নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল সাড়ে আটটা হবে এমনি এক ব্যস্ত সকালে একজন বৃদ্ধ ভদ্রলোক এসে আমার সামনে উপস্থিত। বয়স ৮০’র ওপরে হবে। তার হাতের বুড়ো আঙ্গুলের সেলাই খুলে দিতে হবে। তিনি জানালেন যে, ৯টায় তার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। অতএব দেরি করা যাবে না। তার শরীরের গুরুত্বপূর্ণ অংশে একটু চেক করে তাকে বসতে দিলাম। আমি জানতাম কাজটি শেষ হতে কমপক্ষে এক ঘণ্টা সময় লাগবে। সে পর্যন্ত তার সঙ্গে কাউকে থাকতে হবে। কিন্তু লক্ষ্য করলাম তিনি বারবার উদ্বিগ্ন হয়ে ঘড়ি দেখছেন।
যেহেতু আমার কাছে আর কোন রোগী ছিলো না, আমি তার ক্ষতস্থানটি পরীক্ষা করলাম। পরীক্ষায় দেখা গেলো তার ক্ষতটি অনেকটা ভাল হয়ে গেছে। তাই, তার সেলাই ও ব্যান্ডেজগুলো খুলে পরিষ্কার করে দেবার জন্য আমি অন্য ডাক্তারদের সাথে কথা বললাম।
ক্ষতস্থানটিতে ঔষধ দেবার সময় আমি বৃদ্ধ রোগীর সাথে কথা বলছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, তিনি যে এতো তাড়াহুড়া করছেন ৯টার সময় অন্য কোন ডাক্তারের সাথে তার দেখা করা কথা আছে কি না। বৃদ্ধ আমাকে বললেন, ৯টায় তাকে নার্সিং হোমে যেতে হবে, যেখানে তার স্ত্রী আছেন। তার সাথে নাস্তা খেতে হবে। তার স্ত্রীর কী অসুখ জিজ্ঞেস করলে বৃদ্ধ জানালেন যে, তার স্ত্রী আলজেমিয়ারস রোগে আক্রান্ত। আলজেমিয়ারস রোগীদের স্মৃতি বিভ্রম হয় এবং মেজাজ বিগড়ে যায়। অনেকে একে বয়সের সমস্যা বলেন, কিন্তু এ রোগের কোন চিকিৎসা নেই। আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যায়।
যা হোক, আমি আরেকটু কৌতূহলী হয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, যদি একটু দেরি হয় তবে তার স্ত্রী রাগ করবেন কি না। উত্তরে বৃদ্ধ জানালেন, তার স্ত্রী তাকে চেনেনই না। গত পাঁচ বছর ধরেই তার স্ত্রী তাকে চেনেন না।
আমি একটু বিস্মিত হয়েই জিজ্ঞেস করলাম, “তিনি আপনাকে চেনেন না, তবু আপনি প্রতিদিন সকালে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান?!”
বৃদ্ধ একটু হাসলেন। তিনি আমার হাতে মৃদু চাপ দিয়ে বললেন, “তাতে কী! আমার স্ত্রী আমাকে চেনেন না, কিন্তু আমি তো তাকে এখনও চিনি!”
আমি চোখের পানি থামাতে পারি নি। সত্যিকার ভালোবাসা আসলে কী, আমি প্রায়ই বিভ্রান্ত হই! আমার মনে হয় একেই বলে প্রকৃত ভালোবাসা। এটি শারীরিক নয়, আবেগিকও নয়। ভালোবাসা হলো: যা হয়েছে, যা হবে এবং যা হবে না – সবকিছুকে মেনে নেয়া।
---------------
মূল ইংরেজি: ফেইসবুক স্টা্টাস অবলম্বনে
*অনেক চেষ্টা করেও ছবি যুক্ত করতে পারলাম না
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঢাকাবাসীকে অনেক ধন্যবাদ
২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১
রাজু মাষ্টার বলেছেন: আসলেই তাই......
ভালোবাসা যা হয়েছে, যা হবে এবং যা হবে না – সবকিছুকে মেনে নেয়া।
+++
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই রাজু মাস্টার!
শুভেচ্ছা জানবেন
৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২
বোকামন বলেছেন:
হূম ! বয়স হচ্ছে শরীরের .....।
লেখাটি খুব ভালো লাগলো ভাইজান [১+]
ভালো থাকবেন।
২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নিয়মিত মতামত দিয়ে প্রেরণা দেবার জন্য কৃতজ্ঞতা।
শুভেচ্ছা জানবেন
৪| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
মোর্শেদ হায়দার বলেছেন: অসাধারণ লিখেছেন, মন ভালো হয়ে গেল।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ মোর্শেদ হায়দার ভাই
শুভেচ্ছা!
৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১১
খেয়া ঘাট বলেছেন: অনেক হৃদয়স্পর্শি লিখা মইনুল ভাই। ভালোবাসাতো এমনিই হওয়া উচিত।
++++++++++++++++++++++++++++++++++++++++++++্
একগুচ্ছ প্লাস।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “একগুচ্ছ প্লাস” পেয়ে গর্বিত।
কৃতজ্ঞতা এবং
শুভেচ্ছা জানবেন প্রিয় খেয়া ঘাট
৬| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালবাসাটা এমনই, যা কখনো মনে হয় অর্থহীনও।
০২ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লেখক বলেছেন: কথা বেঠিক না....
কে যেন বলেছিলেন, প্রেম যত গভীর ততই অর্থহীন
৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, ইরফান আহমেদ বর্ষণ!
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো গল্পটা পড়ে ।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত
শুভেচ্ছা জানবেন
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল ++++++
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অশেষ ধন্যবাদ
শুভেচ্ছা জানবেন, প্রিয় কাণ্ডারী অথর্ব
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮
পুতুল আলতাব বলেছেন: অনেক ভালো লাগলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ!
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬
খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী!
একেবারে শেষে দেয়া ভালবাসার সংজ্ঞাটা ভাল লেগেছে।
এমন ভালবাসার দাতা ও গ্রহিতা, উভয়েই খুবই ভাগ্যবান।
পোস্টে ভাল লাগা + +
২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক অনেক কতৃজ্ঞতা, প্রিয় পাঠক এবং লেখক! শুভেচ্ছা জানবেন....
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪
ঢাকাবাসী বলেছেন: মন ছুঁয়ে যায়, খুব ভাল লাগল্ ।