নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর
তাও যদি পাই, আমি তাই চাই
তাও যদি পাই...
চাই না বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর।
যদি ও চোখে রশ্মি জ্বালো শুধু একবার...শুধু একবার
তাতেই পোড়াতে রাজি যা কিছু আমার
আমি চাই দেখতে ঐ প্রাণহীন চোখের পাথর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
ভাগ্যের দরবারে দু'হাত পেতে
আমি চাই না পূণ্যফলে স্বর্গে যেতে
ঐ স্বর্গকে ধরে ফেলি হাতের মুঠোয়
যদি একবার হাত খানি রাখো এ হাতে।
যদি উপহার দিয়ে ফেলো একটাও ফুল
যদি একবারও করো কোন সামাজিক ভুল
সেই ভুলেই ভাবতে রাজি এই ঘর সুখের বাসর
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।
শুধু একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর
তাও যদি পাই, আমি তাই চাই
তাও যদি পাই...
চাই না বাঁচতে আমি
প্রেমহীন হাজার বছর।
প্রেমের কণ্ঠকবি, মরমী শিল্পী মান্না দে’র গানটি কেউ শুনতে চাইলে লিঙ্কে ক্লিক করুন ।
:::::কপটতায় মোড়ানো প্রেম (একটি ‘স্বরচিত’ কবিতা)
----------------------------------------------------
দৃষ্টি পড়তেই কপট ঔদাসীন্যে
মুখ ঘুরিয়ে নিলে তুমি।
আবার মনোযোগ দিলাম কপট কাজে,
কপট ব্যস্ততায় মগ্ন হয়ে উপলব্ধি করলাম
তোমার দৃষ্টির আলো আমাকে
ধৌত করে যাচ্ছে।
আর আমি শুদ্ধ হচ্ছি।
ভাবছি কী দেখছো তুমি
যা খুঁজছো, তা কি তুমি দেখো আমাতে?
হঠাৎ তোমার কপট ডাকে সচকিত হলাম
“এই রিকশা” বলে তুমি কপট আগ্রহ দেখালে
চলে যাবার
যা কেবল আমি বুঝেছি।
ছাদে এসে কপট ব্যস্ততা দেখালে
ফুলগাছে পরিচর্যার
কপট ব্যস্ততায় কাপড় গোছাচ্ছো তুমি
আর বুঝতে চেষ্টা করছো
আমি এখনও আছি কি না।
হঠাৎ চাহনীতে এক মিলিসেকেন্ড
তুমি আমাকে দেখলে
আর আমি ধন্য হয়ে গেলাম!
কপট দৃষ্টিতে আবহাওয়া বুঝার জন্য
তোমার পেছনের আকাশে তাকাই-
নীলাকাশে অস্থির মেঘ:
মেঘগুলো একে অন্যের সাথে
ভাবের খেলা করছে, যেমন তুমি-আমি!
তুমিও মেঘ দেখছো, আমিও।
দু’জনের দৃষ্টি একই মেঘরাশিতে!
ভালোবাসা ছাড়া বাকি সবই কি তবে কপট?
মেনে নিলাম, তোমার জন্য।
কপট আমি কপট তোমাকে
অকপট ভালোবাসি।
তুমি কি তা বুঝো?
(এই কবিতার সমালোচনা করা সম্পূর্ণভাবে (নি)সিদ্ধ করা হলো)
ভালোবাসা ‘কাহাকে’ বলে: সংজ্ঞাটি কিন্তু মনগড়া
যখন কেউ সত্যিকারভাবে অন্যকে নিজের অন্তরে অনুভব করে; স্বার্থহীনভাবে তার মঙ্গল চায়; তার ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে; তার ভালো বিষয় নিয়ে গর্ব করে; সকল পরিস্থিতিতে সঙ্গ দেয়; মতভেদের বিষয়গুলো স্বাভাবিকভাবে মোকাবেলা করে; নিজের উচ্ছ্বাস হতাশা নির্ভেজাল আবেগে প্রকাশ করে; অসন্তুষ্টির কথাগুলো মুখদর্শনেই ভুলে যায়; রাগেও ভালোবাসার প্রকাশ থাকে; পৃথিবীর সমস্ত ভালো-মন্দ সরস-নিরস সুখ-বিসুখ একসাথে অনুভব করে… দেখলে তো দিল পিট পিট করেই... না দেখলেও আরও... ‘তাহাকে’ বলা হয়.... (আচ্ছা আপনারা আর কিছু যোগ করুন)
ভালোবাসা কত প্রকার: (আলাদা পোস্টে দেওয়া হয়েছিলো)
ভালবাসার চারটি ধরন : স্নেহ মায়া মমতা, বন্ধুর সাথে হৃদ্যতা, বিপরীত লিঙ্গের সাথে প্রেম আর ঈশ্বরে আসক্তি বা ভক্তি। এই প্রকারভেদ আবিষ্কার করেছেন গ্রিক প্রেম-পণ্ডিত বা দার্শনিকগণ।
তাদের ভাষায় প্রথমটির নাম হলো storge বা affection যার অর্থ পিতামাতার ভালবাসা বা পারিবারিক ঘনিষ্টতা। শুধু মানুষই না, সকল প্রাণীরই সন্তানের প্রতি মাবাবার বা মাবাবার প্রতি সন্তানের ভালবাসা আছে। পারিবারিক বন্ধনই স্টোর্জ বা পারিবারিক ভালবাসার মূল ভিত্তি।
দ্বিতীয়টির নাম philia বা friendship, সাধারণত সমগোত্রীয় সমবয়সী বা অভিন্ন চিন্তাচেতনার মানুষের পারস্পরিক সম্পর্ককে ফিলিয়া বলে। বন্ধুত্ব অতি প্রাচীন একটি সামাজিক সম্পর্ক। সত্যিকার বন্ধু প্রেমের চেয়েও গভীর, তা যারা পেয়েছে তারা আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। নিজের জন্য নয় বন্ধুটি যেন ভালো থাকে - এরকমের অনুভূতি থেকে এর সৃষ্টি। আমাদের সমাজে শিক্ষাজীবন বা বাল্যজীবনে এরকমের বন্ধুত্ব পেয়ে থাকি, যা কর্মজীবনের বাস্তবতায় এসে অনেকটা ফিকে হয়ে যায়। কারও কারও থেকে যায় আমৃত্যু। তারা ভাগ্যবান।
তৃতীয়টির নাম eros বা romance বাংলায় প্রেম, গভীর প্রেম। বিপরীত লিঙ্গের প্রতি শাশ্বত জৈবিক আকর্ষণ। এই ভালবাসা প্রলয়ংকরী এবং সৃষ্টিকারী উভয়ই। এটি ধ্বংস করতে পারে আবার অসম্ভবকে সৃষ্টি করতে পারে। পৃথিবীর অনেক সৃষ্টি ও ধ্বংসের উৎস এই প্রেম। দার্শনিক প্ল্যাটো অবশ্য এর মাঝামাঝি এক আদর্শিক প্রেমের কথা বলেছেন, যাতে দৈহিক ঘনিষ্টতাকে এড়িয়ে যাওয়া হয়েছে, যাকে আমরা বলে থাকি প্ল্যাটোনিক প্রেম। আবার সিগমান্ড ফ্রয়েড সেটাকে অস্বীকার করে গেছেন।
চতুর্থটির নাম agape বা unconditional love। ঈশ্বরের সাথে শর্তহীন সম্পর্কের নামকে বলা হয় আগাপে অন্য ভাষায় charitable love। আমাদের সুফিবাদ অনেকটা এর কাছাকাছি। ঈশ্বরের অস্তিত্বে দেহ-মন-শরীরে গ্রহণ করে পরম একাত্মতা বোধ করার নামই আগাপে বা খোদা-প্রেম। নজরুল গেয়েছেন, “খোদারও প্রেমে সরাবও পিয়ে...বেহুঁস হয়ে রই পড়ে।” ঈশ্বরবাদীদের মতে, এ-ই হলো সর্বোত্তম প্রেম, যা আমাদেরকে নিঃস্বার্থভাবে স্বজাতিকেও ভালবাসতে শক্তি যোগায়। মাদার তেরিজা বলেছিলেন, প্রতিটি মানুষের মধ্যে আমি ঈশ্বরকে দেখতে পাই।
বয়সকালের ভালোবাসা: (ডাক্তারের ডায়েরি থেকে )
আমি একটু বিস্মিত হয়েই জিজ্ঞেস করলাম, “তিনি আপনাকে চেনেন না, তবু আপনি প্রতিদিন সকালে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যান?!”
বৃদ্ধ একটু হাসলেন। তিনি আমার হাতে মৃদু চাপ দিয়ে বললেন, “তাতে কী! আমার স্ত্রী আমাকে চেনেন না, কিন্তু আমি তো তাকে এখনও চিনি!”
ইন্টানেটের প্রতি ভালোবাসা: (নেটকোহলিক )
আমার বন্ধুটি ইংরেজি একটি ইন্টারএকটিভ ব্লগসাইটে নিয়মিত লেখে। তার আইডি আছে ফেইসবুক ইউটিউব ভিমিও টুইটার মাইস্পেইস লিংক্ড ইন ফ্লিকার এমএসএন স্কাইপ এবং প্রায় সব সাইটেই যেখানে আইডি দরকার। সরকারি চাকুরিতে যুক্ত থাকার সুবাদে যে পেয়েছে অঢেল সময়। আজকাল তাকে ফোন করলে খুব তাড়াহুড়ো করে কথা শেষ করে দেয়। নিজে তো ফোন করেই না! বাইরে সাক্ষাৎ প্রায় হয়ই না, এখন আরও না। সমাজ বা বন্ধু না হয় বাদই দিলাম, আমি ভাবছি তার পরিবার তথা সন্তান-সন্ততি ও স্ত্রীর কথা। সেকি আজকাল তার স্ত্রী-সন্তানকে দু্’দণ্ড সময় দিতে পারে? যদি না পারে, তবে তার ফল কী হতে পারে?
জিনিস বানানো হয়েছে ব্যবহারের জন্য...
মানুষ বানানো হয়েছে ভালোবাসার জন্য...
পৃথিবীতে সকল বিভ্রান্তির কারণ হলো:
জিনিসকে ‘ভালোবাসা’ হচ্ছে আর
মানুষকে করা হচ্ছে ‘ব্যবহার’। (বেনামী)
নিচের গানটি শুনলেই হাসি পায়। তবু মনে হয় ঠিকই আছে…
“প্রেমহীন এজীবন মৃত্যুর চেয়েও আরও যন্ত্রণাময়
আমার মরণ কেন হয় না...ও আমার মরণ কেন হয় না!”
জীবন সায়াহ্নের আবেগঘণ ছবিটি কিন্তু ফটোশপে হয় নি। এটি ‘টাইম’ পত্রিকায় বছরের সেরা ছবির মর্যাদা পায়। বলা বাহুল্য ছবিটি এসব কোন উদ্দেশ্যেই ‘তারা’ করে নি!
******
ভালোবাসা বিরতি। অতএব আজ আর লিখবো না! সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা... এবং
একরাশ ভালোবাসা... চলুন প্রতিদিনই ভালোবাসি!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চলুন প্রতিদিনই ভালোবাসি! -হাহাহা
অনেক ধন্যবাদ, সুমন কর, ভালোবাসার জন্য বিশেষ ধন্যবাদ
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮
বোকামন বলেছেন:
ভালোবাসা ‘কাহাকে’ বলে ! সত্যি বলছি জানি না।
ভালোবাসাহীন আলোয়, আমি তো দেখি না !
কিন্তু ভালোবাসা এবং ‘ভাল বাসা’ মিলে যদি একাকার হয়ে যায়।
তখন আপনার পোস্টের ছবিটি বারবার বর্ষ সেরা ভালোবাসা হবে।
পোস্টটিতে ভালোবাসা আর ভালোলাগা রেখে গেলাম। যদি ইচ্ছে হয় কুড়িয়ে নিবেন। যদি ইচ্ছে হয় ছুঁড়ে ফেলবেন। শুভ কামনা থাকবে সতত ...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্ছা জানবেন... আপনার ভালোবাসা আমি সবসময় এবং সব লেখায় পেয়েছি। কুড়িয়ে নিতে হয় নি। অনেক ধন্যবাদ প্রিয় বোকামন...
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
নিশাত তাসনিম বলেছেন: ভালো লাগল সুন্দর পোস্টটি পড়ে ।বর্ণনা খুব ভালো লেগেছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ, নিশাত তাসনিম...
আমার লেখায় আপনাকে স্বাগতম...
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: এলোমেলো লেখাটিকে ভালোভাবে গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
মামুন রশিদ বলেছেন: আহ, কি ট্র্যাক শুনালেন মইনুল ভাই! "শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর.."
এই ফাগুন দিনে, এই ভালোবাসার দিনে ভালোবাসার গান স্বরচিত ভালোবাসার কবিতা আর ভালোবাসার কথামালা ভালো লেগেছে খুব ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গানটি আমার অতি প্রিয়! ফাগুন দিনের শুভেচ্ছা নিন, মামুন রশিদ ভাই
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর পোষ্ট মইনুল ভাই !
চমৎকার লাগলো
ভালোবাসায় থাকুন !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদসহ ভালোবাসা জানবেন, প্রিয় স্বপ্নবাজ অভি
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
সকাল রয় বলেছেন:
তোমার পেছনের আকাশে তাকাই-
নীলাকাশে অস্থির মেঘ:
মেঘগুলো একে অন্যের সাথে
ভাবের খেলা করছে, যেমন তুমি-আমি!
তুমিও মেঘ দেখছো, আমিও।
দু’জনের দৃষ্টি একই মেঘরাশিতে!
ভালোবেসে মরে যাবো
রেখে যাবো
তোমাকে নিয়ে লেখা সব
অনেক অনেক সুন্দর ভাবনাযুক্ত লেখা
খুব ভালো লাগলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, লেখাটিকে যথেষ্ট সমালোচনা ‘না’ করার জন্য ধন্যবাদ
কবিতা না হলেও ‘ভাবনার’ প্রকাশ করতে পেরেছি, সেটিই কি কম?
আন্তরিক শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি সকাল রয়
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষের ছবিটা দেখার পর খুব কষ্ট লাগলো। রানা প্লাজার কথা মনে পড়লো। এটা কি রানা প্লাজার ছবি? আগে দেখি নি। গভীর বিষাদময় এই ছবিটা কিন্তু পুরো পোস্টকে কান্নায় ভিজিয়ে দিতে পারে।
বয়সকালের প্রেম পড়েও স্তব্ধ হয়ে গেলাম বৃদ্ধের শেষ কথায়- আমি তো তাকে চিনতে পারি।
পোস্টের শুরুতে হাস্যরস থাকলেও প্রেমের প্রকারভেদে, এরকম সিরিয়াস কিছু ব্যাপার বর্ণিত হয়েছে। পুরো পোস্টই খুব আগ্রহ নিয়ে পড়লাম।
আপনার কপটতাময় কবিতা ভালো লেগেছে।
গানটা আজ আর শুন নি।
শুভেচ্ছা মাঈনুদ্দিন ভাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হায় হায়, এরকম একটি আওলা-ঝাওলা লেখা আপনার চোখে পড়েছে?
ঠিক ধরেছেন, ছবিটি রানা প্লাজার... মরে তারা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে! বাংলাদেশ পেয়েছে একটি শ্রেষ্ঠ প্রেমের ছবি
গানটি আজ না শুনলেও চলবে। অনেক তো শুনেছেন...
আন্তরিক মন্তব্যে প্রীত হলাম!
ভালোবাসা জানবেন, প্রিয় ব্লগার সোনাবীজ ভাই
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
গোর্কি বলেছেন:
পোস্টে একরাশ মুগ্ধতা, ভালবাসা ও ভাললাগা। শুভকামনা সুপ্রিয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনাদের সঙ্গ পাবার জন্য লেখে এবং সেটি পাই...
আর বাকি সব ছাই
আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...
এবং ভালোবাসা
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
আদনান শাহ্িরয়ার বলেছেন: ভালোবাসা হলো, কারও জন্য নিজের ক্ষমতার বাহিরে চলে যাওয়া এবং তারপর সুখ উপলদ্ধি , আশ্চর্য এও আমি পারি !
আপনার অকপট কবিতায় কপট ভালো লাগা নয় , আসল ভালো লাগা । নেটহলিকতা আসলেই একটি ভাববার বিষয় ।
আর শেষের ছবিটা ..........
ভালোবাসা দিবসের শুভেচ্ছা আর অনেক শুভকামনা জানবেন আপনার আর আপনার পরিবারের জন্য ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম, আদনান শাহরিয়ার
কেমন কাটালেন ভালোবাসার দিনটি? ভালো তো?
একটি হাবিজাবি পোস্ট দিলাম... আপনাদের দেখা যদি পাই!
শেষে ছবিটা একটি বেদনার ছবি...
অনেক শুভেচ্ছা রইলো
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
হাসান মাহবুব বলেছেন: কোথা থেকে কোথায় টেনে আনলেন! সুন্দর পোস্ট।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: টেনে আনি নি... আমাকে টেনে এনেছে
ধন্যবাদ আর ভালোবাসা জানবেন, হাসান মাহবুব ভাই!
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি বাঁচতে চাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাঁচুন... তবে ‘প্রেমহীন’ থাকার চান্স আছে কিন্তু!
খিয়াল কইরা... !
মন্তব্যের জন্য ধন্যবাদ
এবং ভালোবাসা জানবেন... অপার্থিব স্বর্ণা
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্ট মানেই ভিন্ন কিছু! কি মুডে শুরু করলাম, আর কি ভাবে শেষ হলো!!!!! ভালোবাসা হোক শেষ ছবিটির মত অবিনশ্বর! শেষ মুহুর্তেও আকড়ে ধরে থাকার প্রতিশ্রুতি!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরেব্বাহ.. সোয়া তিন লাইনে আমার পুরো লেখার সারবক্তব্য দিয়ে দিলেন! এখানেই অভিজ্ঞ ব্লগারের পরিচয়...
প্রিয় কাল্পনিক ভালোবাসা! আপনি আমার ‘বাস্তবিক’ ভালোবাসা কবুল করুন...
আর রইলো শুভেচ্ছা
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
সায়েদা সোহেলী বলেছেন: জিনিসকে ভালোবাসা হচ্ছে
আর মানুষকে করা হচ্ছে ব্যবহার --
, , , . হুম বাস্তবিক সত্য , আর তা মানুষেরাই করছে , ভালোবাসা কে ভালোবেসেই মানুষকে নয়! !
এই ছবিটা যেদিন প্রথম দেখেছিলাম সেদিন অনেক কস্টের মাঝেও সস্তি পেয়েছিলাম যে পৃথিবীর মানুষেরা এখনও মানুষ আছে , মানুষকে ভালো বাসতে জানে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এখনও বেঁচে আছে’
মন্তব্যের জন্য ধন্যবাদ...
সায়েদা সোহেলী, আপনার জন্য এ-পোস্টের নিচের লাইনটুকু পুনর্বার দাখিল করলাম
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
ভালোবাসাময় আপনার লিখিত আওয়াজের প্রতিধ্বনিতে শুদ্ধ হওয়ার যে প্রকাশ দেখলাম, সেটা অনেক ভালো লাগা দিলো।
ভালো থাকবেন। শুভেচ্ছা।
[‘সায়াহ্নে’ শব্দটি সম্ভবত উপযুক্ত নয় এখানে...]
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার লেখায় জোবায়েদ-অর-রশিদকে স্বাগত জানাই
আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা জানবেন...
[ব্র্যাকেটের ভেতরের কথার মানে বুঝি নি কিন্তু!]
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২
আরজু পনি বলেছেন:
প্রেম আর ভালোবাসা পার্থক্য বুঝিয়ে দিন ...
প্রথমে ভেবেছিলাম শুধুই কবিতা তারপর দেখলাম একের ভেতর অনেক ।
ভালো লাগা রইল, মন ভরে দেয়া লেখায় ।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: পার্থক্য তো কিছু আছেই:
-বিয়ের আগে প্রেম.... বিয়ের পর সৃষ্টি হয় ভালোবাসা...
-প্রেম তাত্ত্বিক....... ভালোবাসা বাস্তবিক
-প্রেমের সাথে পৌরাণিক যুগসূত্র আছে.... ভালোবাসা নতুন আর আধুনিক
-প্রেম উৎস.... ভালোবাসা ফলাফল
-প্রেমে ভালোবাসার পরিমাণ বেশি বলে মাঝে মাঝে মনে হয়
কেউ কেউ একে গোজামিলের পার্থক্য বলতে পারে।
তাদের কথা বিশ্বাস করবেন না!
আপনাদের ভালোলাগার জন্যই তো লিখি...
বাস্তবিক জীবনে লেখক সম্প্রদায় থেকে আমি সম্পূর্ণ ভিন্ন....
আরজুপনিকে অনেক শুভেচ্ছা...
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৬
ক্লান্ত তীর্থ বলেছেন: "যখন কেউ সত্যিকারভাবে অন্যকে নিজের অন্তরে অনুভব করে; স্বার্থহীনভাবে তার মঙ্গল চায়; তার ত্রুটি-বিচ্যুতিগুলো ক্ষমা করে; তার ভালো বিষয় নিয়ে গর্ব করে; সকল পরিস্থিতিতে সঙ্গ দেয়; মতভেদের বিষয়গুলো স্বাভাবিকভাবে মোকাবেলা করে; নিজের উচ্ছ্বাস হতাশা নির্ভেজাল আবেগে প্রকাশ করে; অসন্তুষ্টির কথাগুলো মুখদর্শনেই ভুলে যায়; রাগেও ভালোবাসার প্রকাশ থাকে; পৃথিবীর সমস্ত ভালো-মন্দ সরস-নিরস সুখ-বিসুখ একসাথে অনুভব করে… দেখলে তো দিল পিট পিট করেই... না দেখলেও আরও..."-এতদূর ঠিক আছে।ছাড়াছাড়ি হয়ে গেলে যদি ছেলে মেয়ের মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং মেয়ের সবকথা বলে দেয় তাহলে কি ছেলেটা খারাপ?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এতদূর ঠিক আছে?
ওয়াও! তৃপ্তি পেলাম নিজের সংজ্ঞায়... ধন্যবাদ।
আপনার প্রশ্নের উত্তরে বলছি: খারাপ না যদি আবার এক হবার জন্য তা হয়ে থাকে....
ক্লান্ত তীর্থকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
১৮| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪৪
সাবিউল হক বলেছেন: চমৎকার
০৮ ই মে, ২০১৪ রাত ১০:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ... সাবিউল হক...
চলুন প্রতিদিন ভালোবাসি
১৯| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:১৪
আরজু পনি বলেছেন:
“চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর”
০৮ ই মে, ২০১৪ রাত ১০:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি এক সেকেন্ডও বাঁচতে চাই না... ওটা ছাড়া
২০| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:২৯
নীলসাধু বলেছেন: বাহ। অসাধারণ
যদি বলেন কি অসাধারণ তবে বহুত কথা বলতে হয়
কিন্তু আমি এতোদিন পরে ক্যানু এলাম পূষ্টে তা চিন্তাইতেসি
ভালুবাসা রইল ভ্রাতা
০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লিংক ধরতে ধরতে এখানে চলে এলাম...
এসে দেখি আপনার মন্তব্যটি নিরুত্তর পড়ে আছে। আহা! আপনার পক্ষ থেকে দুঃখ পেলাম।
ভালো থাকবেন... কবি
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
সুমন কর বলেছেন: সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা... এবং
একরাশ ভালোবাসা... চলুন প্রতিদিনই ভালোবাসি!