নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) তখন আমি উচ্চমাধ্যমিকে পড়ছি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক বন্ধু আমাকে জানালেন যে, আমাদের প্রিয় বঙ্গভূমিতে নাকি ইংরেজিতে কথা বলা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয়। আমি তো হতবাক। ইংরেজি প্রতিযোগিতা আবার কী জিনিস! তাই বিষয়টি সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে থাকলাম। তাদের এলাকায় কে কতটুকু সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে, তা নিয়ে প্রতিযোগিতা হয়। কারা এসব প্রতিযোগিতায় অংশ নেয়? মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকেরা। কীভাবে এবং কী বিষয় নিয়ে তারা ইংরেজিতে কথা বলে, তা নিয়ে প্রশ্ন থেকেই গেলো।
ঘটনাক্রমে কিছুদিন পর বন্ধুর এক আত্মীয় আসলেন ঢাকায় বেড়াতে। বন্ধুটি জানালেন যে, তিনি ইংরেজিতে খুবই পারদর্শী এবং এলাকায় খুবই পরিচিত। সঙ্গতকারণেই জিজ্ঞেস করলাম, “তবে তো তিনি ওই প্রতিযোগিতার একজন প্রতিযোগীও।” বন্ধুর উত্তর ইতিবাচক। কৌতূহল নিবৃত্ত করার একটি সুযোগ পেয়ে গেলাম। ভগ্নীপতি হওয়াতে তার সাথে মিশতে বেশি আনুষ্ঠানিকতা করতে হয় নি। অনেক কথার ফাঁকে ‘ইংরেজি প্রতিযোগিতা’ সম্পর্কে তাকে জিজ্ঞেস করে বসলাম। মনে হলো, জামাইবাবু অপ্রস্তুত। তার প্রথম প্রশ্ন হলো কীভাবে আমি ‘বিষয়টি’ জানলাম। “আরে এটা কোন প্রতিযোগিতা না।” তাহলে কী?
জানতে পারলাম, মুখস্ত করা ইংরেজি নিয়ে তারা প্রতিযোগিতা করতেন আর গ্রামের কিছু মানুষকে বোকা বানাতেন।
উদ্দেশ্য কী?
-উদ্দেশ্য কিছুই না – মজা করা।
তো কোথা থেকে আপনারা ইংরেজি ব্যবহার করতেন?
-ইংরেজির কি অভাব আছে নাকি? রচনা বই থেকে!
তাহলে তো প্রচলিত কৌতুকটি আবার বলতে হয়। অজপাড়াগাঁয়ে আবিষ্কৃত হলো এক বিস্ময় বালকের, যে জলের মতো হরহর করে ইংরেজি বলতে পারে। তার নিরক্ষর মা-বাবা এবং ইংরেজি না-জানা প্রতিবেশিরা তো তাকে মাথায় তুলে রাখে। এত ইংরেজি সে কীভাবে শিখলো! কোন একদিন কিছু ইংরেজি ভাষাভাষী লোকের আবির্ভাব হলো গ্রামে। হয়তো কোন গবেষণা বা বেড়াবার উদ্দেশ্য ছিল তাদের। গ্রামের লোকেরা ধরাধরি করে ওই বিস্ময় বালককে নিয়ে আসলো তাদের সামনে, ইংরেজি বলার জন্য। উপায়ান্তর না দেখে বিদেশি অতিথিরা ওই বালকের সাথে সৌজন্যতামূলক কিছু কথা জিজ্ঞেস করলেন। যেমন: হাই, হাউ আর ইউ ডুয়িং? অথবা, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ ফ্রম দিস ভিলিজ? ইত্যাদি। ছেলেটির কোন উত্তর নেই। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। গ্রামের লোকদের তো আর ‘তর’ সইহো হচ্ছে না! ততক্ষণে প্রায় সকলেই জড়ো হয়েছিলো তামাশা দেখার জন্য। তারা এই নিরবতায় হতাশ না হয়ে আরও উৎসাহ দিতে লাগলো। পরিস্থিতি যখন প্রেস্টিজের বিপরীতে চলে যাচ্ছিল, ঠিক তখন আচমকা মুখ খুললো ছেলেটি। হর হর করে ‘দ্য কাউ’ রচনাটি বলে ফেললো! ইংলিশ অতিথিরা একটি কথাও মাঝখানে বলতে পারলেন না! পারার কথাও না। গ্রামের মানুষও আগে থেকে ধারণা করেছিলো যে, তারা কিছুই বলতে পারবে না।
২) স্ট্যান্ডার্ড এবং শুদ্ধ ইংরেজিকে ‘কুইনস ইংলিশ’ বা ‘অক্সফরড ইংলিশ’ বা ‘বিবিসি ইংলিশ’ বলা হয়। তাছাড়া ‘কিংস ইংলিশ’ বলেও একটি বিখ্যাত গ্রামার আছে। অর্থাৎ দেখা যাচ্ছে, শুদ্ধ ইংরেজির বিষয়টি পুরোপুরি রাজা-মন্ত্রীদের বিষয়। এখানে শিক্ষার বিষয়টি তত জড়িত নয়।
আমাদের দেশে এখন ‘মিনিস্টারস ইংলিশ’ নামে আরও একটি স্ট্যান্ডার্ড চালু হয়ে গেছে, অনেকটা আমাদের অজান্তেই। আমরা খুব স্বাভাবিক দৃষ্টিতেই দেখি যে, ক্ষমতায় থাকলে কথা-বার্তায় ইংরেজির ব্যবহার বেড়ে যায়। সামনে আগেরই মতোই বাংলা-ভাষী মানুষ আছে, কিন্তু যেহেতু তারা মিনিস্টার, ইংরেজিতে কথা বলাকে একটি অত্যাবশ্যক ডেকোরাম হিসেবে তারা প্রতিষ্ঠিত করেছেন।
আরও আশাব্যঞ্জক বিষয় হলো, ‘মিনিস্টারস ইংলিশ’ বলে একটি কিম্ভূতকিমাকার ও মজাদার ‘স্ট্যান্ডার্ড’ তারা প্রতিষ্ঠা করেছেন। বঙ্গ এই দেশে মিনিস্টারস ইংলিশ মানে হলো ‘ইংরেজির ভেতরে বাংলা’ অথবা বাংলার অন্তরে বেনিয়া! উদাহরণ: রাজনীতির ভেতরে পলিটিক্স। এটি বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সৃষ্টি। আমাদের ধারণা, মিনিস্টারস ইংলিশ বলতে পারার কারণেই আজ তিনি মিনিস্টার!
আরও কিছু উদাহরণ: (এখানে পাঠক আরও কিছু যুক্ত করতে পারেন)
১) We are looking for শত্রুজ। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবর
২) I am একদম fed up। বর্তমান অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
৩) He should maintain some level of শিষ্টাচার। ঐ।
সর্বশেষ মিনিস্টারস ইংলিশটি অতি সম্প্রতি উৎপাতিত ‘হইয়াছে’।
একদম ফ্রেশ!
বলা বাহুল্য, উপরে কেবল প্রকাশিত দৃষ্টান্তগুলো ধারণ করতে পেরেছি। এরকম উচ্চমানের ইংলিশ তারা প্রতিদিন উৎপাদন করে যাচ্ছেন। অতএব, এখন থেকে যারা শুদ্ধ ইংরেজিতে কথা বলতে চান, তারা কুইনস ইংলিশ ‘ফালাইয়া দিয়া’ মিনিস্টারস ইংলিশে টকিং করুন! পিলিস!
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ!
এতদিন কোথায় ছিলেন, জনাব!
২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: We are looking for শত্রুজ। উনি এখন শ্বশুর বাড়িতে থাকলে এবং বর্তমানে উনার মন্ত্রিত্ব থাকলে আমরা আরও Minister’s English- পাইতাম।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কথা সইত্য...
আপনার নামের সাথে আমার লেখার শিরোনাম মিলে গেলো কীভাবে?
৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। ইংরেজিতে কথা বলতে পারাটা এত সম্মানের, জানতাম না। বুড়ো বয়সেও কত কী শেখার আছে! শেখার শেষ নেই। মিনিস্টার'স ইংলিশ! নতুন আবিস্কার। বাহ্ বাহ্ বাহ্।
চমৎকার রসরচনা। ধন্যবাদ, মইনুল ভাই।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, আপনিও তো হাসালেন, ভাইজান...
বুড়ো বয়সে দেখুন কত্ত কিছু শিখতে হচ্ছে...
ধন্যবাদ, আবুহেনা ভাই
৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪
ফিলিংস বলেছেন: I am একদম চোদনা হয়ে গেলাম।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এরা সবাইরে ওইডাই বানাইতাছে, যা আপনে কইলেন
আপনার ফিলিংস কিন্তু ভালো
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১
নীল জোসনা বলেছেন: মজা পেলুম ।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজাই মজা...
তয় মজার দেনেওয়া আমি নই, ‘তাহারা’
৬| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আই ক্যান টক ইংলিশ এন্ড আই ক্যান ওয়াক ইংলিশ
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াক থু ইংলিশ-এর কথা কইছেন, কাণ্ডারি ভাই
ধইন্যবাদ
৭| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫
অদৃশ্য বলেছেন:
ভাই হাসতে ইচ্ছা করতেছেনা... এমন ভুলভাল ইংলিশ বা বাংলিশতো আমি প্রায় সময়ই বলে থাকি... ওনাদের দোষ আর কি আমি নিজেইতো... হাহ হাহ হাহ...
মজা কিন্তু পেয়েছি...
শুভকামনা...
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজাই করলাম...
আপনার কথাও কিন্তু ঠিক। একদম হিদয়ে লাগলো
এর মধ্যে আমিও আছি।
কিন্তু সকলের ভুলের ওজন এক না,
আপনার মন্তব্যগুলো খুব ভালো লাগে আমার।
প্রিয় অদৃশ্যকে অনেক ধন্যবাদ
৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১
সোহানী বলেছেন: নিউ আইডিয়া... মিনিস্টার ইংলিশ...হাহাহাহাহা
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মিনিস্টারস ইংলিশে কথা বলুন, মিনিস্টারের কাতারে বসুন
৯| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টটা খুবই ভালো পাইলাম মইনুল ভাই। অবিলম্বে উনাদেরকে সাইফুর'স এর বিজ্ঞাপনের মডেল বানানো হোক। ।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছইপুরস হিংলিশ?!
ইয়া মাবুদ, আপনার আইডিয়া তো চমৎকার, কা-ভা
বিষয়টি মূল লেখায় যুক্ত করলে ভালো হতো...
আহা আপনার সাথে আগে যুক্তি করলেই হতো
১০| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২
ইমাম হাসান রনি বলেছেন: RIP ইংলিশ
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহাহা....তাহার বিদেহী বেনিয়া আত্মা শান্তিতে ঘুমাক
১১| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯
মহিদুল বেস্ট বলেছেন: মজা লইছি কিন্তুক
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজা লইছেন তো? ঠিকাছে...
আপনার নাম কিন্তুক লেইখা রাখলাম বিলের খাতায়
১২| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: বেশ মজার ইন্টারেস্টিং একটা পোস্ট মইনুল ভাই। মিনিস্টারস ইংলিশ কিন্তু আমি লাইক করি।
তবে এটা যদি নিয়মিত চলতে থাকে এবং বিস্তার লাভ করে তবে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাই আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে। তখন ইংরেজি ও বাংলার জীবনের লাইফটাই শেষ যাবে।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একে থামাবার কারও সাধ্য নাই
১৩| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬
অন্তরন্তর বলেছেন:
হাসি থামাতে পারছি না। মিনিস্টার ইংলিশ হাহহাহা। তবে
যাই বলেন আমরা উনাদের কল্যাণে কিছু আনন্দ উপভোগ
করতে পারছি, হাসতে পারছি প্রানখুলে এটার জন্য তারা
ধন্যবাদ পেতেই পারেন। আমাদের আনন্দ বা হাসি-খুশি
তো বাস্তব জীবনে নাই বললেই চলে যদিও তার কৃতিত্ব সেই
মিনিস্টার ইংলিশ প্রবক্তাদের।
তবে মইনুল ভাই সত্যি সত্যি বেশ মজার একটা পোস্ট।
অনেক ভাল লাগা জানালাম। শুভ কামনা ভাই।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... আপনি ধরতে পেরেছেন।
আমাদের নিরন্তর হাসিতে রাখার জন্য তারা কৃতীত্ব পাইতেই পারেন।
তয় বেশি কইয়েন না, শুনলে আবার অর্থমন্ত্রী সাহেব হাসির ওপর হ্যাট (হাসিতে এডেড ট্যাক্স) বসিয়ে দিতে পারেন
১৪| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগ ইজ চরম হিউমারাস।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মোক্ষম জবাব দিয়েছেন ভাইজান, শরমাইতেছি কিন্তুক
তবে ক্রেডিট গউজ টু দ্যা নেতাস
১৫| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮
নিজাম বলেছেন: ইংরেজি বাংলা মিশিয়ে বলার দুটো কারণ থাকতে পারে। প্রথমতঃ ঐ ব্যক্তি ইংরেজি বলায় অভ্যস্ত, বাংলা বেশি বলেন না বা জানেন না। ফলে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বাংলা-ইংলিশ গুবলেট করে ফেলেন। দ্বিতীয় কারণ হলোঃ ঐ ব্যক্তি বেশি ইংরেজি জানেন না। ফলে নিজেকে জাহির করার জন্য অথবা অতি পান্ডিত্য প্রকাশ করার জন্য বাংলার মাঝে মাঝে ইংরেজি শব্দ ঢুকিয়ে জগাখিচুড়ি পাকিয়ে ফেলেন।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি কিন্তু ধরে ফেলেছেন, ব্যাপারটা।
বিষয়টি এভাবেই বলেছিলেন ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
অনেক ধন্যবাদ
১৬| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
আমি ইহতিব বলেছেন: ভালো নাম দিয়েছেন ভাইয়া "মিনিস্টার ইংলিশ"
তবে আসাদুজ্জামান নূর এমন বলেছেন জেনে খারাপ লাগছে, ওনাকে আমি একটু অন্যরকম মানুষ বলে জানতাম।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অবশ্য উনি বলেছিলেন ইচ্ছাকৃতভাবেই মজা করার জন্য।
কিন্তু তালিকায় না রাখলে তো আবার মাইন্ডা খাবেন - তাই বাদ দিলাম না।
আমি ইহতিবকে অনেক দিন পর পেয়ে ভালো লাগছে
১৭| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫
ইছামতির তী্রে বলেছেন: He should maintain some level of শিষ্টাচার- মাল সাহেবের এই 'মাল ইংলিশ' পড়ে সকালে অনেক্ষণ হেসেছি। পাবলিক একটা।
চরম হয়েছে আপনার লেখাটা।
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘মাল ইংলিশ’ ... হাহাহা
আপনি তো আরেক লাইন ওপরে ওঠিয়ে দিলেন
১৮| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪
জুন বলেছেন: ওয়াও! অনেক ফানি লেখা মাইনুদ্দিন মইনুল
কিংস ইংলিশ, কুইন্স ইংলিশ আমাদের আম জনতার কোন ইংলিশ নাই
+
০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ক্রেডিট গউস টু নেতাস
মিনিস্টারস ইংলিশকে আপাতত আমজনতার ইংলিশ হিসেবে চালিয়ে যেতে পারেন। এটি একেবারেই স্বদেশে উৎপাদিত
জুন আপনাকে অনেক ধন্যবাদ
১৯| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০
নীলসাধু বলেছেন: এই বিভাগের প্রথম মিনিষ্টার উই আর লুকিং ফর শত্রুজ এর প্রবক্তা বাবর সাহেবকে করা হোক নাইলে এই নিয়ে বিতর্ক তৈরী হতে পারে। অবশ্য এতেও মাল সাহেব বলতে পারে আমার মতন একজন চোস্ত মিনিষ্টার থাকতে কেন বাবর সাকহেব এর প্রধান হবে? ইউ শুল্ড মেইনটেইন সাম লেভেল অফ শিষ্টাচার
ধন্যবাদ ভ্রাতা!
ভালোবাসা জানবেন।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সকল বিতর্কের উর্ধ্বে থেকে কারাবাসী বাবর সাহেবকেই আহ্বায়ক করা হয়েছে, জনাব
উনি ওখানকার দিকটা দেখবেন, আর ‘মাল’ সাহেব বাইরে দিকটা
ভালোবাসা আপনার জন্যও....
২০| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
মামুন রশিদ বলেছেন: Awesome হইছে
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘মিনিস্টারস ইংলিশ’ প্রয়োগ করে আপনি কি একটা গল্প উপুহার দিতে পারেন না এই অভাগা জাতিরে?
২১| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সায়েদা সোহেলী বলেছেন: স্টার সুপার স্টার ইংলিশ শুনিয়া কুপোকাত হয়েছিলাম এখন আবার মিনিস্টার ইংলিশ !!!
i কিন্তু always enjoy your ব্লগ পোস্ট !!!!
যখন দেখি ১৫ ২০ বছর ইংলিশ বলেও ডক্টর অফিসে গিয়ে কেউ বলছে , আই হ্যাভ এপার্টমেন্ট টুডে । !!
তখন সত্যি কান্না পায় , স্বজাতি বলে কথা
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুপার স্টার ইংলিশ? হ বুঝছি কার কথা কইছেন
//i কিন্তু always enjoy your ব্লগ পোস্ট !// :-&
আমার অস্ত্র আমাতে প্রয়োগ?!
এটা জাতি মেনে নেবে, মনে করছেন? মানবে না।
চাকরির এপার্টমেন্টের কথা তো বললেন না...
আসেন স্বজাতিরে লইলা রুটিন মাফিক কান্দি...
অনেক মজা দিলেন আপনিও!
শুভেচ্ছা জানবেন, সায়েদা সোহেলী
২২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই আনন্দের বিষয়!
৭২এর ব্যাচ বলে একটা কথা প্রচলিত ছিল একসময় সচিবালয়ে! হাজিরা এন্ড পাস ব্যাচ!!
ইনারা কি সেই ব্যাচের নাকি
সন্দেঅ কি এম্তে হয়? বৃক্ষ নাম ফলে পরিচয়
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহাত্তুরে ব্যাচের কথা আপনে জানলেন কিভায়?
সন্দেঅ অইতেছে
তবে আপনার ধারণা অমূলক নয়।
ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু। অনেক শুভেচ্ছা
২৩| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪১
কয়েস সামী বলেছেন: চরম একটা বিষয় তুইলা ধরসেন জনাব। ++++
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এঁরা তো দৈনিক চরম ঘটনা ঘটাচ্ছে... জনাব
আমরা কত লিখবো!
কয়েস সামীকে অনেক ধন্যবাদ।
২৪| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৬
একটি উদাসী মেয়ে বলেছেন: মজাই মজা , তবে নতুন জিনিস শিখলাম এইটা
আপনাকে অনেক thanks ,, and আপনার জন্য very good wishes
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, মজা পেলাম আমিও। ধন্যবাদ।
রঙ্গভরা বঙ্গদেশ। সবাই রঙ্গ জানে, খালি সঙ্গ দরকার।
উদাসী হয়ে থাকবেন না বেশি দিন...
২৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১০
বোধহীন স্বপ্ন বলেছেন: Late হওয়াতে দেরী হইয়া গেল পোস্ট পড়তে।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
২৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: You should maintain some level of শিষ্টাচার
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইহা কি আমাকে বলিলেন, জনাব?
শুভেচ্ছা
২৭| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
Hahah !!
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুহু - হা হা...
২৮| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
নিশাত তাসনিম বলেছেন: He should maintain some level of শিষ্টাচার।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
২৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৭
মহামহোপাধ্যায় বলেছেন: সব দেখি রাজা গজাদের ব্যাপার!! চাষা-ভুষার ইংরেজি আসিলে আমরাও বলিব
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, রাজা-গজাদের ভাষা
বেনিয়াদের ভাষায় কথা কী দরকার...
৩০| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন:
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, স্বপ্নবাজ অভি!
৩১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২০
আমিনুর রহমান বলেছেন:
ব্লগ থেকে দূরে ছিলাম না, কিন্তু কমেন্ট থেকে দূরে ছিলাম। একটু রেস্ট নিয়েছি কয়েক দিন
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো লাগলো আবারও পেয়ে...
ব্লগে মনের মানুষ না পেলে আড্ডা জমে না
ইশারায় কথা না বলতে পারলে কথা বলায় মজা নেই
বিশ্রাম কাজের অঙ্গ... অতএব...
শুভেচ্ছা
৩২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৪৯
রাসেলহাসান বলেছেন: ইংলিশ নিয়ে গবেষণা মুলক পোষ্ট ভালো লাগলো। কাউ রচনাটা বেশী ভালো লেগেছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা.... ধন্যবাদ রাসেল হাসান
বলুন ‘মন্ত্রীদের ইংলিশ’ নিয়ে....
শুভেচ্ছা
৩৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯
মোঃ ইসহাক খান বলেছেন: সরসতায় পূর্ণ পোস্ট।
শুভেচ্ছা জানবেন, সুধী।
০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সরস মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন, প্রিয় গল্পকার
৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১
মামুন রশিদ বলেছেন: 'মিনিস্টার ইংলিশ' মাথায় রাখলুম
০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম, মাথায়ই রাখুন, যেন অন্তরে স্থান না দেন
ফের মন্তব্যে ফের খুশি হলাম!
৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো তো, ভালো না?
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
'অনন্য দায়িত্বশীল আমি' কে ধন্যবাদ।
৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৯
লিরিকস বলেছেন: মোঃ ইসহাক খান বলেছেন: সরসতায় পূর্ণ পোস্ট।
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইসহাক খান আমার অতি প্রিয় একজন ব্লগার।
আপনাকে ধন্যবাদ
৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: ইয়োর পোস্ট ইজ একদম ফানি । আই লাইক ইট ।
( প্রথম অংশের গল্পটা কি সত্যি ?? )
পোস্টে + । ভালো থাকবেন ভাই
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঘটনা সত্যি। আবার জিগায়!
আপনিও তো মিনিস্টারস ইংলিশে মন্তব্য দিলেন...
গুড গুড!
৩৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: We are looking for শত্রুজ।
০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বন্ধু তুহিনকে অনেক শুভেচ্ছা!
৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩
ক্লান্ত তীর্থ বলেছেন: কিছুদিন আগেই এনএসইউ-তে এড মেকার প্রতিযোগিতায় অমিতাভ রেজা এই টপিক নিয়ে ধুয়ে দিয়েছিলেন!
আমাকে দিয়েছিলেন বিশুদ্ধ বাংলায় ৩০ সেকেন্ড কথা বলতে,
বললাম,"উত্তর-দক্ষিণ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আজকের কর্মশালা আয়োজন করার জন্য।আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।....."
পোস্টে প্লাস
১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মজা পেলাম।
তাহলে এবার বলুন...
‘ওয়ার্ল্ড ইউনিভাসিটি অভ বাংলাদেশকে’ কীভাবে বাংলা করবেন
ক্লান্ত তীর্থকে অনেক ধন্যবাদ
৪০| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
সাজিদ উল হক আবির বলেছেন: আহারে , শত্রুজ রে তো ঝুলায়া ধিব মনে হয়। অরম আংরেজি আর কোথায় শুইনব?
১৪ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কেন নয়, মন্ত্রী ছাড়া কি দেশ চলে? অতএব না শুনার কোন কারণ থাকতে পারে না
৪১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১১
অন্ধবিন্দু বলেছেন:
মইনুল,
বিভিন্ন ভাষার মিলন ঘটছে, বেশ তো !
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন্দ বলেন নি!
শুভেচ্ছা, অন্ধবিন্দু
৪২| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
কাজী মাসুক বলেছেন: সালাম ,বরকত যদি জানত তবে বলতো এ জন্য কি জীবন দিলাম
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তারা বেঁচে থাকলেও আজ আত্মহত্যা করতো।
ধন্যবাদ, কাজী মাসুক
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬
আমিনুর রহমান বলেছেন:
I am একদম fed up ...