নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য নিয়ে সহব্লগারদের ‘মন্তব্য’

১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মন্তব্য সম্পর্কে লিখতে গিয়ে অপ্রত্যাশিত উপহার হিসেবে পেলাম সহব্লগারদের গভীর অভিজ্ঞতা-সম্পন্ন কিছু মন্তব্য। বৈচিত্রে এবং অন্তর্দৃষ্টিতে সেগুলো অসাধারণ। মন্তব্যগুলো আলাদাভাবে উপস্থাপন না করলে তাদের বিচক্ষণতার প্রতি অবিচার করা হয়। সহব্লগারদের মতামত থেকে নিজের বিশ্বাসে আরও দৃঢ়তা পেলাম। একজন ব্লগ লেখককে দু’টি সত্ত্বা ধারণ করতে হয়, যা পুস্তক লেখককে করতে হয় না। ব্লগ লেখকের দু’টি সত্ত্বা হলো: ব্লগ লেখক এবং মন্তব্য লেখক। ব্লগ এবং মন্তব্য দু’টি কাজই ব্লগারের নিজস্ব, কারণ দু’টি ক্ষেত্রেই তার নিজের নামটি জড়িয়ে আছে। আমার দৃষ্টিতে দ্বিতীয় সত্ত্বাটি, অর্থাৎ মন্তব্য লেখকের কাজটি অন্য সহব্লগারের কাছে বেশি আবেদন সৃষ্টি করে। আমার লেখাটি হয়তো অপঠিত থেকে যেতে পারে, কিন্তু আমার মন্তব্যটি যার লেখায় করা হয়েছে, তিনি অধীর আগ্রহে সেটা পড়েন এবং হৃদয়ঙ্গম করা চেষ্টা করেন।





বাংলা ব্লগের অগ্রগতির সাক্ষী হবার প্রচেষ্টায় ‘অন্যের ব্লগে মন্তব্য’ দেওয়া নিয়ে একাধিক পোস্ট লেখেছি। তার কয়েকটি সামু’তে প্রকাশিত হয়েছে। “অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য” পোস্টটিতে সুহৃদ সহব্লগাররা যে মন্তব্য দিয়েছেন, ব্লগে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করার জন্য সেগুলো সকলেরই জানা উচিত বলে আমি মনে করি।









উক্ত পোস্টে ‘মন্তব্য দেবো, নাকি দেবো না?’ এ প্রসঙ্গে মূল্যবান অভিমত দিয়েছেন বিচক্ষণ সহব্লগাররা।

=============================================



১) আমি যখন দেখব আনাড়ি ব্যক্তি নিয়মিত কিছু লিখছেন তখন সেখানে গিয়ে তাকে সত্যিকার ভালো মন্দ জানানোটা জরুরি। নতুন হিসেবে তার যদি শেখার মনোভাব থাকে তাহলে সেখানেও তাকে পরামর্শ দেয়া যায়। তবে অনেকেই পরামর্শ ভালো ভাবে নিতে চান না। তাদের ক্ষেত্রে পরামর্শ দেয়া এড়িয়ে যাওয়াই ভাল। [কাল্পনিক ভালোবাসা]





২) আমাদের ভুলে গেলে চলবে না, শুধু লিখলে বা পড়লেই ব্লগার হওয়া যায়না । ব্লগিংয়ের মুল কনসেপ্টই হল কমিউনিটির সাথে ইন্টারেকশন, আর এই ইন্টারেকশন হয় মুলত মন্তব্যের মাধ্যমে। [মামুন রশিদ]





৩) যেসব ব্লগার অনবরত পোস্ট প্রজনন করেই চলে, আগের পোস্টের মন্তব্যের জবাব না দিয়েই আরেকটি পোস্ট করে - তাদের লেখায় মন্তব্য না দেওয়াই উচিত। এতে দুটো কাজ হতে পারে, তিনি মন্তব্যের জবাবের প্রতি যে দায়বদ্ধ তা বুঝতে পারবেন, ফ্লাডিংটাও কমার সুযোগ থাকে। [স্বাধিকার]





৪) একটা পোস্ট দেয়ার মতই মন্তব্যের অনেক দায় দায়িত্ব থাকে, সেদিকে সবার নজর দেয়া উচিৎ। [ডাইরেক্ট টু দ্য হার্ট]





৫) হ্যাঁ, "মন্তব্য"-ই ব্যক্তি, ব্যক্তিত্ব। মন্তব্যের মাধ্যমেই পোষ্টদাতার জ্ঞান, চরিত্র, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, রসবোধ, পরিমিতিবোধ, মাত্রাবোধ ইত্যাদি আচঁ করা যায়। [আশরাফ মাহমুদ মুন্না]





৬) শিরোনাম দেখে 'বাকিটুকু পড়ুন' ক্লিক করতে যখন দেখি অনেক লম্বা পোস্ট, তখন পড়ার আগ্রহ কমে যায়। বাধ্য হয়েই এড়িয়ে যাই। তাছাড়া, আমার নেটে থাকারও সময় কম। … অনেক লিখার কঠিন শব্দ-বাক্য বুঝিনা বিধায়- লিখার উদ্দেশ্য বুঝতে পারিনা!(আরো অনেক বিষয় আছে)

[শ্যামল জাহির]





৭) মনোযোগী পাঠকের মন্তব্য সৃজনশীল হতে বাধ্য, যদি সে অকপটে নিজেকে প্রকাশ করে, আর যদি সেইটা লেখার সময় ও ভাব তার থেকে থাকে! … ব্লগের অন্যতম প্রধান শক্তি হচ্ছে এখানে সরাসরি লেখক পাঠকের মিথস্ক্রিয়ার সুযোগ, আর তার প্রধান বাহন হচ্ছে মন্তব্য। [ৎঁৎঁৎঁ]





৮) অনেক সময় সৃজনশীল মন্তব্য দেওয়ার সময়টা মিলেনা । যারা ব্যাক্তি জীবনে যারা খুব ব্যস্ত থাকে তাদের পক্ষে সৃজনশীল মন্তব্য করা খুব টাফ হয়ে যায়। [তাসনুভা সাখাওয়াত বিথি]





৯) সত্যিকার অর্থেই শুধু পোস্ট নয়, মন্তব্য একজনের সম্পর্কে আমাদের অনেক ধারণা দেয়। তার ব্যক্তিত্ব, তার ইমেজ সব কিছুই। তাই মন্তব্য হেলাফেলায় করা উচিত নয়। মন্তব্য ছোট হতে পারে। তবুও তা সুন্দর হওয়া উচিত। সমালোচনা করলেও গঠনমূলক হওয়া উচিত। [মোঃ সাইফুল ইসলাম সজীব]





১০) আমি খুব কম সংখ্যক পোস্টে কমেন্ট করে থাকি। কারণ, যে লেখা আমার ভালো লাগে তার দৈর্ঘ্য আমার ধৈর্য্যচ্যুতি ঘটাতে পারে না; অর্থাৎ, ছোটো অথবা বড়, আমি সাধারণত পুরো লেখাটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। [সোনাবীজ; অথবা ধূলোবালিছাই]





১১) পোস্ট পড়লে আমি মন্তব্য করার চেষ্টা করি, কেননা মনে হয় এটা পোস্টদাতার হক/ অধিকার। [মহামহোপাধ্যায়]





১২) মন্তব্যের উত্তর না পেলে নিজেকে খুব অপমানিত মনে হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার বাসায় এসে আমি একটা কথা বলে গেলাম আর আপনি তার উত্তর দিলেন না। হুম পোস্টদাতার উত্তর দিতে দেরী হতেই পারে, কিন্তু একেবারেই না দেয়া বা নতুন পোস্টে মনোযোগী হওয়া ব্যাপারটা কষ্টের। আবার অনেকেই আছেন যারা তাদের পুরনো পোস্টের নতুন কমেন্টের উত্তর দেন না। হোক পুরনো কিন্তু সেটা তো আপনারই পোস্ট। [মহামহোপাধ্যায়]





১৩) মন্তব্য ব্লগীয় কালচারে খুবই গুরুত্বপূর্ণ! [স্বপ্নবাজ অভি]





১৪) আমি কোন পোস্টে মন্তব্য করলে পড়েই করি । পুরোটা পড়তে না পারলে সেটাও পোস্টদাতাকে জানানোর চেষ্টা করি। কখনো সময়ের অভাব হলে, পড়া শুরু করে মন্তব্য দিয়ে অফ লাইনে যেয়ে শেষ করি সেটা । … কোন অসুবিধা বা কেচাল বা ভেজাল মনে করলে মন্তব্য দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করি। [আরজুপনি]





১৫) অনেক সময় কিছু পোস্ট পরে খুব ভালো লাগে, কিন্তু কি কমেন্ট করবো ভেবে পাইনা। তাই শুধু লাইক বাটন চেপে চলে আসি, তার মানে এই না যে আমি পোস্টটি পড়িনি। [ড. জেকিল]





১৬) আমি সাধারণত কোনো পোস্ট পড়তে গিয়ে যদি দেখি অনেক ভুল ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে ঐ পোস্ট আর কষ্ট করে পড়তে যাই না। লেখক/লেখিকা সম্পর্কে আমার একটি খারাপ ধারণা চলে আসে। অনেকেই বলেন, লেখার মানটাই আসল। বানান ভুলটুল কোনো ব্যাপার না। আমিও মনে করি লেখার মানটাই আসল। এবং এও মনে করি, নির্ভুল বানান এবং নির্ভুল বাক্যবিন্যাস মানসম্মত লেখার একটি অন্যতম উপাদান।… সকল পোস্টেই মন্তব্য করতে হবে এরকম ভাবাটা বোকামি। এটা কোনো প্রতিযোগিতা নয় যে আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেন। [অলওয়েজ ড্রিম]







কেমন মন্তব্য দেবো? ছোট নাকি বড়? পজিটিভ নাকি নেগেটিভ? কোনটি গুরুত্বপূর্ণ? এখানে কিছু মজাদার মন্তব্য রয়েছে। অনেকের চিন্তার খোরাক যোগাবে, আমি নিশ্চিত!

=============================================



১৭) মন্তব্য ছোট বা বড় এটা কোন উল্লেখযোগ্য ব্যাপার নয় । মন্তব্য হতে হবে পোস্ট প্রাসঙ্গিক । অপ্রাসঙ্গিক মন্তব্য তা যত সুন্দরই হোক, তা কাম্য নয়। মন্তব্য হিসাবে আমার সবচেয়ে পছন্দ বুদ্ধিদীপ্ত 'ওয়ান লাইনার' বা পান্চ লাইন । [মামুন রশিদ]





১৮) অনেকে তার লেখা সম্পর্কে কিছু বললে তা ইতিবাচক দৃষ্টিতে না-দেখতে-পারার হীনতায় ভোগেন। আবার কেউ আছেন পোস্ট দিয়ে তীর্থের কাকের মতো বসে থাকেন অন্যের কমেন্টের প্রত্যাশায় অথচ নিজে যাবেন না অন্যের পোস্টে। অবশ্য আমার মন্তব্যের জবাবে ঔদ্ধত্যপূর্ণ কোনো কথা থাকলে তার পোস্টকে বর্জনের সিদ্ধান্ত নিয়ে ফেলি। [জুলিয়ান সিদ্দিকী]





১৯) খুবই ম্যাচিউর্ড্ লেখকের জন্য সংক্ষিপ্ত মন্তব্য হলে চলে। … আমি পোষ্টের সংখ্যা, ভিজিটর নয়, মন্তব্যের নিরিখেই ব্লগারের মান বিচার করি। [আশরাফ মাহমুদ মুন্না]



২০) অনেকে আছেন যারা তাদের লেখায় ‘ভাল লাগে নাই টাইপ’ কমেন্ট দেখতে লাইক করেন না! সমমনা অনেকের সাথে কিন্তু পজেটিভ নেগেটিভ কমেন্ট চালাচালি করতে বেশ ভালা যায়, অনেক কিছু শিখা যায়, জানা যায়। [মাসুম আহমদ]





২১) হাতে সময় থাকলে এবং লেখার টপিকসটা পছন্দনীয় হলে এবং সেই সম্পর্কে কিছু জানাশোনা থাকলেই শুধু মাত্র বিস্তারিত মন্তব্য করা যায়! [রেজোওয়ানা]





২২) ভুল গুলো ধরিয়ে দিন। যারা জানেন, তাদের নিকট এইটুকু আমরা আশা করতেই পারি। এই ব্লগে যারা লিখেন তারা কেউ পেশাদারীত্ব নিয়ে লিখেন না। … কে জানে আজকের এখানের লুকিয়ে থাকা ব্লগারটিই হয়তো হাক পাকিয়ে একসময় দুনিয়া কাঁপাবে। [মোঃ সাইফুল ইসলাম সজীব]





২৩) কোনো একটা পোস্ট কেউ পুরোটা পড়েছেন কিনা তা তাঁর কমেন্ট থেকেই বিচক্ষণ লেখক ও পাঠকগণ বুঝে ফেলতে পারেন। ‘আগে প্লাস দিলাম, এখন পড়ে আসি‘ ধরনের কমেন্ট পরিহার করা উচিত। [সোনাবীজ; অথবা ধূলোবালিছাই]





২৪) ভালোকে ভালো বলি নির্দ্বিধায়, মন্দকে মন্দ বলতেও দ্বিধা করি না, তা অবশ্য সহনযোগ্য ভাষায়। এ থেকে কেউ মনক্ষুণ্ণ যে হোন না, তা না। তবে পোস্টদাতার রিপ্লাই মনঃপূত না হলে তাঁর ত্রিসীমানায় পা মাড়াই না, যদি না তিনি ভুল বুঝতে পেরে ব্যাপারটা মিটিয়ে ফেলেন। [সোনাবীজ; অথবা ধূলোবালিছাই]





২৫) ভালো লেখাকে ভালো বলা খুব সহজ কিন্তু খারাপ লেখাকে খারাপ বলতে গেলে বুকের পাটা লাগে। কেইবা নিজের সম্পর্কে নেতিবাচক শুনতে চায়? [রেজোয়ানা আলী তনিমা]





২৬) ভালো লাগলে বলি। মন্দ লাগলে, ঠিক যে জায়গাটা খারাপ লেগেছে সেটা তাকে ব্যক্তিগত ভাবে জানানোর চেষ্টা করি। সমালোচনা অনেকেই খুব স্বাভাবিকভাবে নিতে চান না। তাই ব্যক্তিত্ববান ব্লগার না হলে এধরনের কিছু বলা বিপদজনক। [মহামহোপাধ্যায়]





২৭) গতানুগতিক মন্তব্য না করে মন্তব্যের মধ্যেও স্বাতন্ত্র্য ফুটিয়ে তুলতে পারলে নিজেকে আলাদা করে চেনানো যায়। [অলওয়েজ ড্রিম]





২৮) পড়ার সময় মনোযোগী হলেও, অনেক সময়ই কমেন্ট করতে গিয়ে আমি শব্দ-সংকটে পড়ে যাই। তাই কমেন্টগুলো বেশিরভাগ সময়েই হয়তো গতানুগতিক হয়ে যায় খুব। [শাহেদ খান]







প্রতিটি মন্তব্য থেকেই আলাদা একটি দৃষ্টিভঙ্গি ফুটে ওঠেছে এবং প্রত্যেকটিতে রয়েছে মন্তব্য সম্পর্কে একটি স্বকীয় নির্দেশনা। বলা বাহুল্য, উপরোক্ত লেখায় সকলের মন্তব্যই এই পোস্টের সাথে প্রাসঙ্গিক মনে করি নি। পরিশিষ্টে কারণ বলেছি। তবে প্রকাশিত-অপ্রকাশিত সকল মন্তব্যকারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার লেখায় মাত্র একটি ক্লিক করেন তারাও আমাকে আনন্দ দেন। এ পোস্টের মাধ্যমে সকলকেই জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি, মন্তব্য সংকলনটি আরও চিন্তার খোরাক যোগাবে। (সমাপ্ত)











পরিশিষ্ট:



ক. সঙ্গত কারণেই যারা আমার লেখার প্রসংশা করেছেন অথবা নিজেদের ব্লগীয় আচরণ নিয়ে আত্মসমালোচনা করেছেন, তাদের মন্তব্যগুলো এখানে দেই নি। কিন্তু তাদের মন্তব্যে ব্যক্তিগতভাবে আমি অনেক উৎসাহ পেয়েছি।



খ. যারা একই মন্তব্যে একাধিক বিষয়ের অবতারণা করেছেন, তাদের মতামতগুলো এখানে একাধিকবার প্রকাশিত হয়েছে।



গ. লেখার আকার ছোট রাখার লক্ষ্যে শুধুমাত্র চুম্বক অংশটুকু উদ্ধৃত করা হয়েছে।







=============================================



ব্লগ ও নেটিকেট নিয়ে পূর্বতন পোস্টগুলো

অন্যের পোস্টে সৃজনশীল মন্তব্য

আধুনিক ব্লগারদের ১০টি প্রিয় ভুল

ভারচুয়াল পারসোনালিটি

আমরা কি নেটকোহলিক হয়ে যাচ্ছি?





মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

বেঈমান আমি. বলেছেন: লে হালুয়া কমেন্ট নিয়াও পোস্ট? ;)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম সত্যিই ‘লে হালুয়া’ অবস্থা!

এবার পড়ে দেখুন কেমন মন্তব্য দিয়ে আলাদা পোস্ট দিতে হলো।

শুভেচ্ছা :)

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২২

মশিকুর বলেছেন:
কোন পোস্ট পড়া শুরু করলে সময় নিয়ে পড়ে মন্তব্য করে বের হওয়া উচিৎ। আর মন্তব্য করলে গঠনমূলক মন্তব্যই করা উচিৎ। এটা প্রতিটা পাঠকের দায়িত্ব বলে মনেকরি। গঠনমূলক মন্তব্য উন্নত লেখক তৈরির সহায়ক। আর গঠনমূলক সমালোচনা করতে পারলে, পাঠক এবং লেখকের মধ্যে দূরত্ব কমে। আর সময়ের সল্পতা থাকলে পরে মন্তব্য করা যেতে পারে।

আপনার পোস্ট ও সহব্লগারদের কথা ভাল লাগল। শুভকামনা।।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জনাব মশিকুরকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য দেবার জন্য :)

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আবারো বলি -

"মন্তব্যই ব্যক্তি",

পোষ্ট কত রকমে তৈরী করা য়ায়, তার কোন ইয়ত্তা নেই।

কিন্তু মন্তব্যেই তাৎক্ষণিক, এটি ব্লগারের পূর্বজ্ঞান ও অভিজ্ঞতার ক্যালিবার তুলে ধরে।

ব্যতিক্রমি এই দিকটি প্রথম এই ব্লগারই বুঝতে পেরেছেন এবং এটি নিয়ে পোষ্ট দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাই এই ব্লগারকে + ও ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার মন্তব্যটি সহস্রবার উদ্ধৃতি করার মতো।

অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন, প্রিয় আশরাফ মাহমুদ মুন্না :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

ড. জেকিল বলেছেন: কাজের পোস্ট। নিজের লিখার দোষ-ত্রুটি গুলো নজরে পরবে। সংশোধনের সুযোগ পাবো।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ, ডক্টর জেকিল :)

অফুরন্ত শুভেচ্ছা!

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার বেশিরভাগ মন্তব্যই ছোট হয় কারণ একটা লিখা শেষ করে আসার পর যে অনুভূতিটুকু তলানি হিসেবে জমা থাকে ওইটুকুই বলার চেষ্টা করি । আর কোনও পোস্ট যদি আমাকে দীর্ঘ চিন্তায় ফেলে দেয় তাহলে সেটাও যথাসম্ভব প্রকাশ করি । মন্তব্য কতটা সৃজনশীল বা দীর্ঘ হলো এরচেয়ে অনুভূতি প্রকাশটাই আমার কাছে মুখ্য হয়ে যায় । তবে আমার মনে হয় মন্তব্য করার সময় পুরো লিখাটা পড়ে এবং সত্যিকারের অনুভবটাই প্রকাশ করা উচিৎ ।

অনেক চমৎকার একটা পোস্ট । আরেকবার আয়নায় দাঁড় করিয়ে দিলো ।


## আর পোস্টে শ্যামলী জহির লিখেছেন, ওটা শ্যামল হবে ।


ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন । :) :)

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ ...মন্তব্য করার সময় পুরো লিখাটা পড়ে এবং সত্যিকারের অনুভবটাই প্রকাশ করা উচিৎ”

ধন্যবাদ, প্রিয় আদনান শাহরিয়ার।
অনিচ্ছাকৃত ভুলটি ঠিক করে দিয়েছি।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: মন্তব্য নিয়ে চমৎকার পোস্ট, শেখার আছে অনেক কিছু ।

ভিন্ন একটা বিষয়ের অবতারনা করি । আমার ফেবু ফ্রেন্ড কবি মজনু শাহ অন্য এক কবির লেখা সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন । তারপর গত দুইদিন ধরে ঐ স্টাটাসে যা ঘটলো, তার অভিজ্ঞতা নিয়ে তিনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন (আশাকরি অপ্রাসঙ্গিক হবে না) ।

Maznu Shah: লেখার সমালোচনা? মাচ্চা ! ও ! নানা তিক্ত অভিজ্ঞতা এই বলছে আমায় যে, ঐ গাড্ডায় পড়িস্‌ নে আর! ফেসবুকে কমপক্ষে গোটা দশেক গুরুত্বপূর্ণ সম্পর্ক হারাতে হয়েছে সেজন্যে। লেখকেরা যতই বলুক তার পরমত সহিষ্ণুতার বিশালত্ব নিয়ে, দেখেছি হাজার ন্যায্য প্রশংসায় ভাবে 'অতি অল্প হইল' ... আর এক পঙ্‌ক্তি তার লেখার বিপক্ষে বললে সারাজীবনের মতো শত্রু হয়ে বসে থাকে। কেননা,ঐ,জানেনই তো, ইগো...

সমালোচনা দরকারী তবু। নড়বড়ে, বোঝাপড়াহীন, ফাক্‌শা লেখক-সম্পর্কগুলো দ্রুত ভেঙে যাওয়াই উত্তম। কিন্তু ফেসবুক মাধ্যমটার মধ্যে একটা 'অস্থিরতা' আছে। এখানে পাঠক খুব বেশিক্ষণ দাঁড়াতে চান না কোথাও। দীর্ঘ লেখা পড়ে ওঠা, তার সমালোচনা দাঁড় করাতে গেলে হিতে বিপরীত হতেই বেশি দেখছি, এ-পর্যন্ত।

আর, শাহবাগে, আজিজ মার্কেটে, এক যুগ আগে, আমি কি দেখি নি সমালোচনার চাপ না নিতে পারা এক লেখক চাপাতি হাতে মারতে যাচ্ছে তারই আরেক লেখক বন্ধুকে?

কিম্বা, আড্ডার ভেতর থেকে এক লেখকের কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আরেক লেখক?

ভ্রমি বিস্ময়ে...


হাহাহা: :) :)

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহাহা, =p~ =p~ বহুত প্রাসঙ্গিক হয়েছে মন্তব্যটি...
মজা পেলাম।

রাজনীতিবিদেরাই যদি বলতে পারেন “সমালোচক আমার বন্ধু” তবে লেখকদের ক্ষেত্রে সমালোচক কেমন আপন হওয়া উচিত?

কিন্তু ওই যে বললেন, ইগো! আত্মঅহংকার অনেক ভালো জিনিস থেকে নিজেকে বঞ্চিত করে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, প্রিয় মামুন রশিদ :)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ঝামেলায় আছি সার্ভারের সমস্যা নিয়ে।

পোস্ট যথারীতি ইউনিক। অনেক ভালো লাগলো। নিজের কমেন্টকে এভাবে মূল্যায়িত হতে দেখলে নিশ্চয়ই খুব ভালো লাগে, আত্মবিশ্বাস বাড়ে এবং সর্বোপরি খুব সম্মানিত বোধ করি।

‘আমি পোস্ট খুব কম পড়ি’- আমার এ কথাটার খানিক ব্যাখ্যা না দিলে আমাকে কেউ কেউ ভুল বুঝতে পারেন। আমি যতটুকু সময় পাই ব্লগে থাকবার, ‘অনেকগুলো পোস্টে কমেন্ট করবো’ - এরকম কোনো টার্গেট বেছে নিতে পারি না। কোনো পোস্ট পড়া শুরু করলে, তা যে কোনো দৈর্ঘ্যেরই হোক না কেন, পড়ে শেষ করি, অতঃপর কমেন্ট করি। ফলে দেখা যায় যে নির্দিষ্ট সময়ে পঠিত পোস্টের সংখ্যা খুব বেশি হতে পারে নি। এটাকেই ‘আমি পোস্ট খুব কম পড়ি’ বোঝাতে চেয়েছি।

আমি সাম্প্রতিক কালে কোনো এক পোস্টে বলেছি যে, ‘অনুসারিত’ তালিকার পোস্টই আমি মূলত বেশি পড়ি। যাঁরা আমার ব্লগে একটিমাত্র কমেন্টও করেছেন জীবনে, আমি তাঁদের ব্লগ আমার ‘অনুসারিত’ তালিকায় নিয়ে নিয়েছি, তাঁদের পোস্ট পড়েছি এবং কমেন্টও করেছি। যাঁদের ব্লগ পড়ি, তাঁদের পোস্টে কোনো বুদ্ধিদীপ্ত কমেন্ট দেখলেই আমি দ্রুত ঐ ব্লগারের ব্লগ ভিজিট করি, ভালো লাগলে তাঁকেও আমার ‘অনুসারিত’ তালিকায় অন্তর্ভুক্ত করি। এ ছাড়া ‘সকল পোস্ট’ ও ‘নির্বাচিত পোস্ট’ থেকেও প্রতিদিন নতুন নতুন ব্লগারকে ‘অনুসারিত’ তলিকায় অন্তর্ভুক্ত করি। তবে, যখন দেখি দিনের পর দিন কোনো ব্লগারের পোস্টে আমি কমেন্ট করছি, কিন্তু তিনি আমার ব্লগে আসছেন না, তাঁকে আমার ‘অনুসারিত’ তালিকা থেকে বাদ দিয়ে দিই; কিন্তু এরপর তিনি আমার ব্লগে নিয়মিত হলে আমিও তাঁর ব্লগে নতুন করে যাতায়াত শুরু করি ;)

আমার নিচের কথাগুলো হয়তো এখানে ততটা প্রাসঙ্গিক না; কিন্তু আমার কমেন্টের সূত্র ধরে কথাগুলো এখানে বলে ফেললাম।

ভালো থাকুন মাঈনউদ্দিন ভাই।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার লেখা নির্বাচনের পদ্ধতিটি ভালো লেগেছে। এর চেয়ে উত্তম পথ আর কী হতে পারে। তবে সময় থাকলে নতুনদের লেখায় দৃষ্টি দেবার জন্য মাঝে মাঝে ‘সকল পোস্ট’ কলামে দৃষ্টি দেওয়া যায়।

‘অনুসারিত’ এবং ‘নির্বাচিত’ লেখার ওপর আমাকেও নির্ভর করতে হয়।

এখানেও সার্ভার সমস্যা আছে। এটি কি সামু’র স্থায়ি সমস্যা?

ভালো থাকবেন, সোনাবীজ ভাই :)
অনেক শুভেচ্ছা!

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: দারুণ একটা কাজ করেছেন ভাইয়া। আপনার পোস্টটি পড়ার পর মন্তব্য করেছিলাম, কিন্তু বাকিদের মন্তব্য সবগুলো পড়া হয় নি। এই পোস্ট পড়ে সবার ভাবনাগুলো অনুভব করতে পারছি।

শুভেচ্ছা জানবেন।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মন্তব্যগুলো সত্যিই ভাবনা-জাগানিয়া।
আশা করছি এসব মন্তব্য ব্লগে পারস্পরিক যোগাযোগ বৃ্দ্ধিতে সহায়ক হবে।


প্রিয মহামহোপাধ্যায়কে ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা :)

৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২

এহসান সাবির বলেছেন: ঝামেলায় আছি সার্ভারের সমস্যা নিয়ে। আপনার জন্য শুভকামনা।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা জানবেন :)

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০০

তাহমিদুর রহমান বলেছেন: +++++







View this link

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

আপনার লিংকটিতে ক্লিক করেছিলাম। ভালো :)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

মোঃ ইসহাক খান বলেছেন: বরাবরের মতই খুব পরিশ্রমী এবং উপকারী পোস্ট।

আপনার চিন্তাভাবনাকে অসংখ্য সাধুবাদ।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

সুলেখক ইসহাক খানকে অনেক শুভেচ্ছা :)

১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

মাহমুদ০০৭ বলেছেন: ববাবরের মত এই পোস্ট টাও আকর্ষণীয় , প্রয়োজনীয় ।
বলার কিছু থাকলে তা অবশ্যই বলা উচিত । এটা আমি করিও , আরেকটা ব্যাপার মাথায় রাখি - আমি যা বলছি সেটা ভালভাবে গ্রহণ করার মানসিকতা তার আছে কিনা । যদি বুঝি নাই ,
আমি করি না , লাভ কি । সমালোচনা মানে নিন্দা নয় , এটা মানে হল বিষয়টিকে আমি কিভাবে দেখছি তার বিশ্লেষণ । এ ব্যাপারটা
অনেকের কাছে সুস্পষ্ট নয় ।

হজম শক্তি বাড়ুক , ভাল মন্তব্য আসুক এবং এমন পোস্ট অব্যাহত থাকুক
এই কামনা করিয়া চলিয়া গেলাম :)

ভাল থাকুন মাইনুদ্দিন ভাই :)

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “সমালোচনা মানে নিন্দা নয় , এটা মানে হল বিষয়টিকে আমি কিভাবে দেখছি তার বিশ্লেষণ।”

সুন্দর বলেছেন! অনেক ধন্যবাদ প্রিয় মাহমুদ০০৭ ভাই।
শুভ কামনা করিয়া চলিয়াই যাইবেন না ;)


ভালো থাকুন আপনিও :)

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২১

টুম্পা মনি বলেছেন: াহাহাহাহ মন্তব্য নিয়ে পোষ্ট!!!! আইডিয়া টা কিন্তু অভিনভ। অনেক ভালো লাগল ব্লগারদের কথাগুলো।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গল্পকার টুম্পামনিকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মন্তব্য পোস্ট ভালো হয়েছে :D

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ আপনাকে, তাহনুভা সাখাওয়াত বিথি :)

শুভেচ্ছা!

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনব আইডিয়া! ব্যাপারটা ভালো লেগেছে। মন্তব্যের মাঝে অনেক সময় বেশ অনুপ্রেরনা খুঁজে পাওয়া যায়। যখন প্রথম প্রথম লিখতাম, তা তখনেই ভালো মন্দ অনেক কিছু বলেছেন, শিখেছি, সংশোধন করেছি এবং এটা একটি চলমান প্রক্রিয়াও বটে।

যারা মনে করেন মন্তব্য নিয়েও পোষ্ট দেয়া যায় কিনা, তাদের ক্ষেত্রে এই পোষ্টটি আরো দরকার। আজাইরা কমেন্ট করার চেয়ে চুপ থাকা যেমন ভালো তেমনি মন্তব্য করলে সেটা যেন অর্থবহ হয় সেটাও মনে রাখা দরকার।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “শিখেছি, সংশোধন করেছি এবং এটা একটি চলমান প্রক্রিয়াও বটে।”

-খাঁটি কথা।

উৎসাহদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় কাল্পনিক ভালোবাসা :)

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্তব্যে যদি পুরা পোষ্টের সারমর্ম ফুটিয়ে তোলা যায় তাহলে খুবই ভালো হয় , সৃজনশীল যে কোন পোষ্টেই লেখক আলোচনা (কমেন্ট) প্রত্যাশা করেন ! তার প্রত্যাশা পূরণে দায়িত্বশীল হলে নিজের ও লাভ ! এটার নাম ই সম্ভবত ব্লগিং !
আপনাকে কইষ্যা প্লাস !

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম এটাই ব্লগিং - চমৎকার সংজ্ঞা দিয়েছেন!

প্লাসের জন্য আপনাকে কইষ্যা ধন্যবাদ ;)

ভালো থাকুন, প্রিয় স্বপ্নবাজ অভি :)

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ইন্টারেস্টিং। :)

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।

প্রতিবাদীকণ্ঠকে এ ব্লগে সুস্বাগতম :)

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫০

খেয়া ঘাট বলেছেন: যারা নিজেকে কেউকেটা মনে করে তারা অন্যের পোস্টে কমেন্ট করেনা, নিজের পোস্টে কমেন্টের জবাব দেয়না। এই দলটিই আমার সবচেয়ে বড় বিনোদন এই ব্লগে।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, বিনোদনের বিষয়টিতে বেশ মজা পেলাম।

ব্লগে এসেও কেউকেটা হলে, তারা আর কোথায় নিজেকে উন্মুক্ত করবে? এভাবে তো নিজেকে বন্দি করা হয়!

বরাবরের মতো চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় খেয়াঘাট ভাই :)

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখা পড়ে থাকলে, সেটা মন্তব্য করে জানান দেয়াটাকে আমি স্মার্ট ব্লগিং বলি।

আলোচনা, সমালোচনা সেটা ডিপেন্ডস করে লেখার বিষয়বস্তু সম্পর্কে জানাশুনা'র উপর। আমার মত আম ব্লগারদের জানাশুনা কম। তাই সেরকম ডিটেইলস কমেন্ট খুব একটা করা হয়না। তয় কেন ভাল লাগলো বা কেন খারাপ লাগলো তার একটা ব্যখ্যা দিতে পারি এবং মাঝেমাঝে সেটা দেইও!

তয় ব্লগিংয়ের পুরা মজাটা ভালো করে ফিল করতে চাইলে কমেন্টর মাধ্যমে ইন্টারএকশনের বিকল্প নাই!

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শতভাগ সহমত।

স্মার্ট ব্লগিং এর সংজ্ঞাটি ভালো লেগেছে।

মাসুম আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

২০| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৭

কয়েস সামী বলেছেন: মন্তব্য নিয়েও যে লেখা যায় ধারনা ছিল না।

অনেক লেখা পড়লেও মন্তব্য করা হয় না।
যেসব লেখা ভাল লাগে মন্তব্য করে জানিয়ে দেই।

শুধু শুধু মন্তব্যের জন্য মন্তব্য ভাল লাগে না।

ধন্যবাদ ভ্রাতা। ইদানিং আপনার পোস্ট দেখলেই মনে হয় নতুন কিছু পাবো।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বাঙলা ব্লগিংয়ে অনেক সম্ভাবনা রয়েছে, যদি সকলেই ইতিবাচক ব্লগিং করেন। এসব নিয়ে সকলেই যে ভাবছেন, তার একটি স্মারক রেখে দিলাম।

লেখাটি পড়ে সুন্দর মন্তব্য দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা জানবেন।

কয়েস সামীকে অনেক শুভেচ্ছা :)

২১| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি হোলাম ফাঁকিবাজ মন্তব্যকারীদের তালিকায়। মানে জ্ঞানগর্ভ কিছু ফলাতে পারিনা পোস্টে যেয়ে শুধু প্লাস দিয়েই চলে আসি কারণ আমার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তবে আমি মনে করি মন্তব্য একজন লেখকের উৎসাহ আর অনুপ্রেরণার জন্য টনিক হিসেবে কাজ করে। তবে ব্লগে বেশির ভাগ লেখক বড় কোন সাহিত্যিক নন লিখতে লিখতেই একদিন তারা ভালো লেখক হবেন। তাই তাদের লেখায় কঠিন ভাবে সাহিত্য না খুঁজে বরং অনুপ্রেরণা দেয়া উচিত ছোট খাটো ভুল ভ্রান্তি ধরিয়ে দেয়া ছাড়া। এখন ধরুন আপনি একটি লেখা পড়ে মন্তব্য করলেন বোরিং আমার কাছে ভালো লাগেনাই এতে করে লেখকের প্রতি প্রভাবটা কেমন হবে ? নিশ্চয় নেগেটিভ। সমালোচনা মানেই যে নেগেটিভ কথাই বলতে হবে তবে আমি দুঃখিত। এছাড়া টুকটাক বানান ভুল ধরিয়ে দেয়া যেতে পারে কিংবা বাক্য গঠন সঠিক না হলে ধরিয়ে দেয়া যেতেই পারে। তবে অনেক সময় দেখা যায় অনেকে এমন মন্তব্য করেন যেন তারা শেক্স পিয়রের লেখার সমালোচনা করছেন অথচ নিজের দিকে তাকিয়ে দেখেন না। হ্যাঁ এখন বলতে পারেন আমি হয়ত ভালো লেখক নই কিন্তু একজন ভালো পাঠক। কিন্তু তাতেও আমার আপত্তি রয়েছে পাঠক হলেই যে ভালো সমালোচক হয়ে যাবেন তেমন কিন্তু নয়। রচনার শিল্পগুণ যাচাই করতে হলে নিজের মাঝেও কিছু গুন থাকার প্রয়োজন রয়েছে।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জ্ঞানের সীমাবদ্ধতা বুঝতে পারা আর সক্রেটিসের পর্যায়ে যাওয়া কিন্তু একই কথা। সেদিক দিয়ে আপনি কিন্তু.... ;)

আপনার কথায় শতভাগ একমত। উপযুক্ত সমালোচনা সকলে ভালো করতেও পারেন না, সকলেই সহ্যও করতে পারেন না। লেখক বুঝে সমালোচনা করতে হবে।

কাণ্ডারী অথর্বকে অনেক ধন্যবাদ :)

২২| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

জনাব মাহাবুব বলেছেন: আমি এখনও নতুন ব্লগার।

একেবারে নতুন ব্লগার তা কিন্তু নয়, নিবন্ধিত নতুন ব্লগার। B-) B-) B-) B-)

আমি সামুর ভক্ত ২০০৯ সাল থেকেই। ২০০৯ সাল থেকেই আমি নিয়মিতভাবে সামুর বিভিন্ন লেখা পড়ে আসছি, বৈচিত্র্যময় লেখাগুলো সবসময় আমাকে টানতো। অনেক পোষ্টে মন্তব্য করতে ইচ্ছে করতো কিন্তু যেহেতু আমি তখনও সামুতে নিবন্ধতি হয়নি তাই মন্তব্য করতে পারতাম না। :( :( :( :( :(

আমি সবসময় মন্তব্য করি ব্লগারের লেখাকে উৎসাহিত করার জন্য। উৎসাহ ব্যঞ্জক মন্তব্য প্রায়ই করে থাকি। :D :D :D

আমি জানি একজন ব্লগার কত কষ্ট, মেধা দিয়ে একটি লেখাকে সাজিয়ে থাকেন, সেখানে নেগেটিভ মন্তব্য করলে, তার মন ভেঙ্গে যাওয়ার আশংকা থাকে। তাই আমি যতদুর পারি, নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকি।

আপনার মন্তব্য বিষয়ক পোষ্ট পড়ে, অনেক ব্লগারই তাদের মন্তব্য বিষয়ক বিষয়টি গুরুত্বপূর্ণভাবে অনুধাবন করতে পারবে।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনি মন্তব্য করেন ব্লগারের লেখাকে উৎসাহিত করার জন্য। এটিই ব্লগে আদর্শ মন্তব্য হওয়া উচিত।

সহব্লগারের প্রতি আপনার ইতিবাচক মনোভাবকে শ্রদ্ধা জানাই।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

অদৃশ্য বলেছেন:




দারুন পোষ্ট মইনুল ভাই... আপনার চিন্তা ভাবনার প্রকাশগুলো দেখছি আর মুগ্ধ হচ্ছি...

এই মন্তব্য নিয়ে পোষ্টের ব্যাপারে প্রিয় আরজুপনি কিছুদিন আগে তার কোন এক মন্তব্যে আলাপ করেছিলেন... ঠিক আপনার মতো তারও ইচ্ছা ছিলো সবার সুন্দর মন্তব্য নিয়ে একটি পোষ্ট করবার... সবাইকে ঠিক এটাই বুঝাবার জন্য যে মন্তব্য কিভাবে ও কতোখানি একজন ব্লগারকে অনুপ্রাণিত করতে পারে... সুন্দর ব্লগিংএ আগ্রহী করে তুলতে পারে সেই সাথে সবাই যেন সুন্দর স্বচ্ছ ও প্রেরণাদায়ক মন্তব্য নিজের ও অন্যের ব্লগে করেন সে ব্যাপারে আগ্রহী করবার জন্য...

আপনার কাছ থেকে এমন একটি পোষ্ট পেয়ে নতুন করেই ভাবনা শুরু করতে হচ্ছে মন্তব্যের ব্যাপারে...

শুভকামনা...

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় অদৃশ্যকে অনেক ধন্যবাদ।

মন্তব্যও মৌলিক লেখার সমান্তরালে আসতে পারে, যদি তা সেরকম হয়।

মন্তব্য নিয়ে সকলের ভালো চিন্তাগুলো শেয়ার করলাম মাত্র!

আপনাকে অনেক শুভেচ্ছা :)

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

আমিনুর রহমান বলেছেন:




আপনার পোষ্ট মানেই একটু ভিন্ন এবং যা সবসময়ই ব্লগারদের মাঝে বেশ ইতিবাচক প্রভাব ফেলার ক্ষমতা রাখে।


... এবং বেসম্ভব পোষ্ট।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার মন্তব্যে ‘বেসম্ভব’ আনন্দ পেলাম ;)

অনেক ধন্যবাদ, জনাব আমিনুর রহমান ভাই :)

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

শ্যামল জাহির বলেছেন: সৃজনশীল মন্তব্যে লিখক আন্তরিক ভাবে প্রতিউত্তর করা উচিত। এক পোস্টের মন্তব্যের প্রতিউত্তর শেষ না করে নতুন পোস্ট দেয়া ঠিক নয়! এমন হলে পাঠক হারাতে বাধ্য!

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: খাঁটি কথা বলেছেন :)

ভাই শ্যামল জাহিরকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা !

২৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

সায়েম মুন বলেছেন: আমি মনে করি সুন্দর মন্তব্য করাটাও একটা আর্ট। এতে মন্তব্যকারীর যেমন জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় মেলে তেমনি লেখকও এতে যথেষ্ঠ উৎসাহ পান। আমি ফ্রি টাইমে প্রচুর পোস্ট পড়ি। কিন্তু মনের মত কমেন্ট করতে পারিনা।

পোস্টটা অনেক ভাল লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সুন্দর মন্তব্য করাও একটি শিল্প, তাতে মন্তব্যকারীর জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় মেলে - যথার্থ বলেছেন।

মনের মতো কমেন্ট করাটা সত্যিই কঠিন।
তবু চেষ্টা করলে তা পোস্টলেখক বুঝতে পারেন।

সায়েম মুনকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন:
আমি সব সময় সমালোচনামূলক কমেন্ট আশা করি। এবং করতেও চাই। বাট সময় বলে একটা সমস্যা তো আছেই। তাই মাঝে মাঝে ভাললাগলো টাইপ কমেন্টেও কাজ সারি।
কিন্তু কোনভাবেই পোস্ট না পড়ে কমেন্ট করি না।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সমালোচনা সকলেই চান না, হজমও করতে পারেন না।
আপনি অনেক উচ্চপর্যায়ের ব্লগার তা বুঝতে পারা যায়।

সময় বলে একটি সমস্যা তো আছেই। তা ঠিক।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুপান্থ সুরাহী :)

আমার ব্লগে সুস্বাগতম আপনাকে!

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

হাসান মাহবুব বলেছেন: ভালো কালেকশন!

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঠিকই ধরেছেন।
মন্তব্যগুলো সংগ্রহ করে রাখলাম একটি পোস্টের মাধ্যমে।

এমন অমূল্য অভিমত আর কোথায় পাবো, বলুন!

হাসান মাহবুবকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

২৯| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে সহ ব্লগারদের মন্তব্য বিষয়ক মনোভাব গুলো যা আপনার পোস্টে তুলে এনেছেন।

কারো লেখা পড়ে সেটার মূল ভাবটা মন্তব্যে সবসময় ফুটিয়ে তোলা না গেলেও মোটামুটি গ্রহণযোগ্য মন্তব্য আশা করা যেতেই পারে। মাঝে মাঝে সময় স্বল্পতায় অনেক কিছুই হয়তো লেখা সম্ভব হয় না মন্তব্যের ঘরে। কখনো কখনো সঠিক পাঠ প্রতিক্রিয়া জানালে সে সব হজমের মানসিকতা কারো কারো ক্ষেত্রে না ও থাকতে পারে, ব্লগিয় সম্পর্ক খারাপ হয়, খোঁচা মেরে মন্তব্য করতে দেখা যায় অন্য আরেক জনের পোস্টে গিয়ে -- এই সব জটিলতায় তাই গতানুগতিক মন্তব্যও কারো ক্ষেত্রে করতে হয়।

তবে চেষ্টা করি আরেকজনের মন্তব্য দেখে প্রভাবিত না হয়ে যতটা সম্ভব নিরপেক্ষ মন্তব্য দিতে।

( ব্লগিয় একটা রীতি খেয়াল করেছি, পরিচিত ব্লগার যে ব্লগে জনপ্রিয় তার লেখনীর গুনে, তিনি যদি একবার কাউকে বলেন " লেখা ভালো লাগে নি বা দুর্বল অংশ ধরতে শুরু করেন, অন্য ব্লগার রাও গনহারে সহমত জানিয়ে আসেন কোনও পোস্টে -- সেটা লেখকের জন্য হতাশাজনক)

ভালো থাকুন ভাইয়া

২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো বিষয় তুলে ধরেছেন, অপর্না মম্ময়!
অন্যের মন্তব্যে প্রভাবিত হতে আমি নিজেও দেখেছি।

পরিচিতদের মন্তব্য আমিও পড়ি। তবে আমি সাধারণত অন্যের মতামত পড়ার আগেই নিজের মন্তব্য দেই। সেটা ভুল হোক অথবা সঠিক হোক - আমার হয়েই থাকে। কারও সাথে মিলে গেলেও আমার বিবেক থাকে দায়মুক্ত।

অনেক ধন্যবাদ আপনাকে, অপর্না মম্ময়।

আপনিও ভালো থাকুন :)

৩০| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ২:০৬

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ভাই আমার গুনেই বলেন আর দোষেই বলেন,আমি কিন্তু প্রায় সব পোস্টেই পড়ি,না পড়রে মন্তব্যই করি নি,পুরোটা না পড়ে কখনোই মন্তব্য করি না।মন্তব্য করার আগে ঐ পোস্টে সবার মন্তব্য পড়ি,পোস্ট বা মন্তব্য যাই বলেন না কেন,বাংলাভাষায় করতে পছন্দ করি,কোন কারনেই ইংলিশ মিশাতে চাই না।বাংলাভাষায় যদি শ্রুতিমধুর না হয় তারপরও বাংলিশ ব্যবহার করি না।বলতে পারেন ভাষার প্রতি এটা আমার আলাদা টান।এতো সহজে কাউকে অনুসারিত করি না।কয়েকটি পোস্ট পড়ে যদিদেখি তার কোন একটা লেখা ভালোলেগেছে তাহলে অনুসারিত করি,আর একবার যাকে অনুসারিত করি তাকে আর অনুসারিত থেকে বাদদেই না।তার যে সব লেখায় আমায় ভালোলাগবে তা কোন কথাই নাই।কিন্তু মনে করি তার একটি লেখা ভালোলেগেছিল বলেই তো তাকে অনুসারিত করছি,আরও কোন লেখাভালো না লাগতে পারে তার কি কোন নিশ্চয়তা আছে?আমার পোস্টে সবসময় সমালোচনা মূলক মন্তব্য আশাকরি(যদিও তা সবসময় হয় না)।কোন পোস্ট যদি দেখি তা হলে মন্তব্য করেই ছাড়ি,মন্তব্য যদি খুজে না পাই তাহলে প্রাপ্তি স্বিকার করি।আমি মনেকরি আমি যে পোস্টটি দেখেছি তা যেন পোস্টদাতা বুঝতেপারে তাছাড়া পোস্টকারির অধিকার আছে আমার কাছথেকে মন্তব্য পাওয়ার।পোস্টকারি যাই লেখুক না কেন তা তিনি অনেক পরিশ্রম করেছেন,আর এমনি এমনি কেউ কোন লেখা পোস্ট করে না,পোস্টের পিছনে কোন কারন অবশ্যই লুকিয়ে থাকে।
মূল্যবান পোস্টের জন্য অনেক ধন্যবাদ, অনুসারিত করলাম।
বড় মন্তব্যকরার জন্য দূঃখিত।
ভালোথাকবেন সবসময়

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বড় মন্তব্য হলেও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার লেখা পড়লে অনেকেই মন্তব্য প্রদানে দায়িত্বশীল হবেন।

অনেক ধন্যবাদ আপনাকে, মোঃ ইমরান কবির রুপম :)

দেরিতে উত্তর দেবার জন্য দুঃখিত।
এমনিতেই পুরাতন পোস্ট পড়তে এসে আপনার মন্তব্যটি পেলাম।

৩১| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৫৭

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: খুব ভাল লাগছে দেড়িতে হলেও উত্তর পেয়েছি। আমি মোবাইল ইউজার হওয়ার কারনে উত্তর দেয়ার অপশন খুজে পচ্ছি না।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এখন তো মোবাইলেও স্বাধীনমতো বাংলা লেখা যায়। উত্তরও দেওয়া যায়। তবে বাংলা কিবোর্ড থাকলে ভালো।

অনেক ধন্যবাদ আপনাকে, মোঃ ইমরান করিব রুপম....
ভালো থাকবেন :)

৩২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কয়েকদিন ধরে ভাবছিলাম আমার পোস্টে কে কেমন মন্তব্য করেছেন, কার কার মন্তব্য বেশি ভালো লেগেছে; কাকে কাকে মিস করি- সেগুলো নিয়ে পোস্ট দেবো । আপনার মন্তব্য বিষয়ক পোস্টটা ভাল্লাগলো, শিখলামও অনেককিছু । কে যেন বলেছিলেন, "ব্যবহারে বংশের পরিচয় আর মন্তব্যে ব্লগারের ।" আমারও তাই মনে হয় । একটা চমৎকার মন্তব্য লেখকের বিশ্বাসের ভীতকেও নাড়িয়ে দিতে পারে, লেখক নিজের ভুল-ত্রুটি শোধরে সমৃদ্ধ হতে পারে ।

০৪ ঠা মে, ২০১৬ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... সত্যিই তাই।
আপনার পোস্টটিও দিয়ে ফেলুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.