![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আরেক দফা ধাক্কা খেল পাকিস্তান।
পাকিস্তানে তালেবানতন্ত্রের শিকড় যে অনেক গভীরে। সেটাই নিশ্চিত হল।
১৫ অক্টোবর পাকিস্তানে তিনটি ওয়ানডে ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার। মানে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের।
কিন্তু শেষ মুহুর্তে পিসিবি বলছে নিরাপত্তা ও অন্যান্ন কারনে আপাতত শ্রীলঙ্কার মেয়েদের আতিথেয়তা দিতে পারছে না পাকিস্তান।
গত মাসে নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সফর থেকে ফিরে যায় নিউজিল্যান্ড। এর তিন দিন পর পাকিস্তান সফরে না যাওয়ার কথা জানায় ইংল্যান্ডও। এ মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দলের। ২০০৫ সালের পর সেটা হতো ইংল্যান্ডের প্রথম পাকিস্তান সফর।
১৫ অক্টোবর পাকিস্তান যাওয়ার পর তিনটি ওয়ানডে ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার মেয়েদের
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মুখ ফিরিয়ে নেওয়ার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে পিসিবি। তবে স্বল্প সময়ের ব্যবধানে পাকিস্তান যেতে পারেনি কোনো দলই।
এরপর নিরুপায় হয়ে পাকিস্তানে আলোচনায় আসে শুধু শ্রীলঙ্কার মেয়েদের সফরের কথা।
পরিকল্পনা অনুযায়ী, ১৫ অক্টোবর পাকিস্তান যাওয়ার পর তিনটি ওয়ানডে ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার।
গত বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার মেয়েদের প্রথম আন্তর্জাতিক সিরিজ হতো সেটা। সামনের ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতিরও সুযোগ পেত দুই দলই। অনেক প্রস্তুতি ব্যাপক আয়োজন চলছিল।
কিন্তু হঠাৎ উপরের নির্দেশে সব ভেস্তে গেল।
পাকিস্তান অবস্য অযুহাত দিচ্ছে মাত্র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রমিজ রাজা। তার নিয়গে পিসিবির অনেকে সন্তুষ্ট নন, বিভিন্ন টানাপোড়ন চলছে, তাই এখন পাকিস্তান শ্রীলঙ্কার মেয়েদের ওয়েলকাম করতে পারছে না।
সুত্র -view this link
০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
৩য় বিশ্বের সাধারণ মানুষরা ক্রিমিনাল নয়।
পাকিস্তান ৩য় বিশ্ব কেন, কোন বিশ্বের মধ্যেই পড়ে না। পাকিস্তান চালায় সেনা মাফিয়ারা। পৃথিবীর সব সন্ত্রাসিদের নিরাপদ আশ্রয় হচ্ছে পাকিস্তান।
আপনি পাকিস্তানের ভাল দিকগুলো নিয়ে কিছু লেখুন।
২| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৫৯
নূর আলম হিরণ বলেছেন: পাকিস্তান অদূর ভবিষ্যতেও নিজেদের দেশকে নিরাপদ দেশ হিসেবে প্রমান করতে পারবে না।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি চাই পাকিস্তান জঙ্গিমুক্ত বিপদমুক্ত হয়ে আবার খেলায় ফিরে আসুক।
স্টেডিয়ামগুলো আবার দর্শক ভরপুর হয়ে আনদে মেতে উঠুক।
৩| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৫
জ্যাকেল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনি প্রায়ই পাকিস্তানের খারাপ খবরগুলো নিয়ে উৎসাহ দেখান; ৩য় বিশ্বের সাধারণ মানুষরা ক্রিমিনাল নয়।
তার মানে পাকি'রা আপনার কাছে ভাল্মানুষ?
৪| ০৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫০
বিটপি বলেছেন: পাকিস্তানের একমাত্র ভালো দিক হচ্ছে তৃতীয় বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে পারমাণবিক শক্তির অধিকারী হওয়া। কিন্তু এই এক জায়গায় ভালো হতে গিয়ে তার বাকি সব জায়গায় খারাপ থেকে জঘন্য হয়ে যাচ্ছে।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
তৃতীয় বিশ্বের একমাত্র মুসলিম দেশ হিসেবে পারমাণবিক বোমার অধিকারী হওয়া।
বোমা বানালেই দেশ উন্নত হয়ে যায় না। সেরকম খরচ করলে সে কোন দেশ বা কম্পানী পারমাণবিক বোমা বানাতে পারে।
পারমাণবিক বোমা দিয়ে পাকিস্তান কি করবে? ভারতকে মারবে?
আর যুদ্ধের যুগ শেষ। দখল যুগও শেষ, এখন কোন দেশ বেশী শক্তিশালি হয়ে ওন্য দেশ দখল করতে পারে না, সেই যুগ এখন বিগত। ২য় বিশ্বযুদ্ধের পর ১৯৭৩এ আরব ইসরায়েল যুদ্ধের পর ৪৫ বছরে পৃথিবীতে আর কোথাও যুদ্ধ হয় নি।
এরপর যা হয়েছে সব একতরফা মাইর, যুদ্ধ নয়।
যেমন ৭১ পাকি দখলদাররা শুধ গণহত্যা করেছে যুদ্ধ নয়। ডিসেম্বরে মুক্তিবাহিনী রুখে দাড়ালে পাকি আর্মি ঢাকার দিকে পালাচ্ছিল আত্নসমর্পন করে বাঁচার জন্য, যুদ্ধ নয়। কিছু খুলনার দিকে পালাচ্ছিল ৭ম নৌবহরের আশায়, কিন্তু বাংলাদেশ বাহিনী ট্যাঙ্ক নিয়ে ধাওয়া করলে সেখানে একটা খন্ডযুদ্ধের মত হয়, তবে সেটাও যুদ্ধ নয়। মোংলা বন্দরে পৌছানোর অনেক আগেই পাকি ট্যাঙ্ক বাহিনী ইদুরের মত আত্নসমর্পন করেছিল।
ইরাক আফগানেও যুদ্ধ হয় নি, একতরফা মাইর সায়েস্তা হয়েছে, সাদ্দাম লাদেন বোগদাদি নিশ্চিহ্ন হয়েছে।
তালেবানও কোন যুদ্ধ করে জয়লাভ করেনি। মাঝে মাঝে চোরাগুপ্তা হামলা ২০বছর পাহাড়ের চিপায় ইদুরের গর্থে লুকিয়ে থাকতো, আমেরিকার নতুন সরকার এসে পূর্বপ্রতিশ্রুতি মোতাবেক সব সৈন্য দেশে ফিরিয়ে নেয়, এরপর তালেবান ইদুরের গর্থ থেকে বের হয়ে হেটে কাবুল এসেছে। যুদ্ধ হয় নি।
বর্তমান যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ, নিজেকে উন্নত করার যুদ্ধ।
ভারতীয় কাশ্মিরে কত টুরিষ্ট, বাংলাদেশ থেকেও শত শত পরিবার ভারতীয় কাশ্মিরে বেড়াতে যায়, পাকিস্তানে কে যায়? পাকিস্তানি কাশ্মিরে যেতে ভুতেও ভয়ে যায় না।
৫| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তানে সমস্যা অনেক।
৬| ০৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৪
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: একটা চুলকানিমুক্ত কমেন্ট করব।
পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজম ক্রিস গেইলের রেকর্ড ভেঙ্গে দিয়ে ৭০০০ রান করেছে।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজমকে অভিনন্দন!
৭| ০৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৯
শাহ আজিজ বলেছেন: পাকিস্তানের বিপদ এখন প্রতি পদে পদে । আর কোন খেলার আসর পাকিস্তানে হবে না কারন খেলাধুলাও হারাম হয়ে যায় যদি ।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি চাই পাকিস্তান বিপদমুক্ত হয়ে আবার খেলায় ফিরে আসুক।
৮| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: পৃথিবীর জন্য পাকিস্তান দেশটি অশুভ।
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
এই যুগে এত দির্ঘদিন একটি দেশ অশুভ হয়ে থাকা ঠিক না।
আমি চাই পাকিস্তান জঙ্গিমুক্ত বিপদমুক্ত হয়ে আবার খেলায় ফিরে আসুক।
স্টেডিয়ামগুলো আবার দর্শক ভরপুর হয়ে আনদে মেতে উঠুক।
৯| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২৬
chondrobhuk বলেছেন: রাজীব নুর বলেছেন: পৃথিবীর জন্য পাকিস্তান দেশটি অশুভ।
সারমেয় তস্করদের প্রলাপে পাকিস্তানের হিন্দি চুলও ছেড়া যাবে না
০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৩:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তানের জন্য আপনাদের এত দরদ কি কারনে বুঝি না। পাকিরা কবে আমাদের উপকারে এসেছে?
পাকিস্তান গত বহু বছর জাবৎ দেউলিয়া, আর্থিক ভাবেই ভিক্কুক বলা যায়। কারনটা শুনুন।
আইসিসিকে সব সদস্য দেশ চাদা দিলেও পিসিবি আর্থিক দুরবস্থা কারন দেখিয়ে বহু বছর জাবৎ চাঁদা দেয় শূন্য শতাংশ।
পাকিস্তান চাঁদা না দেয়াতে ভারত পাকিস্তানেরটা দিয়ে দিচ্ছে, কারন ভারত সবচেয়ে বেশী চাদা দিচ্ছে।
পিসিবি শুধু নিচ্ছে।
১০| ০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:০৭
বংগল কক বলেছেন: মখা ভাইরে কইলাম চলেন পাকিস্তান যাই। মখা ভাই ভারত পন্থি হাউয়ামিলিগএর লোক, আমার প্রস্তাবে চমকায়া উঠলেন। আমি কইলাম পাকিস্তান যাওয়া কি বংগল দেশের আইনে নিষেধ নাকি। মখা ভাই চোখ লাল কইরা আমারে কইলেন "তুইও দেহি তালেবান হইয়া যাইতেছস", আমি কইলাম "তালেবান হইলে সমস্যা কি, তালেবানের কাছে আম্রিকা ক্যাম্নে পোংগা মারা খায়া এরোপ্লেন থেইকা হাগতে হাগতে কাবুল ছাড়লো এইটা আপ্নে দেখেন নাই"। এই কথা শুইনা মখা ভাই এর অবস্থা "আধিক শোকে পাথর" এর মত হইল। প্রচন্ড চেইত্যা তোতলাইতে তোতলাইতে আমার দিকে তাইড়া আসতে লাগলেন। আমি অবস্থা বেগতিক দেইখা খিড়কি দরজা দিয়া পালানোর সময় মনে হইল উনি বলতেছেন, "আমি আইজকাই তর নামে হাসান বালবৈশাখির কাছে নালিশ দিমু"।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:০১
চাঁদগাজী বলেছেন:
আপনি প্রায়ই পাকিস্তানের খারাপ খবরগুলো নিয়ে উৎসাহ দেখান; ৩য় বিশ্বের সাধারণ মানুষরা ক্রিমিনাল নয়।