নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, নিতান্তই একজন সাধারণ বাংলাদেশি। এই ব্লগে আমি আমার গল্প বলি — আমার কথা, আমার ভাবনা, একজন সাধারণ মানুষের, যে তার আয়নায় অসাধারণ স্বপ্ন দেখে। চলুন, একসঙ্গে খুঁজে দেখি আমার আয়নার সেই প্রতিচ্ছবি, যেখানে আমি শুধু আমি নই, আমি আমার বাংলাদেশ।

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান

সহজ মানুষ, ভজে দ্যাখ না রে মন দিব্যজ্ঞ্যানে,পাবি রে অমুল্যনিধি, বর্তমানে, পাবি বর্তমানে।

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান › বিস্তারিত পোস্টঃ

আজ আবার সেই পথে...

২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩

প্রায় ৭ বছর আগে ব্লগে নাম লিখাই । তারপর এটা সেটা কত কি । আশা ছিল মনে মনে, প্রেম করিব তাহার সনে । যথারীতি কিছু লেখাও তৈরি হয়ে গেল । তারপর হুট করে এক অনাকাখ্ঙিত কারণে সব কিছু দুনিয়া আন্ধার । লেখালিখি বন্ধ, বন্ধ ব্লগে ঘোরাঘুরি । সমাজ সংসারের যাঁতাকলে পিষ্ট হতে থাকলাম প্রতিনিয়ত । হারিয়ে গেল স্বপ্নের ফানুস, হারিয়ে গেল স্বপ্ন বোনা, হারিয়ে গেলাম আমি ।



তারপর... দিন যায় রাত যায়... দিন যায় রাত যায়...



কিন্তু মনের ভেতরের খচ্খচানি আর যাচ্ছিল না । মাঝে মাঝেই আবার ঢুঁ মারা শুরু করলাম । আর বিভিন্ন লেখা পড়তে পড়তে আমারও আবার পাখির মতো গাইতে ইচ্ছে হল ।



আজ আবার নতুন উদ্যমে পথ চলার শুরু । আজ আবার সেই পথে...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৩

দুঃখী__ বন্ধু বলেছেন: ওয়েলকাম ভাই :)

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮

ডা. মোহাম্মদ মোমিনুজ্জামান খান বলেছেন: ধন্যবাদ ভাইজান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.