নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন জানাবার মতো মানসিক স্বস্তি পাচ্ছি না আজ। বন্ধুগণ ক্ষমা করো!

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

অভিনন্দন জানাবার মতো মানসিক স্বস্তি পাচ্ছি না আজ। যখন পৃথিবীর শ্রেষ্ঠ সনদটি তিনি পেয়েছিলেন, তখন সমগ্র জাতির সাথে খুশিতে আত্মহারা হয়েছি। এরপর অনেক পুরস্কার অনেক সনদ। যখন তিনি এনজিও পরিচালনার কায়দায় রাজনীতির মাঠ গরম করতে চাইলেন, তখনও ভেবেছি তিনি সফল হবেন। এবং স্বাগত জানিয়েছি। নোংরা রাজনীতির শিকার হয়ে যখন নিজের গড়া প্রতিষ্ঠানকে বিতাড়িত হলেন, তখন সরকারের কঠোর সমালোচনা করেছি। তার প্রতিটি কথায় শক্তি পেয়েছি - উদ্ধৃতি করেছি বিভিন্ন জায়গায়। তার কোন কিছুতেই নেতিবাচক কিছু দেখি নি। কিন্তু গণজাগরণ ও তরুন বিপ্লব, অতঃপর বাঙালির অস্তিত্ব নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। প্রবল ভূমিকম্পে যেমন ভূগর্ভস্থ প্রাণীসকল বের হয়ে যায়, তেমনি দেশের শত্রু-মিত্র-দালাল-মোসাহেব বের হয়ে গেলো নিমিষে! সমীকরণ বদলে গেলো! এবার যখন একই ব্যক্তির নামে আরেকটি সেরা পুরস্কারের খবর ভেসে বেড়াচ্ছে আকাশে-বাতাস, ঠিক উচ্ছ্বসিত হবার মতো জোর পাচ্ছি না মনে। বোধ হয়, স্বদেশ প্রেমে ঘাটতি আছে আমার। বন্ধুগণ, ক্ষমা করো!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

ডিজিটাল ২০২১ বলেছেন: পাবেন কেমনে আপনিও তো বাগীদের মত..............................

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দলকানার মতো একটি মন্তব্য দিলেন, তা-ও আবার অসম্পূর্ণ।

তবু ভালো থাকুন :)

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৯

বাঘ মামা বলেছেন: যখন তিনি নোভেল পেলেন, যেদিন আমি প্রথম শুনলাম কোন এক রেস্টুরেন্টের আড্ডায় বন্ধুদের সাথে ঠিক তখনি মনের অজান্তে টেবিলে আঘাৎ করে বলেছিলাম তিনি এই দেশের রাজনীতিতে আসার ইচ্ছা পোষণ করিবেন নিশ্চিৎ থাকো তোমরা।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এখন তিনি আপনার অনেক ধারণাকে সত্য করে দেবে।
শুধু অপেক্ষা করুন....দেখুন!

শুভেচ্ছা, বাঘ মামা :)

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: Same here !

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

স্বাধীন জামিল বলেছেন: সবার কি এখন কাম কাজ বাদ দিয়ে শাহবাগ এ বসে থাকতে হবে? কুমিল্লা থেকে গিয়েছিলাম। আবার ফিরেও আসছি। বেচে থাকার তাগিদে। যাহক, তাকে মানুষ কম হেনস্থা করে নাই কয়েক বছর যাবত, সে কোন তাগিদে এত দায়িত্তবান হবে, সে তো জানে দরকার ফুরালে আবার ফেলে দেয়া হবে। কি দরকার, তাকে তার মত শান্তি তে থাকতে দেন। তবে, ইতিহাস সফল দের মনে রাখে, আপনারাও সফল হবেন আসা রাখি।

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় স্বাধীন জামিল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.