নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

যে লেখাগুলো নির্বাচিত হতে পারতো!

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

সামু’তে এমন কিছু লেখা আসছে প্রতিদিন, যা শুধু সামাজিকভাবে নয়, জাতীয়ভাবেও গুরুত্বপূর্ণ। কিছু কিছু অত্যন্ত ভালো লেখা নির্বাচিত কলামে আসছে না দেখে ব্যথিত হই। হয়তো অনিচ্ছাকৃতভাবেই লেখাগুলো উপেক্ষিত হচ্ছে। কিন্তু তাতে কি পাঠকের সাথে একটুও অবিচার হচ্ছে না?



সকল ভালো লেখাই যে নির্বাচিত কলামে দেওয়া সম্ভব তাও নয়। কিন্তু চেষ্টা তো করা যায়। কিছু কিছু লেখা আছে যারা নির্বাচকদের দৃষ্টি এড়িয়ে যাওয়া একদম মেনে নেওয়া যায় না।



আমার বিবেচনায় যেগুলো বিশেষ মনযোগ পাবার দাবি রাখে, সেগুলো নিচে উল্লেখ করলাম:



১) জাপানে বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিয়ে একটি তথ্যভিত্তিক চেতনা-জাগানিয়া লেখা



২) বাংলাদেশী ব্রান্ডের পণ্য ব্যবহার ও বিদেশী পণ্যের প্রতি আমাদের অন্ধ মোহ নিয়ে একটি বাস্তবঘটনা ভিত্তিক লেখা



এগুলো কেবল দৃষ্টান্ত। এরকম বহু লেখা তলিয়ে যাচ্ছে প্রতিদিন। প্রথম পৃষ্ঠায় একটি লেখা ২/৩ মিনিটের বেশি থাকে না। তাই নির্বাচিত কলামের ওপর অনেকেই ভরসা করেন।



একটি বৃহৎ এবং জাতীয় ব্লগসাইট হিসেবে সামু’র আরও দায়িত্বশীল হবার প্রয়োজন আছে। বন্ধুকে দিয়ে যেমন মানুষটিকে চেনা যায়, তেমনি নির্বাচিত কলামের লেখা দিয়ে নির্বাচক তথা একটি ব্লগসাইটের রুচির খবরও বের হয়ে যায়।



আশা করছি আমার বক্তব্যটিকে নিরপেক্ষভাবে গ্রহণ করা হবে। উল্লেখিত দু’জন ব্লগারের কেউই আমার পরিচিত নন, তাদের কারও নামও আমি উল্লেখ করি নি। লেখা দিয়েই আমি তাদেরকে বিচার করেছি। ব্লগ কর্তৃপক্ষকে কি তা-ই করা উচিত নয়?

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

সপ্নাতুর আহসান বলেছেন: ২য় লেখাটি পড়েছি। আমিও আপনার সাথে একমত।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আহসান ভাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

কলির কৃষ্ণ বলেছেন: ব্লগের বহুল আলোচিত জিশান মামার এক সময়ের দুই রক্ষিতাও নাকি এখন মডারেশন প্যানেলের অন্যতম কত্তী(কুত্তী নয়)-কাজেই "এককালের রক্ষিতা"দের কাছে আর কীইবা আশা করা যায়!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কলির কৃষ্ণকে অনেক ধন্যবাদ।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

আশরাফুল কবীর রাসেল বলেছেন: #শুভেচ্ছা আপনাকে মাঈনউদ্দীন মইনুল ভাই..দারুনভাবে বলার জন্য। :) :) :) :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা! আশরাফুল কবীর ভাইকে পেয়ে আনন্দিত হলাম।

আপনাকেও শুভেচ্ছা!!

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

বাংলাদেশী পোলা বলেছেন: কলির কৃষ্ণ যে মন্তব্যটা করেছে-তার বক্তব্যে দ্বিমত করার কোনো অবকাশ নেই। ঐ মন্তব্যেই মডারেটরের "যোগ্যতা" স্পষ্ট হয়ে গিয়েছে।সামু ব্লগ এখন ঐ শ্রেনীর দুই "রক্ষিতা" ও দুই "রক্ষক"দের কুতসিত মানসিকতায় বন্দী।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বাংলাদেশি ভাইকে অনেক ধন্যবাদ মতামত দেবার জন্য।

ভালো থাকবেন!!

৬| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: লিঙ্কের লেখাদুটো পড়ে এলাম। দুটোই ভাল পোস্ট। নির্বাচিত তালিকায় অবশ্যই স্থান পাওয়া উচিত ছিল, বিশেষ করে জাপান নিয়ে লেখা পোস্টটি।
আপনার এই পোস্টেও + +

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পুরাতন পোস্টগুলোর কথা আমিই ভুলে যাই। পড়ে ভালো লাগে। এ সুবিধাটি আপনি করে দিচ্ছেন!
এমন পাঠক আমার মতো লেখকের জন্য বিশাল প্রাপ্তি। অনেক কৃতজ্ঞতা... জনাব খায়রুল আহসান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.