নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
লু হাওয়া?
লু নাকি পাকিস্তান যাওয়ার পরপরই ইমরান পতন, এবার তো লু বসকে নিয়ে আসছে!
সরি দিস ইজ বাংলাদেশ।
বাংলাদেশ পাকিস্তান নয়। আর শেখ হাসিনাও ইমরানখান নয়।
নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি আরও কঠোর ব্যবস্থা নেবে? — এমন সংবাদ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে করলে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেন -
"আমি বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের স্বীকৃতি দিতে এখানে এসেছি। যুক্তরাষ্ট্র এই সম্পর্ককে আরও নিবিড় করতে চায়।
অবাধ ও মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগর প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, পাঁচ দশক ধরে 'দুই দেশের চমৎকার সম্পর্ক নিয়ে' প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্রসচিবের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট।
যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করতে চায় উল্লেখ করে উজরা জেয়া বলেন, ‘আগামী ৫০ বছর এবং তার পরের দিকে আমরা তাকিয়ে আছি। (প্রথম আলো থেকে হুবুহু)
আর সর্বশেষ খবর - আজাইরা আর লু হাওয়ার সাথে এপয়েন্টমেন্ট চেয়েও পায় নি বিএনপি। তবে এখনো তদ্বির চলছে।
সুত্র -
https://www.prothomalo.com/bangladesh/14wjkoxn8d
১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এখন পর্যন্ত এই মার্কিন অতিথিরা অংশগ্রহণমুলক কথাটা বলে নি। আগেও বলেনি।
যে কয়টা ভিডিওতে দেখছিলাম কোথাও ইনক্লুসিভ, কেয়ারটেকার বা ইন্টিরিয়ম গভোর্মেন্ট শদ খুজে পাইনি
যা বলেছে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন দেখতে চায় বলেছে।
২| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:১৮
চারাগাছ বলেছেন:
লু হাওয়া যে সরকার পতনের জন্য বাংলাদেশে আসছে সেটা জানা ছিল না।
১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি কই থাকেন মিয়া।
বিম্পির নেতারা এই সফরের তারিখ উল্লেখ করে বলেছিলেন, ঐ দিন হাসিনা পতন হবে।
এবং সেদিন থেকে খালেদার নির্দেশে দেশ চলবে। সেই অনুযায়ী ১০ই ডিসেম্বরেরের মত বিপুল জনসমাগম করে রেডি রাখে।
ইংলিশ স্লোগান শিখে রেডি রাখে।
৩| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:৩৫
এমজেডএফ বলেছেন: This is Sheikh Hasina's Bangladesh!
২৫০ বছর বৃটিশ শাসন, ২৩ বছর পাকিস্তানের শোষণ এবং ৩৬ বছর (১৯৭১ - ২০০৭) পশ্চিমা বিশ্বের মন জুগিয়ে চলা বাংলাদেশের রাজনীতিক, আমলা, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ সাহস করে বিদেশিদের দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদ করতে এখনও ভয় পায়।
বিশ্বব্যাংককে দাঁতভাঙা জবাব দিয়ে শেখ হাসিনা বাঙালি জাতিকে প্রথমবারের মতো আত্মবিশ্বাসী হওয়ার প্রেরণা দিয়েছে। শেখ হাসিনা আরো ৫ বছর ক্ষমতায় থাকলে বাঙালি জাতিকে পরাশক্তির দেশগুলোর মোড়লগিরির বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করার শিক্ষাও দিয়ে যাবে।
১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মাস খানেক জাবত হাসিনা মার্কিনিদের কঠিন ভাষায় ঝাড়ির উপরে রেখেছিল।
যে কারনে ওনারা ভুলেও কোথাও ইনক্লুসিভ, কেয়ারটেকার বা বা হাসিনা বিহীন ইন্টিরিয়ম গভোর্মেন্ট কোন একটি শব্দও উচ্চারন করে নি।
বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নেবে কিনা — এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উজরা জেয়া কথা ঘুরিয়ে ভিন্ন।প্রসঙ্গে বললেন
৫০ বছর ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের স্বীকৃতি দিতে আমি এখানে এসেছি। যুক্তরাষ্ট্র এই সম্পর্ককে আরও নিবিড় করতে চায়। অবাধ ও মুক্ত ভারত ও প্রশান্ত মহাসাগর প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
৪| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ৮:৩৯
শেরজা তপন বলেছেন: শেখ হাসিনার হুমকি ধামকিতে এম্রিকা যে ব্যাপক চিন্তায় পড়ে গেছে সেটা লু এর বক্তব্যে বোঝা যাচ্ছে - না কি হাসান ভাই?
১৪ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ভারত ভাগ হওয়ার পর এই বাংলায় আমেরিকান মতো পরাশক্তিকে বাংলার কোন নেতা কেউ প্রকাশ্যে হুমকি ধামকি দিতে পারেনি।
হাসিনা এমনকি আমেরিকার ভিতর দাঁড়িয়েও আমেরিকা ও বিশ্ব ব্যাংককে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত বেনজিরকে পর্যন্ত আমেরিকায় পাঠিয়ে দেখিয়ে দিয়েছিলেন।
বাংলাদেশ এখন সেই বাংলাদেশ নেই। এখন তলা বিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন বিশ্বের ৩৩ তম বৃহত্তম অর্থনৈতিক শক্তি।
বাংলাদেশকে এখন আর চাপ দিয়ে কিছু করানো সম্ভব নয়।
৫| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৯
জ্যাক স্মিথ বলেছেন: এই সরকার আবারও ক্ষমতায় থাকছে।
১৪ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীতে যার যোগ্যতা বেশি শিক্ষা দীক্ষা রিসোর্স বেশি সেই তারাই টিকে থাকে।
প্রকৃতিরও এইটাই নিয়ম।
বিরোধীদল হিসেবে বিএনপিকে কোন রাজনৈতিক দল বলা যায় না।
বিভিন্ন দল থেকে দলছুট চোরচোট্টা সমাগম করে একটা জগাখিচুরি দল। পৃথিবীর সব রাজনৈতিক দল তৈরি হয় মূল থেকে।
বিএনপি তৈরি হয়েছে 15 আগস্ট এর হত্যাকাণ্ডের মাধ্যমে। খুনি হয়েছে নেতা এরপর পাতা পাতার কান্ড মূল তৈরি হয়েছে।
হয়েছে বললে ভুল হবে, তৈরি করা হয়েছে। পরে ধর্মের আশ্রয় নিয়ে কিছু ধার্মিক ভন্ড লোকজন জড়োকরেছে।
৬| ১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ আমাদের অনেক আগেই চিনতে পেরেছিলেন। তাই তিনি আক্ষেপ নিয়ে বলেছেন- ''সাত কোটি সন্তানেরে হে বঙ্গজননী, রেখেছ বাঙালী করে মানুষ করোনি!''
৭| ১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: হাসিনা মোদীকে যা দিয়েছে তারেক যদি সেটাই দেয় তথাপি মদী তারেকের পক্ষে যাবে। কারণ হাসিরা মদীর চেয়ে কংগ্রেসের বড় বন্ধু। আর আমেরিকার সাথে কোন বিষয়ে তারেক যদি সমোঝোতায় আসতে পারে তবে তারাও তারেকের পক্ষে যেতে পারে। কারণ তারেকের লবিষ্ট ড. ইউনুছ আমেরিকার বন্ধু। সুতরাং এখনো অনেক হিসাব বাকী আছে।
১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
মোদি বা বাইডেন যেই হোক ওরা বাংলাদেশে কাউকে ক্ষমতায় বসানোর ক্ষমতা নেই।
এমনকি নামানোরও ক্ষমতা নেই। সেই দিন অনেক আগেই চলে গেছে। আর ১৫ই আগষ্ট ঘটানো সম্ভব নয়।
যাদের যোগ্যতা শিক্ষা জনসমর্থন পেশীশক্তি বেশি সেই দলই জয়লাভ করে। এটাই প্রকৃতির নিয়ম।
আর ইউনুস তো সম্পুর্ন অথর্ব।
যে লোক খালেদা হাসিনা বিহীন মাঠে এত ব্যাপক মার্কিন সমর্থন, মার্কিন ইচ্ছায় দেশের সেনাবাহিনীর সর্বাত্বক সমর্থনের পরও সামান্য একটি দল চালাতে পারে নি, সে একটি দেশ চালাবে কিভাবে? বিম্পি-জামাতের ভৃত্য হয়ে থাকাটাই তার উপযুক্ত স্থান।
ইউনুসরা আর কখনোই দেশের ক্ষতি করতে পারবে না।
৮| ১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: পঁচাত্তরের ষড়যন্ত্র আওয়ামী লীগ সামাল দিতে পারে নাই। এখনো সে ষড়যন্ত্র চলছে। এটা আওয়ামী লীগ সামলাতে পারবে কিনা সেটা দেখতে আমাদেরকে আরো কিছু দিন অপেক্ষায় থাকতে হবে।
৯| ১৪ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
কামাল১৮ বলেছেন: আসলে আমি দলের অংশগ্রহন কে বুঝাই নি।আমি বলতে চেয়েছি জনগনের অংশ গ্রহন কে।
১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমিও বুঝেছি।
১০| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা বাংলাদেশের প্রকৃত শুভাকাঙ্ক্ষী হলে তাদের নির্বাচনের ব্যাপারে কঠোর মনোভাব দেখানো প্রয়োজন। যে কোন ভোট ডাকাতির নির্বাচনকে প্রত্যাখ্যান করা উচিত। যদি তারা সত্যিই নির্বাচনের ব্যাপারে আন্তরিক হয়। কিন্তু অতীতে দেখা গেছে ডাকাতির নির্বাচনগুলিকে তারা মেনে নিয়েছে। তাই যদি হয় তাহলে নির্বাচনের পূর্বে এতো কথা বলে লাভ কি।
ডাকাতির নির্বাচনের পরে সেটা মেনে নিলে এখন যা বলছে এগুলি লোক দেখানোর জন্য।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৭
কামাল১৮ বলেছেন: বাংলাদেশ আর আমেরিকার চাওয়া এক।দুই দেশই অংশগ্রহণমূলক নির্বাচন চায়।