বলেছেন: মাজারে আবার পূজা হয়?

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

মুহিব্বুল্লাহ খন্দকার বলেছেন: tnx 2 all

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.