নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

আলোচিত ভিডিওটি দেখলাম, পুলিশের আচরন সংযত ও নিয়ন্ত্রনের ভেতর ছিল

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৯




ভিডিও টি দেখেছি। যেকোন সময়ের চেয়ে পুলিশের ব্যাবহার সংযত ও নিয়ন্ত্রনের ভেতর ছিল।
ছেলে দুটির গলার উচ্চ স্বর আর পুলিশের সংযত ভদ্র স্বর মিলিয়ে দেখুন। ছেলে দুটির বেয়াদবি আচরন দেখুন। অকারন চ্যাচামেচি করে পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে ধর্ষনে জন্য দায়ী করে,
যেখনে সেই দিনেই পুলিশ প্রযুক্তি ও দক্ষতা দিয়ে অল্প সময়ে সকল পলাতক ধর্ষক গ্রেফতারে সক্ষম হয়েছে। বিন্দুমাত্র এপ্রিশিয়েট নেই। উলটো উদ্ধত ভাবে গলা উঁচিয়ে দাঁত কেলিয়ে ঘাড়ামি করে নিজের ঘাড় এগিয়ে বলে গ্রেফতার করতে।।
তাৎখনিক একটা ঠাডাইয়া একটা চড় মারা ফরজ হয়ে গেছিল। কিন্তু কিছুই করেনি পুলিশ।

অতচ শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ কাউকে লাঠিপেটা করেনি চড়থাপ্পর দেয় নি শুধু বলেছিল ভদ্রভাবেই, অনুমতি ছাড়া এসব করা যাবে না।
ছেলেমেয়েদের কাউকেই আতংকিত বিপন্ন মনে হয়নি উলটো পুলিশকেই বিদ্রুপ তামাসা করে হাসাহাসি করছিল।

কিন্তু আজ ফারুক ওয়াসিফ প্রথমআলোতে এই ভিডিও নিয়েই পিনাকিয়ো লম্বা কাহিনি ফেঁদেছে -
পুলিশি নির্যাতনে দেশ আজ বিপন্ন .. ... পুলিশ এই তরুণদের নির্জাতন করে ধর্ষণ যৌন নিপীড়নকে মোবারকবাদ জানাচ্ছে!
৭১ টিভিও বলে রক্ষকই ভক্ষক।




পুলিশ পেটায় নি, হাতকড়া লাগায় নি, গ্রেফতারও করেনি, শুধু উচস্বরে আগ্রাসি আচরন করে নিজেই গ্রেফতার হতে চাওয়া বেয়াদবির কারনে থানায় নিয়ে গেছে , মুচলেকা নিয়ে ঘন্টাখানেকের ভেতর ছেড়ে দিয়েছে।

এসব রাজনীতি নয়। অ্যাটেনশন সিকিং ছাগলামি।
দেশে রাজনীতি নেই, দলগঠন চেষ্টাও নেই। মাসিক মিটিং নেই আছে ভাতা নিয়ে ভাগাভাগি আর লেজুড়বৃত্তি।
সব রাজনৈতিক দলগুলো দলবেধে একটি ছোট দেড় আঙ্গুলের দলের লেজুড়বৃত্তি। সুষম সুষ্ঠ নতুন কোন দল তৈরি হবে কিভাবে?
দেশে রাজনীতি নেই, মিডিয়ার নিজস্ব স্টাডি নেই, অনুসন্ধানী রিপোর্টিংও নেই। এত কষ্টে কে যায়।
তাই এ সব ফেবুকিয়ো আবর্জনা নিয়ে নিয়ে প্যাচাচ্ছে মিডিয়া গুলো।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সকলের সহনীয় ও সংযত আচরণ করা আবশ্যক।
দেশটা এখনো মগের মুল্লুক হয়ে যায়নি যে যার যেমন
ইচ্ছা তেমন চলবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ নুরুভাই

দেশটা এখনো মগের মুল্লুক হয়ে যায়নি।
সকলের সহনীয় ও সংযত আচরণ করা আবশ্যক।

সঠিক বলেছেন

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: সব পুলিশ বদ না। তবে বদ পুলিশের অভাব নাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এতো রাতে ৩ টি ছেলে মেয়ে রাত ৩ টার সময় দেয়ালে আকঁছে,
যদি একটা দুর্ঘটনা ঘটে যেতো। জানি পুলিশের ঘাড়েই দোষ চাপাতো।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৩:১২

রাজীব নুর বলেছেন: একটা জিনিস ভাবলে আমার প্রচন্ড অবাক লাগে- ধরুন ঢাকা শহরে কোনো পুলিশ নেই। তাহলে শহরটার কি অবস্থা হবে!!

৪| ০১ লা অক্টোবর, ২০২০ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সবাই যেন আইন মেনে চলেন।
আইন যেন সঠিক প্রয়োগ হয়।
কেউ যেন ঘুষ না খান।

৫| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৪

রাকু হাসান বলেছেন:


সাবাশ! আমি এতক্ষণ ভুল জেনে আসলাম পত্র পত্রিকা,মিডিয়াগুলোতে। আপনি পরিষ্কার করলেন বিষয়টা।কৃতজ্ঞতা আপনার প্রতি।দারুণ

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
কি আর বলবো রাকু ভাই
সবগুলো টিভি, বড় পত্রিকাগুলো যতেচ্ছ ভাবে দায়িত্বরত টহল পুলিশকেই গালমন্দ করে যাচ্ছিল।

৬| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫

রাশিয়া বলেছেন: ওয়াল রাইটিং একটা অনেক বড় অপরাধ। একটি সুন্দর শহরকে নোংরা করার জন্য চিকা আর পোস্টারের বিকল্প নেই। এই বেয়াদব ছোকরার পাছায় দুইটা বাড়ি দিলে আরও খুশি হতাম। কিন্তু পুলিশের সংযত আচরণ দেখে ভালো লাগছে।

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
পৌরসভা আইনে দেয়াল লিখন নিষেধ। কিছু বলার থাকলে অনুমতি নিয়ে পোষ্টার করে দেয়ালে রশিদিয়ে ঝুলাতে হবে।
আইনে পোষ্টার দেয়ালে আঠা দিয়ে লাগানো যাবে না।

৭| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৪

শাহ আজিজ বলেছেন: কারো দেয়াল নষ্ট করা অপরাধ । এজন্য ওদের কাছ থেকে ক্ষতিপুরন আদায় করা যেতে পারে ।

আমি ভিডিও দেখেছি । ছাত্র ইউনিয়নের এই কর্মীরা ভাব নিচ্ছিল যে পুলিশ তাদের মহান কাজে বাধা দিচ্ছে । কমিউনিস্ট পার্টি আর ছাত্র ইউনিয়ন লীগ সরকারের তিন নম্বর বাচ্চা । একটু তো লাফাইব ই । পুলিশের সঙ্গে তাদের আচরন মোটেও ভাল ছিল না , তাচ্ছিল্য পূর্ণ ভরা। কিন্তু তারা একটি প্রতিষ্ঠানের দেয়াল নষ্ট করেছে এজন্য তাদের অনুতপ্ত হতে দেখা যায়নি । ধরে নিয়ে ছেড়ে দিয়েছে । অন্য যারা দেয়াল নষ্ট করে তারা হুশিয়ার হবে ।

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
ঠিক বলেছেন আজিজ ভাই। কারো দেয়াল নষ্ট করাটা অপরাধ ।
আর যেখানে পুলিশ অতি অল্প সময়ে সবগুলো র‍্যাপিষ্টকে শিকের ভেতর ঢুকাইছে, তখন রাতবিরাতে দেয়ালে ধর্ষক লেখার মানেটা কি?
আর বিদ্যমান পৌরসভা আইনে দেয়াল লিখন নিষেধ।



৮| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: তারা পুলিশের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি । করেছে এই জন্য তারা বাম রাজনীতি করে আর তাই পুলিশও নিরব । অন্য দল হলে পাছায় দিত

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১:৫২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পুলিশের হারানো ইমেজ পুনরুদ্ধার করতে আরো অনেক সময় লাগবে।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৭

জাহিদ হাসান বলেছেন: পৃথিবীতে বাংলাদেশের চাইতে আলুর দাম কম এমন তিনটি দেশের নাম বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.