নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুকথা পর্ব ৩: পৃথিবীর ‘খ্যাতিমানদের’ জীবনের শেষ কথা। মাঈনউদ্দিন মইনুল।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩

নিজের জীবনের ঘটনা দিয়ে তৃতীয় পর্বটি শুরু করছি। পরিবারের একমাত্র উপার্জনকারী আমার বাবা মারা যান আশির দশকের শেষে। প্রচণ্ড ধূমপান আর অনবরত চা পান করতেন তিনি খালি পেটেও। কিডনি সমস্যার সমাধানের চেষ্টার পূর্বেই তিনি মারা যান, অনেকটা অকালেই, কারণ তিনি কেবল ষাট অতিক্রম করেছিলেন তখন। চার ভাইয়ের মধ্যে শুধু একজন ভাই তখন উপার্জন সক্ষম। সবচেয়ে ছোটভাই তখনও ভালোমতো স্কুল শুরু করে নি। আমি হাইস্কুলে। এক ভাই লেখাপড়া ছাড়া আর চাকরি ধরা’র মাঝখানে অবস্থান করছিলেন। পরিস্থিতি যে কতটুকু ঘোরতর, তা আমরা কেউ টের পাই নি। সে বয়সেই ছিলাম না। কিন্তু বুঝেছিলেন আমার মুমূর্ষু বাবা, কারণ আমার দাদার সময় থেকেই স্বচ্চলতায় ভাটি পড়েছিলো। অবশিষ্ট ছিলো মাত্র কিছু নগণ্য জমি আর ভিটা বাড়ি। হয়তো মৃত্যুর পূর্বে প্রতিটি সেকেন্ড তার কেটেছে আমাদের ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা নিয়ে। মৃত্যুর পূর্বে তিনি কী বলেছিলেন আমার ততটা খেয়াল নেই। শুধু মনে আছে, ঠোঁট নাড়িয়ে কিছু বলার ভঙ্গি করে তিনি তার হাতের চারটি আঙ্গুল তুলে ধরেছিলেন আমার মায়ের দিকে। দুঃখিনী মায়ের অবশিষ্ট সম্বল বলতে ছিলাম কেবল আমরা চারটি ভাই! সৃষ্টিকর্তার কৃপায়, আমাদের মাঝেই মা আজ আছেন।



মানব জীবনের সর্বশেষ আত্মমূল্যায়নের উপলক্ষ হলো মৃত্যু। তবে এই মূল্যায়নের সুফল দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি কিছু করার সুযোগ আর পান না – সেটি কেবলই পরবর্তি প্রজন্মের জন্য। মোনালিসা’র মতো অনবদ্য চিত্রকর্মের নির্মাতা লিওনার্দো দ্য ভিন্চির [১] মৃত্যু-সময়ের বক্তব্য থেকে বুঝা যায়, সকল মানুষের অন্তরে রোপিত আছে একটি অসন্তুষ্ট অন্তরাত্মা যা মানুষকে উৎকর্ষের দিকে নিয়ে যায়।



বিবর্তনবাদের প্রবর্তক ডারউইন [৫] তার মৃত্যুর পূর্বে ঘোষণা দিয়ে গেলেন যে তিনি মৃত্যুকে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না। ‘লাইফ এন্ড লেটারস অভ চার্লস ডারউইন’ গ্রন্থ থেকে জানা যায়, জীবনের প্রতিটি ঘণ্টাকে তিনি কাজে লাগাবার করার চেষ্টা করেছেন। এক জায়গায় তিনি বলেছেন, “যে ব্যক্তি একটি ঘণ্টাও নষ্ট করার সাহস পায়, সে জীবনের মূল্য খুঁজে পায় নি।”



বিপ্লব সফল করতে হলে প্রয়োজন আত্মবিসর্জন। এ কথা মাস্টারদা সূর্যসেন কত আগেই জানিয়ে গেছেন (১৯৩০)।

মৃত্যুর পূর্বে চে জানিয়ে গেলেন যে, মৃত্যু কেবল মানুষকে শেষ করে, বিপ্লবকে নয়। বিপ্লবীকে মারলেই যে বিপ্লব নিহত হয় না, এই স্বতঃসিদ্ধ সত্যটি জানিয়ে গেলেন কিংবদন্তী বিপ্লবী চে গুয়েভারা [১২]।

চে’র জীবন আমাদেরকে অনেক কিছুই দিয়ে গেছে। তবে অমূল্য উপহারটি হলো এই যে, মানুষের জীবন কেবলই জীবনধারণের জন্য নয়, জীবন বিসর্জনের মধ্যেও জীবনের উদ্দেশ্য রোপিত থাকে।



মৃত্যুকে বাড়ি ফেরার সাথে তুলনা করেছেন উপন্যাসিক ও’ হেনরি [৯]।

যার আসল নাম সিডনি উইলিয়াম পোর্টার। মৃত্যুর পূর্বে মার্কিন কবি এমিলি ডিকিনসন ‘ভেতরে’ যেতে চেয়েছেন, কারণ বাইরে ‘কুয়াশা’ পড়ছে [৭]।

অর্থাৎ মৃত্যুর ওপারে তিনি আশ্রয় দেখতে পেয়েছেন। বলা বাহুল্য, কবি রবার্ট ব্রাউনিং তার অধিকাংশ লেখায় মৃত্যু এবং এর পরবর্তি জীবনকে মানবজাতির অনিবার্য গন্তব্য তথা ‘পরিপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে তুলে ধরেছেন।



‘কালো আলো’ – কী ভীষণ সত্য এক রূপক দিয়ে মৃত্যুকে বর্ণনা করলেন ফরাসি লেখক কবি ও নাট্যকার ভিকটর হুগো। কালো রঙ্গের আলো কি কেউ দেখেছেন কখনও? মৃত্যুর পূর্বে ভিকটর হুগো তা দেখে গেছেন। যা-হোক তিনি তো একে আলো হিসেবে সাক্ষ্য দিয়ে গেলেন। তবে আর ভয় কিসের?





শেষ কথা:



খ্যাতিমানদের মৃত্যুকালীন শেষকথাগুলো এমনভাবে অন্তরে গেঁথে আছে, যার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। মৃত্যু জীবনের চেয়েও সত্য, কিন্তু একে মেনে নিতে পারাটা অত্যন্ত কঠিন। আমি ঠিক বুঝতে পারছি না, মৃত্যুকে মেনে নেওয়া কি ‘ভালো মানুষ হওয়ার’ মতোই কঠিন, নাকি দু’টোই এক। মৃত্যু-ভয়ই কি মানুষের পরিপূর্ণতার পথে বাধা, নাকি ওটি একটি দরওয়াজা? মৃত্যু ভয় কি আমাদেরকে ভালো হবার বা মহৎ হবার পথকে বাধাগ্রস্ত করে, নাকি উৎসাহিত করে? মৃত্যুর প্রতি অনীহা কি আমাদেরকে মানবিক উৎকর্ষতা সাধনের প্রচেষ্টাকে সংকোচিত করে? মৃত্যু কি জীবনের ফাঁদ, নাকি জীবনের পরিপূর্ণতা? প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর কারও জানা থাকলে দয়া করে সহভাগিতা করবেন!







__________________________________________________

তৃতীয় পর্বের পরিশিষ্ট:



১) “ঈশ্বর ও মানবজাতিকে আমি হতাশ করেছি, কারণ আমার কাজগুলো যথাযথ মানদণ্ডে পৌঁছাতে পারে নি।” লিওনার্দো দ্য ভিন্চি, ইটালিয়ান চিত্রশিল্পী। মৃত্যু ১৫১৯।

২) “মৃত্যুকে নির্ভীকভাবে গ্রহণ করে যারা, তাদের জন্য পরকালে কী আছে আমি খুব জানতে চাই।” পাদ্রির প্রতি পিয়েট্রো পেরুগিনো, ইটালিয়ান চিত্রশিল্পী। মৃত্যু ১৫২৩।

৩) “আমি আমার সর্বশেষ ভ্রমণে যাচ্ছি – অন্ধকারে একটি বড় পদক্ষেপ।” থমাস হব্স, লেখক, মৃত্যু ১৬৭৯

৪) “আমি তোমায় ভালোবাসি, সারাহ। চিরদিনের জন্য, আমি তোমাকে ভালোবাসি।” স্ত্রীর প্রতি জেমস কে পোক, যুক্তরাষ্টের প্রেজিডেন্ট, মৃত্যু ১৮৪৯

৫) “মরতে আমি বিন্দুমাত্র ভয় পাচ্ছি না।” চার্লস ডারউইন, বিবর্তনবাদের প্রচলক, মৃত্যু ১৮৮২

৬) “কালো আলো দেখতে পাচ্ছি।” ভিকটর হুগো, লেখক, মৃত্যু ১৮৮৫

৭) “আমাকে ভেতরে যেতে হবে, কুয়াশা বেড়ে যাচ্ছে।” এমিলি ডিকিনসন, কবি, মৃত্যু ১৮৮৬

৮) “হয় দেয়ালের ছবিটি যাবে, নতুবা আমি।” অসকার ওয়াইল্ড, লেখক, ১৯০০

৯) “আলোগুলো জ্বালিয়ে দাও। অন্ধকারে আমি বাড়ি ফিরতে চাই না।” ও’ হেনরি (উইলিয়াম সিডনি পোর্টার), লেখক, মৃত্যু ১৯১০

১০) “ওখানে অনেক সুন্দর!” থমাস আলভা এডিসন, বিজ্ঞানী ও আবিষ্কারক, মৃত্যু ১৯৩১

১১) “কিছুরই মূল্য নেই, কিছুরই মূল্য নেই।” লুইস বি মেয়ার, চলচ্চিত্র প্রযোজক, মৃত্যু ১৯৫৭

১২) “আমি জানি, তুই আমাকে মারতে এসেছিস। গুলি কর, কাপুরুষ! তুই তো শুধু একজন মানুষই মারবি।” গুপ্তঘাতকের প্রতি আরনেস্টো চে গুয়েভারা, মৃত্যু ১৯৬৭

১৩) “হায় ঈশ্বর! একি হলো!” ডায়ানা স্পেনসার, ওয়েলসের রাজকন্যা, মৃত্যু ১৯৯৭





মৃত্যুকথার পূর্বের পর্বগুলো:

মৃত্যুকথা পর্ব ১: জীবন ও মৃত্যুর অজানা বন্ধন

মৃত্যুকথা পর্ব ২: পৃথিবীর ‘ক্ষমতাবানদের’ জীবনের শেষ কথা

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

C/O D!pu... বলেছেন: শেষের কথাগুলো পড়তে থাকলেই তো মনে হয় এই বুঝি আমার পালা :( :( :(

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চিন্তা কমানোর জন্যই এই লেখা। প্রত্যেকেরই পালা আসবে। এতো চিন্তার কী আছে!

কেয়ার অভ দিপুকে অনেক ধন্যবাদ :)

২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর...বিপ্লবী মরলেও বিপ্লব থেমে থাকে না। চে গুয়েভারা।দারুণ।বিপ্লবই নতুন বিপ্লবী সৃষ্টি করে।তথ্য সমৃদ্ধ পোস্ট। মজার পোস্ট। মৃত্যু জাগানিয়া পোস্ট।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “মৃত্যু জাগানিয়া পোস্ট।”

-হাহাহা, ঠিকাচে। মৃত্যু আগেই জাগুক, তাহলে তখন আর জাগাতে হবে না।

ধন্যবাদ আনোয়ার ভাই :)

৩| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এবারেরটাও পড়লাম। ভালো লাগলো।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মৃত্যু সম্পর্কে এত ভয় থাকার পরও মৃত্যু বিষয়ে পড়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ, উৎকৃষ্টতম বন্ধু :)

৪| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২

আরুশা বলেছেন: অসাধারন লিখা। প্রিয়তে নিয়ে গেলাম +++++্

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার প্রিয়’তে নেবার উপযুক্ত হয়েছে জেনে খুশি হলাম।

আরুশাকে অনেক ধনবাদ এবং শুভেচ্ছা :)

৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর ।

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাই রাজীব নুরকে অনেক ধন্যবাদ :)

৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

আরজু পনি বলেছেন:

মৃত্যু এসে বলবে হেসে এবার তোমার যাবার পালা ! :(

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম...ডারউইনিজমে বিশ্বাস করলে তো আরও বিপদ....পরকালও হারাতে হবে :P

দেখি বয়স পঞ্চাশ অতিক্রম করতে পারি কি না....চৈনিক দর্শনে বুড়ো হওয়াকেও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়, কারণ সকলে নাকি বুড়ো হতে পারে না। এবার বুঝুন সর্বোচ্চ গড় আয়ুর দেশ জাপানে কত ভাগ্যবান বুড়ো আছে...!

শুভেচ্ছা জানবেন প্রিয় আরজুপনি...:)
আপনার সঙ্গ তো আমাকে ভক্ত বানিয়ে ছাড়লো প্রায় :P

৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯

টুম্পা মনি বলেছেন: অসাধারন লিখা

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: টুম্পা মনিকে শুভেচ্ছা :)

৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮

মগজ ভরা মাথা বলেছেন: নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link


নেট ব্যাবহার করেন কিন্তু ইন্টারনেট হতে কোনো আ্য় নেই? অন্তত ইন্টারনেট আর মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

জুন বলেছেন: বিখ্যাত ব্যাক্তিত্বদের মৃত্যু বিষয়ক ভাবনা পড়ে মৃত্যু ভীতি যেটুকু ছিল তাও কেটে গেল মাঈনউদ্দিন মইনুল। বিশেষ করে চের কথাটি ভাবিয়ে তুল্লো অনেক।

আমি জানি, তুই আমাকে মারতে এসেছিস। গুলি কর, কাপুরুষ! তুই তো শুধু একজন মানুষই পারবি।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “বিখ্যাত ব্যাক্তিত্বদের মৃত্যু বিষয়ক ভাবনা পড়ে মৃত্যু ভীতি যেটুকু ছিল তাও কেটে গেল মাঈনউদ্দিন মইনুল। বিশেষ করে চের কথাটি ভাবিয়ে তুল্লো অনেক।”

আপনাকে অনেক ধন্যবাদ, জুন। চে’র কথা, শিল্পী লিওনার্দো’র কথা, অথবা ভিকটো হুগো’র কথা - মৃত্যু সম্পর্কে নতুন চেতনা দিয়েছে আমাকে। আপনারও একই অনুভুতি জেনে আনন্দিত হলাম।

শুভেচ্ছা জানবেন :)

১০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত! মৃত্যু আসলে কি? এখনি যদি আমাকে গ্রাস করে আমি কি বলবো! বলে যাবো আমি আমাকে পুরো ব্যাবহার করতে পারিনি!

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মনে হয়, সকলেরই একই অনুভুতি হবে। কে তার জীবনকে পুরোপুরি ব্যবহার করতে পেরেছে?

তবে আমি দেখেছি, চে তার জীবনকে একটু বেশিই কাজে লাগিয়েছিলেন।

অনেক শুভেচ্ছা আপনাকে, স্বপ্নবাজ অভি ভাই :)

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আগের পর্ব দুটোও পড়ে এলাম। তবে মুসোলিনি আর চে দুজনকেই মনে হয়েছে সাহসী।

পোস্টের জন্যে অনেক ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “মুসোলিনি আর চে দুজনকেই মনে হয়েছে সাহসী।”
-সহমত।

সবগুলো পোস্ট মন্তব্য দেবার জন্য অনেক ধন্যবাদ, কবি সাব!

জুলিয়ান সিদ্দিকী ভাইকে ঈদের শুভেচ্ছা....
(আচ্ছা, মধ্যপ্রাচ্যের ঈদে কি বেশি ছোয়াব?)

১২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: মৃত্যুকথায় অনেক ভাবনার খোরাক আছে । ভালো পোস্ট ।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মামুদ রশিদকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা :)

১৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা অনেক ভালো লাগল। বিশেষ করে আপনার বাবার অংশটা পড়ে কেমন যেন লাগছিল।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমার বাবা আমার আইকন ছিলেন। ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা জানবেন, প্রিয় কাল্পনিক ভালোবাসা :)

১৪| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩০

দুঃস্বপ্০০৭ বলেছেন: মৃত্যু-ভয়ই কি মানুষের পরিপূর্ণতার পথে বাধা, নাকি ওটি একটি দরওয়াজা? মৃত্যু ভয় কি আমাদেরকে ভালো হবার বা মহৎ হবার পথকে বাধাগ্রস্ত করে, নাকি উৎসাহিত করে? মৃত্যুর প্রতি অনীহা কি আমাদেরকে মানবিক উৎকর্ষতা সাধনের প্রচেষ্টাকে সংকোচিত করে? মৃত্যু কি জীবনের ফাঁদ, নাকি জীবনের পরিপূর্ণতা?

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রশ্নগুলো প্রশ্ন হয়েই পিছু নিয়েছে....

ধন্যবাদ দুঃস্বপ্ন০০৭ :)

১৫| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮

েবনিটগ বলেছেন: _+

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ :)

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১

সায়েদা সোহেলী বলেছেন: মৃত্যু কি জীবনের ফাঁদ? ।নাকি জীবনের পরিপুর্নতা?

--------- আমার কাছে মৃত্যুই জীবন । মৃত্যু ভয় আছে দেখেই বেচেঁ থাকার আকাংখা আছে । খুব সাধারন একজন হয়ে নিজ অভিগ্গতা থেকে আমার এমনটাই উপলব্ধি !

মৃত্যুর ভয়হীন মানুষের বেচেঁ থাকার ও কোন স্পৃহা থাকে না ।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মৃত্যুই জীবন। চমৎকার প্যারাডক্স!

পুরান লেখায় মন্তব্য দেবার জন্য বিশেষ ধন্যবাদ, সায়েদা সোহেলী :)

শুভেচ্ছা রইলো!

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

একজন ঘূণপোকা বলেছেন: অসাধারন লিখা

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পুরান লেখা পড়লেও সকলে মন্তব্য দেন না।

লেখাটি পড়ে মন্তব্য দেবার জন্য অনেক ধন্যবাদ, ঘূণপোকা :)

শুভেচ্ছা জানবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.