নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
হরতাল অবরোধ চলমান সত্তেও বিএনপির বা হরতাল অবরোধের খবর মিডিয়াতে ছোট হয়ে নীচের দিকে বা বা অদৃশ্ব হচ্ছে।
প্রথম আলোর অনলাইনে বিএনপির খবর সারাদিন অদৃশ্ব ছিল। বিবিসি বাংলা পেইজে নেই।
টিভি মিডিয়াতেও বিএনপি পন্থি বুদ্ধিজীবিদের গলার জোর দিন দিন ক্ষীন হয়ে আসছে।
১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
তত্তাবধায়ক নির্বাচন দিয়ে গনতন্ত্র নিয়ে করবেন টা কি?
তথাকথিত তত্তাবধায়ক ভিত্তিক নির্বাচনের জাতীয় সংসদ কখনোই কার্যকর ছিল না।
২০০৮ নির্বাচন ছিল বাংলার ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠতম নির্বাচন। আপনার আমার জীবদ্দশায় এ ধরনের নির্বাচন হাত দেখে যেতে পারবেন কিনা সন্দেহ। দেড় কোটি ভুয়া ভোটার বাদ দিয়ে নতুন ভোটার তালিকা ছবি সহ। ছবিসহ ন্যাশনাল আইডি কার্ড তথা ভোটার আইডি কার্ড।
সেই সবচেয়ে বেষ্ট নির্বাচনও বিএনপি-জামাত মানে নি। হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী আখ্যায়িত করে কখনো পার্লামেন্টে যায় নি। ৮৬% অনুপস্থিতি! খালেদা ৫ বছরে মাত্র ৯ দিন সংসদে গেছিল।
পার্লামেন্টে যেত সদস্যপদ টিকিয়ে রাখতে শুধু বেতন ভাতা তোলার দিন। সেই দিন কিছুটা হইচই করে চলে আসতো, কিন্তু সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করত না একবারও করেনি। প্রতি মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব থাকে। প্রধানমন্ত্রী যেকোনো সংসদ সদস্যের যে কোন প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকেন। প্রশ্নে কোন জটিল বিষয় থাকলে পরের মঙ্গলবার স্টাডি করে সেই প্রশ্নের জবাব দেন। সেই প্রশ্নোত্তর পর্বে বিএনপি কখনো অংশগ্রহণ করেনি।
বরং ২০১৪ ও ১৮ নির্বাচনের সংসদ তথাকথিত তত্তাবধায়ক ভিত্তিক সংসদের চেয়ে শতগুন ভাল ভাবে কার্যকর ছিল।
২| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
নতুন বলেছেন: ভাই আমি আপনার নেত্রী শেখ হাসিনার টাইম মেগাজিনের প্রচ্ছেদের কপিটা খুজে পাচ্ছি না। যদি একটু সাহাজ্য করতেন তবে উপকার হইতো।
কোথা থেকে প্রিন্টেট কপিটা সংগ্রহ করতে পারি যদি একটু লিংক দিতেন...
https://time.com/vault/year/2023/
২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনাই হয় তো জেনে থাকবেন টাইম ম্যাগাজিন বিভিন্ন রিজিয়নে পৃথক পৃথক এডিশনে পাবলিশ হয়ে আসছে।
যেমন ইউএস এডিশন, ইউরোপ এডিশন, এশিয়ান এডিশন, মিডলইষ্ট এডিশন, প্যাসিফিক (অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড) এডিশন ইত্যাদি। বড় কোন খবর না থাকলে । ৯০% ক্ষেত্রে ম্যাগাজিন গুলোর ভিন্ন ভিন্ন প্রচ্ছদ। বিষয়বস্তুও ভিন্ন ভিন্ন।
আলোচিত টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার ছবির প্রচ্ছদ ছিল এশিয়ান এডিশন ২০ নভেম্বর ২০২৩
আপনার লিঙ্কের ভল্টে শুধুমাত্র ইউএস এডিশনের প্রচ্ছদ পাবেন।
আমেরিকার অন্যান্ন ম্যাগাজিনের মত টাইম ম্যাগাজিন বর্তমানে কোন এডিশনই কাগজে ছাপা হয় না, সব অনলাইন। কোন নিউজ স্ট্যান্ডেই টাইম ম্যাগাজিন দেখা যায় না। তবে কিছু পুরোনো নিয়মিত পাঠকদের চাপে শুধু রেগুলার গ্রাহকদের টাইম ম্যাগাজিন কাগজে ছাপিয়ে ডাকযোগে ঠিকানায় পৌছে দিচ্ছে এখনো।
চাইলে আপনিও গ্রাহক হলে আপনার ঠিকানায় পৌছে যাবে, তবে ছাপানো পুরোনো এডিশন পাবেন কি না আমি শিওর না।
৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২০১৪ সালের পরপরই বিএনপি'র রাজনৈতিক পরাজয় হতে শুরু করে। ৫ বছর কিছু করতে না পেরে সেই 'অবৈধ' সরকারের অধীনেই ২০১৮ তে নির্বাচনে গিয়ে আরও সর্বনাশ হয়। এখন তাদের কথা শোনার সময় কারো নেই। মানুষ জীবন যুদ্ধ নিয়ে ব্যস্ত। বাংলাদেশের মত দেশে গণতন্ত্র নিয়ে লড়াই করতে গেলে পরিবার চালানো যাবে না...
২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
২০২৩ এ বিএনপি সর্বচ্চ ভাল অবস্থায় ছিল।
আমেরিকার নিরাপত্তা পেয়ে চাইলেই মিটিং মিছিল করতে পারতো, নির্ভয়ে জনসংযোগ করতে পারতো, কথা বলতে পারত। যে কোন মিডিয়া কথা বলাতে বিএনপি নেতাদের লুফে নিত। প্রথম আলোতো ৭০-৮০ ভাগ নিউজ বিএনপি ভিত্তিক হতো।
কিন্তু ২৮এ অক্টোবরে সহিংসতা পুলিশ হাসপাতালে হামলা পুলিশ হত্যা করে বলতে গেলে আত্নহত্যা করেছে বিএনপি। তার উপরে বোকার মত ভুয়া বাইডেন উপদেষ্টা হাজির করে ধরা খেয়ে সব পালিয়া বেড়াচ্ছে।
৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মিডিয়া চলে সরকারের ইচ্ছার উপর।
কোনো মিডিয়া বা সাংবাদিক তাদের ইচ্ছা মতো নিউজ করতে পারে না।
কেউ বেফাঁস কথা লিখলেই সেই পত্রিকা বন্ধ হয়ে যেতে পারে।
দেশে তো বিএনপির পত্রিকা নাই। সব আওয়ামীলীগের। কালবেলার মালিক কে জানেন? দেশ রুপান্তর কার তা তো জানেনই।
আমাদের এত এত পত্রিকার ভিড়ে টুকটাক যা সত্য কথা সেটা 'প্রথম আলো' বলে। বাকি গুলো বিটিভির মতো হিজড়া হয়ে গেছে।
২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
৯০% মিডিয়া বিএনপির পক্ষে লিখে আসছিল এতদিন, টিভিতে তো ২৪ ঘন্টাই বিএনপির পক্ষে বক বক করেযাচ্ছে। জিল্লুর ও খালেদ দুইজনই বিএনপি পক্ষের লোক নিয়ে টকশো করে যাচ্ছে একতরফা ভাবে।
বিএনপির পত্রিকা আছে অনেক। দিনকাল, মানব জমিন, নয়া দিগন্ত , ইনকেলাব , জামাতের সংগ্রামও আছে। কালবেলার মালিকও বিম্পির, ৭১ বাদে সব টিভিই বিএনপির গান গায়।
৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯
মোঃ কাজল আলী বলেছেন: সময় কে সময় দিন সময় সব কথা বলে দেবে। তিন লক্ষ শহীদের জীবণ দিয়ে গড়া দেশ কখনও উত্তর করিয়া বা চিনের মত হবে না!
২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
দুঃখিত তিন লক্ষ নয় ৩০ লক্ষ শহীদ। কারেক্ট করে নিবেন।
৬| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬
মোগল সম্রাট বলেছেন:
শক্তিশালী বিরোধী দল বানানোর দায়িত্বকি সরকারের?
৭| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯
মৃতের সহিত কথোপকথন বলেছেন: হাহাহাহাহাহা। এতো দেখি মাথামোটা।
৮| ২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪
তানভির জুমার বলেছেন: ইহা একটি ইডিয়েট মার্কা পোস্ট। ৭১ রে রাজাকাররা মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিত আর পাকিপন্থীরা লুটপাট আর হত্যা চালাতো। বিএনপির উপর সেইম কায়দায় নির্যাতন চালাচ্ছে গত ১০ বছর ধরে, আওয়ামীরা ভ্যান-পিকআপ নিয়ে এসে এখন বিএনপি নেতা- কর্মীদের বাড়ীতে তাদের অবর্তমানে লুটপাট আর নির্যাতন চালায়। বাকি আছে শুধু বিএনপি নেতা- কর্মীদের মা-বোনদের ধর্ষণ করা। একমাত্র বিএনপি নেতা- কর্মীরাই বর্তমান সময়ের মুক্তিযোদ্ধা। তারাই দেশটা কে হায়েনাদের হাত থেকে আবার মুক্ত করবে।
২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
অল্প কয়েকটি পুলিশের ভয়ে কথিত লাখ লাখ বিএনপি নেতাকর্মি ভয়ে মেঘনার চরে জঙ্গলে লুকিয়ে আছে।
সায়েদাবাদের চরে দল বেঁধে আশ্রয় নেওয়া সবাই সোনারগাঁর বারদী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রেপ্তার এড়াতে বিএনপির নেতা-কর্মীরা এভাবে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা দল বেঁধে ফসলি জমি, নদীর চর ও জঙ্গল, এমনকি কবরস্থানেও আত্মগোপন করছেন। কেউ কেউ থাকছেন মাঝনদীতে ভাসমান নৌকায়।
এর পরও গ্রেপ্তার এড়াতে পারেন না অনেকে। পুলিশের হিসাব বলছে, গত চার সপ্তাহে নতুন করে জেলার সাতটি থানায় হওয়া ২০টি মামলায় পাঁচ শতাধিক বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
সায়েদাবাদের চরে আশ্রয় নেওয়া দলটির নেতৃত্বে আছেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সেলিম হোসেন ওরফে দিপু। আগে থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রথম আলো সংবাদদাতা, ১৭ নভেম্বর রাতে সেখানে গিয়ে দেখা যায়, লম্বা কাশবন আর গাছে ঘেরা একটি স্থানে ৪ ফুট উচ্চতার ৮০ বর্গফুটের ছোট্ট ছাউনি। বৃষ্টি থেকে বাঁচতে বাঁশের ছাউনির ওপর পলিথিন দেওয়া। সাপ-পোকা থেকে রক্ষা পেতে ছাউনি ঢাকা হয়েছে মশারির মতো ঘন জালে। ভেতরে খড়ের ওপর বিছানা পাতা। এর মধ্যেই ছয়জন ঘুমাচ্ছেন। বাইরে পায়চারি করতে করতে পাহারায় আছেন চারজন। এই ১০ জনের মধ্যে ছয়জনের নামেই একাধিক মামলা রয়েছে। বাকি চারজন ‘অজ্ঞাতনামা’ আসামি হিসেবে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানালেন।
২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন: খানে লেখাটা পড়ুন, হাসবেন।
Also Read: গ্রেপ্তার আতঙ্কে বিএনপির লোকজন বাড়িছাড়া
৯| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৪৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এবার নির্বাচনে না গেলে এরা বিলুপ্ত হয়ে যাবে। আওয়ামী লীগের সাথে কুলাতে পারবে না।
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপি অলরেডি বিলুপ্তির পথে।
২৮ তারিখে বিএনপি গ্যাঞ্জাম কইরা মারাত্মক ভুল করলো।
বিএনপি এত দিন গ্রেফতারের ভয় ছিল না, মোটামোটি ফ্রিলি চলা ফেরা মিটিং সবই নির্ভয়ে করতে পারতো। গত দশ বছরের ভেতর এবার বিএনপি সবচেয়ে শক্ত অবস্থায় ছিল, কিন্তু পুলিশ হত্যায় সব ভেস্তে গেল।
এখন বিএনপি নেতারা কথা বলা তো দুরের কথা গ্রেফতার আতঙ্কে বাসায়ও নির্ভয়ে ঘুমাতে পারে না। পারবেও না।
১০| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ২:১৪
আঁধারের যুবরাজ বলেছেন: আওয়ামীলীগ যদি আরো একশো বছরও ক্ষমতায় থেকে যায় ,তথাপি তাদের সকল অপরাধ অথবা ভুল মিথ্যে হয়ে যাবে না।
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামীলীগের অপরাধটা কি?
আওয়ামীলীগে কি গ্রেনেড হামলা করে ২৪ জন হত্যা করেছে?
হানিফের মেয়র নির্বাচিত হওয়ার বিজয় মিছিলে ব্রাশফায়ার করে ৯ জনকে হত্যা করার মত কিছু করেছে?
১১| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭
noyon2009 বলেছেন: আরে ভাই শীতকালে অনেক কিছুই ছোট হয়
২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
তাই বলে বিএনপির বা হর্তাল অবরোধের খবর প্রথমআলোর মত পত্রিকা থেকে অদৃশ্ব হবে?
কিচ্ছুক্ষন আগে প্রথম আলো অনলাইনের স্ক্রিনশট দেখুন, বিএনপি নেই।
১২| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
৯০% মিডিয়া বিএনপির পক্ষে লিখে আসছিল এতদিন, টিভিতে তো ২৪ ঘন্টাই বিএনপির পক্ষে বক বক করেযাচ্ছে। জিল্লুর ও খালেদ দুইজনই বিএনপি পক্ষের লোক নিয়ে টকশো করে যাচ্ছে একতরফা ভাবে।
বিএনপির পত্রিকা আছে অনেক। দিনকাল, মানব জমিন, নয়া দিগন্ত , ইনকেলাব , জামাতের সংগ্রামও আছে। কালবেলার মালিকও বিম্পির, ৭১ বাদে সব টিভিই বিএনপির গান গায়।
আপনার সাথে কেউ পারবে না।
আপনি পাছা দিয়ে পাহাড় ঠেলে সরিয়ে দিতে পারেন।
১৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬
নীল আকাশ বলেছেন: কালকে ক্ষমতা থেকে নামুক, আ'লীগ কে পিপড়া পত্রিকার খবরেও খুঁজে পাওয়া যাবে না।
মিডিয়া সেন্সরশিপ কেমন চলছে দেশে এটা আপনি বেশ ভালো করেই জানেন।
তারপরও এইসব ফালতু পোস্ট দেন কীভাবে?
৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০
হাসান কালবৈশাখী বলেছেন: আওয়ামীলীগ এর আগে বহুবার ক্ষমতা থেকে নেমেছে।
ভদ্রভাবেই নেমেছে, আওয়ামী লীগ বাংলার ইতিহাসে একমাত্র দল যারা মেয়াদ শেষে ভদ্রভাবে ক্ষমতা থেকে নামে।
বিএনপি-জামাত তত্তাবধায়ক ব্যাবস্থা থাকার পরও একবারও ভদ্রভাবে ক্ষমতা হস্থান্তর করেনি, ক্ষমতা ছাড়তে অশ্বীকার করেছিল।
প্রতিবারই পিটিয়ে নামাতে হয়েছে।
ইতিহাস বলে আওয়ামী লীগ কখনো গণপিটুনি খায় না। কখনো খায় নি। আওয়ামী লীগ গণপিটূনি দিয়ে অভ্যস্ত।
শিবির সমর্থক অনেকে বলে থাকে লীগ পুলিশ ছাড়া একবার রাস্তায় আসুক, দেখাইয়া দিব।
সেই ২৮ শে অক্টোবর ২০০৬ আওয়ামী লীগের সাথে পুলিশ ছিল না। সেদিন ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথ আওয়ামীলীগের দখলে ছিল লাঠিবৈঠার পিটুনিতে সেদিন ৫ জন জামাত শিবির নিহত হয়েছিল।
এর পর থেকে আওয়ামীলীগ ঢাকা ও বাংলাদেশের রাজপথ ১-১১র আগের দিন পর্যন্ত একটানা ৩ মাস দখলে রেখেছিল। লীগ ও লীগের শিল্পিরা রাস্তাঘাটে সমাবেশ গান-বাজনার আসর যেমন খুসি তেমন সাজো এমনকি পথনাটক করে মাতিয়ে রেখেছিল। তখন ৩ মাস বিএনপির রাষ্ট্রপতি সরকার পুলিশ থাকার পরও ঢাকা শহরের রাস্তায় বিএনপি-জামাতের টিকিও খুজে পাওয়া যায় নি।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৯
জুন বলেছেন: ঠিকি বলছেন কালবৈশাখী। নিউজ বড় হবে কেমনে কারণ তারা তো সব জেলে
১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আপা সবাই জেলে নেই।
জেলে থাকলে আরো বেশী নিউজ হওয়ার কথা। কিন্তু হচ্ছে না।
২৮ শে অক্টোবর ২০২৩ এ তারেকের পরামর্শে বিএনপি গ্যাঞ্জাম কইরা মারাত্মক ভুল করলো।
বিএনপি এত দিন গ্রেফতারের ভয় ছিল না, মোটামোটি ফ্রিলি চলা ফেরা মিটিং সবই নির্ভয়ে করতে পারতো। গত দশ বছরের ভেতর এবছর বিএনপি সবচেয়ে শক্ত অবস্থায় ছিল, কিন্তু জনসমক্ষে পুলিশ হত্যায় সব ভেস্তে গেল।
এখন বিএনপি নেতারা কথা বলা তো দুরের কথা গ্রেফতার আতঙ্কে বাসায়ও নির্ভয়ে ঘুমাতে পারে না। আর পারবেও না।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬
নতুন বলেছেন: বিরোধী দলকে ধংষ করে আপনি কেমন গনতন্ত্র চান?
ভোট কেন্দ্রে যদি আয়ামীলীগের নেতা কমীরা সিল না মারে তবে কত ভাগ ভোট পাবে?