নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

Errors of Online Writing আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল। মাঈনউদ্দিন মইনুল।

১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭





১) অন্য ব্লগারকে অনুকরণের চেষ্টা: Aping Others

পত্রিকায় আর টিভিতে সহজেই সংবাদ পাওয়া যায়। ব্লগার হতে গিয়ে সাংবাদিক হতে চাইলে প্রথমত ব্লগসাইট ছেড়ে দিতে হবে। অন্য দশটি ব্লগপোস্টের মতোই যদি আমার লেখা হয়, তবে পাঠক কেন আমার লেখা পড়বে? অন্যগুলো পড়ে নিলেই তো হলো। অন্ধভাবে অন্যকে অনুকরণ করা, আর সৃজনশীলতাকে গলাটিপে মারা একই কথা। প্রচুর পড়ে ও দেখে খুঁজে নিতে হয় নিজের বিষয়টি। অনন্যতা-ই পাঠককে অনুপ্রাণিত করবে আমার লেখাটি পড়ার জন্য। (মনে থাকে না!) ;)



২) কাদাছুঁড়াছুড়ি বা অন্যের সমালোচনায় অংশ নেয়া: Gossiping

এটি খুবই মজার ও আনন্দদায়ক এবং অভিন্ন শত্রু মানুষকে একে অপরের সাথে বন্ধুত্ব বাড়িয়ে দেয়। অজান্তেই লিখিত বিতর্কে জড়িয়ে পড়ি, যাকে বলে আজাইরা পেঁচাল, বুঝতেও পারি না। একেই বলে আদি পাপ, যাতে আমরা অবচেতনে আটকে পড়ি। অন্যের বিষয়ে আপনি ইতিবাচক না হওয়া পর্যন্ত অন্যকে আপনার সম্পর্কে ইতিবাচক হবার প্রত্যাশা করা বোকামি। (B-) জ্ঞানের কথা!) ব্লগের সমাজ প্রেক্ষিতটি ভুলে গেলে হয় না। যেমন রোপণ সেরকম কর্তন, আপনি রোপণ না করলে কাটবেন কী? তাই ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধা রোপণ করুন, ঠিক সেটাই আপনার কাছে ফিরে আসবে। শতভাগ গ্যারান্টি! বাংলা ব্লগে প্রচুর সৃজনশীল লেখার সাথে আছে প্রচুর দলাদলি। লেখার মান বাড়লে এসব শেষ হবে এক দিন।



৩) রাতারাতি সফলতার প্রত্যাশা: Dreaming for Rapid Exposure

লেখালেখি একটি শ্রমসাধ্য বিষয় – আমি সেটা বলতে চাই না, কারণ যারা লেখতে ভালবাসেন তাদের কাছে এটি কষ্টদায়ক নয় মোটেই। রবার্ট ফ্রস্ট বলেছেন, লেখতে লেখতে আমি লেখা শিখেছি। লেখে-ই নিজেকে আবিষ্কার করা যায় একজন বিদগ্ধ লেখক হিসেবে। পাঠকপ্রিয়তা শুধু ভালো লেখাতেই আসে না, এরজন্য সময়েরও প্রয়োজন। ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট সময় লেখার জন্য বরাদ্দ করলে, সফলতা আসবেই! তবে অতি শিঘ্রই সফলতা আশা করলে হতাশ হয়ে অকালেই লেখা বন্ধ করে দেবার যোগার হয়। (ব্লগারের আবার সফলতা কী?)B-)



৪) পাঠকের বিষয়টি উপেক্ষা করে যাওয়া: Ignoring the Attitudes of the Audience

একটি নির্দিষ্ট সময় ব্লগে অতিক্রম করার পর অনেক ব্লগার নিজেকে আত্মকেন্দ্রিকতায় আবদ্ধ করে ফেলেন। তারা কী করেছেন, কতদিন ধরে ব্লগিং করছেন, কী পছন্দ করেন, কী তাদের ভালো লাগলো, কী ডিসগাস্টিং লেগেছে, কী তার অনুভব, তিনি কত মহৎ, কত আদর্শবান – ইত্যাদি বিষয়ে নিজেকে আটকে ফেলেন। একটি ব্লগ পোস্ট সাধারণত পাঠকের পড়ার জন্য। তাই তার প্রয়োজনটাও ভুলে গেলে হবে না।



৫) অগণিত ভুল করে অনাকাঙ্ক্ষিত বিরক্তি উৎপাদন করা: Irritating Mistakes in Language, Spelling and in Presentation

লেখার স্টাইল খুবই উন্নতমানের, বিষয়ও দরকারী, ভাষাও সরল এবং পাঠক-বান্ধব। কিন্তু বানানের ভুল, ব্যাকরণের ভুল, অনাকাঙ্ক্ষিত ছোট ভুল, বিরামচিহ্নের অবিরাম ভুল, তথ্যের ভুল, সূত্রের ভুল, অপ্রাসঙ্গিক ছবি – হরেক রকমের ভুল দিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে, আপনি পাঠককে খুব থোরাই কেয়ার করেন।



৬) দিনে একশ’বার মতামত স্ট্যাট দেখা: Killing Time Seeing Hit Stats

কতগুলো মন্তব্য পড়লো আমার লেখায়? কে মতামত দেয় নি? কেন দেয় নি? এতো ভালো লেখা পোস্ট দিলাম, পাঠক আমারটি না পড়ে কী করছে এখন? ( B-)নিজের কথাই কইতাছি!) বারবার নিজের রূপকে দেখার এই নার্সিসিজম আপনার লেখক সত্ত্বাকে কুঁকড়ে মারবে। শেইক্সপিয়রের লেখা আমরা এখনও পড়ে ভিমরি খেয়ে বলি, আহা কত চমৎকার কথা! তিনি তার ৫শ’ বছর পরের পাঠকের কথা মনে রেখেছিলেন? চিন্তিত হয়েছিলেন তার পাঠকপ্রিয়তার কথা?



৭) কৃতীত্বকে স্বীকার না করা: Ignoring Other People’s Credit/Contribution

যেখানে যার কৃতীত্ব, সেটা লেখকের হোক বা পাঠকের হোক, তা স্বীকার না করা অতি স্বাভাবিক মানসিকতা। সাধারণত অন্যের ভালো দিক সহজে আমাদের চোখে পড়ে না; চোখে পড়লেও মনে থাকে না; মনে থাকলেও মুখে তা স্বীকার করি না; স্বীকার করলেও তা উদারভাবে প্রকাশ করি না। উত্তম যদি হতে চান তবে অন্যের উত্তম দিকটি ভালোমত সনাক্ত করুন, এবং তা স্বীকার করুন (এহেম!)।B-)

একসময় দেখবেন সকলের উত্তম গুণগুলো কীভাবে আপনার মধ্যে চলে এসেছে। তাই প্রশংসা করুন উদার হস্তে এবং পকেট খালি করে। (একখান খাঁটি কথা কইলাম!)



৮) মন্তব্যের উত্তর না দেওয়া: Non-responsive to Readers’ Comments

এবিষয়টি রহস্যময়, কেন জানি না উত্তর দিতে মন চায় না। (অর্থাৎ মুন্চায় না!) অথবা একই কথা দিয়ে সকলকে একটি দায়-সারা ধন্যবাদ দিয়ে শেষ করে দিই। মাঝে মাঝে সকলের মন্তব্যের নিচে একটি ‘গণ ধন্যবাদ’ দিয়ে দিয়ে বলি, “যারা আমার লেখায় মতামত দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ।” এর অর্থ অনেকটা এরকম: “আরে, আমার লেখা পড়বেন না তো, কার লেখা পড়বেন? আমার লেখা তো পড়বেনই, এটাই স্বাভাবিক।” এখানে বলে রাখি: ব্লগে অনেক ভালো ভালো পোস্ট মাত্র দু’একটি মতামত নিয়েই তলিয়ে যায় লেখকের নিজ আরকাইভে। তাই ভালো লেখা দিলেই যে পাঠকে তা গোগ্রাসে গিলবে, এরকম আশা করা অনেকাংশেই ভুল।



৯) মিথ্যা, অনুমান-নির্ভর এবং প্লেজিয়ারাইজড পোস্ট দেওয়া: Plagiarized Post/Information

পাঠকের পর্যবেক্ষণশীলতার ব্যাপারটি অনেকেই আঁচ করতে পারি না। মনে করি পাঠক বুঝি খুবই বোকা-সোকা, কিছুই বুঝে না। ‘লেখা’ মানে হলো দলিলভুক্ত করা, এটি কত বছর ধরে কত সহস্র পাঠক পড়বেন তা আর লেখকের নিয়ন্ত্রণে থাকে না। মিথ্য আর ধার-করা লেখা প্রকাশ করলে, আজ নয় কাল তা প্রকাশিত হবে এবং লেখক না জানলেও নবীণ প্রজন্ম ধিক্কার দেবে লেখককে। একটি বিষয় লেখকের নিয়ন্ত্রণেই থাকে চিরদিন। তা হলো, লেখক তার লেখারকনটেন্ট ও কোয়ালিটি দিয়ে কালোত্তীর্ণ মনোভাব তৈরি করতে পারেন পাঠক-হৃদয়ে।



১০) পইন্টলেস রাইটিং বা উদ্দেশ্যহীন লেখা: Pointless Writing – Writing Without any Purpose

বিশাল বড় একটি প্রবন্ধ লেখে একদিন দেখলাম, এর মূল বক্তব্য নিজেই খুঁজে পাচ্ছি না! অথবা দেখি, সারবক্তব্য থাকলেও তা অস্পষ্ট। কোন মেসেজ নেই, বিশ্লেষণ নেই। লেখকদের কী করতে হবে তা বলা মুশকিল, তবে ব্লগারদেরকে সুনির্দিষ্ট বিষয় ও বিশ্লেষণ ছাড়া লেখা দিলে পরে পস্তাতে হয়। (কী আর কমু!) B-)





[ পাবলিক ব্লগে লিখতে গিয়ে কিছু উপলব্ধি আসলো - সেটাই শেয়ার করলাম। হয়তো সকলেরই এরকম ভুল হয় না। পাঠক ব্রাকেটের কথাগুলোতে লেখকের অবস্থান বুঝতে পারবেন। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আধুনিক ব্লগারদের শক্তি সামর্থ্যে আর সম্ভাবনায়। বিশ্বাস করি, ছাপার অক্ষরের চেয়ে ব্লগারের লেখার শক্তি অন্যরকমভাবে বেশি, কারণ এখন বইয়ের পাতার চেয়ে কম্পিউটারের স্ক্রিনে মানুষ বেশি দৃষ্টি রাখে। তাই, এবিষয়ে সামু’তে ধারাবাহিকভাবে লিখে যাওয়ার ইচ্ছা আছে। বাকি তেনার ইচ্ছা :D ]

মন্তব্য ১৪২ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (১৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট। জরুরী কিছু টিপস দিয়েছেন। নতুনদের তো অবশ্যই এমনকি অন্যদের ও কাজে লাগবে।১ম+

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: ভালো পোষ্ট।+।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, অন্যমনস্ক শরৎ :)

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার পোস্ট!!!!

+++++++

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কৃতজ্ঞতা জানবেন, প্রিয় ইরফান আহমেদ বর্ষণ!

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

আম্মানসুরা বলেছেন: চতুর্থ প্লাস।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, এবং এবাড়িতে স্বাগতম:)

৫| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩

আম্মানসুরা বলেছেন: চতুর্থ প্লাস।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

ট্রাক বলেছেন: ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, এবং এবাড়িতে আপনাকে স্বাগতম:)

৭| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৩

রাধাচূড়া ফুল বলেছেন: ৫ম প্লাস লেখায়। ভালো লাগল পোস্ট।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, এবং আপনাকে এবাড়িতে স্বাগতম, রাধাচূড়া:)

৮| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

রওশন জমির বলেছেন: টিপ্সগুলো ভাল। আমি এভাবেই চলার চেষ্টা করি।

ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আমি এভাবেই চলার চেষ্টা করি।”

-আপনাকে অভিনন্দন :)
-ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন!

৯| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন! বেশ চিন্তা করে গুছিয়ে লেখা পোস্ট!

ভাল লাগা রইল!

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লেখাটি পড়ে আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ :)

আপনার ভালো-লাগায় আমিও অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা!

১০| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

অপর্ণা মম্ময় বলেছেন: সব গুলো পয়েন্ট ভালো লাগলো। বেশি ভালো লাগলো ৪,৫ আর ৮ । অতি সত্য কথন যাকে বলে !

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এভাবে খুঁটিয়ে দেখার জন্য বিশেষ ধন্যবাদ :)

১১| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লিখেছেন। এই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ব্লগিং প্ল্যাটফর্মে আসা সকলেরই মনে রাখা উচিৎ।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সমুদ্র কন্যাকে স্বাগত জানাই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

১২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

শান্তির দেবদূত বলেছেন: গবেষণাধর্মী পোষ্ট সবসময় ভাল পাই, ভাল লাগল। দরকারি পোষ্টও বটে

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে স্বাগত জানাচ্ছি, শান্তির দেবদূত :)
আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা...

১৩| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

রোমেন রুমি বলেছেন: সুন্দর পোস্ট । কথাগুলি সত্যিই গুরুত্বপূর্ণ ।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, রোমের রুমি।
ব্লগের এ এলাকায় আপনাকে স্বাগত জানাচ্ছি :)

১৪| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিয়তে নিলাম।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয়তে নিতে পেরেছেন জেনে আনন্দিত :)

অনেক ধন্যবাদ, দিকভ্রান্ত*পথিক!

১৫| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সত্যি চমৎকার পোষ্ট !

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, প্রিয় স্বপ্নবাজ অভি :)

অনেক শুভেচ্ছা জানবেন...

১৬| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫১

ড. জেকিল বলেছেন: উপকারে দিবে মনে হয় :D ধন্যবাদ।

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ডক্টর জেকিলকে এ বাড়িতে স্বাগতম:)

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা.....

১৭| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩

তোমোদাচি বলেছেন: ভাল বিশ্লেষণ !!







আপনার পিছু নিলাম ;)

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: থ্যাংক ইউ.... আরিগাতউ গজাইমাসু (হয়েছে কি?)

শুভেচ্চা জানবেন ডক্টর তোমোদাচি :)

১৮| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৫

মো: আতিকুর রহমান বলেছেন: সুন্দর পোস্ট... ১৪তম ভাল লাগা

১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ১৪তম ভালো লাগার জন্য আপনাকে সহস্রতম ধন্যবাদ:)

মো: আতিকুর রহমানকে এবাড়িতে স্বাগত জানাই:)

১৯| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ***** ভুলবশত সহব্লগার প্রত্যাবর্তনের মন্তব্যটি মুছে ফেলেছি :(

নিজের মন্তব্যটি সংশোধন করবো বলে মুছতে গিয়েই এই দশা হলো।
আপনার মন্তব্যের উত্তরটি নিচে আবার যুক্ত করলাম।

দুঃখিত সম্মানীত প্রত্যাবর্তন :(

-----------------------------------
ধন্যবাদ প্রত্যাবর্তন :)

আপনার কৌতূহলের বিষয়ে বিশেষ কিছু বলার নেই। স্রেফ মনে হলো, তাই শিরোনামেও নিজের নাম দিচ্ছি। নিজের নামটি বড় হরফে দেখতে ভালোই লাগে! :) ব্লগে অনেকে অন্য লেখকের লেখাও শেয়ার করেন, তখনও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে লেখক হিসেবে ব্লগারের নামটি থেকে যায়।

আপনি আমার পুর্বের লেখাগুলোতেও দৃষ্টি দিয়েছেন, এজন্য বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

আশা করছি আরও প্রত্যাবর্তন করবেন...

২০| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

আমি ইহতিব বলেছেন: ভালো কিছু বিষয় তুলে ধরেছেন, সবাই যদি এই বিষয়গুলো মাথায় রাখে তাহলে হয়তো আমাদের সবার প্রিয় এই প্ল্যাটফর্মটির পরিবেশ আরো ভালো থাকবে।

+++

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভারচুয়াল সমাজ এখন পাশাপাশি গুরুত্ব নিয়ে বাস্তব সমাজে প্রভাব ফেলছে। তাই অনলাইন লেখকদের মধ্যে পেশাদারিত্ব বৃদ্ধি পেলে এমনিতেই পরিবেশ ভালো হবে। সে রকম একটি সমাজ গড়ে ওঠুক।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন :)

২১| ১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লিখেছেন। প্লাস দিয়ে গেলাম।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রফেসর শঙ্কুকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

২২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২২

টুম্পা মনি বলেছেন: অনেক গুলো ভালো দিক তুলে ধরেছেন। সুস্থ ব্লগিং পরিবেশের জন্য এগুলো খুবই জরুরী। বিশেষ করে ২ নং পয়েন্টটা।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “অনেক গুলো ভালো দিক তুলে ধরেছেন। সুস্থ ব্লগিং পরিবেশের জন্য এগুলো খুবই জরুরী।”


-অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য লেখাটির গুরুত্ব বাড়িয়েছে।
-ঠিক এ উদ্দেশ্যেই লেখা।

শুভেচ্ছা জানবেন :)

২৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

ইখতামিন বলেছেন:
পোস্ট প্রিয়তে নিলাম
পরে পড়ব

১০টা কেন?
আরও বেশি নয় কেন? :)

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় ভুল ১০টি। বাকিগুলো ‘অপ্রিয়’ ;)

আপনাকে অনেক ধন্যবাদ :)

২৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ভুলে ভরা, কিন্তু আমি তো লেখক না।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমারও ভুলে ভরা। তাই তো ব্লগিং করি ;)



আসলে আমাদেরকে একটি স্ট্যান্ডার্ড দাঁড় করাতে হবে। স্ট্যান্ডার্ডই যদি নিচে হয়ে, তবে কোথায় উন্নয়ন করবো?

অংশ নেয়ার জন্য একস্ট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণাকে অনেক ধন্যবাদ :)

২৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

কয়েস সামী বলেছেন: ভাল লাগা থাকল। চালিয়ে যান।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

২৬| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫

মামুন রশিদ বলেছেন: আজাইরা প্যাচাল, একেই বলে আদি পাপ :|

তাই নাকি ? এটা জানতাম না ।


ভালো লিখেছেন । প্রতিটা পয়েন্টই সুস্থ ব্লগিংয়ের অন্তরায় ।

++

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আজাইরা প্যাচাল, একেই বলে আদি পাপ :|
তাই নাকি ? এটা জানতাম না।”
-----------------------------------------

‘আজাইরা প্যাচালকে’ আদি পাপ বলি নি। পূর্বের বাক্যটুকু পড়লে বুঝবেন যে, কাদাছুঁড়াছুঁড়ি বা অন্যের সমালোচনায় অংশ নেওয়াকে আমি ‘আদি পাপ’ বলেছি। আপনি ভুলভাবে উদ্ধৃতি করেছেন, জনাব!

অংশ নেবার জন্য অনেক ধন্যবাদ :)

২৭| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২০

এম ই জাভেদ বলেছেন: ব্যাপক ব্রেইন স্টরমিং পোস্ট।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: থেংকু জাভেদ ভাই। দারুন মন্তব্য :)

২৮| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো পর্যবেক্ষণ ++

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, মাসুম আহমদ১৪ :)
শুভেচ্ছা জানবেন!

২৯| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার পোস্ট। প্রত্যেকটা পয়েন্টই আমার নিজের কথা।

বেশ কিছু ব্লগার আছেন যাঁরা কমেন্টের জবাব দেন না। এঁরা সাক্ষাৎ বেয়াদব। আমি তাঁদের এড়িয়ে চলছি। কেউ কেউ আছেন কেবল নিজের ব্লগ নিয়ে ব্যস্ত, অন্যান্যদের ব্লগে দেখা যায় না। কেউ কেউ খুব বিরক্তিকর কাজ করেন, কোনো কমেন্ট না করে নিজের পোস্টের একটা লিংক প্রসব করে উধাও হয়ে যান। আবার কেউ কেউ দীর্ঘ একটা পোস্ট প্রথম পাতায় আসার ৩-৪ মিনিটের মাথায় কমেন্ট পোস্ট করে ফেলেন; যে-পোস্টটি পড়তে কমপক্ষে ১৫ মিনিট সময় লাগে তাতে ৪-৫ মিনিটের মধ্যে কমেন্ট ছেড়ে দিলে লেখক সহজেই কমেন্টকারীর ফাঁকিটি ধরে ফেলতে পারেন। আবার কিছু ব্লগার আছেন, যাঁরা সবার ব্লগে ঘুরে ঘুরে কমেন্ট করেন, দেখা যায় একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে কমেন্ট করার বিরতিকাল অমনি ২-৩ মিনিট, যেখানে পোস্টগুলো পড়তে আরও অনেক বেশি সময় লাগে। এই চাতূর্যকেও আমি সযত্নে ঘৃণা করি। এঁরাও পোস্ট না পড়ে কেবল জনপ্রিয়তার জন্য এই ধূর্ততার আশ্রয় নিয়ে থাকেন। লিস্ট শেষ করি আরেক শ্রেণীর ব্লগারের কথা বলে- তাঁরা সবার আগে পোস্টে কমেন্ট করার জন্য দৌড়াতে থাকেন এবং ‘পুত্তুম পিলাস‘ জাতীয় কমেন্ট অথবা কেবল একটা ইমোটিকন রেখে ব্লগান্তরে ছুটে যান। এ কাজটাও বিরক্তিকর।

আপনার পয়েন্টগুলো অনুসরণ করলে একজন ভালো ব্লগার হওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।

শুভ কামনা থাকলো।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সম্ভব হলে পরবর্তী কোন পোস্টে আপনার তালিকা্টি তুলে ধরবো। অন্তরভেদি! আপনি সবই পেয়েছেন, বুঝা গেলো।

মন্তব্য নিয়ে আলাদাভাবে বলার ইচ্ছে আছে।

অনেক ধন্যবাদ আপনাকে, সোনাবীজ অথবা ধুলোবালিছাই :)
এবাড়িতে আপনাকে স্বাগতম!

৩০| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট। সোনাবীজ ভাই এর মন্তব্যের সাথে সহমত জানাই।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সোনাবীজ কিছু বাস্তব দৃষ্টান্ত দিয়ে লেখাটিকে সমৃদ্ধ করেছেন। আপনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন! আমরা সকলে মিলে পারি একটি পরিচ্ছন্ন ব্লগালয় নির্মাণ করতে। তাতে দেশ সমাজ এবং এককভাবে ব্লগাররাও উপকৃত হবেন।

অনেক ধন্যবাদ, কাল্পনিক ভালোবাসাকে :)

৩১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভালো পোস্ট

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩২| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

কামরুল হাসান জনি বলেছেন: অনেক দরকারি পোষ্ট। এমন পোষ্টই আশা করি। পোষ্টটি থেকে অনেক শিখলাম, ভবিষ্যতেও শিখব বলে প্রিয়তে রাখলাম। অনেক ধন্যবাদ এমন সুন্দর পোষ্টের জন্য++++++++++++

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয়’তে রাখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, কামরুল হাসান জনি :)

শুভেচ্ছা জানবেন।

৩৩| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: কাজে লাগবে, ধন্যবাদ।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কাজে লাগলেই পরিশ্রম সার্থক :)

৩৪| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

শাওণ_পাগলা বলেছেন: অনেকগুলো দিক তুলে ধরেছেন। চমৎকার।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শাওন পাগলা :)

৩৫| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২১

প্রিন্স হেক্টর বলেছেন: খুব ভালো লাগলো। ব্লগিংয়ের গাইডলাইন হতে পারে। নিজের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করলাম .........



১) কখনো করিনা :)

২) মনে পড়েনা কারও সাথে তেমন কাদা ছোড়াছুড়ি হয়েছে 8-|

৩) নিজের জন্য লিখি। সফল হতে না 8-|

৪) এখন পর্যন্ত ভুলিনি :)

৫) বানান ভুল হয় না মনে হয়। হলেও অজান্তে। :|

৬) তেমন খেয়াল করি না। ব্লগে ঢুকে একবার দেখি। বেশিরভাগ সময় অনুসারিত ট্যাবে কাটে। তবে নতুন কোন মন্তব্য এলে জবাব দেবার চেষ্টা করি। :-*

৭) অকৃতজ্ঞ নই। অন্যকে তার প্রাপ্য ক্রেডিট দিতে জানি। :)

৮) সবার মন্তব্যেরই উত্তর দেই। কখনো স্কিপ করি না। মাঝে মাঝে হয়ত রিপ্লাই দিতে দেরী হয়ে যায়। :|

৯) বেশিরভাগই ফান টাইপের পোষ্ট দেই। তবে কিছু কিছু ইনফরমেটিভ পোষ্ট দেই। এতে অনেক খাটতে হয়। গত ১৫ তারিখ থেকে প্রতিদিনই চেঙ্গিস খানের উপর বিভিন্ন আর্টিকেল পড়ছি । সামনে পোষ্ট দেয়ার ইচ্ছা আছে। :#)

১০) লিখতে আলসেমী লাগে... আরতো পয়েন্টলেস রাইটিং :P


ভালবাসার সাথেই + দিয়ে গেলাম

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার বিশ্লেষণ দিয়েছেন, প্রিন্স হেক্টর!
আপনার আত্মমূল্যায়নটি এ লেখার মান বৃদ্ধি করেছে।
এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফান টাইপের লেখা দিতে পারা একটি মূল্যবান দক্ষতা। এটি সকলে পারে না। চেঙ্গিস খান সম্পর্কিত লেখাটির অপেক্ষায় থাকলাম।

ভালোবাসার প্লাসের জন্য অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৩৬| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০

ভিয়েনাস বলেছেন: সেক্ষেত্রে লেখক পাঠক সকলের সচেতনতা বহুলাংশে বৃদ্ধি করা প্রয়োজন :)

চমৎকার করে লিখেছেন।

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শতভাগ সহমত। অনেক ধন্যবাদ, ভিয়েনাস :)

এবাড়িতে আপনাকে স্বাগত জানাই :)

৩৭| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Ekguchcho Plus.

২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বুঝাই যাচ্ছে আপনি ভিন্ন সময়ে বাস করেন।

অনেক ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য, খেয়াঘাট :)

৩৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

ইরাজ আহমেদ বলেছেন: ২,৪,৫,৯,১০ পয়েন্টগুলা সত্যিই খুব বিরক্তি উৎপাদক। পোস্টে পিলাচ।

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ইরাজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন :)

৩৯| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: সত্যি কথাগুলোই বলেছেন

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, মুহম্মদ ফজলুল করিম :)

শুভেচ্ছা জানবেন!

৪০| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

হাবিব কবি বলেছেন:
'এ বিষয়টি রহস্যময়, কেন জানি না উত্তর দিতে মন চায় না।'

২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম, একটু আলসেমি তো আসেই :)

শুভেচ্ছা জানবেন, হাবিব কবি :)

৪১| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

অলওয়েজ ড্রিম বলেছেন: অবশ্যই চমৎকার পোস্ট। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই য়ের বিশ্লেষণটাও চমৎকার।

ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঠিকই বলেছেন, সোনাবীজের মন্তব্যটি একদম তার অভিজ্ঞতা থেকে এসেছে।

আপনাকে অনেক ধন্যবাদ, অলওয়েজ ড্রিম :)

ভালো থাকবেন!

৪২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:

নিজের কিছু সীমাবদ্ধতা বা দোষ না বলে পারছি না ।

আগে যেমন একটা পোস্টের সব মন্তব্যের জবাব দেয়া হলে পরেই চেষ্টা করতাম পরের পোস্টটি দিতে কিন্তু বেশ কিছুদিন বাইরে কাজের চাপ কম থাকায় পর পর পোস্ট দিয়েছি আগের পোস্টের সব মন্তব্যের জবাব দেয়া শেষ করার আগেই...আর ব্লগে পোস্ট পাবলিশ করতে হাত নিশপিশ করছিল ।

আমি জানি যে সব মন্তব্যেরই জবাব দিব...
কিন্তু গত কয়দিনে বুঝতে পাচ্ছি তা আমার নিজের জন্যেই কতোটা লোড হয়ে গেছে...যখন বাইরে কাজের চাপ বেড়ে গেছে !

আমি অন্যের ব্লগে মন্তব্য করি অনেকই বেশি...কখনো কোন পোস্টে মন্তব্য করতে দেরী হতে পারে...কিন্তু টার্গেট করে রাখলে সেখানে মাসাধিক দেরী হলেও যেয়ে মন্তব্য করে আসি এবং অবশ্যই পড়েই মন্তব্য করি ।

তবে এমনও দেখেছি যে, একটা ট্যাবে অনেকঘন্টা ধরে কোন লেখাকে আটকে রেখেছি পড়ে মন্তব্য করবো...কিন্তু পরে দেখা যায় সেই লেখার কথাই বেমালুম ভুলে গেছি !

যাই হোক, নিজের দোষের কথা বলে শেষ করা যাবে না ।

অনেক ভালো পোস্ট ... ভালো ব্লগীংয়ের সহায়কতো বটেই ।

অনেক ধন্যবাদ মইনুল ।।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আরজুপনি! আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যগুলো বেশ আন্তরিক।

দোষ যে তালিকা করে, তার যে দোষ নেই তা কিন্তু নয়। বরং উল্টো। বেশি দোষ করি বলেই, দোষগুলো সনাক্ত করতে পেরেছি। আমি অন্য একটি পাবলিক ব্লগে বেশি লিখেছি এতোদিন। আর সামু’র ছিলাম ‘নিরব’ পাঠক। আপনাদের প্রেরণা পেয়ে এখানে বেশি সময় দিচ্ছি।

কর্মজীবনের ব্যস্ততার কথা বলছেন? আমি আজকাল একটু ফাঁকি দিতে পারছি। এটি এখন আমার সেরা পাসটাইম এবং পলানোর জায়গা! কিন্তু ব্যস্ততা শুরু হলেই, হয়তো কমে যাবে যাতায়াত।

অনেক শুভেচ্ছা আপনার জন্য :)

৪৩| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

জুন বলেছেন: আপনার সবগুলো বক্তব্যের সাথে একমত পোষন করছি মাইনুল। খুব সুন্দরভাবে বিশ্লেষন করেছেন বিষয়টি। যা আমি কখনো পারতামনা তবে ভেবেছি বিষয়টি নিয়ে অনেক দিন।
আমার একটি দোষ হলো নেট স্লো এর কারনে মন্তব্যের উত্তর দিতে দেরী হচ্ছে কিছুদিন হলো। কিউবি জিপি এজ দুটো দিয়েই ক্রমাগত পালটে পালটে চেষ্টা করছি। ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দিল কিউবিআলারা জানি না কি হয়।
তাছাড়া সংসারী মানুষ নানা ঝামেলায় নেটে বসি। তাই হয়তো অনেক কিছুই আমার জন্য সম্ভব হয়ে উঠে না।এটা হলো মন্তব্যের উত্তর দেরীতে দেয়ার এক্সকিউজ। তবে সবচেয়ে খারাপ লাগে স্কিপ করে পরিচিত ব্লগারের উত্তর দেয়া আর নতুন্দের টা একেবারেই না দেয়া। আমার এমন দুটো তিক্ত অভিজ্ঞতা আছে এই ব্লগেরই দুজন হেভীওয়েট ব্লগার সম্পর্কে। তাই আমি এখন এমন ধরনের ব্লগারদের পোষ্ট পরিহার করে চলি। তার চেয়ে বরং আমি সেই সব ব্লগারদের পোষ্টে যেতে চেষ্টা করি যারা এখনো প্রথম পাতায় এক্সেস পায়নি।
বিশাল মন্তব্যের জন্য আন্তরিক দুঃখিত।

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “সবচেয়ে খারাপ লাগে স্কিপ করে পরিচিত ব্লগারের উত্তর দেয়া আর নতুন্দের টা একেবারেই না দেয়া। আমার এমন দুটো তিক্ত অভিজ্ঞতা আছে এই ব্লগেরই দুজন হেভীওয়েট ব্লগার সম্পর্কে। তাই আমি এখন এমন ধরনের ব্লগারদের পোষ্ট পরিহার করে চলি। তার চেয়ে বরং আমি সেই সব ব্লগারদের পোষ্টে যেতে চেষ্টা করি যারা এখনো প্রথম পাতায় এক্সেস পায়নি।”

-আপনার কথায় মুগ্ধ হলাম। এটি আমিও করার চেষ্টা করি।
-‘পাঠকের স্বাধীনতা’ বলে একটি বিষয় আছে, যেটি ব্লগে অবচেতনে আমরা হারিয়ে ফেলি। আমি বলছি, নির্বাচিত এবং অনুসারিত লেখাগুলোর কথা। ওখানে বিশেষ কোন অভিযোগ আমার নেই। অভিযোগ হলো, শুধুই নির্বাচকদের ওপর ভরসা করে, তাদের লেখায় দৃষ্টি দেওয়া। ‘মলাট দেখে বই পড়ার অভ্যাস’ থেকে এটি আসে। রিডিং ফর প্লেজার-এর কথা খেয়াল আছে? অনেক ভালো লেখা নির্বাচকদেরও দৃষ্টি এড়িয়ে চলে যায় পেছনের পাতায়।

-কিন্তু তারপরও ভালো লাগে যখন আপনাদের মতো কিছু ব্যতিক্রমী পাঠক ও লেখক পাই।

আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ:)
এবিষয়ে আরও লিখবো। আশা করছি পাশে থাকবেন!

৪৪| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আতীব ভাল পোস্ট +++

২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালো পর্যবেক্ষণ। কিন্তু আমার অন্যের পোস্ট পড়ার পর কমেন্ট করতে আলসেমি লাগে, এই ব্যাপারে কি করব? :(

২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: তা তো আমারও লাগে;)
কিন্তু লেখার বিষয়টি খুব বেশি মনে ধরলে, যা মনে আসে লিখে দিই। মন্তব্য দেওয়ার মধ্যেও লেখক হবার অনুভূতি আছে। তাই যখন ভালো লাগে তখনই ব্লগ পড়ি। যা ভালো লাগে তাতেই মন্তব্য দেই। ইচ্ছার বিরুদ্ধে অথবা জোর করে কাউকে খুশি করার জন্য মন্তব্য দিই না।

দু’লাইনের একটি মন্তব্য যে লেখক কতটুকু মনযোগ দিয়ে পড়েন, তা আপনি নিশ্চয়ই অনুমান করতে পারবেন। তবে আর আলসেমি কেন!

অনেক ধন্যবাদ আপনাকে নুর ফরজুর রেজা :)

৪৬| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার পোস্ট। অনেক ভালো লাগলো। প্লাস দিলাম এবং দিতে গিয়ে আবিষ্কার করলাম বেশ কিছুদিন হল কাজ না করা প্লাস এখন করছে :)

উপরের ব্যাপারগুলো মেনে চলতে পারলে সুব্লগার হয়ে ওঠা সম্ভব :)

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ। প্রিয় ভুল তো, তাই জানলেও অনেকে তা থেকে দূরে থাকতে পারেন না। তবে মেনে চললে, একটি মানদণ্ডে বাঙলা ব্লগ গিয়ে পৌঁছাবে নিশ্চিত।

শুভেচ্ছা জানবেন, মহামহোপাধ্যায় :)

৪৭| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮

মাহমুদ০০৭ বলেছেন: কথা সত্য । আছে যুক্তি ।
প্রস্ন একটাই মেনে চলে কজনে ঘটাবে মুক্তি ।
+++++++++

২৮ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, ভালো বলেছেন, মাহমুদ ০০৭ :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনার জন্য!

৪৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১

এম মশিউর বলেছেন: আপনার কাছে থেকে ব্লগিং বিষয়টা অনেকখানি শেখার আছে। তাই আপনাকে অনুসারিত ব্লগার এর লিস্টে রাখলাম।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, এম মশিউর :)
আপনার মন্তব্য আমাকে প্রেরণা দেয়।

৪৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: চমৎকার বলেছেন । অনেক বিশ্লেষণ করেছেন বোঝা যায় । পোস্টে প্লাস ! :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আমরা তো বন্ধু হয়ে গেলাম! পুরাতন লেখা এভাবে খুঁজে খুঁজে পড়ার জন্য অনেক ধন্যবাদ :)

৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার মতো নবীন ব্লগারকে বন্ধ্য হিসেবে গ্রহন করেছেন দেখে কৃতজ্ঞবোধ করছি । আশা করি আস্তে আস্তে এই বন্ধুত্ব গারো হবে । শুভ কামনা । :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একজন নবীনকে বন্ধু হিসেবে পেয়ে আমিও আনন্দিত।
আমিও খুব প্রবীণ হতে পারি নি এখনও;)

৫১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

অনিক সি বলেছেন: চেষ্টা করব মেনে চলার বাকিটা তেনার ইচ্ছা :)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: :) :P B-)

ধন্যবাদ আপনাকে অনিক সি!

৫২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

শাহেদ খান বলেছেন: আপনার সাম্প্রতিক পোস্ট থেকে লিঙ্কের সূত্র ধরেই পুরাতন কিছু পোস্টে ঘুরে যাচ্ছি। এবং আমার ভাল লাগছে পোস্টগুলো। ভাল লাগল আপনার আন্তরিকতা এবং ইতিবাচক মানসিকতা। চমৎকার আপনার ব্লগ-ভাবনা !

আপনার ব্লগে নিয়মিত হওয়ার আশা রাখছি এখন থেকে।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পুরাতন পোস্টে ঘুরে বেড়ানোর জন্য অনেক ধন্যবাদ। আপনার চোখে ‘চমৎকার’ হওয়ায় আমিও আনন্দিত।

আমার ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগছে।

অনেক শুভেচ্ছা জানবেন, প্রিয় শাহেদ খান :)

৫৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮

সদয় খান বলেছেন: খুব চেষ্টা করবো এসব খেয়াল রাখার । আমার মত যারা ব্লগে নতুন তাদের জন্য অতি অতি প্রয়োজনীয় একটি পোস্ট । বিশেষ করে ৬নং পয়েন্টটা আমাকে আসক্ত করে ফেলেছে । চেষ্টা করবো বেরিয়ে আসার । নিজের ভুলগুলো আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: লেখক বলেছেন: ৬নম্বর পয়েন্টটি সকলকেই অন্তত দু’একবার আসক্ত করে ;)

সদয় খানকে অনেক ধন্যবাদ।

শুভ ব্লগিং :)

৫৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইউ আর এ ট্রু প্রোফেসর অব বাংলা ব্লগ !

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মন্ত্রী উপযুক্ত মন্তব্য। এ যেন আলেয়ার প্রতি সিরাজ-উদ-দৌলার মহামূল্যবান রাজকীয় তোফা;)

মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা :)

৫৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

সদয় খান বলেছেন: প্রিয়তে না নিয়ে পারলাম না । :)

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় সদয় খান!

পাশাপাশি আছেন জেনে আনন্দিত :)

৫৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৬

বাগসবানি বলেছেন: উপরোক্ত কারণসমূহের জন্যে আমার লেখা আমি নিজেই পড়ি :D :D

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: স্বাগতম, বাগসবানি :)

হাহাহা! মজার কথা!

শুভেচ্ছা জানবেন :)

৫৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০

মুদ্রা সংগ্রাহক বলেছেন: ভাল পর্যবেক্ষণ, ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনের জন্য।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মুদ্রা সংগ্রাহককে ব্লগের এ-পাতায় স্বাগতম :)

ধন্যবাদ এবং শুভেচ্ছা!

৫৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

গেন্দু মিয়া বলেছেন: "এতো ভালো লেখা পোস্ট দিলাম, পাঠক আমারটি না পড়ে কী করছে এখন?"

হা হা হা হা হা হা......

বেশ ভালো পয়েন্ট আউট করেছেন তো। এইটা অতিক্রম করাই একজন নতুন ব্লগারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি।

(বাই দ্য ওয়ে, আমিও নতুন ব্লগার!)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: :)

ব্লগিং নিয়ে আজাইরা পেচালগুলো কারও উপকালে আসলেই হলো।

গেন্দু মিয়াকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৫৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

এস এম কায়েস বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। সবসময় মাথায় রাখব।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ আপনাকে, এস এম কায়েস :)
শুভেচ্ছা জানবেন!

৬০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া আপনার কিছু পোস্ট আমার কাছে ম্যানুয়েলের মত মনে হয়, তার মাঝে এটি একটি। জানেন তো ও বস্তু বারবার না পড়লে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ;)


তাই প্রিয়তে নেয়া লিস্ট ধরে আবার ঝালিয়ে গেলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একে বিশাল বড় একটি প্রশংসা হিসেবে গ্রহণ করলাম।

অনেক কৃতজ্ঞতা, মহামহোপাধ্যায় :)
শুভেচ্ছা জানবেন...

৬১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

গোল্ডেন গ্লাইডার বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, গোল্ডেন গ্লাইডার...
এবং আমার লেখায় আপনাকে স্বাগত জানাই :)

৬২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

বোধহীন স্বপ্ন বলেছেন: উপরের আলোচনা কিছু কিছু পয়েন্ট আমার সাথে মিলে গেছে :#) । আগামীতে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করব।

১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা! এরকম প্রায় সবাই। আমিও ;)

অনেক ধন্যবাদ :)

৬৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০

আলম দীপ্র বলেছেন: বহুত দিন পরে এই পোস্ট পড়লাম ! বড়ই ভালো পাইলাম !

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




দীপ্র! আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা.....! :)

৬৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

সাইফুদ্দিন আযাদ বলেছেন: দারুণ এক্কান পোষ্ট। নতুন ব্লগারদের জন্য অনেক শেখার আছে। আমার মত ব্লগিং যাত্রায় যারা নতুন তাদের এই বিষয়গুলো অবশ্যয় খেয়ার রাখা দরকার। কিন্তু সামুতে যে হারে পোষ্ট হচ্ছে সে হারে পাঠক নেই, আস্তে আস্তে ফেসবুকের মত হয়ে যাচ্ছে প্রতি মিনিটে মিনিটে পোষ্ট! কারটা কে পড়বে, যার ফলে অনেক ভালো লেখকদের দারুণ দারুণ পোষ্টগুলো ১০মিনিটে হারিয়ে যায় দ্বিতীয় তৃতীয় পাতায়. তখন আমাদের মত মোবাইলে ব্লগ ব্যবহারকারীরা ঐসব ভালো লেখকদের পোষ্টগুলো খুঁজে নিতে কষ্টকর হয়ে পড়ে।
....
অসংখ্য ধন্যবাদ দাদা, পোষ্টে এ+, সরাসরি প্রিয়তে জায়গা করে রাখলাম।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে, সাইফুদ্দিন আযাদ :)

৬৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: সময় করে পড়বো প্রিয়তে নিয়ে রাখলাম B-) ;)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ :)

৬৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

দীপংকর চন্দ বলেছেন: পুনরায় ভালো লাগার কথা বলছি।

শুভকামনা জানবেন মইনুল ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হায় হায়.... এতদিন পর এর খবর পেলাম :(

অনেক ধন্যবাদ, কবি দীপংকর চন্দ...
এবং আমি দুঃখিত আমার বিলম্বিত উত্তরের জন্য।

ভালো থাকুন.... :)

৬৭| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

সাহসী সন্তান বলেছেন: মইনুল ভাই, আপনার প্রত্যেকটা পোস্টই অন্যদের থেকে অনেকটাই ব্যাতিক্রম এবং অনেক সাবলিল! খুব সুন্দর ভাবে আপনি ব্লগের কিছু বাস্তবতাটাকেই তুলে আনতে পেরেছেন! সেজন্য অবশ্যই আপনার ধন্যবাদ প্রাপ্য!

আপনি পোস্টে সেক্সপিয়র সম্পর্কে যে কথাটা বলেছেন সেটা অনেক সুন্দর একটা কথা! আমি সেক্সপিয়র এর জীবনীতে পড়েছি। উনি যখন প্রথম কোন লেখা লিখতেন তখন সেটা ততটা পাঠক সমাদৃত হতো না। তবে উনি নিজের সম্পর্কে একটা ভবিষ্যতদ্বানী করেছিলেন যে, 'যেদিন ওনার লেখা গুলো পাঠক বুঝতে পারবে সেদিন ওনার কবরে ফুল দেওয়ার জন্য মানুষকে সিরিয়ালে দাড়াতে হবে! আর সত্যিই ওনার মৃত্যুর ঠিক একশত বছর পর ওনার কবরে এতটাই ফুল পড়তো যে সেটা পরিষ্কারের জন্য সরকারকে আলাদা লোক নিয়োগ করতে হয়েছিল!

শুভ কামনা! পোস্টে ভাল লাগা জানবেন!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় সাহসী সন্তান... আপনাকে নিয়মিত দেখে ভালো লাগছে :)

পুরাতন পোস্টে পেয়ে আরও ভালো লাগছে।

শেইক্সপিয়রের বিষয়ে জানাবার জন্য অনেক ধন্যবাদ। তিনি আমার প্রিয় একজন লেখক, যার লেখা বাধ্য হয়ে পড়তে হয়েছিল ছাত্রজীবনে ;)

ভালো থাকুন... শুভ ব্লগিং!

৬৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

শামছুল ইসলাম বলেছেন: আপনার মূল্যবান কথা গুলোয় একটু চোখ বুলাইঃ

//তাই ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধা রোপণ করুন, ঠিক সেটাই আপনার কাছে ফিরে আসবে। শতভাগ গ্যারান্টি! বাংলা ব্লগে প্রচুর সৃজনশীল লেখার সাথে আছে প্রচুর দলাদলি। লেখার মান বাড়লে এসব শেষ হবে এক দিন।//

// রবার্ট ফ্রস্ট বলেছেন, লেখতে লেখতে আমি লেখা শিখেছি। লেখে-ই নিজেকে আবিষ্কার করা যায় একজন বিদগ্ধ লেখক হিসেবে। পাঠকপ্রিয়তা শুধু ভালো লেখাতেই আসে না, এরজন্য সময়েরও প্রয়োজন। ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট সময় লেখার জন্য বরাদ্দ করলে, সফলতা আসবেই! তবে অতি শিঘ্রই সফলতা আশা করলে হতাশ হয়ে অকালেই লেখা বন্ধ করে দেবার যোগার হয়।//


//একটি নির্দিষ্ট সময় ব্লগে অতিক্রম করার পর অনেক ব্লগার নিজেকে আত্মকেন্দ্রিকতায় আবদ্ধ করে ফেলেন। ....
একটি ব্লগ পোস্ট সাধারণত পাঠকের পড়ার জন্য। তাই তার প্রয়োজনটাও ভুলে গেলে হবে না।//

নীচের প্যারাটাকে ১০০ তে ২০০ দিলাম

//দিনে একশ’বার মতামত স্ট্যাট দেখা: Killing Time Seeing Hit Stats
কতগুলো মন্তব্য পড়লো আমার লেখায়? কে মতামত দেয় নি? কেন দেয় নি? এতো ভালো লেখা পোস্ট দিলাম, পাঠক আমারটি না পড়ে কী করছে এখন? ( B-)নিজের কথাই কইতাছি!) বারবার নিজের রূপকে দেখার এই নার্সিসিজম আপনার লেখক সত্ত্বাকে কুঁকড়ে মারবে। শেইক্সপিয়রের লেখা আমরা এখনও পড়ে ভিমরি খেয়ে বলি, আহা কত চমৎকার কথা! তিনি তার র৫শ’ বছর পরের পাঠকের কথা মনে রেখেছিলেন? চিন্তিত হয়েছিলেন তার পাঠকপ্রিয়তার কথা?//


//একসময় দেখবেন সকলের উত্তম গুণগুলো কীভাবে আপনার মধ্যে চলে এসেছে। তাই প্রশংসা করুন উদার হস্তে এবং পকেট খালি করে। (একখান খাঁটি কথা কইলাম!)//



//এখানে বলে রাখি: ব্লগে অনেক ভালো ভালো পোস্ট মাত্র দু’একটি মতামত নিয়েই তলিয়ে যায় লেখকের নিজ আরকাইভে। তাই ভালো লেখা দিলেই যে পাঠকে তা গোগ্রাসে গিলবে, এরকম আশা করা অনেকাংশেই ভুল।//


//একটি বিষয় লেখকের নিয়ন্ত্রণেই থাকে চিরদিন। তা হলো, লেখক তার লেখারকনটেন্ট ও কোয়ালিটি দিয়ে কালোত্তীর্ণ মনোভাব তৈরি করতে পারেন পাঠক-হৃদয়ে।//


//কোন মেসেজ নেই, বিশ্লেষণ নেই। লেখকদের কী করতে হবে তা বলা মুশকিল, তবে ব্লগারদেরকে সুনির্দিষ্ট বিষয় ও বিশ্লেষণ ছাড়া লেখা দিলে পরে পস্তাতে হয়।//


ভাল থাকুন। সবসময়।

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি তো আমার লেখার মূলবক্তব্যকে কয়েক লাইনে তুলে দিলেন!
অবাক হলাম :)

পুরাতন লেখায় আপনার বিচরণ আমাকে পুরাতন বিষয়ে আবার ভাবিয়ে তুলছে...

অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় শামছুল ইসলাম :)

৬৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৪

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার পোস্ট

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পুরাতন লেখায় এসে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে, আরণ্যক রাখাল।

৭০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

ধমনী বলেছেন: বেশ।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ :)

৭১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি ব্যক্তিগতভাবে গঠনমূলক সমালোচনা পছন্দ করি কিন্তু ভাগ্যে খুব কমই জোটে। তাই পোস্ট দিয়ে কিছু বিশেষ ব্যক্তির মন্তব্যের জন্য মরিয়া হয়ে থাকি।

প্রথমদিকে আমিও ভালো হয়েছে টাইপের মন্তব্য করতাম। এর কারণ এই নয় যে আমি না পড়ে মন্তব্য করতাম। এর কারণ আমি আমার নড়বড়ে অবস্থান থেকে অন্যের সমালোচনা করতে চাই নি। তবে এখন চেষ্টা করি ভালো লাগাকে বিশ্লেষণ করতে আর খারাপ লাগার কারণসহ স্পষ্টভাবে বলতে। তারমানে আবার এই নয় যে আমার অবস্থান এখন ইস্পাত কঠিন। কিন্তু আমি এখন জানি আমার দুর্বলতা কি। তাই কিছুটা আত্মবিশ্বাসী। :)

কাদা ছুড়াছুড়ি পছন্দ করি না। তবে অযথা হেয় হবার পক্ষপাতী আমি না। সম্মানীয়কে সম্মান করতে জানি।

প্রতিউত্তর সবসময় করি। চেষ্টা করি সেটা দ্রুত করার। এবং আন্তরিকতার সাথে।

ব্লগিং করি লেখাগুলো সাজিয়ে রাখতে। তবে কেউ ভালো বললে খুশী হই। :) লাইফে অন্তত একটা কবিতার বই লেখার ইচ্ছে আছে। কিন্তু ভাবভঙ্গি ভালো না। দ্বিধান্বিত।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//প্রথমদিকে আমিও ভালো হয়েছে টাইপের মন্তব্য করতাম। এর কারণ এই নয় যে আমি না পড়ে মন্তব্য করতাম। এর কারণ আমি আমার নড়বড়ে অবস্থান থেকে অন্যের সমালোচনা করতে চাই নি। তবে এখন চেষ্টা করি ভালো লাগাকে বিশ্লেষণ করতে আর খারাপ লাগার কারণসহ স্পষ্টভাবে বলতে। তারমানে আবার এই নয় যে আমার অবস্থান এখন ইস্পাত কঠিন। কিন্তু আমি এখন জানি আমার দুর্বলতা কি। তাই কিছুটা আত্মবিশ্বাসী।// .... আপনাকে চেনালেন। অনেক ভালো লাগলো কথাগুলো :)


কবিতার বই লেখার সাধ পূরণ হোক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.