নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

কৃত্রিম উপায়ে হাসুন ২: হাসতে না পারা একটি মাংসপেশীজনিত সমস্যা! B-)

০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৮





অফিসের গার্ড একদিন আচমকা জিজ্ঞেস করলো: “স্যার, ফটো তোলার সময় সবাইকে ‘ইসমাইল’ বলে ডাকে কেন?” :| বিষয়টি তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও পরে বুঝলাম: ওটা ছিলো স্মাইল। স্মাইল বলে কিন্তু হাসি আনা যায় না। ইংরেজি ভাষাভাষীরা ফটো তোলার সময় মাংসপেশীতে হাসির ভঙ্গি আনার জন্য ‘চিজ’ বলে। কোরিয়ানরা বলে ‘কিমছি’ (তাদের ঐতিহ্যবাহী ডিশ)। বাঙালিরা অবশ্য ‘তরকারি’ বলতে পারেন।



সামাজিক জীবনে হাসি একটি প্রত্যাশিত বিষয়। কারও কারও মুখের মাংসপেশী শক্ত থাকার কারণে যখন তারা হাসতে পারেন না, তখন সে বিষয়ে আর কিছু বলার থাকে না। আমার গ্রামের বাড়িতে জনৈক ইউনিয়ন চেয়ারম্যানের এক সমস্যা দেখা দিলো মেম্বার থেকে চেয়ারম্যান পদে নির্বাচনের সময়। ফটোতে কোন ভাবেই মুখের রাগী ভাব কাটানো যাচ্ছে না। তখন ফটোশপের আশীর্বাদও ছিলো না। তাই অনেক চেষ্টা করে হতভাগা আলোকচিত্রী উক্ত চেয়ারম্যান প্রার্থীর মুখে হাসির আকৃতি সৃষ্টি করেন। সেটি কেমন হাসি হয়েছিল সেটা না দেখলে বর্ণনা করা অধম ব্লগারের কর্ম নয়। বলাবাহুল্য চেয়ারম্যান তিনি হয়েছিলেন।





হাসি একটি শারীরিক বিষয়! (প্রথাবিরোধী দৃষ্টিভঙ্গি)



বাংলার সক্রেটিস হুমায়ুন আজাদের মতে, নারীর মুখের হাসির সৌন্দর্য নাকি পুরোটাই তাদের মাংসপেশীর কৃতীত্ব। এটি এখন আর নারীর মধ্যে নেই, পুরুষের হাসিও এখন শারীরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কর্মস্থল বা সামাজিক পরিবেশের ‘অত্যাবশ্যক উপাদান হাসি’ এখন অপ্রসাঙ্গিক এবং ক্ষেপাটে বলে মনে হয়। অথচ মুখের হাসি যে কোন পরিবেশকে পক্ষে এনে দিতে পারে। হাসি হারিয়ে যাচ্ছে দিনকে দিন। এভাবে হাসি কমে যেতে যেতে বিলুপ্ত হয়ে গেলে এক সময় দেখা যাবে ‘সূর্য বা চন্দ্র গ্রহণের’ মতো হাসি একটি মহাজাগতিক বিষয় হয়ে যাবে। কবে যে সকলে এক সাথে হেসেছিলাম, সেটি তখন রেকর্ড করে রাখতে হবে। হাসি সৃষ্টির জন্য তখন কৃত্তিম মেশিনের প্রচলন আসতে পারে।



বাঙালি যে হাসতে জানে না, তা ধরা পড়ে যায় নাচ অথবা গান পরিবেশনের সময়। গোমড়া মুখে নাচের দৃশ্য কল্পনা করলেও হাসি পায়। নৃত্য পরিবেশনকারী যদি গোমড়া মুখে থাকে, তবে নৃত্যের সৌন্দর্য ওখানেই শেষ! ফটো তোলার সময় ‘বেজার মুখ’ নিয়ে ফটোগ্রাফারকে কী হিমসিম খেতে হয়, তা তো বলেছিই। এঅবস্থা দেখে সত্যিই মনে হয়, হাসি একটি শারীরিক বিষয়।





ছোটবেলার কথা...



আমার মনে পড়ছে, ছোটবেলায় কোন এক অনুষ্ঠানে দলীয় গানের অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলাম। মুখের হাসি তো উধাও হয়েছেই, উপরন্তু মনে হচ্ছে কেউ আমাদেরকে জোড়পূর্বক গান গাওয়াচ্ছে। অথবা পেছনে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, না গাইলেই মাথায় বাড়ি! এ অবস্থায় দর্শকদের ভিআইপি সাড়ি থেকে এক ভদ্রলোক তার দু’হাতে নিজের মুখ প্রসারিত করে আমাদেরকে হাসির ইশারা করেছিলেন। দৃশ্যটি যথেষ্ট হাস্যকর হলেও আমরা হাসি নি! আসলে ভয় পেয়েছিলাম, দর্শক দেখে।





হাসি মিলিযে গেলে যা নিয়ে ভাবি...



বিভিন্ন কারণে মুখের হাসি মিলিয়ে যায়, হালকা বিষয় হয়ে যায় ‘গম্ভীর’ এবং বিরক্তিকর। আবেগের উষ্ণতায় আসে শীতলতা - সম্পর্কগুলো ছিঁড়ে যেতে চায়। অথচ একটু কৃত্তিম হাসিতেও অনেক কিছু বদলে যেতে শুরু করে। সংসার, কাজ, মানসিক চাপ, হতাশা - ইত্যাদি কারণে হাসি হারিয়ে যায় মুখমণ্ডল থেকে। হাসি ফিরিয়ে আনার জন্য নিচের বিষয়গুলোতে আমি অনেক প্রেরণা পেয়েছি। পাঠকদেরকে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত করার অনুরোধ জানাচ্ছি:





1) আপনি হাসেন না, কারণ বুড়ো হয়ে যাচ্ছেন; আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, কারণ আপনি হাসেন না। -মরিস চেবালিয়ার

2) যখন সম্ভব হাসুন, কারণ এটি হলো সবচেয়ে সস্তা ঔষধ। -লর্ড বায়রন

3) হাসুন, দেখবেন সকলেই হাসছে; নাক ডাকুন, দেখবেন আপনি নিজেই ঘুমাচ্ছেন। -এনথনি বারগেস

4) স্বর্গে হাসির অনুমতি না থাকলে, আমি স্বর্গেও যেতে চাই না। -মার্টিন লুথার

5) নেতিবাচকতাকে এড়িয়ে চলার উত্তম পথ হলো প্রচুর হাসা এবং আনন্দে থাকা। -ডেভিড ইক

6) যাদের সাথে হাসবেন, তাদের সাথে রাগ করতে পারবেন না। রসিকতা সহনশীলতা শেখায়। -উ. সমারসেট মম

7) হাসলে জীবন সহজতর হয়। (বেনামী)

8) প্রতি মুহূর্তে বাঁচুন, প্রতি দিন হাসুন এবং বর্ণনার অতিরিক্ত ভালোবাসুন। -বেনামী

9) জীবন এতো ছোট যে সব সময়ে ‘সিরিয়াস’ হওয়া উচিত নয়। নিজেকে নিয়ে হাসতে না পারলে, আমাকে ডাকুন। আপনাকে নিয়ে আমি একটু হেসে দিয়ে আসবো। -বেনামী

10) যতক্ষণ নিঃশ্বাস আছে বাঁচুন, যতক্ষণ বেঁচে আছেন ভালোবাসুন। জনি ডেপ

11) একটি নির্মল হাসি এবং গভীর একটি ঘুম দু’টি মহাঔষধ যা যেকোন রোগ সারতে পারে। আইরিশ প্রবাদ

12) হাসি ছাড়া একটি দিন হলো একদিনের অপচয়। -ই ই কামিংস

13) যখনই আপনি কারও দিকে তাকিয়ে হাসেন, তা হয় ভালোবাসার প্রকাশ। এটি তার প্রতি একটি উপহারের মতো সুন্দর একটি বিষয়। মাদার তেরিজা

14) পৃথিবীর সকল মানুষ একই ভাষায় হাসে। প্রবাদ

15) সব অবস্থায়ই হাসির কারণ থাকে – শুধু খুঁজে পেতে হয়। বেনামী

16) শক্ত থাকুন, যাতে আপনার হাসি দেখে সকলে বিস্মিত হয়। (বেনামী)

17) হাসুন আর সকলকে বুঝিয়ে দিন যে, আপনি গতকালের চেয়ে আজ শক্তিশালী। বেনামী

18) হাসতে ভুলে যাবেন না। বেনামী

19) জীবনে আমার অনেক সমস্যা আছে, কিন্তু আমার ঠোঁটগুলো তা জানে না। তারা সব সময় হাসতে থাকে। চার্লি চ্যাপলিন

20) নীরবতা এবং হাসি হলো দু’টি চরম শক্তিশালী অস্ত্র। হাসি অনেক সমস্যার সমধান করে দেয় এবং নীরবতা অনেক সমস্যাকে এড়িয়ে যেতে সাহায্য করে। বেনামী

21) হাসতে থাকুন, কারণ জীবন সুন্দর এবং এখানে হাসির অনেক কিছুই আছে। ম্যারিলিন মনরো

22) হাসি দিয়ে অন্যদেরকে বদলে দিন, অন্যকে আপনার হাসি বদলে দিতে দেবেন না। বেনামী

23) আপনি যখন হাসেন, তখন এটি আপনার মস্তিষ্ককে এমনভাবে নাড়া দেয় যে তা সত্যিই আপনার মেজাজকে আনন্দিত করে। বেনামী

24) হাসুন, তাতে যারা আপনার ধ্বংস চায় তারা ঈর্ষান্বিত হবে। বেনামী

25) হাসলে আপনাকে অধিকতর ভালো লাগে। বেনামী

26) আপনি কেন বিষণ্ন সেটি বলার চেয়ে হাসা অনেক সহজ। বেনামী

27) হাসি বন্ধ করবেন না, তাতে হতাশাগুলো হতাশ হয়ে আপনাকে আর বিরক্ত করবে না। বেনামী

28) সুখ হলো পথ চলা, এটি কোন গন্তব্য নয়। বেনামী

29) হাসি দিয়ে জীবনকে সুন্দর করা যায়। বেনামী

30) অনেক হাসিই অন্যের হাসি থেকে সৃষ্ট হয়। বেনামী

31) হাসির কারণ বের করুন। বেনামী

32) যারা আপনার ধ্বংস চায়, তাদেরকে ক্ষেপাতে চাইলে হাসুন। বেনামী

33) হাসি ছাড়া আপনার সুন্দর পরিচ্ছদের পূর্ণতা নেই। বেনামী

34) পৃথিবী একটি আয়না: হাসুন, পৃথিবী আপনার দিকে হাসবে; মেজাজ খারাপ করুন, সেও আপনার দিকে মেজাজ খারাপ করবে। বেনামী

35) হাসির পটভূমিতে পৃথিবীকে উজ্জ্বলতর দেখায়। বেনামী

36) ইতিবাচক মনোভাব> ভালোবাসা> ক্ষমা> হাসি> সুস্বাস্থ্য> শান্তি







মুখে হাসি রাখার অব্যর্থ পদ্ধতি (নিজ দায়িত্বে ব্যবহার্য)



হাসার জন্য মজার পদ্ধতিটি হলো, অকারণে হাসার আয়োজন করা। ‘আয়োজন করা’ মানে হলো, একদম দিন তারিখ ও সময় নির্ধারণ করে বন্ধুরা বা সহকর্মীরা হাসতে পারেন। আমরা এটি করে দেখেছি – খুব মজার। আমাদের উর্ধ্বতন এক কর্মকর্তা একবার আমার কর্মস্থল পরিদর্শনের সময় সহকর্মীদের সাথে মিলিত হলেন। তিনি খুবই মজার মানুষ ছিলেন এবং সবকিছুতে হাস্যরস খুঁজে বের করতেন। হাস্যরসে গুরুগম্ভীর এবং জটিল বিষয়কে তিনি এমনভাবে হালকা করে দিতেন যে, সহকর্মীরা সকলে আনন্দের সাথে সে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়তেন। তিনি আজও বেঁচে আছেন, যদিও আমাদের সঙ্গে নেই। তার মজাদার উপদেশটি আমার মনে আছে। সেটি হলো “অকারণে হুহু করে হেসে ফেলুন – তারপর দেখবেন সেখান থেকেই আরও হাসির কারণ পাবেন।” ভেবে দেখলাম, ‘কারণ’ আমি না পেলেও আমার নিকটবর্তী ব্যক্তিটি নিশ্চয়ই হাসির কারণ পাবে আমার মধ্যে।



সংবিধিবদ্ধ পরামর্শ: বিপরীতলিঙ্গের মানুষের সাথে যথানিয়মে হাসুন! B-)







হাসির দাবিতে সহব্লগার এবং ব্লগপতির কাছে ছয় দফা প্রস্তাব



ব্যাপারটি হাসির হলেও গুরুত্বপূর্ণ। হাসি বিষয়ে সহব্লগারদের ‘হাস্যপূর্ণ’ একাত্মতা একান্ত জরুরি। জাতির গম্ভীর ভাবটি কাটিয়ে তুলতে অবিলম্বে একটি হাসি সম্মেলনে আমাদের মিলিত হওয়া উচিত। আপাতত জনস্বার্থে হাসির দাবিগুলো তুলে ধরছি:



::::১ ব্লগের হাস্যরসাত্মক পোস্টগুলো নিয়ে নিয়মিত সংকলন বের হোক;

::::২ বাঙালির হাসির গল্প এবং রম্য ঘটনাগুলোকে হাসি-বিমুখ জাতির সামনে তুলে ধরা হোক বিভিন্ন রকমের লেখার মাধ্যমে;

::::৩ মাসে অন্তত একটি হাসি বিষয়ক পোস্টকে স্টিকি করা হোক;

::::৪ সমাজের ইতিবাচক এবং সুখবরদায়ক পোস্টগুলোকে সংকলনে আনা হোক;

::::৫ মাসিক সাহিত্য/ ব্লগ আড্ডায় হাসি বিষয়ক লেখাকে ‘নিয়মিত বিষয়’ হিসেবে গ্রহণ করা হোক; এবং

::::৬ হাসি বা রম্য লেখার মাধ্যমে যারা ব্লগের গম্ভীর পরিবেশকে হালকা করে রাখে তাদেরকে বার্ষিক ব্লগ দিবসে স্বীকৃতি দেওয়া হোক।







জাতীয়/ আন্তর্জাতিক হাসি দিবসের প্রস্তাব



প্রতি বছর ৭ নভেম্বরে ইথিওপিয়ায় জাতীয় হাসি দিবস উদযাপিত হয়। পৃথিবীর অনেক ‘বেহুদা’ দিবস থাকলেও হাসি দিবসটি আমার কাছে সবচেয়ে দরকারি দিবস বলে মনে হয়। বিশ্বে শান্তি রক্ষার জন্য জাতিসঙ্ঘ অনেক কিছু করে যাচ্ছে এবং তাদেরও বিভিন্ন দিবস আছে। তারা কি পারে না একটি আন্তর্জাতিক হাসি দিবসের ব্যবস্থা নিতে? এবিষয়ে ব্লগারদের সম্মতি পেলে একটি ‘হাসি বিপ্লবের’ ডাক দেবার বিষয়টি গভীরভাবে বিবেচনা করতে পারি। :)













--------------------------------------



বিশেষ দ্রষ্টব্য ১: আমি অন্তত আধা ডজন সহব্লগারের নাম বলতে পারবো, যারা লেখায় ও মন্তব্যে চমৎকার রসাত্মক আবহ সৃষ্টি করতে পারেন। ছয় দফা তৈরিতে তারা ছিলেন আমার প্রেরণা। :)



বিশেষ দ্রষ্টব্য ২: পোস্টটির জন্য উপযুক্ত কোন থিম ফটো পেলে তা মন্তব্যের মাধ্যমে জানাবার অনুরোধ রইলো দয়ালু সহব্লগারদের কাছে। :)



বিশেষ দ্রষ্টব্য ৩: বাংলিশ সংক্রান্ত একটি লেখাকে ‘কৃত্রিম উপায়ে হাসুন ১ ’ এর মর্যাদা দেওয়া হলো ;)



অতএব,



কৃত্রিম উপায়ে হাসুন ১

মন্তব্য ১০৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

নিশাত তাসনিম বলেছেন: চমৎকার ও অসাধারণ আরো একটি পোস্ট। বাংলাদেশে ফটো উঠানোর সময় ইসমাইল না বলে এরশাদ বলতে পারে। তবে কৃত্রিম হাসির দরকার হবেনা। অথবা এরশাদের নিজের অস্ত্রে নিজের আত্মহত্যা করার কথা মনে করিয়ে দিতে পারে। তাহলে একেবারে প্রাকৃতিক হাসি আসবে যে কোন মানুষেরই।

+++++++

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, দারুণ সংযুক্তি দিয়েছেন, নিশাত তাসনিম।
দু’টো বিষয়ই ভীষণ কৌতুকময়... :)

সত্যিই এরশাদ নানাভাবে বাঙালির মনে বাস করে চলেছেন।


অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন :)

২| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
গুড পোস্ট, & অ্যা ফানি ওয়ান অলসো ||

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ :)

শুভেচ্ছা জানবেন, ইমরাজ কবির মুন... :)

৩| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: :) :) :) :) :) :) :)

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ। সুন্দর প্রোপিক :)

৪| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !
হাসিতে বিশ্ব জয় হোক।

আমি কিন্তু আমার দুইটি সংকলনে মজার পোস্ট নামক একটি বিভাগ রেখেছি। ইচ্ছে হলে দেখে আসতে পারেন। ভাল লাগবে।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘মজার পোস্ট’ নামে বিভাগ খোলার জন্য আগাম ধন্যবাদ নিন।

অবশ্যই যাবো :)

শুভেচ্ছা জানবেন, সুমন কর :)

৫| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার টপিক সিলেকশনে আমি দিন দিন মুগ্ধ হচ্ছি। এটি একটি বিরল বৈশিষ্ট্য ও গুণ বা প্রতিভা।

হাসি নিয়ে অনেক কথা আছে। জোরে হাসতে পারলে লাংস ক্লিয়ার থাকে, বা শরীর থেকে ক্যান্সার অনেক দূরে থাকে- এমন শুনেছি।

সব মিলিয়ে একটা উপভোগ্য ও উপকারী পোস্ট।

আপনার ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি ;)

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাসি নিয়ে গবেষণায় নেমেছি... সোনাবীজ ভাই :)
বাকি তেনার ইচ্ছা ;)

ছয় দফায় একাত্মতার জন্য বিশেষ ধন্যবাদ...

৬| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

শাবা বলেছেন: আপনার ব্লগ পড়ে দাদা ভাইয়ের ছড়াটির কথা মনে পড়ে গেল। ছড়াটি এ ব্লগে যুক্ত হলে ভালই লাগবে। পরিচিত সেই ছড়াটি হলো :

হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই,
এই শোন না কত হাসির
খবর বলে যাই।

খোকন হাসে ফোকলা দাঁতে,
চাঁদ হাসে তার সাথে সাথে,
কাজল বিলে শাপলা হাসে,
হাসে সবুজ ঘাস,
খলসে মাছের হাসি দেখে,
হাসেন পাতিহাঁস।


টিয়ে হাসে রাঙ্গা ঠোটে
ফিঙ্গের মুখেও হাসি ফোটে
দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়,
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।

এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়,
তাদের দেখে প্যাচার মুখে কেবল হাসি পায়।

হাসির ব্যাপারে এত গুরুগম্ভীর(!) একটি সুন্দর ব্লগ উপহার দেয়ায় আপনাকে ধন্যবাদ।
আমার ব্লগে আমন্ত্রণ।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যথার্থ সংযুক্তি... অনেক ধন্যবাদ :)

ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। মনে হয় দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলাম...

আপনার ব্লগে আমন্ত্রণের কথা খেয়াল রাখবো...

ভালো থাকুন.... :)

৭| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

বৃষ্টিধারা বলেছেন: আমি একটু বেশি ই হাসি,এ জন্যে মাঝে মাঝে বিব্রত হয়ে যাই,কেউ হাসছে না আর আমি একলা হেসে ই যাচ্ছি । :(

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনে হয় একটু বেশিই হাসেন...! তাহলে এই পোস্ট আপনার জন্য না X((


মজা করলাম বৃষ্টিধারা ;)
আপনাকে আমার পোস্টে স্বাগতম...
যত ইচ্ছে হাসুন... যে যা বলুক।
হাসি আপনার ‘একান্ত ব্যক্তিগত’ সম্পত্তি...হুম!
(শুধু দেখবেন হাসি যেন কারও কান্না কারণ না হয়)

অনেক ধন্যবাদ :)

৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৩

মোঃ নুরুল আমিন বলেছেন: এমন সুন্দর করে লেখেন কেমনে

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হায় হায়... এ কী বলেন!
আমি তো কেবল হাসতে বললাম :)

অনেক ধন্যবাদ, মোঃ নুরুল আমি :)

৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৬

নীলসাধু বলেছেন: ফিকয
কি জটিল পূষ্ট রে বাবা!!

ভয়ানক ভালো লাগা রইলো

ই স মা ই ল :P

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, কবি সাব :)

ইসমাইল-এর কথা খিয়াল রাখিবেন ;)

১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাসুন, দেখবেন সকলেই হাসছে; নাক ডাকুন, দেখবেন আপনি নিজেই ঘুমাচ্ছেন।


অস্থির অস্থির

:D :D :D :D :D :D :D :D

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কথা কিন্তু হাচা ;)


মন্ত্রী সাব এতোদিন পর #:-S

ভালো থাকবেন খিয়াল কইরা :)

১১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির একটা পোষ্ট! অসাধারন। দিন দিন আমি আপনার ফ্যান থেকে এসি হয়ে যাচ্ছি ভাই!!!!!

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাদের হাসি-সমর্থন পেয়ে আমি নিজেই এবার অস্থির ;)


ভাই, ফ্যান বা এসি কিছু চাই না... বন্ধু চাই (আমি যে ব্লগার!)

শুভেচ্ছা জানবেন, প্রিয় কাল্পনিক ভালোবাসা :)

১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন: আপনার পোস্ট পড়ে হাসলাম খানিক। এই উপকার করার জন্য অনেক ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পোস্ট পড়ে হাসার জন্য ধন্যবাদ... আরও হাসুন... এই কামনা :)

১৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:



কৃত্তিম উপায়ে নয়, যে প্রাণখুলে হাঁসতে জানে সেই পারে ভালোভাবে বাঁচতে।
তাই প্রাণখুলে হাঁসুন আনন্দে বাঁচুন।


অফিসে সম্প্রতি আমার হাসির উপর ভ্যাট ! বসানো হয়েছে।
আমার নাকি হাসি হয়না ! বলেনতো কি করা যায়?


০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার শেষ লাইনে আছে বিশাল হাসির চিকন প্রেরণা... হাসলাম কিন্তু :)


হাসি আবার হবার কী আছে...
ভ্যাট দিয়ে হলেও হাসুন ;)

১৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

মামুন রশিদ বলেছেন: রামগড়ুরের ছানা
হাসতে তাদের মানা
হাসির কথা শুনলেই বলে,
হাসব? না না না না !


হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই
এই যে শোন কত হাসির
খবর বলে যাই ।


হাসি হাসি মুড নিয়ে পোস্ট পড়েছি । আপনার জন্য কিছু হাসির ইমো,

:) :D B-) :-B ;) :#> :P =p~

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার জন্য দয় করে এক মিনিট হাসতে পারেন না...? :)

ধন্যবাদ, মামুন রশিদ ভাই :)

১৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩১

কয়েস সামী বলেছেন: ইদানিং চমৎকার সব লেখা পাচ্ছি আপনার থেকে!

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সবই আপনাদের দয়া!
এবার একটু হাসুন ;)


শুভেচ্ছা জানবেন, কয়েস সামী :)

১৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:


শিরোনাম দেখেই আমার জীবনের প্রিয় দু'জন মানুষের ভার করা মুখ চোখের সামনে ভেসে উঠলো । :P

আমি তাদের সামনে হাসলে তারা আমাকে ভুল বোঝে !

ছয় দফার সাথে একাত্ন ঘোষণা করলাম ।


[ পোস্ট পড়ে ২নম্বর প্রিয়তে নিলাম, ৫ নম্বর ভালোলাগা জানালাম এবং ১৬ নম্বর মন্তব্য করলাম B-) ]

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেই দু’জন মানুষের ছবি দিলে ভালো হতো...

ছয় দফায় একাত্ম হবার ঘোষণায় শক্তি পেলাম...

এবার একটি হাসি-জাগরণের ডাক দেবো কিনা ভাবছি :)


[ প্রিয়তে নেওয়া, ভালোলাগানো এবং মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন, প্রিয় সহব্লগার আরজুপনি :) ]

১৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:০৩

ক্লান্ত তীর্থ বলেছেন: এত হাসাহাসি ভালো না,বাসায় জানে এসব?? :P

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, জানে সব :)

এবার একটু হাসুন... ক্লান্ত থাকবেন না :)

১৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪১

আশিক মাসুম বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অস্থির একটা পোষ্ট! অসাধারন। দিন দিন আমি আপনার ফ্যান থেকে এসি হয়ে যাচ্ছি ভাই!!!!!



একটি অস্থির প্রযোজনা :)

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘একটি অস্থির প্রযোজনা’ -হাহাহা!

অস্থির করে দিতে পেরে আমি ধন্য...

ধন্যবাদ, আশিক মাসুম :)

১৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:৫১

এ কে এম রেজাউল করিম বলেছেন: সরাসরি প্রিয়তে চালান।
এমন সুন্দর একটি পোষ্ট-এর সুভেচ্ছা র'ল।

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ রেজাউল করিম :)

২০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: হাসিময় পোষ্ট ভালো লাগলো অনেক। অফিস কোর্ট কাচারী থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবাই শেখায় শুধু গম্ভীর হতে সবাই বলে গম্ভীর হতে

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এজন্যই তো এন্টি-সংস্কার ভূমিকায় নামলাম...

মানুষ হাসতে চাইলেও অন্যের হাসিতে হিংসার বিষয় খুঁজে পায়...

পবলেম... খালি পবলেম। অতএব হাসুন :)


ধন্যবাদ *কুনোব্যাঙ* ... শুভেচ্ছা জানবেন :)

২১| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:০১

বাবলু বাবলু বলেছেন: আপনার ৬ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মহান দাবিতে একাত্মতা জানাবার জন্য অশেষ ধন্যবাদ, বাবলু বাবলু :)

২২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

জামান বস বলেছেন: ভালো হয়েচে

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, জামান বস :)

২৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:






দারুন একটি বিষয় নিয়ে লিখলেন... খুব আগ্রহ নিয়ে আপনার লিখাটি পড়লাম... হাসি নিয়ে অনেকের অনেকের মন্তব্যও চোখে আটকালো ভালোভাবেই...

অবশ্য ভাবছিলাম... বেনামে মন্তব্যগুলো হয়তো আপনারই হয়ে থাকবে... তা যথেষ্ট সুন্দর...

এর ভেতরে যেটা সব থেকে ভালো লেগেছে তা হলো...'' সুখ হলো পথ চলা, এটি কোন গন্তব্য নয়। ''... অদ্ভুত সুন্দর কথা...

আমার জানামতে অনেক দেশেই হাসির চর্চার জন্য গ্রুপ করেছেন অনেক মানুষ... কিছু মুভিতেও দেখা যায়, দিনের একটি সময়ে বা সপ্তাহের একটি দিনে অনেকে মিলে হাসি চর্চা করছেন... মজারই বটে...

হাসি একটি গম্ভীর পরিবেশকে সরল করে ফেলে আবার কখনো কখনো হাসি বিভ্রান্তির সৃষ্টি করে থাকে... তাই আমার মনে হয় হাসি অবশ্যই ভালো, তবে সেটা পরিমিত হলে সব থেকে ভালো... যদিও আমি প্রচুর হাসি... কখনো কখনো দম আটকে যাবার মতো হয়ে যায়...

চমৎকার পোষ্টের জন্য শুভেচ্ছা... মাঝখানে খুব অনিয়মিত হবার জন্য আপনার এদিকে আসাই হয়ে ওঠেনি... আশাকরছি সামনে আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে...

মইনুল ভাইয়ের জন্য
শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, মন্তব্যের অনেক তথ্য দিয়েছেন, প্রিয় অদৃশ্য :)

‘সুখ হলো পথ চলা...’ আসল জায়গায় দৃষ্টি পড়েছে আপনার!
ভালো লাগলো :)

হাসি অবশ্যই পরিমিত হতে হবে। একমত।
পরিমিত হতে হতে এক সময় হাসি কমে যায়... সেটাই আলোচ্য বিষয়।

আমিও প্রচুর হাসতাম। এখন শুধু হাসির দাগ আছে, হাসি নেই :(

ব্লগে অনিয়মিত হলে ক্ষতি নেই... স্বাভাবিক জীবন কাটুক ভালোমতো :)
অনেক শুভেচ্ছা আপনার জন্য, অদৃশ্য :)

২৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ!

এসেছেন,
হেসেছেন,
বিদায় হোন,
খেলা ফাইনাল!

ভাই, হাসির সাথে আছি, কবি দুঃখ পূজে, তার ফুল হচ্ছে হাসি, যে সুন্দর হাসে, তারে ভালোবাসি!

মইনুল ভাই, আপনার বাস্তবের হাসি কি আপনার ছবির মত সুন্দর নাকি ফটোশপ বা আলোকচিত্রীর কারসাজি? ( স্রেফ কিউরিয়াস )

শুধু হাসিকামনা নয়, আপনার জন্য রইলো অট্টহাস্যকামনা! :) :D :#) B-)) =p~ =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার মন্তব্য পড়ে একদিন ধরে হাসছি :)

আমার অস্ত্র আমাতেই প্রয়োগ!
আপনাকে বলে রাখছি, এই ছবির জন্য ক্যামেরার পেছনে ছিলো একজন বিশেষ কুটুম ;) (এল্লা বুঝেন!)

আপনার জন্যও অট্টহাসি কামনা করছি।
হাসলে অট্টহাসিই হাসবো, যা থাকে কপালে :P =p~ =p~ =p~

২৫| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

ভোরের সূর্য বলেছেন: অফ টপিকের জন্য সবসময় আপনার লেখা পড়ি। আর আনকমন টপিক হলে কি হবে সবগুলোই জীবনের সাথে সম্পর্কিত।
ভাল লাগলো। ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভোরের সূর্য, আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

হাসি আমাদের গুরুত্বপূর্ণ টপিক হয়ে ওঠুক। অন্যসব দ্বিতীয়।
জীবন হাসির হোক। বাকি সব ঠিক হয়ে যাবে...

আপনার ভালো লাগাতে আমি খুশি...
ভালো থাকা হোক... :)

২৬| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: মইনুল ভাই, আমার সমস্যা হল যতোক্ষণ কেউ ামাকে কাতুকুতু না দিবে ততোক্ষণ হাসি আসে না :-B

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকে হাতের নাগালে পেলে যে প্রথমে কী করতাম, তা তো বুঝতেই পারছেন...

এবার তাহলে একটু হাসুন ;) !:#P =p~

ধন্যবাদ, প্রিয় সাদা মনের মানুষ :)

(অনেক দিন পর আপনার সাথে বাতচিত হলো)

২৭| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: সংবিধিবদ্ধ পরামর্শ: বিপরীতলিঙ্গের মানুষের সাথে যথানিয়মে হাসুন! B-)
........নয়ম জানতে মুন্চায় :-B

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নিয়ম জানতে মুন্চাইলে আপনার ‘হেতেরে’ জিগাইলেই পারেন... X(

যার সাথে যে সম্পর্ক তার সাথে সেরকম হাসি... এবার বুঝলেন ফডো ভাই! :)

দ্বিতীয়বার আগমনে বিশেষ কৃতজ্ঞতা গ্রহণ করুন! :D

২৮| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এসব কই পান আপনি? জানাবেন...

বহুদিন পর এভাবে ছাই দিয়ে আমারে ধরার জন্য ধন্যবাদ... )

২৯| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হাঁসতে হাঁসতে কাইন্দা লাইছি :((

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আবার কানতে কানতে হাইসা হালাইবেন... :)


হাসির বিকল্প কেবল অট্টহাসি ছাড়া আর কিছু নেই :)


কথাটি খেয়াল রাখবেন, প্রিয় সাদা মনের মানুষ :)

৩০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হাবিজাবি পাইতে এখানে ক্লিক করেন

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, কা.... দ্দিন ভাই ;)

৩১| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এটি কিন্তু এলকোহল, ইস্প্রাইট না... সাবধানে :)

৩২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অশেষ ধন্যবাদ.... জনাব :)

৩৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক শুভেচ্ছা সাদামন ভাই :)

৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

আম্মানসুরা বলেছেন: হা হা হা হা

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার মন্তব্যটি সবচেয়ে উপযুক্ত হয়েছে....
ধন্যবাদ আম্মানসুরা... হুহু...হাহা ;) =p~ =p~

৩৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

একলা ফড়িং বলেছেন: হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই
এই শোন না কতো হাসির
খবর বলে যাই!

ছোট্টবেলার খুব প্রিয় একটা কবিতা! :)


চমৎকার পোস্ট!


:) :D B-) ;) :#) B-)) :-B =p~


যান, সবরকম হাসি হেসে গেলাম :P

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বুঝা গেলো ইমো দিয়েও দুধের স্বাদ গুলে মেটানো যায় ;)
সামুতে হাসি বা ঠাট্টা করার জন্য অনেক ইমো আছে....

একলা ফড়িংকে সব রকমের হাসির জন্য সব রকমের শুভেচ্ছা :)

৩৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখা। আপনার হাসিটা কিন্তু বেশ প্রাণবন্ত।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
;) B-) :P

৩৭| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

গোর্কি বলেছেন:
হার্ট ভাল থাকবে এই আশায় আগে কারণে-অকারণে স্বাভাবিক এবং কৃত্রিম প্রক্রিয়ায় হাসার চেষ্টা থাকত। বেশ কিছুদিন আগে টিভিতে দেখলাম অতিরিক্ত হাসিখুশী মানুষেরা বেশীদিন বাঁচে না। তাতে নাকি হার্টের পেশীগুলোতে অত্যাধিক চাপের কারণে। তাই এখন স্বাভাবিক প্রক্রিয়াজাত হাসি ব্যতিত গম্ভীর থাকার চেষ্টা করি। তাতে নাকি আয়ু দীর্ঘায়িত হয়। দোয়া করবেন। শুভকামনা রইল আর খুব ভাল থাকবেন।

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//এখন স্বাভাবিক প্রক্রিয়াজাত হাসি ব্যতিত গম্ভীর থাকার চেষ্টা করি। তাতে নাকি আয়ু দীর্ঘায়িত হয়।// :P

টিভি'র কথায় কান দিছেন? গভীরভাবে অবিশ্বাস করছি....
তবে ‌'প্রক্রিয়াজাত' হাসির বিষয়ে কৌতূহল জানিয়ে রাখলাম ;)

৩৮| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৭:০৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাইজান আপ্নে কইলেন, তাই কতগুলো যোগাড় কইরা দিলাম। বাংলা করণের দায়িত্ব আপনার ওপর বর্তাইয়া দিলাম আর আপনার এই বাড়তি দায়িত্বের জন্য দায়ী আপনার 'হুইটম্যানের ঘাস' অনুবাদটি। আমার কুনুতা দোষ নাইগা কিন্তুক।
আপনার ছয় দফা প্রস্তাবে জোড়াল সমর্থন রইলো। প্রস্তাব না মানা হইলে অট্টহাসিতে বলগের পিলা কাঁপাইয়া ফালামু চিন্তায়েন না। =p~ =p~ =p~


০১। Too often we underestimate the power of a touch, a smile, a kind word, a listening ear, an honest compliment, or the smallest act of caring, all of which have the potential to turn a life around.
Leo Buscaglia

০২। A warm smile is the universal language of kindness.
William Arthur Ward

০৩। A smile is a curve that sets everything straight.
Phyllis Diller

০৪। A smile is the light in your window that tells others that there is a caring, sharing person inside.
Denis Waitley

০৫। A gentle word, a kind look, a good-natured smile can work wonders and accomplish miracles.
William Hazlitt

০৬। Jesus wept; Voltaire smiled. From that divine tear and from that human smile is derived the grace of present civilization.
Victor Hugo

০৭। Smile, for everyone lacks self-confidence and more than any other one thing a smile reassures them.
Andre Maurois

০৮। A kind heart is a fountain of gladness, making everything in its vicinity freshen into smiles.
Washington Irving

০৯। Always keep your smile. That's how I explain my long life.
Jeanne Calment

১০। The happiness of life is made up of minute fractions - the little, soon forgotten charities of a kiss or a smile, a kind look or heartfelt compliment.
Samuel Taylor Coleridge

১১। Laughter is day, and sobriety is night; a smile is the twilight that hovers gently between both, more bewitching than either.
Henry Ward Beecher

১২। Wear a smile and have friends; wear a scowl and have wrinkles.
George Eliot

১৩। After every storm the sun will smile; for every problem there is a solution, and the soul's indefeasible duty is to be of good cheer.
William R. Alger

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও... বেশ কয়েকটি আমার কাছে চিন্তা-জাগানিয়া মনে হয়েছে।
১- ৬ - ১১ - ১৩ ইত্যাদি... আসলে সবগুলোই

ধন্যবাদ, প্রিয় বিদ্রোহী বাঙালি :)

ছয় দফায় একমত হবার জন্য বিশেষ ধন্যবাদ।

চলুন হাসি ধরে রাখি.... B-)

৩৯| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমিতো পুরাই ভেটকি মাছের ভেটকি দিয়া আছি। :D আপ্নে কী আছেন?
হাসি আসলেই শরীর এবং মন দুটোকেই সতেজ রাখে। আর এই দুটো সতেজ থাকা মানেই সব সতেজ হয়ে যাওয়া কিংবা যেতে বাধ্য।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাইরে! পারি না! :(

অজান্তেই হাসি বন্ধ হয়ে যায়। হঠাৎ কোথাও আয়না চোখে পড়লে দেখি আমি কত বিষণ্ন/বিরক্ত/চিন্তিত/গোমরামুখো হয়ে আছি। হাসি মিলিয়ে যায় অবচেতনে। হাসতে চেষ্টা লাগে, কান্নায় চেষ্টা লাগে না.... ওটা বরং স্বাভাবিক। অর্থাৎ সুখ/শান্তিতে থাকতে চাইলেও চেষ্টা লাগে। বুঝি। তবু পারি না ;)

মাঝে মাঝে মনে হয় গুলি মারি সুখের। আমি দুঃখী হয়েই থাকবো... তাতে কার কী! X(( B-)

৪০| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার আবার কী হইল? দার্শনিক টাইপ কতাবার্তা কইতাছেন মনে অয়।
ভাইজান বেশী কিছু দরকার নাই। বইমেলার বিখ্যাত হাসিটা ধইরা রাখতে পারলেই আপনার জীবন পার হইয়া যাইব।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি আমার কথায় দার্শনিকতা পাচ্ছেন... মর জ্বালা!
‘দার্শনিক টাইপ কথা’ যেন কীভাবে বলতে হয়?

এই ছবি কোথা থেকে এনে কোথায় লাগিয়ে দিলেন!
যাক। বাঁচলাম যে, ওই ছবিতে আমি নেই! ;)

৪১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

সায়েদা সোহেলী বলেছেন: :)

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, ঠিক তাই।

৪২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

তারছেড়া লিমন বলেছেন: ইসমাইল প্লিজ.. =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ দারুন কিছু তথ্য জানলাম.......

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাসিতেই জীবন কাটুক, যা হবার হবে....

অনেক ধন্যবাদ, জনাব তারছেড়া লিমন :)

৪৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:১৬

রাসেলহাসান বলেছেন: আমি না এই পোষ্টে কমেন্ট করেছিলাম?? :||
খেয়াল নাই। তয় আরেকবার বলে যাই সুন্দর পোষ্ট! ;)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আবারও আসার জন্য ধন্যবাদ, রাসেল হাসান :)


যত খুশি তত মন্তব্য দিন....
আমি তো আছিই :)

৪৪| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:৩৮

না পারভীন বলেছেন: কৃত্তিম উপায়ে হাসলাম একটু। মইনুল ভাই একটি ব্যপার লক্ষ্য করলাম আপনার আর আমার ব্লগের আইডির বয়স

০৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কৃত্তিম উপায়ে হাসার জন্য ধন্যবাদ...


হুম... তাই তো। আমাদের বয়স তো এক। আসল বয়স কিন্তু আমার বেশি...হুম :)

আমি তো ছবির মধ্যেও একটু মিল পাচ্ছি... :)

৪৫| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:০৪

না পারভীন বলেছেন: আমার ব্লগের শিরোনামের দিকে একটু নজর দিয়ে এলে খুশি হতাম। আমি নিশ্চিত আপনি সেটা দেখেন নি। :) :)

০৯ ই মে, ২০১৪ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘আজকের দিনটা অসাধারণ’ - সত্যিই দেখিনি।

নিচের গানটি কেমন, দেখুন তো:
"This is the day... that the Lord has made
We will rejoice ... and be glad in it..."



আমি যখন শুনেছিলাম, তখন খুব ভালো লেগেছিলো।

জীবন সম্পর্কে আপনার চিন্তাগুলো আমার ভালো লাগে।

শুভেচ্ছা জানবেন, ডাক্তার :)

৪৬| ০৯ ই মে, ২০১৪ সকাল ৭:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফেইক হাসি হাসলেও মানুষের মানসিক অবস্থা ইম্প্রুভ হয়।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খাঁটি কথা।

ম্যানুয়ালি হাসা যায়... (মানে দু’হাতের সাহায্যে)।
তবে ওটা একদম গুরুতর অবস্থায়... :)

ধন্যবাদ, এক্সট্রাটেরেস্ট্রিয়ার স্বর্ণা :)
হাস্যময় জীবন কামনা করি...

৪৭| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৮

এরিস বলেছেন: সংবিধিবদ্ধ পরামর্শ: বিপরীতলিঙ্গের মানুষের সাথে যথানিয়মে হাসুন! B-)

এই একটু আগেই লিখেন হাসুন হাসুন। আবার সতর্কিকরণ কেন!! পড়তে পড়তে ভাবছিলাম হাসি দেখিয়ে কার কার দিলে বাঁশি বাজিয়ে দেয়া যায়, দিলেন তো প্ল্যান সব মাটি করে!!!

কথা বলার সময় হাসি ধরে রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে লিখলেন "সেটি তখন রেকর্ড করে রাখতে হবে। " বন্ধুমহল এবং আমার মা, তাদের কাছেই শোনা কথা যে আমি মন খুলে হাসিনা, আমার হাসির শব্দ নেই। আব্বু বলতেন হাসিতে যে মানুষের শব্দ নেই সে মানুষ সুখী হয়না!! সুখী হওয়া না হওয়া নিয়ে মাথাব্যাথা নেই। কিন্তু আমি ন্যাচারালি হাসতে চাই, লোকে আমার সব হাসিকেই যেন সৌজন্যের হাসি বলে মনে না করে!!

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইয়ে, এরিস, মানে আপনার প্রোফাইল ফটোর মতো আপনার কি চোয়াল শক্ত? তাহলে চিন্তার কিছু নেই, কারণ আপনি কখনও ন্যাচারালি হাসতে পারবেন না ;) :P

বাবার কথায় ‘পাঁচতারা’ সম্মতি জ্ঞাপন করছি।
তবু যদি আপনি চান আস্তে আস্তে আপনার চোয়াল হাসির জন্য উপযুক্ত হোক, তবে উপরের নির্দেশমতো ‘অকারণে যত্রতত্র হুহু করে’ হাসতে হবে। এক্ষেত্রে ‘পাছেলোকে কিতা কইলো’ সেটা বিবেচনায় আনা যাবে না। :P

আপনার উজ্জ্বল হাসি-ময় জীবন কামনা করছি :)

৪৮| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:০১

এরিস বলেছেন: সেই আধা ডজন ব্লগারের নামের লিস্ট দিন, আমি পদধূলি নিতে চাই।

১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মানে, তাদের কদমগুলো বুছি করতে চান?

ব্লগার খেয়াঘাট, প্রিন্স হেক্টর, গল্পকার আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম... প্রমুখদের নাম উল্লেখ করা যায়... এছাড়াও পুলাপাইনের মধ্যে অনেক আছে। তাগো নাম কইলে আবার আমগোর মতো মুরুব্বিগোরে পাত্তা দিবো না... =p~ =p~ =p~

৪৯| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১

বেসিক আলী বলেছেন: বৌয়ের নাম হাসি আর শালির নাম খুশি।
শালি বৌয়ের শাড়ি পরে উল্টোদিকে ঘুরে কিজানি কর্তেছিলো, দুলাভাই এসে জড়িয়ে ধরলো, তখন শালি বলে ..... আরে আমি খুশি, খুশিতো।
দুলাভাই কয় আমিও খুশি :P :P :P

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

-হাহাহাহা! নামের বিড়ম্বনা অথবা দুলাভাইয়ের প্রবঞ্চনা, যেকোন একটা হবে আর কি ;)


পুরাতন পোস্টে মন্তব্য করার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানবেন, বেসিক আলী :)

৫০| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০

মুদ্‌দাকির বলেছেন:

অদ্ভুত একটা লেখা পড়লাম :| :| :) :D B-) =p~

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার মন্তব্যটিও কিন্তু অদ্ভুত....
বুঝা গেলো: আপনি কিন্তু অকৃত্তিম উপায়েও হাসতে জানেন ;)



প্রিয় মুদ্দাকিরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা........

৫১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জটিল... ++++++++

:) :) :) :) :) :) :)
:D :D :D :D :D :D :D
B-) B-) B-) B-) B-) B-) B-)
;) ;) ;) ;) ;) ;) ;)
:P :P :P :P :P :P :P
:#) :#) :#) :#) :#) :#) :#)
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))
:> :> :> :> :> :> :>
:-B :-B :-B :-B :-B :-B :-B
:-P :-P :-P :-P :-P :-P :-P
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

B-) ;)

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হাসি পৃথিবীর সবচেয়ে সস্তা ও সুন্দর জিনিসের মাঝে একটা।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হুম :)
কোনো ক্ষেত্রে হীরার চেয়েও দামি..... ;)


রেজওয়ানা আলী তনিমাকে অনেক শুভেচ্ছা।

৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

♥কবি♥ বলেছেন: আপনার ৬ দফার সাথে একাত্ততা ঘোষনা করছি। +++++++++ ++++++++++++++++++++++++++++++++++ এবং প্লাস।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





হাহাহা! ধন্যবাদ...... :)

৫৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৭:২৪

আনমোনা বলেছেন: দারুন পোষ্ট।
একটু হেসে নেই। :) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.