নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ টাইম ম্যাগাজিনের।
প্রতিবেদনে অনেক কথার ভেতরে একটি লাইনে টকশো হোস্ট জিল্লুরের একটি কথা ছিল
জিল্লুর রহমান বলছিলেন, হাসিনা খুব ভয়ে আছে। তাদের কোনো 'সেইফ এক্সিট' নেই।
জিল্লুর তো বলবেই। টাইম ম্যাগাজিন জানে না যে হাসিনার সেইফ তো দুরের কথা, তার কোন এক্সিটই নেই।
তাকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে, সেটা সরকারি দলেই থাকুক বা বিরোধী দলে থাকুক, বা জেলে থাকুক। নিরাপত্তা উঠিয়ে নিলে তার নিশ্চিত মৃত্য।
বিরোধী দল তো বলেই, শুশীলরাও ইনিয়ে বিনিয়ে বলছে, যে কোন মুল্যে ওনার লাশ দেখতে চায় জিল্লুরদের মত তথাকথিত থিঙ্কট্যাঙ্করা। ১৫ই আগষ্ট উনি বেঁচে গেল কেন, প্রচন্ড আক্ষেপ। আসিফ নজরুলরা স্ট্যাটাস দিয়ে বলেছে ফেয়ার নির্বাচন হলে ঢাকায় কাবুল বিমান বন্দরের পরিস্থিতি হবে বিমানে ঝুলে ঝুলে পালিয়েও কুল পাবে না।
ভুয়া গুমের নাটক করা বর্তমানে ইনসাফ পার্টির প্রধান ফরহাদ মাজাহার কে একবার টকশোতে জিজ্ঞেস করেছিল খালেদ মহিউদ্দিন -
"হাসিনা পদত্যাগের পর জাতীয় সরকারে আওয়ামীলীগের কয়জনকে রাখা হবে"?
ফরহাদ মাজাহার বললো - 'আওয়ামীলীগের কাউকে রাখার প্রশ্নই আসে না, আওয়ামীলীগ তো (দেশে) থাকবেই না'। মানে পলাতক থাকবে, খরচের খাতায়।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় অতিরঞ্জিত নয়। কোথায় যেন পড়েছিলাম,
১৯ বার হত্যা চেষ্টা, ডিটেইল ছিল। পরে আরো চেষ্টা হয়েছে।
এটাও যোগ হয় নি। ২০১১ বা ১২ দিকে হাসিনাকে নিয়ে নতুন কেনা বোইং বিমানের অয়েল নাট ঢিলা করে রেখেছিল,
মাঝ আকাশে একটি ইঞ্জিন তেল গড়িয়ে অয়েলশুন্য হয়ে আগুন ধরার আগেই বিমানটি জরুরি অবতরন করেছিল। জিয়াউল হকের মত নিশ্চিত মৃত্যুর ব্যাবস্থা করেছিল খুনিরা।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: যে ইঞ্জিনিয়ার এই কাজ করেছে সে দক্ষ ছিল না মনে হয়।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
উর্দি পড়া বিএএফ অবঃ চিফ মেইন্টেনেস অফিসার।
টিমের সবাইকে গ্রফতার করা হয়েছিল, একসপ্তা পরে সবাইকে ছেড়েদিয়েছিল। ভয়ে। বেকশুর খালাস।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯
নতুন বলেছেন: এইটা কোন সংখ্যার প্রচ্ছেদ?
https://time.com/vault/year/2023/
তাকে নিয়ে একটা লেখা পড়েছি।
https://time.com/6330463/bangladesh-sheikh-hasina-wazed-profile/
০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন: রিসেন্ট গতকাল।
দেখুন view this link
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লবিংরা বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে!
০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০
হাসান কালবৈশাখী বলেছেন: আওয়ামী লবিংরা এটা ছাপায় নাই।
সব লেখা তো আওয়ামী বিরুদ্ধে
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সামরিক বাহিনীর লোকদের কেউ ঘাটাতে চায় না এই দেশে। ফেলো ফিলিংস খুব বেশী। জেনারেল সোরাওয়ারদি সাহেব ফারজানা ব্রাউনিয়াকে বিয়া করার পরে মাথা আউলা ঝাউলা হইসে মনে হয়।
০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
জেনারেল সোরাওয়ারদি মাথা আউলা ঝাউলা হয় নি।
উনি পুরা টিম নিয়া উপস্থিত হয়েছি্লেন, হয়তো ভেবেছিলেন পদ পাবেন , কারন ৩ তারিখেই তো সরকার পতন হয়ে যাবে বলেছিল।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭
নতুন বলেছেন: লেখক বলেছেন: রিসেন্ট গতকাল।
উনাকে নিয়ে একটা ইন্টারভিউ ছাপিয়েছে।
উনার ছবি দিয়ে কভার পেজ করে নাই।
https://time.com/vault/year/2023/
এখানে ২০২৩ সালের যত কভার পেজ হইছে তার লিস্ট পাবেন।
প্লিজ ভুল তথ্য দিয়েন না
শিরোনাম ঠিক করেন।
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৬
হাসান কালবৈশাখী বলেছেন:
অবস্যই ওনার ছবি দিয়ে কভার পেজ করেছে টাইম ম্যাগাজিন।
আপনি হয় তো জানেন না সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে কভার পেইজের খবর বেশ আগেই মিডিয়াতে জানিয়ে দেয়।
এই নিয়ম চলে আসছে ইন্টারনেট যুগের বহু আগে থেকে। পৃন্টেড ভার্ষনও বের হয় পাবলিশ করার ৬ থেকে ১০ দিন আগে।
এই টাইম ম্যাগাজিনটি বাজারে আসবে ১০ থেকে ১২ নভেম্বর তারিখের ভেতর কিন্তু পাবলিশিং ডেট লেখা থাকবে Nov 20 2023
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৬
বাকপ্রবাস বলেছেন: ওনাকে বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সুতরাং লেইট করা উচিত নয়, এটা দেখিয়ে স্বর্গে প্রবেশ অতীব জরুরী।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৪
সোনাগাজী বলেছেন:
@নতুন,
আগামী সংখ্যায় ( নভে: ১০ ) শেখ হাসিনা কভার পেইজে থাকবে।
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১০
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা। নতুনকে বললাম -
সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে কভার পেইজের খবর বেশ আগেই মিডিয়াতে জানিয়ে দেয়।
এই নিয়ম চলে আসছে ইন্টারনেট যুগের বহু আগে থেকে। পৃন্টেড ভার্ষনও বের হয় পাবলিশ করার ৬ থেকে ১০ দিন আগে।
এই টাইম ম্যাগাজিনটি বাজারে আসবে ১০ থেকে ১২ নভেম্বর তারিখের ভেতর কিন্তু পাবলিশিং ডেট লেখা থাকবে Nov 20 2023
৯| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১
ভুয়া মফিজ বলেছেন: শেখ হাসিনার মাথায় দেখি দুইটা শয়তানের শিং গজাইছে! এই বিষয়ে আপ্নের বক্তব্য কি?
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩
হাসান কালবৈশাখী বলেছেন:
সোনাগাজী বলেছেন:
- বক্তব্য সোজা, উনি লোহার আন্ডারওয়ার পরেন।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৮
নিমো বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে আছে, একই সাথে আমাদের বাংলাদেশ নাথিং পার্টি'র ডায়াপার বদলানোর দায়িত্বেও আছে। প্রথমটার ব্লগের কিছু ছ্যাচড়া কাঙালের নিকট থেকে নিন্দা পেলেও, পরেরটায় বেশ প্রশংসা পাচ্ছেন। বিএনপি'র হালুয়া-রুটি খোররা অপেক্ষায় পিটার হাস তাদের মুখে টুপ করে হালুয়া-রুটি ফেলে দিবে
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন: লা জবাব!
১১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১
সোনাগাজী বলেছেন:
ভুয়া মফিজ বলেছেন: শেখ হাসিনার মাথায় দেখি দুইটা শয়তানের শিং গজাইছে! এই বিষয়ে আপ্নের বক্তব্য কি?
-বক্তব্য সোজা, লোহার আন্ডারওয়ার পরেন।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:১৭
ভুয়া মফিজ বলেছেন: বড়ভাইয়ের বিচিতে গুতা খাওনের অভিজ্ঞতা আছে জাইনা আনন্দ পাইলাম। সাবধান করনের লাইগা ধন্যবাদ।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: টাইম ম্যাগাজিন নাকি শেখ হাসিনাকে স্বৈরশাসক বলেছে?
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
নূর আলম হিরণ বলেছেন: Hard power শব্দটি কি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে?
০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
Hard power শব্দটি ইতিবাচক নেতিবাচক উভয় অর্থে ব্যবহৃত হয়েছে।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:২২
কামাল১৮ বলেছেন: স্বাধীনতার আগে ফরহাদ মাজহারের সাথে জানাশোনা ছিলো।এক সাথে দাবাও খেলেছি। এতোটা পরিবর্তন কি ভাবে হলো ভাবতে অবাক লাগে।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ৯:৪২
নিমো বলেছেন: কামাল১৮ বলেছেন: এতোটা পরিবর্তন কি ভাবে হলো ভাবতে অবাক লাগে।
সেটাই, সমাজতান্ত্রিক বিপ্লব এখন ইসলামিক বিপ্লবে পরিণত হয়েছে।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:১৬
কাঁউটাল বলেছেন: পাতি হাঁস.... থুক্কু .......... পিটার হাঁস কে আম্রিকা পাঠানো হউক।
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৯
শ্রাবণধারা বলেছেন: আপনি কি টাইম ম্যাগাজিনের লেখাটা পুরোটা পড়েছিলেন? নাকি ফেসবুকে বিভিন্ন মানুষের পোস্ট দেখে ব্লগে এই পোস্টটা দিয়েছেন? আমি নিশ্চিৎ আপনি আর্টিকেলটা হয় একেবারে পড়েন নাই, অথবা সম্পুর্ণ পড়েন নাই।
"সাড়ে চুয়াত্তর বলেছেন: শেখ হাসিনাকে মারার চেষ্টা ১৯ বার হয়েছে বলেছেন। এগুলি সম্ভবত অতি রঞ্জিত।"
লেখক বলেছেন: " আমার মনে হয় অতিরঞ্জিত নয়। কোথায় যেন পড়েছিলাম, ১৯ বার হত্যা চেষ্টা, ডিটেইল ছিল। পরে আরো চেষ্টা হয়েছে।"
শেখ হাসিনাকে যে ১৯ বার হত্যা করার চেষ্টা হয়েছিলো, তা টাইমের এই আর্টিকেলটাতেই বড় বড় অক্ষরে বলা আছে: "Few rebuttals are as stark as the 19 assassination attempts that Hasina has weathered over the years."
আপনি যদি লেখাটা পড়তেন তাহলে বুঝতেন যে এখানে জিল্লুর রহমান বলেছেন “আওয়ামী লীগ সবাই খুব ভয় পেয়েছে, তাদের safe exit নেই।" এর চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি সেগুলো সব বাদ দিয়ে ব্লগের বিএনপি বা জামাতপন্থী চানাচুর ওয়ালাদের মতই একটা পোস্ট দিয়ে বসেছেন।
১৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: এসব প্রচ্ছদে কি আসে যায়, শেখ হাসিনার হাতেই বংলাদেশের ভাগ্য। যতদিন বাংলাদেশ শেখ হাসিনার হাতে আছে ততদিন বাংলাদেশ পথ হারাবে না।
২০| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৪
শার্দূল ২২ বলেছেন: হাসান ভাই সব শেষে বর্তমান সরকারের ভবিষ্যৎ কি? নির্বাচন হলে সরকার আবার ক্ষমতায় আসবে। বিএনপির কি হবে বলে আপনি মনে করেন? ক্ষমতায় আসলে কি জামাত নিয়ে সরকার নতুন করে কিছু ভাববে? নাকি এরা দেশে নিভু নিভু আর দরকারে এভাবেই জ্বলে উঠবে?
আপনার কাছে রাজনীতির আপডেট তথ্য থাকে তাই জানতে চেয়েছি।
ভালো থাকবেন
২১| ২৪ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০
নতুন বলেছেন: ০৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১০০
লেখক বলেছেন:
হ্যা। নতুনকে বললাম -
সাপ্তাহিক টাইম ম্যাগাজিনে কভার পেইজের খবর বেশ আগেই মিডিয়াতে জানিয়ে দেয়।
এই নিয়ম চলে আসছে ইন্টারনেট যুগের বহু আগে থেকে। পৃন্টেড ভার্ষনও বের হয় পাবলিশ করার ৬ থেকে ১০ দিন আগে।
এই টাইম ম্যাগাজিনটি বাজারে আসবে ১০ থেকে ১২ নভেম্বর তারিখের ভেতর কিন্তু পাবলিশিং ডেট লেখা থাকবে Nov 20 2023
https://time.com/vault/year/2023/
শেখ হাসিনাকে নিয়ে করা প্রচ্ছেদের সংখ্যাটা এখনো খুজে পাইনি। আমাকে একটু লিংক দেবেন কি? যেখান থেকে প্রিন্টেট সংখ্যাটা কেনা যাবে?
২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি হয় তো জেনে থাকবেন টাইম ম্যাগাজিন বিভিন্ন রিজিয়নে পৃথক পৃথক এডিশনে পাবলিশ হয়ে আসছে।
যেমন ইউএস এডিশন, ইউরোপ এডিশন, এশিয়ান এডিশন, মিডলইষ্ট এডিশন, প্যাসিফিক (অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড) এডিশন ইত্যাদি। বড় কোন খবর না থাকলে । ৯০% ক্ষেত্রে ম্যাগাজিন গুলোর ভিন্ন ভিন্ন প্রচ্ছদ। বিষয়বস্তুও ভিন্ন ভিন্ন।
আলোচিত টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার ছবির প্রচ্ছদ ছিল এশিয়ান এডিশন ২০ নভেম্বর ২০২৩
আপনার লিঙ্কের ভল্টে শুধুমাত্র ইউএস এডিশনের প্রচ্ছদ পাবেন।
আমেরিকার অন্যান্ন ম্যাগাজিনের মত টাইম ম্যাগাজিন বর্তমানে কোন এডিশনই কাগজে ছাপা হয় না, সব অনলাইন। কোন নিউজ স্ট্যান্ডেই টাইম ম্যাগাজিন দেখা যায় না। তবে কিছু পুরোনো নিয়মিত পাঠকদের চাপে শুধু রেগুলার গ্রাহকদের সীমিত ভাবে টাইম ম্যাগাজিন কাগজে ছাপিয়ে ডাকযোগে ঠিকানায় পৌছে দিচ্ছে এখনো। আমাজন বুকসের মত প্রিন্ট অন ডিমান্ড।
চাইলে আপনিও গ্রাহক হলে আপনার ঠিকানায় পৌছে যাবে, তবে ছাপানো পুরোনো এডিশন পাবেন কি না আমি শিওর না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: সাকা চৌধুরী মজার কথা বলতেন। তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে আপনি শেখ হাসিনাকে বোমা মেরে হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন বলে শোনা যায়। উনি জবাবে বলেন আমি মারলে মিস হতো না।
শেখ হাসিনাকে মারার চেষ্টা ১৯ বার হয়েছে বলেছেন। এগুলি সম্ভবত অতি রঞ্জিত। তবে ২১ আগস্ট তার উপর আক্রমণ করা হয়েছিল। জামাত এবং তারেক জিয়া এটার জন্য দায়ী।
আসিফ নজরুল, নাইমুল ইসলাম খান, ফরহাদ মাজহার এই সব লোক এখন আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবী। এই কারণেই দেশের এই অবস্থা। আওয়ামীলীগেও এই ধরনের বেশ কিছু ধড়িবাজ আছে।