নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষ উপলক্ষে আমার প্রিয় বন্ধুটি সেদিন যখন বাসায় আসলো, তখন তার অস্থিরতা দেখে তো আমি রীতিমতো অবাক! এতদিন পর দেখা, কিন্তু আড্ডাবাজ বন্ধুটি এমন অস্থির হয়ে বাসায় ফিরতে চাচ্ছে কেন? অনেক অনুরোধ করে আরেকটু সময় দিতে রাজি করানোর পর সে বললো, তোর কম্পিউটার কোন্ রুমে, নেট কানেকশন আছে?
ভাবলাম জরুরি কাজ হয়তো; তাই নির্দ্বিধায় খুলে দিলাম। আমি এটাওটা করে যখন পড়ার ঘরে ঢুকলাম, তখন দেখলাম বন্ধুটি আমার বেশ শান্ত ভঙ্গিতে কমপিউটারে কী যেন লিখছে? যা খুশি তা-ই করুক, তাতে আমার কী! কিন্তু প্রায় দু’ঘণ্টা পার হবার পরও কোন সাড়াশব্দ না পেয়ে একটু কাছে গেলাম। দেখছি, মিটমিট করে হাসছে আর কী যেন লিখছে!
আমার বন্ধুটি ইংরেজি একটি ইন্টারএকটিভ ব্লগসাইটে নিয়মিত লেখে। তার আইডি আছে ফেইসবুক ইউটিউব ভিমিও টুইটার মাইস্পেইস লিংক্ড ইন ফ্লিকার এমএসএন স্টাইপে এবং প্রায় সব সাইটেই যেখানে আইডি দরকার। সরকারি চাকুরিতে যুক্ত থাকার সুবাদে যে পেয়েছে অঢেল সময়। আজকাল তাকে ফোন করলে খুব তাড়াহুড়ো করে কথা শেষ করে দেয়। নিজে তো ফোন করেই না! বাইরে সাক্ষাৎ প্রায় হয়ই না এখন আর। সমাজ বা বন্ধু না হয় বাদই দিলাম, আমি ভাবছি তার পরিবার তথা সন্তান-সন্ততি ও স্ত্রীর কথা। সেকি আজকাল তার স্ত্রী-সন্তানকে দু্’দণ্ড সময় দিতে পারে? যদি না পারে, তবে তার ফল কী হতে পারে?
আপনি কি এলকোহলিক? এরকমের প্রশ্নে সেরা এলকোহলিকেও আঁতকে ওঠে বলবে, “না তো! তা কেন হতে যাবে?” কিন্তু এপ্রজন্মের কাউকে যদি জিজ্ঞেস করা হয় সে ইন্টারনেট-আসক্ত কিনা, তার পক্ষে সত্য উত্তর দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। ইন্টারনেট থেকে যেমন অনেক শব্দ সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি এর প্রতি অতিরিক্ত আসক্তি বুঝানোর জন্য সৃষ্টি হয়েছে নেটকোহলিক শব্দটি। যেভাবে বিভিন্ন সাইটে আর পত্রপত্রিকায় যেভাবে নেটকোহলিক-দের সাহায্যে এগিয়ে আসছে আর বিভিন্ন ধরণের গবেষণা-প্রতিবেদন প্রকাশ করছে, তাতে বিষয়টি আমলে না দিয়ে উপায় নেই। ‘কীভাবে ঘনঘন চা পান থেকে মুক্তি পাওয়া যায়’ প্রশ্নটি জিজ্ঞেস করার পর আমার বন্ধুটি বলেছিলো, “চল চা পান করতে করতে বিষয়টি নিয়ে আলোচনা করি!” তাই চলুন নেটে থাকতে থাকতে চিন্তা করি কীভাবে এথেকে উদ্ধার পাওয়া যায়।
আমারও মাঝে মাঝে মনে হয় যে, ইন্টারনেট-এর তথ্যের প্রাচুর্য্যতা ও সহজলভ্যতায় এতই মায়া আছে যে, চাইলেও পারি না লগঅফ করতে। একটির পর একটি সাইটে ক্লিক করে যাই, পড়ি-পড়বো করতে করতে।
নোবেলপ্রাইজ বিজয়ী হারবার্ট সাইমন (১৯৭৮) বলেছিলেন,“A wealth of information creates a poverty of attention"। বুঝতে পারি এখন ওঠার সময় হয়েছে, তবু ওঠতে ঠিক পারি না।
কিন্তু যেহেতু বিষয়টি সামনে চলেই এসেছে, দু’টি সতর্কবাণী জানিয়েই শেষ করি। যদি মনে করেন আপনার ইন্টারনেট ব্যবহার আসক্তির পর্যায়ে পড়ে, তবে দেখা দরকার ঠিক কোন্ ধরণের সাইটে আপনি সময় দিচ্ছেন: লিংকডইনে নাকি ফেইসবুকে, ইমেইলে নাকি অনলাইন পত্রিকায়, ব্লগে নাকি ইউটিউবে, স্কাইপেতে নাকি টুইটারে ইত্যাদি। রেসকিউটাইম আর টাইমডক্টর হলো এমন দুটো প্রোগ্রাম যা খুব সহজেই ডাউনলোড করে বুঝতে পারা যায় ইন্টারনেট ব্যবহারের ধরণ ও প্রবণতা। সবচেয়ে বড় বিষয় হলো ভারচুয়াল সমাজ যেন একচুয়াল সমাজকে ধ্বংস না করে দেয়। শুভ ব্লগিং, শুভ রিলেশনশিপ!
*ছবি: ইন্টারনেট।
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনি বাঁচলেন তো আপনার সঙ্গীকেও বাঁচালেন
শুভেচ্ছা জানবেন
২| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মনোজ মুকুট বলেছেন: শুভ ব্লিগং...
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এবং শুভ রিলেশনশিপ
৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শায়মা বলেছেন: আমিও তো মনে হয় নেট হলিক ভাইয়া।
তবে কাজের জায়গায়, কারো বাড়িতে বা গাড়িতে বা মার্কেটে বা কোত্থাও ভুলেই নেটে ঢুকিনা। আমার কর্মক্ষেত্রের মানুষগুলো ভাবে আমি নেট ইউজ করতেই বুঝি জানিনা।
তবে বাসার কম্পুটার ২৪ ঘন্টাই খোলা থাকে আর আমি থাকি তার আশেপাশেই।
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “তবে বাসার কম্পুটার ২৪ ঘন্টাই খোলা থাকে আর আমি থাকি তার আশেপাশেই।”
-হাহাহা....চালিয়ে যান.....
-তবে সহকর্মীরা যেন ওরকম মনোভাবেই থাকেন, সেদিকটাও খিয়াল রাখবেন
৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৪
মামুন রশিদ বলেছেন: নেটকোহলিক! হুম..
শুভ জন্মদিন ভাই
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহ....জন্মদিন আজ দেখিয়েই দিলাম।
ধন্যবাদ আপনাকে, মামুন রশিদ
৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০
দি সুফি বলেছেন: আমারতো পড়া-লেখা থেকে শুরু করে কাজ-কর্ম সবই কম্পিউটারে। প্রায় দিনই ১৬-১৭ ঘন্টার উপরে কম্পিউটারের সামনে থাকা হয়! :-&
১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এ অবস্থা এখন অনেকেরই
শুধু সম্পর্কের বিষয়গুলো মনে রাখলেই হয়...
শুভেচ্ছা জানবেন, সুফি সাহেব
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৪০
খেয়া ঘাট বলেছেন: সবচেয়ে বড় বিষয় হলো ভারচুয়াল সমাজ যেন একচুয়াল সমাজকে ধ্বংস না করে দেয়। পুরোপুরি একমত।
ঈদমোবারক ভাই। শুভকামনা ভাই।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কথা সেটাই
অনেক ধন্যবাদ আপনাকে, খেয়া ঘাট!
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯
কাউন্সেলর বলেছেন:
খুব দরকারী কথা বলেছেন ।
সেলফ কাউন্সেলিংয়ে বেশ কাজে লাগবে ।
প্রিয়তে রাখলাম ।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জী.... কাউন্সেলর সাব।
প্রিয়’তে রাখার জন্য ধন্যবাদ জানবেন
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বিলেটেড বার্থ ডে।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাকে
ভালো লাগে পৃথিবী.....ভালো ব্লগিং
৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
আরজু পনি বলেছেন:
মিথ্যে বলবো না, আমি নেটকোহলিক ।
তবে নেটকোহলিক হতে যেয়ে ছবির কঙ্কালের মতো হতে না চাইলেও কাছাকাছি হতে পারলে মন্দ হতো না
তবে মজার বিষয় হচ্ছে, আমি ফেসবুকে অনেক সময়ই দিনে একাধিক স্টেইটাস দিলেও ফেসবুকের আসক্তি নেই । এটা পরিক্ষীত ।
একসময় ফেসবুকে আসক্ত ছিলাম, বাইরে গেলেও মোবাইলে ব্লগে আর ফেসবুকে একটিভ থাকার কারণে বন্ধু, পরিবারের মানুষের বকা্ও খেতাম।
কিন্তু এখন এমন একটা ফোন ব্যবহার করি যে, ব্লগ বা ফেসবুকের বাঙলা লেখা সব বক্স বক্স দেখায়
হাহাহাহা...এতে আর যাই হোক, বাসার বাইরে নেটে থাকি না ...অন্তত মোবাইল দিয়ে না ।
কিন্তু ব্লগ সহ বিভিন্ন সাইটে আসক্তি আছে ।
ভালো পোস্ট নিঃসন্দেহে ।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কিন্তু তবে কিন্তু দিয়ে মাখিয়ে যা বললেন, তাতে আপনার প্রথম স্বীকারোক্তি সম্পর্কে আর কোন সন্দেহ থাকে না। আমিও অনেক ব্লগাসক্ত হয়ে গেছি, লেখক না হতে পারলেও....অতএব
তবু ছবির মতো কঙ্কাল হবার চেষ্টা করবেন না, তাতে সিলিমও হতে পারবেন না। আমার কিন্তু আবার সিলিম নিয়া একটু পবলেম আছে
বাসার বাইরে বা যাতায়াতের সময় নেটে না থাকাই ভালো।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে, আরজুপনি
১০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮
টুম্পা মনি বলেছেন: আসলে নেটকোহলিক হয়ত ব্লগে অনেককেই পাওয়া যাবে। আমি নিজেও তাই। অনেক সময় ব্যক্তিগত কাজের অনেক ক্ষতি হয়। তবুও নেট ছাড়া থাকতেই পারি।
কখনো নেট না থাকলে মনে আদিম যুগে আছি।
শুভেচ্ছা জানবেন। ভালো পোষ্ট।
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সব্বাই নেটকোহলিক, শুধু আমি বাদে
গতকাল বাসায় গিয়ে দেখি, টিভি সন্তানদের দখলে আর কম্পু আছে একমাত্র স্ত্রীর দখলে.....এবার যাই কই? মিজাজটা কেমুন লাগে এবার বলুন?
যা হোক, ব্যক্তিগত কাজের ক্ষতি যেন না হয়, হুম!
টুম্পা মনি, আপনাকে অনেক শুভেচ্ছা
১১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
আরজু পনি বলেছেন:
জবাব দেখার আগেই খেয়াল করেছি যে, "তবে"-র বাহুল্য ঘটেছে...
এডিট করার সুযোগ না থাকায় তাই আপনার খোঁচা হজম করতেই হচ্ছে !
১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: খোঁজ হজম করা ভালো অভ্যাস, তাতে হজম শক্তি বাড়ে
কিন্তু আমি আপনাকে সজ্ঞানে খোঁচা দিইনি.....ওটাই আমার স্বভাব।
আমার আরও বেশি ভুল হয়....পরে না পারি কইতে না পারি সইতে
আবারও ধন্যবাদ আপনাকে......আরজুপনি
১২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
জুন বলেছেন: আমরা স্বামী স্ত্রী মোটামুটি দুজনই এই রকম লেখালেখির আসক্ত। তবে ঘরের বা অফিসের কাজ ফেলে, কেউ আসলে বা কোন বাসায় গেলে বা বেড়াতে গেলে নয়।
সেদিন কোথায় গিয়ে জানি শুনলাম স্বামী এতই নেট ভক্ত যে বউকে দুদন্ড সময় দিতে পারে না। রাগ করে বউ বাপের বাড়ী গিয়ে উঠেছে
ভালো লিখেছেন মাইনুউদ্দিন মইনুল ।
+
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এরকম হলে তো বউ চলেই যাবে।
লেখাটিতে মন্তব্যে দেবার জন্য অনেক ধন্যবাদ, জুন, আপনাকে
শুভেচ্ছা জানবেন।
১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪
সায়েদা সোহেলী বলেছেন: ভার্চুয়াল একটিভিটি যেমন আমাদের অনেকদ্রুত এগিয়ে নিচ্ছে সত্যি , তেমনি সমান্তরাল গতিতে সমাজকে ধংসের দিকেও নিচ্ছে । যার জন্য খুব একটা এডিকশনের প্রয়োজন নেই ।
।
।সামাজিকমাধ্যম গুলো আমাদের ভার্চুয়ালভাবে সামাজিক করছে , দুরত্বের আত্মীয় পরিজনের সাথে যোগাযোগ রক্ষায় বিশাল অবদান রাখছে , কিন্তু একিছাদের নিচে থাকা আপন জনের সাথে দুরত্ব বারিয়ে দিচ্ছে অনেক বেশি । বাস্তব জীবনে করে তুলছে অসামাজিক ।!!
।অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি বিষয় নিয়ে লেখার জন্য । আমাদের একটু সচেতনতা অবশ্যই প্রয়োজন সব রকম আসক্তি থেকে নিজেদের বাচিয়ে রাখতে
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ১) আমার এক বন্ধু বললেন, তুমি যদি ওর সাক্ষাৎ পেতে চাও তবে একটিই উপায়: ফেইসবুকে যোগাযোগ।
২) বাবা তার টিনেজ ছেলের ফেইসবুক ওয়ালে লিখেছেন:
“আব্দুল, তুমি কেমন আছো, বাবা? তোমার মা এবং আমি ভালোই আছি। কিন্তু তোমাকে খুব মিস্ করছি, বাপ। দয়া করে কমপিউটার বন্ধ করে খাবার ঘরে খেতে এসো!” (সংগৃহীত)
লেখাটিতে মন্তব্য দেবার আপনাকে অনেক ধন্যবাদ, সায়েদা সোহেলী
১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬
আরজু পনি বলেছেন:
দেখতে এলাম, আপনি কতোটা নেট কোহলিক ...
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার এবারের মন্তব্যের সাথে বজ্রমুষ্টি প্রোফাইল ছবিটির মিল পেলাম
মানে সুযোগমতো খুঁচানোর একটি সুপ্ত সখ আপনার আছে...
আপনাকে ‘সিরিয়াসলি এবং সলেমলি’ নিশ্চিত করছি: আমি নেটকোহলিক নই
আরজুপনিকে শুভেচ্ছা আবারও ....
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: দাক্তার সাহেব আমার ফেরার কি কোন রাস্তা নাই ??
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা
অবশ্য রাস্তা আছে। যেভাবে এগিয়ে যাচ্ছেন, যেতে থাকুন....রাস্তা সামনে
শুভেচ্ছা মহামহোপাধ্যায়
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন: না না সহকর্মীরা জানেই না আমি ব্লগেও লিখি। তারা বলে বাপরে তুমি কেমন করে এত কিছু লিখে ফেলো এক নিমিষেই? কেমনে হেন কেমনে তেন.......আমি তাদেরকে ভুলেও বলিনা সবই সামু এর অবদান!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ব্লগের অবদান কি বলে শেষ করা যায়?
আপনার মতো একজন দুষ্টু ছোটবোন তাহলে কোথায় পেতাম
শুভেচ্ছা আপনাকে, শায়মা!
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
শায়মা বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমি মনে হয় সমগ্র প্রযুক্তিহলিক !!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এর ভালো দিক আছে। ভালো দিকই বেশি।
অতএব নো চিন্তা....এলকোহলিক না হলেই হয়
শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০
গৃহ বন্দিনী বলেছেন: নতুন একটা শব্দ শিখলাম নেটকোহলিক ।
যাক বাঁচলাম ,আমার এই ধরনের আসক্তির চান্স নাই আশা করি