নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

দিনপঞ্জি: ফেলানী রোডের সেই দূতাবাসটিতে একদিন…

২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

হরতাল আর অবরোধের দিনেও বিশাল লম্বা লাইন। এতো মানুষ ভারতে গিয়ে কী করবে? কেউ বলে ফরম নেওয়া শুরু করেছে, কেউ বলে, এখনও দেরি আছে। অথচ ঘড়িতে প্রায় দশটা! একজন মহিলা এসে দালালি করার সুযোগ চাচ্ছিলেন বার বার। “আসুন আমার সাথে, একদম প্রথমে জমা পড়বে আপনার আবেদন।” অন্যান্য কর্মসংস্থানের মতো দালালিতেও নারীদের অংশগ্রহণ দেখে উৎসাহিত হবো নাকি হতাশ হবো, ভাবছি। আমি প্রথমে না শুনার ভান করলাম। অফিস থেকে এসেছি – একটু তাড়া তো ছিলোই। তবু মনের সাথে যুদ্ধ করে অন্য সকল প্রার্থীদের মতো দাঁড়িয়ে থাকলাম লাইনে। খুব ‘সিরিয়াস প্রার্থী’ হলে হয়তো তাই করতাম। আধা ঘণ্টার পার না হতেই আমার পেছনে অনেক দীর্ঘ লাইনের সৃষ্টি হলো। হঠাৎ একজন হিন্দু বৃদ্ধ এসে আমার সামনে দাঁড়ালেন। “বাবা, আপনার সাথে আমাকে নিন। বুড়ো মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না।” একবার পেছনে তাকিয়ে অন্যদের প্রতিক্রিয়া দেখে নিলাম। অতএব শান্ত হয়ে মেনে নিলাম প্রাচীনকে।





এশিয়ার অনেক দেশ ঘুরেছি অথচ কলকাতাকে দেখা হয় নি আজও। অবিভক্ত বাংলার প্রাচীন শহর কলকাতাকে দেখার সখ সেই ছোট কাল থেকে। ছেচল্লিশ, সাতচল্লিশ আর একাত্তরের বাংলাদেশের সাথে কত গভীরভাবে জড়িয়ে আছে স্মৃতির শহর কলকাতা! বিগত দশকগুলোতে সুনীল বাবুর ‘পূর্ব-পশ্চিম’, এম আর আখতার মুকুলের ‘আমি বিজয় দেখেছি’ এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের Era of Sheikh Mujibur Rahman পড়ার পর কলকাতাকে দেখার জন্য অস্থির হয়ে ছিলাম। একসময় চিটাগং যাবার মতোই কলকাতায় যেতো এদেশের মানুষ। চিকিৎসা, বিয়ের বাজার বা শিক্ষার জন্য দক্ষিণবঙ্গের মানুষগুলো তো ঢাকায় না এসে কলকাতায় যাওয়াকেই সহজ মনে করতো। ‘হাত মে বিড়ি মু মে পান- লড়কে লেঙ্গে পাকিস্তান’ করতে করতে আমরাই এক সময় পাকিস্তানকে নিয়ে আসি। বাঙালি মুসলমানের সমর্থন না থাকলে পাকিস্তান হতে পারতো না। সে পাকিস্তান খরগ হয়ে আমাদের ওপরে চড়ে বসলো। আবার সেই আমরাই ‘জয় বাংলা’ বলে স্বাধীন করলাম বাংলাকে – পেলাম একান্ত নিজের বাংলাদেশকে। এতো দীর্ঘ ইতিহাস দু’বাক্যে বলে শেষ করা যায় না।





নাহ্ ভেবেছিলাম লাইন শেষ হলেই বুঝি ‘তাদের’ দেখা পাবো। প্রবেশ মুখেই সিকিউরিটি ডোর: সেটি পার হবার পর দেওয়া হলো ৫৯৯ নম্বর সিরিয়াল নম্বর। ভেতরের কক্ষে আমার মতো সিরিয়াল নম্বর নিয়ে অনেককে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখলাম। অনিশ্চয়তা কমলো না। সাড়ে ন’টায় যদি আমাকে আমন্ত্রণ জানানো হলো, তবে এতো মানুষের ভীড় কেন? সকলেই কি সাড়ে ন’টার প্রার্থী? নাহ্, তা তো হবার কথা নয়। খুঁজ নিয়ে জানতে পারলাম, যার এপয়েন্টমেন্ট বারোটায় তিনিও সকালেই এসে উপস্থিত। ফেলানী রোডের কতৃপক্ষ কাউকেই নাখোশ করছেন না। তবে বসিয়ে রেখেছেন অনিশ্চিত অপেক্ষায়।





প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর আমার নম্বর ডাকা হলো। ভেবেছিলাম, এবার বুঝি পাবো ‘তাহার’ দেখা; মানে, যারা আমার কাগজপত্র গ্রহণ করে ভিসা দেবার প্রতিশ্রুতি দেবেন। কিন্তু এবারও হবে না। যুক্ত হলো আরেকটি সিরিয়াল ১৪২ নম্বর। স্বয়ংক্রিয় যন্ত্রে আদিষ্ট হয়ে তৃতীয় তলায় গিয়ে দেখি, এলাহী কাণ্ড। এতো মানুষ কখন এসেছে? আরেকটি আবদ্ধ কক্ষ। শীতের দিনের গরমে কারও অনুকম্পা পাওয়া যায় না। এসি তো বন্ধই, ফ্যানও বন্ধ! উঁচু সিলিং ও দরজায় ভিনদেশী কারুকার্য। মানুষগুলোর ভাষা ও বসনে ‘ভারত-ভারত’ ভাব! ভিসা-প্রার্থীদের প্রস্তুতি ও আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রের বহর দেখে আমি ভড়কে গেলাম। কেউ কেউ বগলেও একটি ফাইল নিয়ে এসেছেন, যেন ভারত যাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য। অথচ আমি যে মাসখানেক আগে আবেদন করেছিলাম সেটিই প্রায় ভুলে গিয়েছিলাম! গরম আর অনিশ্চয়তায় সবকিছু ঝাপসা লাগছে।





আরও প্রায় এক ঘণ্টা বসে থাকার পর আমার ডাক আসলো। সব কাগজের মধ্যে বিদ্যুতের বিলই হলো তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। ঠিকানা নিশ্চিত না হয়ে ভিসার আবেদন গ্রহণ করবে না। যা হোক, সব দাবি মেটানোর পর গৃহীত হলো আমার আবেদন ও পাসপোর্ট। খুব সম্ভব সামনের সপ্তাহের শুরুতেই পেয়ে যাবো কলকাতা যাবার ছাড়পত্র। ফেলানীসহ অগণিত সীমান্ত হত্যার দায়ে অভিযুক্ত ভারতকে হয়তো কখনও ক্ষমা করতে পারবো না। তবু ‘পরদেশে আত্মীয়ের’ মতো কলকাতাকে একবার দেখে আসতে চাই। চোখের দেখা! কলকাতায় ‘থাকা ও ভ্রমণ’ সম্পর্কে অভিজ্ঞ সহব্লগারদের পরামর্শ চাই।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

আনোয়ার ভাই বলেছেন: ঘুরে এসে ভ্রমন কাহিনী পোস্ট করেন। আমি যাব এপ্রিলে।

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আনোয়ার ভাইকে ধন্যবাদ... এবং এব্লগে স্বাগতম।

দেখা যাক...‘কাহিনী’ হলে অবশ্যই শেয়ার করবো ;)

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ইহা তবে ভারতীয় দূতাবাসে ভ্রমন কাহানি ??? হম । চমেতকার ! আশা করি কলকাতা ভ্রমনের পর আপনার অন্যান্য লিখার মতই ইন্টারেস্টিং হবে । আশা করি , আপনার লিখায় স্বাভাবিক খোলস ভেঙ্গে যে অন্তঃযাত্রার ছাপ থাকে সেটিও পাওয়া যাবে ।


প্রশ্ন, ভারত যাচ্ছেন বলে মনের মাঝে কোথাও ক্ষীণ অস্বস্তি আছে ?? ( লিখাটা পড়ে হঠাৎ মনে হলো আর কি )


পুনশ্চ ঃ "ভারতকে হয়তো কখনও ক্ষমতা করতে পারবো না" এই লাইনে ক্ষমা হবে মনে হয় ।

শুভেচ্ছা । সুন্দর হোক আপনার কলকাতা অভিযান :)

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: প্রিয় আদনান শাহরিয়ার... আপনি আমার প্রুফ রিডার...
ভুলটি সংশোধন করা হলো। ধন্যবাদ :)

আপনার প্রশ্নটি যথার্থ। উত্তর লেখাতেই দিয়েছি। আপনার প্রশ্নেও উত্তর আছে ;)

শুভেচ্ছার জন্য আবারও ধন্যবাদ।
ভালো থাকুন... !

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

মামুন রশিদ বলেছেন: কোলকাতা ভ্রমনে আগাম শুভ কামনা । আনন্দময় হোক আপনার ঘুরে বেড়ানো ।

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ... জনাব মামুন রশিদ ভাই... :)

ছ’মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা... দেখা যাক কবে যেতে পারি...

শুভেচ্ছা আপনাকেও...

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: শুভ কামনা রইলো

আপনার ভ্রমন আনন্দময় হোক

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কাগজের নৌকা’র রাসেল হোসেনকে এব্লগে আবারও আসার জন্য ধন্যবাদ :)

শুভ কামনা আপনার জন্যও :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রাজীব বলেছেন: ভাই কি একা যাচ্ছেন নাকি? আমারও যাবার প্লান আছে।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একা গেলে দেহে জান থাকবে না...
বিরোধী দলে কম করে হলেও তিন জন ;)
সরকার দলে আমি একা :(

আপনিও যাচ্ছেন...? ভালো তো।
দেখা হতে পারে তবে :)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০০

কালীদাস বলেছেন: কারেন্টের বিল কি অরিজিনাল কপি দেখাতে হয়? নাকি ফটোকপি দিলেই হয়?
শুভেচ্ছা থাকল খবিসের দেশে ভ্রমণে ;)

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মূলটি সঙ্গে রাখুন.... ফটোকপি জমা দিন।
আমি যখন বললাম মূল কপি লাগবে, তখন তারা মূল কপিটি পাসপোর্টের সাথে ক্লিপ করে দিলেন। পাসপোর্টের সাথে ফেরত দেওয়া হবে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে, কালীদাস :)

৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

খেয়া ঘাট বলেছেন: মামুন রশিদ বলেছেন: কোলকাতা ভ্রমনে আগাম শুভ কামনা । আনন্দময় হোক আপনার ঘুরে বেড়ানো ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, প্রিয় খেয়া ঘাট ভাই...
দু’বছর ধরে কোথায় বেড়ানো হচ্ছে না...
ঘরে অশান্তির অশনি সংকেত!... ;)

শুভেচ্ছা জানবেন

৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: যাত্রা শুভ হোক , গুড লাক :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, প্রিয় মাহমুদ০০৭ :)

শুভ কামনা আপনার জন্যও!

৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১

মশিকুর বলেছেন:
সত্য মিথ্যা জানি না, তবে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্নজীবনী" থেকে জানতে পারি কলিকাতা বাংলাদেশের সাথে নাই খাজা নাজিমুদ্দিনের কারনে। তিনি নির্বাচনে জয়ী হয়েই নাকি দলবল নিয়ে ঢাকায় চলে এসেছিলেন, ফলে নাকি কলিকাতা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায়।

কলিকাতার জন্য আলাদা মায়া লাগে, কারন তারা বাংলা ভাষায় কথা বলে। সেখানেও কিছু প্রিয় লেখক রয়েছেন। সমরেশ মজুমদারের লেখা "কলিকাতায় নবকুমার" থেকে জানতে পারি যে আসল উচ্চারণটা হবে কলিকাতা। যদিও এখন দুইটাই ঠিক।

ভ্রমন শেষে আমাদের জন্য ব্যাগ ভরে পোস্ট নিয়া আসবেন। ভ্রমন শুভহোক।
********
অফ টপিকঃ ভারতের সরকারকে ঘৃণা করি, যারা বাংলাদেশের উপর অত্যাচারকে সমর্থন করে তাদের ঘৃণা করি। ভারত দেশ, কিংবা অন্যদের ঘৃণা করিনা। ভারতের/পৃথিবীর যেকোনো দেশের কেউ মারা গেলে যে কষ্ট পাই, বাংলাদেশের কেউ মারা গেলেও একই কষ্ট পাই। শেবাগকে ঘৃণা করি, কিন্তু শচিনকে ভালো লাগে। সিদুকে ঘৃণা করি কিন্তু রবি শাস্রিকে ভালো লাগে। মনেহয় বাংলাদেশে সবাই আমার সাথে একমত, আপনি কি বলেন?

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আগে বলি অফ টপিকের কথা: আপনার ঘৃণা ও ভালোবাসার কবিতাটি ভালো লেগেছে। আমারও একই কবিতা।

কলকাতা আর মাদ্রাজ তো এক নয়, কলকাতার সাথে সিডনিরও তুলনা হয় না। কলকাতাকে কেন ভালো লাগে, তা আপনিই বলে দিলেন। আমি তো বলেছিই। যাবো কলকাতা পর্যন্তই। বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত জায়গাগুলো চষে বেড়াবো। বেগ ভরে পোস্ট আনতেও পারি! তয় কউন যায় না... ;)

আপনাকেও শুভ কামনা এবং অশেষ ধন্যবাদ, মশিকুর :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভ্রমন থেকে ঘুরে এসে ছবি সহ পোস্ট দিবেন অবশ্যই।




ধন্যবাদ। ভাল থাকবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভ্রমণ পোস্ট লেখায় আমার দুর্বলতা তো আছেই, যেমন সব লেখায় আছে। তার ওপরে আবার আলসেমি আছে উত্তরাধিকারসূত্রে ;)

তবে অনেক স্মৃতি নিয়ে আসবো, তাতে সন্দেহ নেই। সুযোগ আর শক্তি পেলে সেগুলো নিয়ে লেখবো।

দেশ প্রেমিক বাঙালিকে আমার ব্লগে স্বাগতম এবং
মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১১| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

সিদ্ধার্থ. বলেছেন: আমারও ঠিক এই সব কারণেই ঢাকা যাবার ইচ্ছে ।এখানকার ব্লগাররা সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গার ছবি পোস্ট করে ,কিন্তু ঢাকা শহরের সুন্দর সুন্দর ছবি কেউ পোস্ট করে না ।

একবার দেখছিলাম ঢাকায় হাতির ঝিল প্রজেক্ট ।তারপর ইউ টিউব এ পুরো হাতির ঝিলে ঘুরে বেরিয়েছিলাম ।
ইউ টিউব এ আমি শাপলা চত্বর ,মগ বাজার (যেখানে একটা ফুট ব্রিজ এর ক্রসিং আছে ),এই সব জায়গায় ঘুরে বেরিয়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়েছি ।

কলকাতায় তো বিশেষ কিছু দেখবার নেই ।
সেই এক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ।উপনিবেশিক স্থাপত্য ।
স্পেস থিয়েটার ।এইটা ভালো ।দক্ষিন পূর্ব এশিয়া তে সিঙ্গাপুর আর কলকতায় আছে ।এইটায় যেতেই পারেন ।ওখানে দেখবেন "টাইম মেশিন" নামে একটা সিমুলেটর রাখা আছে ওটাতেও চেপে বসতে পারেন ।
নৌকা যোগে বেলুর মঠ ঘুরে আসতে পারেন এতে আপনার কলকাতার গঙ্গার উপরে থাকা চারটে ব্রিজই দেখতে পারবেন ।এই জার্নি টা ভালো লাগবেই ।
আর একবার সেক্টর পাচ থেকে ঘুরে আসতে পারেন ।ওখানে একটা হ্রদ আছে ।নতুন কলকাতা ওখানেই গড়ে উঠছে ।

হ্যাপী জার্নি ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভাই, আপনি আমার মহা উপকার করলেন। কীভাবে এর প্রতিদান দেবো বলুন তো? ইলিশ ভাজা নিয়ে আসবো রান্না করে? ;)
জানাবেন।

অনেক তথ্য একসাথে পেলাম। আপনার লেখাটি অগণিতবার পড়েছি। মুখস্ত করতে না পারলে প্রিন্ট করে নেবো।
সুযোগ হলে আরও জানাবেন....অনুরোধ রইলো।

দেখা তো হবে না, কারণ ওই সময় আপনি কলকাতায় থাকবেন না জেনেছি!

বাংলাদেশের কথা বলেছেন, ভালো লাগলো। আসতে পারেন। আমন্ত্রণ রাখলাম।

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১২| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

হাসান মাহবুব বলেছেন: শুভ ভ্রমণ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা মাঈনউদ্দিন ভাই।
ভারতে যাবার ব্যাপারে আগ্রহ রয়েছে আমার। আমি গিয়েছি দুবার কিন্তুক ছিলাম এয়ারপোর্টেই মানে ট্রানজিট প্যাসেঞ্জার :P
আজকে জেনে নিলাম প্রসেস
আশা করি অসাধারণ কিছু লেখা পাচ্ছি আমরা :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা....ভালো মজা লইছেন...নীলসাধু ভাই ;)
প্রসেস তো জানলেনই, একবার দেখুন এয়ারপোর্ট থেকে নামা যায় কি না।

পরিবার নিয়ে যাবার ফলে লেখার বস্তু কতটুকু পাবো জানি না...
...খাবার বস্তু খুঁজতে খুঁজতে হয়তো সময় ফুরাবে।

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: একা গেলে দেহে জান থাকবে না...
বিরোধী দলে কম করে হলেও তিন জন



লেখার থেকে কমেন্টে বেশি মজা পাইছি মাইনুল ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনার মজায় আমিও মজা নিচ্ছি...

ভ্রমণে ‘মজা’ থাকবে কিনা আমি সেটা নিয়ে ভাবছি ;)

ধন্যবাদ, কবি একজন আরমান :)

ভালো থাকুন...

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই ঐ খানে যারা কাজ করে বিশেষ করে মহিলা গুলো তাদের ভাবসাব দেখলে মাঝে মাঝে ইচ্ছা করে তাদেরকে কসাইয়া একটা বাম চটকানা মারি। সর‍্যি, এর চাইতে আরো বহুগুন খারাপ কথা বলার ছিল, পারলাম না দেখে নিজের উপর বিরক্ত।


অহেতুক হয়রানির নজির হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাস। তাদের ভাব দেইখা মনে হয় আমরা ভারতে না আমেরিকায় যাইতে চাইতেছি। যাই হোক, শুভ ভ্রমন।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, কথা সইত্য...
প্রোফাইল ছবির মতো ‘আপনার হাতগুলো’ যদি হয়, তবে চটকানায় কাম হবে... ;)

আম্রিকায়ই যাইতে চাই না...আবার ভারত...
আমি তো যাচ্ছি কলকাতা....:)

অনেক ধন্যবাদ জানবেন, প্রিয় কাল্পনিক ভালোবাসা...

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনি একজন পরিচ্ছন্ন ভদ্রলোক। হাতের লেখা পাকা। ঝরঝরে। আই লাইক ইয়্যু।

গোটা ভারত ভ্রমন করতে পারতাম। সুখী হতাম। পৃথিবীর সংক্ষিপ্ত রূপ বলা হয় ভারতকে। কেউ কেউ বলে গোটা ভারত দেখা মানে পৃথিবী দেখা। হয়তো কিছুটা অতিরঞ্জন আছে এ কথায়।

অতি বিত্তবানের পাশে অতি দরিদ্র। একই সময়ে কয়েকটি ঋতুর আমেজ পাওয়া যায় গোটা ভারত জুড়ে। অতি সুন্দরের পাশে অতি কুৎসিত। প্রাচীন সভ্যতার ধারক। এত বৈচিত্র্য নিয়ে কোন দেশ আমার জানামতে একটিও নেই। ৬০% এর বেশী লোক খোলা জায়গায় পয়ঃকর্ম সেরে থাকে। এক্ষেত্রে বাংলাদেশ অনেক অনেক উপরে। সেক্স ক্রাইম বেশী। কন্যা সন্তান হত্যা করা হয় প্রতিদিন ৩ হাজার।

সুন্দর অসুন্দর মনোরম বিভৎস বৈচিত্র্যে একাকার। ক্ষুদ্র মন্তব্যে স্বল্প পরিসরে ভারতকে তুলে ধরা সম্ভব নয়। ভাষা, সংষ্কৃতি, ধর্ম ও ইতিহাস সব মিলে ভারতকে অদ্বিতীয় করে তুলেছে।

আমি গিয়েছিলাম দশ পনের বছর আগে। শুধু কলকাতায়। সাইয়েন্স সিটি দেখেছি। দারুন লেগেছিলো। কলকাতা থেকে বেশ একটু দূরে। তাই ভ্রমনেচ্ছুদের খুব বেশী তথ্য দিতে পারব না।

ট্যাক্সিতে চড়লে সাবধানে। আপনাকে ঘুরিয়ে নিয়ে যাবে। বেশী ভাড়া আদায় করার জন্য। বিকল্প গণপরিবহন থাকলে প্রাইভেট ট্যাক্সি এড়িয়ে যাবেন। পানি সাবধানে খাবেন। হোটেল বাছা্ই করতে সাবধানে। টিটিং, টাউট বাটপার এর ব্যাপারে সতর্কতা জরুরী। আমি এয়ারে ভ্রমন করেছিলাম। সড়ক পথের অভিজ্ঞতা নেই।

ভারত সহ আমাদের এই অঞ্চলে ঈভটিজিং জন্মদাতা হিন্দি ছবি।


মানুষ হিসেবে বাংলাদেশীরা ভারতীয়দের চাইতে অনেক সুখী ও উদার। :)

প্লাস।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: জনাব আশরাফ মাহমুদ মুন্না ভাই...আপনি তো আমাকে ভারত ঘুরিয়ে ছাড়লেন, যাবার আগেই। ইতিহাস, সংস্কৃতি, অধিবাসী, যানবাহন... সব তো বলেই দিলেন।

ট্যাক্সিতে সমস্যা হয় কিছু শুনেছিলাম। মিলে গেলো। টাউট-বাটপার তো থাকবেই, প্রাচীন শহর না?! আমিও এয়ারেই ভ্রমণ করবো।

হুম। বাংলাদেশীদের সুখ আর উদারতা অনেক দেশের চেয়েই বেশি... :)

সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ।
আমার সম্পর্কে আপনার মন্তব্যে সম্মানীত বোধ করছি।
এজন্য বিশেষ কৃতজ্ঞতা :)

শুভেচ্ছা জানবেন....

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

মোঃ ইসহাক খান বলেছেন: ভ্রমণ ভালো হোক, নিরাপদ হোক, নির্ঝঞ্ঝাট হোক!

শুভেচ্ছা নিরন্তর।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্ছা জানবেন....ইসহাক খান :)

দেখি কতটুকু নির্ঝঞ্ঝাট করতে পারি বা পেতে পারি...

শুভ কামনার জন্য অশেষ ধন্যবাদ...

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভ কামনা রইল।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, কাণ্ডারি অথর্ব... :)


আপনার জন্যও শুভ কামনা...

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

শ্যামল জাহির বলেছেন: শুভ হোক ভ্রমন!
নিরাপদে ফিরে এসে অভিজ্ঞা শেয়ার করুন। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ...শ্যামলী জাহির.... :)

শুভেচ্ছা আপনাকেও....



মন্তব্যটি ডাবল হওয়ায় একটি মুছে দেখলাম...শুদ্ধ মন্তব্যটি নেই... :(

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ১১ ডিসেম্বর আমিও দাড়াবো ফেলানী রোডের সেই দূতাবাসটিত। আমার এবারের পরিকল্পনা অবশ্য বাংলাদেশের তামাবিল বা ভারতের ডাউকি সিমান্ত দিয়ে শিলং যাওয়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: বাহ....বেশ... কামাল ভাইয়ের জন্য শুভ কামনা।

আমি তো যাচ্ছি ওড়ে.... :(

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

অস্পিসাস প্রেইস বলেছেন: কোলকাতা ভ্রমনে আগাম শুভ কামনা । আনন্দময় হোক আপনার ঘুরে বেড়ানো। শুভ ভ্রমণ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ :)
এখনও দেশেই আছি।

শুভেচ্ছা! অনেক দিন পর আপনাকে পেলাম।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

লিখেছেন বলেছেন: nice post

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: Welcome to my blog :)

২৩| ১০ ই মে, ২০১৪ রাত ১১:০৫

আমি তুমি আমরা বলেছেন: ফেলানীসহ অগণিত সীমান্ত হত্যার দায়ে অভিযুক্ত ভারতকে হয়তো কখনও ক্ষমা করতে পারবো না। তবু ‘পরদেশে আত্মীয়ের’ মতো কলকাতাকে একবার দেখে আসতে চাই।

শেষের দুটো লাইনেই ভারতের প্রতি অধিকাংশ বাংলাদেশির মনে যে দ্বৈতভাব তা ফুটে উঠেছে। ভাল লাগল।

১১ ই মে, ২০১৪ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা :)

যা বলেছেন...!

ধন্যবাদ আপনাকে, আমি-তুমি-আমরা :)

২৪| ১১ ই মে, ২০১৪ রাত ৯:৫৮

ভুয়া প্রেমিক বলেছেন: ভারত কোন যাওয়ার জায়গা হল? এর চেয়ে সোমালিয়া যান, তাও ভাল

১২ ই মে, ২০১৪ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, কথায় যুক্তি আছে :)

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.