নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

স্বশিক্ষিত ক্ষণজীবীরা: বলছিলাম সাউথ পোলারদের কথা...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮

“প্রিয় হ্যাকার, দয়া করে একটু কি বলবেন, কীভাবে কাজটি করলেন?” কোন হ্যাকার কি খুব সহজেই এ প্রশ্নের উত্তর দেবে? অথচ এরকম প্রশ্নের উত্তর জানতে চায় এমন ব্যক্তি বা সংস্থার সংখ্যা এখন আর গোনা যায় না। কিন্তু কেমন হয় যদি হ্যাকারসহ ‘সমাধানটিকে’ কব্জা করা যায়? চাকুরির বাজারে পেশাদার হ্যাকারদের চাহিদাটি এমনই ‘বিশেষ’ যে, একে সাধারণ বলা যায় না। অথচ দেখা যাবে উচ্চমাধ্যমিকের গণ্ডিও পেরোতে পারে নি অনেকে। বিল গেটসের কথাই মনে করে দেখুন: “গণিতে আমি খুবই কাঁচা ছিলাম কিন্তু বন্ধুটি ছিলো খুবই দক্ষ। বর্তমানে সে একটি বিখ্যাত প্রতিষ্ঠানের প্রকৌশলী আর আমি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান।”



শুধু পাশ্চত্যে নয়, প্রাচ্যেও ‘অশিক্ষিত’ প্রকৌশলীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ‘অশিক্ষিত’ শব্দটি ব্যবহার করায় আমার আপত্তি আছে। শুধু সনাক্ত করার জন্য বললাম - আদতে তারা স্বশিক্ষিত বা শৌখিন প্রকৌশলী।





“ধীরে ধীরে প্রচলিত শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিশ্ববিদ্যালয় বা কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া গুগলকর্মীর সংখ্যা বাড়ছে। গুগলের কিছু কিছু টিমে ১৪ শতাংশ কর্মীর প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নেই।” এটি একটি পত্রিকার খবর । অবশ্য গুগল জানিয়েছে যে, প্রাতিষ্ঠানিক সনদপ্রাপ্ত কোন প্রার্থীর যদি কোডিং এবং গাণিতিক বিষয়ে দক্ষতা থাকে, তবে তারাও অগ্রাধিকার পাবে।





ছোটবেলায় ভিডিও গেম খেলতে খেলতে যে ছেলে/মেয়েটি সময় এবং অর্থ অপচয় করে মা-বাবার যন্ত্রণার কারণ হয়েছে, সে ছেলে/মেয়েটি চৌদ্দ বছর না পেরোতেই চাকরি পেয়ে গেলো একটি বিখ্যাত প্রতিষ্ঠানে। উচ্চ বেতনে এবং ভিআইপি মর্যাদায়। ভিআইপি মর্যাদার একটি চিহ্ন হলো, যে কোন সময় যে কোন জায়গায় অফিস করতে পারবেন। বাসায় থাকলেও চলবে। শুধু অন্য কোন সমগোত্রীয় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা যাবে না। বিশ্বাস করা কঠিন হলেও একটি ‘প্রতিযোগিতা-প্রবণ’ ভিডিও গেম তৈরির প্রতিষ্ঠানে বিষয়টি অসম্ভব নয়।





প্রতিভা এবং অধ্যাবসায়ের কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বহীন। বিখ্যাত অ্যাপেল কম্পিউটারের জনক স্টিভ জবসও ছোটবেলায় তেমনই এক শিশু ছিলেন। মার্ক জাকারবার্গ বা বিল গেট্স-এর বেলায়ও কথাটি ঠিক, কারণ তারা প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের পূর্বেই নিজ নিজ পেশায় প্রতিষ্ঠা পান।







কারিগরি বিষয়ে সাউথ পোলারদের আধিপত্য বেশি হলেও সৃজনশীল সকল পেশায়ই তাদের আধিক্য আছে। লেখক উপন্যাসিক গল্পকার বা ব্লগার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, এমন অনেক ব্যক্তিই আমাদের সামনে আছেন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালোমত শুরু বা শেষ করতে পারেন নি।







‘যা পছন্দ তাতেই লেগে থাকার’ বিষয়টি আমাদের দেশের শিক্ষা পদ্ধতি বা সমাজ ব্যবস্থায় ততটা স্বীকৃতি পায় না। ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান যখন খেলতে শুরু করেন, তখন তার মা-বাবার আনুকূল্য পান নি। দাদাজান বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করার কারণে পিতার অখণ্ডনীয় নির্দেশ হলো ছেলে/মেয়েকে ডাক্তারই হতে হবে। খোঁজ নিয়ে দেখা যাবে, সে হয়তো সঙ্গীত বা ছবি আঁকাআঁকিতে ইতোমধ্যেই নিজ প্রতিষ্ঠানে খ্যাত অর্জন করেছে। ভারতীয় ‘থ্রি ইডিয়টস’ ছবিটির কাহিনী এরকম সমাজের কথাই বলে।





সাউথপোলারদের স্বভাব ও জীবনে সাধারণত যা থাকে:



*আগ্রহ: মাত্র দু’একটি বিষয়ে তাদের আগ্রহ থাকে কেন্দ্রীভূত;

*কৌতূহলী: বিষয়টিতে কৌতূহল নিবৃত্ত করতে চেষ্টা করে মরিয়া হয়ে;

*বেদনাহত/ বিষাদাক্রান্ত: জীবনে থাকে এক বা একাধিক না-পাওয়ার বেদনা;

*প্রচলিত অর্থে অক্ষম: শারীরিক/মানসিক অক্ষমতা থাকতে পারে;

*বঞ্চিত: থাকতে পারে সামাজিক উপেক্ষা/বঞ্চনার বেদনা;

*মেইভারিক: সাধারণত প্রচলিত দৃষ্টান্তের বিপক্ষে তাদের অবস্থান;

*একমুখী/একগুঁয়ে: অন্য কোন বিষয়, তা যতই কামনার বিষয় হোক, তারা সেগুলো উপেক্ষা করতে পারে;

*প্রেরণায় চালিত: তারা প্রেরণার কাঙ্গাল এবং কারও চোখে স্বার্থপরও এবং

*ক্ষণজন্মা: প্রেরণার খাবার দিতে গিয়ে শরীরের চাহিদাকে উপেক্ষা করেন। অধিকাংশ ক্ষেত্রে স্বীকৃতি পাবার পূর্বেই মৃত্যু।





যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও নিজের প্রতিভা এবং মজ্জাগত মেধার সফল প্রয়োগ করে কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সৃষ্টি করেছে, পশ্চিমা বিশ্বের ‘অলিখিত ভাষায়’ তারা ‘সাউথ পোলার’ হিসেবে পরিচিত। আমাদের দেশে ‘স্বশিক্ষিত’ অভিধায় আংশিতভাবে তারা পরিচিত। ভালোভাবে পর্যবেক্ষণ করলে তাদের সরব উপস্থিতি আমরাও টের পাবো। কর্মক্ষেত্রে সফলতার মূল মন্ত্র হলো: ‘যা ভালোবাসো তা-ই করো এবং যা করো তা-ই ভালোবাসো।’ প্রাতিষ্ঠানিক লেখাপড়ার বিষয়টি এক সময় এসে ফাইলবন্দি হয়ে যায়। শুধু দক্ষতা আর যোগ্যতার বিষয়টিই তখন মুখ্য হয়ে ওঠে। আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে চাইলে ‘ভেতরের শক্তিকে’ কাজে লাগাতে হবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রাকৃতিকভাবে অর্জিত নিজের অমূল্য শক্তির প্রয়োগ ঘটাতে হবে।

















------------------------------------------------------------

টীকা: প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিতদের মধ্যেও ‘সাউথপোলার সিনড্রোম’ থাকা অসম্ভব নয়।



উৎসর্গ: পৃথিবীর তাবৎ সাউথপোলারদেরকে।

উৎস: পর্যবেক্ষণ এবং ব্যক্তিগত প্রেরণা।









কর্মস্থল ও কর্মজীবন নিয়ে অন্যান্য লেখাগুলো:



১) চাকুরি করবেন নাকি দেবেন?



২) কর্মজীবনে সোশ্যাল নেটওয়ার্কিং-এর গুরুত্ব



৩) কর্মক্ষেত্রে প্রথম দিনগুলো যেভাবে অতিক্রম করতে পারেন...

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

মামুন রশিদ বলেছেন: সাউথ পোলারদের সম্পর্কে জেনে ভালো লাগলো । প্রতিভা সত্যিই অন্য ব্যাপার, প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে আর যাই হোক প্রতিভা অর্জন করা যায় না ।

চমৎকার পোস্টে ভালোলাগা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় মামুন রশিদ ভাই :)

শুভেচ্ছা নিরন্তর....

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘সাউথ পোলার’ টার্মটা আমার কাছে নতুন। সাউথ পোলারদের কথা জেনে ভালো লাগলো।


আমার বড় ছেলের মধ্যে যে হাবভাব দেখি- সে একটা সাউথ পোলার বনে যায় কিনা, কে জানে ;)


লেখায় অতৃপ্তি রয়ে গেলো। আরো কিছু পাবার আশা ছিল।

শুভেচ্ছা জানবেন মাঈনউদ্দিন ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সোনাবীজ ভাইকে অনেক ধন্যবাদ।

অতৃপ্তি তো থাকবেই, আমি নিজেই তৃপ্ত নই।
প্রস্তুত করেছি এক লেখা, আর পোস্ট দিলাম নতুন লেখা :)
বিষয়টি নতুন... এবিষয়ে আমাদের সমাজেও প্রচুর দৃষ্টান্ত আছে।
আরও অনুসন্ধান করে একে সমৃদ্ধ করার ওয়াদা দিলাম...

শুভেচ্ছা জানবেন...প্রিয় জনাব পোলার বাপ ;)

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: নতুন একটি বিষয়ে জানলাম। অনেক ধন্যবাদ। আপনার লেখার উপস্থাপন সবসময় দারুণ হয়।

সাউথ পোলারদের জয় হোক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুমন করকে অনেক ধন্যবাদ...
আপনার উপস্থিতি আমার জন্য প্রেরণার :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

ক্লান্ত তীর্থ বলেছেন: *বেদনাহত/ বিষাদাক্রান্ত: জীবনে থাকে এক বা একাধিক না-পাওয়ার বেদন


এই একটা ছাড়া কোন গুণই নাই আমার!


ভাই,একটা গামলা দেন!কাঁদতে বসি :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হয়তো গুণগুলো এখনও সংগঠিত হয় নি... হয়তো সময়ের প্রয়োজন...
আপনিই আপনাকে সবচেয়ে বেশি চিনেন।

কিন্তু বেদনাহত/বিষাদাক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিক নিয়মে কিছু গুণ সংগৃহীত হবার কথা...

গামলা ভরে কাঁদুন... ঠিক হয়ে যাবে ;)
শুভেচ্ছা রইলো ক্লান্ত তীর্থ’র জন্য :)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টে আসলে অনেক চমৎকার সব বিষয় জানতে পারি। পোষ্টে ভালো লাগা রইল মইনুল ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কাল্পনিক ভালোবাসার আগমন শুভ হোক... :)

মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা
ভালোবাসা জানবেন :)

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: গুগলের অনেক প্রকোশৌলী গ্রাজুয়েট নন !
খবর টা আমার কাছে নতুন নয় , শুধু গুগল নয় এমনকি বাংলাদেশের সফট ওয়্যার ফার্মগুলোতেও আপনার কোডিং দক্ষতাই শুধু যাচাই করা হয় , সার্টিফিকেট চাওয়া হয়না !
আমার দেখা অনেকেই এমন আছে !
সুন্দর পোষ্ট !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকে আমার লেখার জন্য রাজসাক্ষী করলাম... স্বপ্নবাজ অভি :)

ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন :)

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১২

তৌফিক মাসুদ বলেছেন: আমিও নিজেও দেখেছি অনেকে নিজেকে প্রকৌশলী বলে কার্ড ছাপায় কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা ক্লাশ ফাইভ। কম্পিউটার যোগ্যতা তার অসাধারণ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি হলেন রাজসাক্ষী নম্বর দুই... (আগে একজনকে করা হয়েছে :) )

আমার লেখার নতুন বিষয়ে কোন প্রশ্ন দেখা দিলে আপনারা হবেন আমার সাক্ষী... ;)

তৌফিক মাসুদকে পেয়ে আনন্দিত....
মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঘটনা সত্য..........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ... বন্ধু তুহিন :)

শুভেচ্ছা জানবেন ...

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

উদাস কিশোর বলেছেন: সাউথ পোলারদের কথা জেনে ভালো লাগলো । নতুন একটা ব্যাপার জানলাম

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার লেখায় আপনারে জানাই সুস্বাগতম :)

মন্তব্যের জন্য ধন্যবাদ :)

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

সকাল রয় বলেছেন:
এসব নিয়ে লেখার জন্য জানার প্রয়োজন/ ভাবনার প্রয়োজন সেটা আপনি পারেন সো ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
উদার প্রশংসায় লজ্জা পাই। শক্তিও পাই...
প্রিয় সকাল রয়কে আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
ভালো পোস্ট।
জানার আগ্রহ-ই আমাদের প্রাকৃতিক প্রতিষ্ঠান এবং সবসময়ের শিক্ষক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সত্যিই তাই।

ধন্যবাদ আপনাকে, জোবায়েদ-অর-রশিদ :)
শুভেচ্ছা জানবেন...

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: কাগুজে যোগ্যতার চেয়ে ব্যবহারিক দক্ষতাকে যারা গুরুত্ব দিয়েছে, তারাই এগিয়েছে। তবে সম্ভবত "আপনার সার্টিফিকেট দেখি" বলার পরিবর্তে "কী পারেন দেখান" বলার দিন সবখানে আসতে অনেক দেরী আছে!

সার্টিফিকেটসর্বস্ব কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি সত্যিই দক্ষতার পরিমাপক হয়ে উঠতে পারে, তাহলে অবশ্য ভিন্ন কথা।

সুন্দর টপিকের লেখাটিতে সাধুবাদ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় গল্পকার মোঃ ইসহাক খান, আপনাকে অনেক ধন্যবাদ :)

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

আফ্রি আয়েশা বলেছেন:
সাউথ পোলারদের সম্পর্কে জেনে ভালো লাগলো ।
প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার চেয়ে স্বশিক্ষিত হওয়া জরুরী :)
সুন্দর পোস্ট :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার লেখায় আফ্রি আয়েশাকে স্বাগত জানাই...

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আমার মতে এমনই হওয়া উচিৎ, যোগ্যতার মাপকাঠি তার কাজে সার্টিফিকেটে না । ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাংকার , এটা কোনও কথা??

সাউথ পোলার টার্ম আগে শুনিনি, তবে কিছু মিল পেলাম নিজের সাথে , পুলকিত হবো কিনা ভাবছি :P

তবে আপনার এই লিখাটা আপনার অন্যান্য লিখার মতো হয়নি । ঠিক গোছালো বা বিশ্লেষণের পরিধি কম মনে হয়েছে ।

শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন, প্রিয় মইনুল ভাই ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পুলকিত হওয়াই উচিত। প্রতিভাবানদের স্বভাবও তাদেরই মতো।


গোছানো লেখার বিষয়ে আপনার মন্তব্যে পূর্ণ সহমত। দেখুন সোনাবীজ ভাইয়ের মন্তব্যের উত্তরে কী লিখেছি। একে ফেইসবুকের স্ট্যাটাস হিসেবে মেনে নিন ;)


প্রিয আদনান শাহরিয়ারকে অনেক ধন্যবাদ :)

১৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর একটা পোস্টের জন্য ধন্যবাদ ভাই।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, কাণ্ডারি অথর্ব :)

১৬| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:২৫

এহসান সাবির বলেছেন: নতুন একটি বিষয় জানলাম।

ভালো পোস্ট।

শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে, এহসান সাবির :)

১৭| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখা।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, হাসান মাহবুব :)
ভালো থাকুন... এই শুভেচ্ছা!

১৮| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

পলাশ তালুকদার বলেছেন: Really চমৎকার লেখা।

১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পলাশ তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ :)

১৯| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে চাইলে ‘ভেতরের শক্তিকে’ কাজে লাগাতে হবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রাকৃতিকভাবে অর্জিত নিজের অমূল্য শক্তির প্রয়োগ ঘটাতে হবে।

১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিদ্রোহী ভৃগুকে আমার লেখায় স্বাগতম :)
এবং ধন্যবাদ!

২০| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঠিকই তো। যে যেইটা ভালোবাসে সেইটাতে তারে উৎসাহ যোগাই না।
চাচারে কইলাম গান শিখ। ব্যাটায় কয় না- ছবি আঁকবো।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্যাটার কথামতো চলাটাই মঙ্গল :)

কেবল আমাদের দেশেই পিতামাতার উদ্দেশ্যে সন্তানের ভবিষ্যতকে তৈরি করা হয়। সন্তানের ঝোঁক/আগ্রহ কোথায়, সেটা বেশি দেখা হয় না। সাকিবকে পিতা-মাতার বিপক্ষে গিয়েই পৃথিবীর সেরা অলরাউন্ডার হতে হয়েছে। :(

ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন, সিদ্দিকী ভাই :)

২১| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সাউথ পোলারদের কথা জেনে ভালোলাগলো...

ভালো লাগলো এইজন্য বিশেষত অনেক কিছুরই মিল পেলাম আপনার কথার সাথে নিজের...

প্রতিভা এবং অধ্যাবসায়ের কাছে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বহীন।
কারিগরি বিষয়ে সাউথ পোলারদের আধিপত্য বেশি হলেও সৃজনশীল সকল পেশায়ই তাদের আধিক্য আছে। লেখক উপন্যাসিক গল্পকার বা ব্লগার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন, এমন অনেক ব্যক্তিই আমাদের সামনে আছেন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালোমত শুরু বা শেষ করতে পারেন নি।
-সহমত ...


‘যা পছন্দ তাতেই লেগে থাকার’ বিষয়টি আমাদের দেশের শিক্ষা পদ্ধতি বা সমাজ ব্যবস্থায় ততটা স্বীকৃতি পায় না
- চরম বাস্তব একটা সত্য দেখি বারেবারেই এখানটায়...

এমন চমৎকার একটা পর্যবেক্ষণ এবং তথ্যবহুল পোস্ট প্রিয়তে না রাখলেই নয় ...

ভালোলাগা রইলো প্রিয় ব্লগার ...

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি প্রিয়তে রাখায় তৃপ্ত হলাম অ্যানোনিমাস :)

সাউথপোলারদের জয় হোক....

ধন্যবাদ।
ভালো থাকবেন :)

২২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: কিন্তু এমন মানুষদের সাউথ পোলার বলা হয় কেন

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিরাট কুশ্চেন করেছেন আমারে ;)
এবার যাই কই...
চেষ্টা করছি: খুব অদেনটিক কিছু বলতে পারবো না। তবে বুঝাবার চেষ্টা করছি....

সবাই উত্তর মেরু নিয়ে ব্যস্ত থাকে... ইগলু বানিয়ে হলেও ঠাণ্ডার দেশে মানুষ থাকতে যায়.... নিচে ভূমি আছে বলে।
কিন্তু উত্তর মেরুর কথা কেউ কয় না... যায়ও না... ভূমি নেই!
অনাবিষ্কৃত। দক্ষিণ মেরু এখনও আবিষ্কারের বিষয়।

প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয়, অথচ প্রতিভাবান এবং কর্মক্ষম - এমন মানুষগুলো তো সত্যিই আবিষ্কারের বিষয়।


পশ্চিমাদের কলোকুয়াল/চলিত ভাষা থেকে গৃহীত।
কর্মস্থলে খুবই প্রচলিত একটি টার্ম।



থেংকু... *কুনোব্যাঙ*

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৩

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: প্রেরণা জাগানিয়া পোষ্ট।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ... পট্টবস্ত্র!!!!
দেরির জন্য দুঃখিত। আপনিও তো নিয়মিত আসেন না... ;)

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: B-) সত্য বলেছেন :)

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মাত্র দু’বছরের মধ্যেই আপনার উত্তর পেয়ে আমি আনন্দিত, পট্টবস্ত্র! এত তাড়াতাড়ি আমিও মন্তব্যের উত্তর দিতে সবসময় পারি না।

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.