নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

গল্পকার ও রম্যলেখক আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ!

১৬ ই মে, ২০১৪ সকাল ১০:৪১





প্রিয় সহব্লগার বৃন্দ, সামুতে তিনি নতুন হলেও বাংলা ব্লগে তার বিচরণ অনেক আগে থেকেই। বিভিন্ন পত্রপত্রিকায় তার গল্প প্রকাশ করে। ‘স্বপ্নবাসর’ তার একটি চমৎকার সামাজিক উপন্যাস (প্রকাশিত), যাতে লেখকেরই জীবনের বিচিত্র প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ উভয় সময়ের পটভূমি নিয়ে রচিত একটি অসাধারণ গল্পগ্রন্থ এটি। স্বাধীনতাপূর্ব সমাজ এবং অর্থনৈতিক জীবনের একটি বিশ্বস্ত রেফারেন্স বুক হিসেবেও ‘স্বপ্নবাসরকে’ বিবেচনা করা যায়। এমন গল্পকারের সাথে পরিচিত হতে পারা নিঃসন্দেহে গর্বের বিষয়।



বিগত জীবনের বিভিন্ন ঘটনা-উপঘটনাকে কেন্দ্র করে সাবলীলভাবে তিনি গল্প লিখে যেতে পারেন। অধিকাংশ গল্পই রসে টইটুম্বুর । প্রাকৃতিকভাবেই তিনি রসিক একজন মানুষ। তিনি আবুহেনা মোঃ আশরাফুল ইসলামপ্রথম আলো ব্লগ থেকে তার সাথে আমার পরিচয়। ২০১২ সালের বইমেলায় তার সাথে আমার প্রথম দেখা হলেও সেটিকে প্রথম বলা যায় না, লেখায় লেখায় তার সাথে আরও গভীর একটি সম্পর্ক তৈরি হয়েছে। সরকারি চাকুরি থেকে অবসর জীবন যাপন করছেন রাজশাহীর এই সিনিয়র ব্লগার। সামহোয়ারইন ব্লগে অনেক লেখা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সামুর গল্প সংকলক মামুন রশিদ নিশ্চয়ই তাকে ভালো জানেন। সামুতে তার সর্বশেষ গল্পটি প্রকাশিত হয়েছে গত ১৩ মে তারিখে । অতীব সজ্জন ব্যক্তি। বয়স হয়তো প্রৌঢ়ত্বকে অতিক্রম করবে, কিন্তু মনটি তার চিরতরুন। স্বভাবে সজীব, মানসিকতায় আধুনিক এবং সর্বোপরী একজন স্বদেশপ্রেমী লেখক। বর্তমানে সামুতে নিয়মিতভাবে তিনি লিখে যাচ্ছিলেন।



এতসবই বলছি, তাকে বর্তমান সময়ে ব্লগারদের সাথে পরিচিত করানো জন্য, যদিও আরও অনেক কিছু তার সম্পর্কে বলা যায়। গত কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি এখন সজ্জাগত রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ‘নিবিড় পর্যবেক্ষণে’ আছেন। আমার প্রথম অনুরোধ হলো, রাজশাহীর কোন ব্লগার থাকলে, তিনি যদি আমাদের পক্ষ হয়ে উপযুক্ত সময়ে সেখানে যোগাযোগ করেন, তাহলে অনেক বড় কাজ হয়। আমরা সকলে তার সুস্থতার জন্য প্রার্থনা এবং শুভ কামনা করতে পারি।



আমার কাছে তার ব্যক্তিগত ফোন নম্বর থাকলেও এসময়ে যোগাযোগ করতে বারণ আছে। কোনভাবে তার সর্বশেষ পরিস্থিতি জানতে পারলে অবশ্যই সহব্লগারদেরকে হালনাগাদ করতে চেষ্টা করবো। সকলের কাছ থেকে দোয়া কাম্য।









*** আপডেট ১৭ মে ২০১৪।

============================================



সহব্লগার আবুহেনা ভাইয়ের ছেলে আমাদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তার বুকের ব্যথা এবং শ্বাসকষ্ট আগের চেয়ে কমেছে। হাসপাতালেই তার চিকিৎসা চলছে। সহব্লগারদের সহবেদনার জন্য তিনি সকলের কাছে কৃতজ্ঞ।

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: জেনে খারাপ লাগছে । :( :(
আল্লাহর কাছে উনার সুস্থতা কামনা করছি ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, মাহমুদ ০০৭ :)

২| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:২৬

পার্থ তালুকদার বলেছেন: মন খারাপ করার মত সংবাদ। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক- এই কামনা।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মন খারাপ আমারও।

ধন্যবাদ আপনাকে, পার্থ তালুকদার।

৩| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: সুপ্রিয় গল্পকার আবুহেনা ভাই আমার প্রিয় একজন ব্লগার । গল্প পড়ার সুবাদে উনার সাথে অল্প সময়ে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে । একজন সিনিয়র মানুষ, গল্পে উনার সময় আর পরিবেশ দারুণ ভাবে ফুটিয়ে তুলেন । উনার লেখা গল্প খুবই মজার, এবং সাহিত্যমানের দিক দিয়েও উত্তম ।

উনার পরপর কয়েকটা বিষাদের গল্প পড়ে মনখারাপ করে অভিযোগ করেছিলাম । আমার অনুরোধে তিনি এই মজার গল্পটি লিখেছিলেন, যা পড়ে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল । গল্পটা পড়ে সবারই ভালো লাগবে । নিচে লিংক দিলাম,

চৌধুরী সাহেব এক কথার লোক ।

প্রিয় আবুহেনা ভাই বুকের ব্যাথা নিয়ে গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন । খবরটা পেয়েই মনটা খারাপ হয়ে গিয়েছে । মহান আল্লাহ তা'য়ালার কাছে দোয়া করি, আবুহেনা ভাই দ্রুত আরোগ্য লাভ করুণ । সুস্থ হয়ে মজার মজার লেখা নিয়ে আমাদের কাছে ফিরে আসুন ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম, আপনি দেখেছি আপনাদের মধ্যে ভাবের বিনিময়।

সর্বশেষ খবরে জানতে পারলাম, বুকের ব্যথা ও শ্বাসকষ্ট কমেছে। তবে তিনি হাসপাতালেই আছেন।

ধন্যবাদ, মামুন রশিদ ভাই।

৪| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:৪১

ফেরদাউস আল আমিন বলেছেন: আবুহেনা ভাই এর দ্রুত আরোগ্য লাভ কামনা করে দোয়া করছি।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, ফেরদাউস আল আমিন।

৫| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:৪২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অনেক লেখাই পড়া হয়নি তাঁর। :( পড়বো অবশ্যই যেগুলো বাকি আছে, আর এ মুহূর্তে এটাই চাওয়া আল্লাহ তাঁকে সুস্ততা দান করুন এবং তিনি তাঁর সুলেখনি নিয়ে আমাদের কাছে ফিরে আসুন শীঘ্রই...

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, অ্যানোনিমাস।

৬| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: আল্লাহর কাছে উনার সুস্থতা কামনা করছি ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, প্রিয় স্বপ্নবাজ অভি।

৭| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:০১

রিফাত ২০১০ বলেছেন: আল্লাহর কাছে উনার সুস্থতা কামনা করছি ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, রিফাত ২০১০।
আমরা চাই তিনি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুন।

৮| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪

সুমন কর বলেছেন: সৃষ্টিকর্তার কাছে উনার সুস্থতা কামনা করছি ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, সুমন কর।

৯| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দ্রুত সুস্থতা কামনা করছি।
আল্লাহ সহায় হোন।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, আশরাফুল ইসলাম দুর্জয়।

১০| ১৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


উনি আমার খুব প্রিয় একজন ব্লগার। দেখা করতে খুব ইচ্ছে করছে। উনার শীঘ্রই সুস্থতা কামনা করছি।

মইনুল ভাই দেখা করতে যাওয়ার কি কোন উপায় আছে ?

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রাজশাহী মেডিকেল কলেজ। পরিস্থিতি বেশি খারাপ হলে উপায় অবশ্যই বের করতে হবে।

সর্বশেষ খবরে জানতে পারলাম, বুকের ব্যথা ও শ্বাসকষ্ট কমেছে। তবে তিনি হাসপাতালেই আছেন।

আরও আপডেট থাকলে এখানে জানাবো।
ধন্যবাদ আপনাকে, প্রিয় কাণ্ডারি অথর্ব ।

১১| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম অত্যন্ত বড় মনের মানুষ এবং লেখক। আমার মত অনেকেরই তিনি শুভাকাংখী। নিঃস্বার্থ শুভাকাংখী। নিজেকে ফলাও করে প্রচারের কোন আকাংখা তাঁর মাঝে নেই। আমার মনে পড়ে, কোন এক পোষ্টের মন্তব্য কলামে তিনি আমাকে লিখেছিলেন, "... ... অধিকাংশ মানুষই আপনার মতো নয়। যে কোন সমালোচনাকে তারা আক্রমণ বলে মনে করে। তাই আমি কখনো কারো সমালোচনা করিনা ভাই। তারপরেও আমি আপনার পাশে আছি। যদি আপনার লেখার কোন ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে,(অন্তত আমার দৃষ্টিকোণ থেকে) তাহলে মন্তব্য কলামে নয়, মেসেজ দিয়ে জানিয়ে দেব। ... ... ... " আরো অনেক কথা অনেক সময় তিনি আমাকে বলেছেন। যা নেহাতই ভালোবাসার বহিঃপ্রকাশ। অথচ আমি উনাকে কখনো চাক্ষুস দেখিনি। ব্লগে ব্লগেই পরিচয়।
সুন্দর মনের এই ভালোমানুষটির জন্য আজ আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাচ্ছি। আল্লাহ্‌ তা'লা যেন উনাকে দ্রুত আরোগ্য করে তুলেন। আমিন!

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তিনি সেরকমই একজন মানুষ।

সেলিম ভাই, আপনাকে এখানে পেয়ে ভালো লাগছে।

ধন্যবাদ। দোয়াক করুন।

১২| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুস্থতা কামনা করছি ।

১৬ ই মে, ২০১৪ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, সেলিম আনোয়ার ভাই।
দোয়া করবেন।

১৩| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:১৯

জাতির বোঝা বলেছেন:

সুস্থতা কামনা করছি ।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,


আপনার ভেতরের মানুষটির পরিচয় আবার নতুন করে জানা হলো । ব্লগ তো একটি পরিবার , এরকমটাই তো হওয়া উচিত । ধন্যবাদ এ জন্যে ।


প্রার্থনা, উনি সুস্থ্য হয়ে উঠুন । পরম করুনাময় নিশ্চয়ই আমাদের কথা শুনবেন ।


১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ব্লগ সত্যিই আমাদেরকে বেঁধে রেখেছে। আপনার আন্তরিক মন্তব্যে আরও ঘনিষ্টতা বোধ করছি :)


রোগীর ব্যথার তীব্রতা কমেছে বলে খবর পেয়েছি।
চিকিৎসা চলছে।

অনেক ধন্যবাদ আপনাকে, আহমেদ জী এস :)

১৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পরম করুণাময়ের কাছে প্রিয় সহ ব্লগারের সুস্থতা কামনা করছি। বিষয়টি শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ মইনুল ভাইয়া। দেখা না হলেও সামুর সুত্রে আমরা সবাই একটা পরিবারের মতই। আশা করি উনি আবার শীগ্রি ফিরে আসবেন এই অনলাইন পরিবারে।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, রেজওয়ানা আলী তনিমা :)

রোগীর ব্যথার তীব্রতা কমেছে বলে খবর পেয়েছি।
চিকিৎসা চলছে।

শুভেচ্ছা!

১৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:০৪

জাফরুল মবীন বলেছেন: হে আল্লাহ!তুমি উনাকে পূর্ণ শেফা প্রদান কর কারণ তুমিই একমাত্র শেফা প্রদানকারী-আমীন।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমিন।

ধন্যবাদ আপনাকে, জাফরুল মবীন!

১৭| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৪৯

এহসান সাবির বলেছেন: আল্লাহর কাছে উনার সুস্থতা কামনা করছি ।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এহসান সাবির, আপনাকে ধন্যবাদ :)

১৮| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০৩

সাদরিল বলেছেন: ইনশাল্লাহ সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন আবার আমাদের মাঝে

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমিন, ধন্যবাদ সাদরিল :)

১৯| ১৭ ই মে, ২০১৪ রাত ১:৪২

ইমতিয়াজ ইমন বলেছেন: উনার জন্য প্রার্থণা , যেনো দ্রুত সুস্থ হয়ে উঠেন।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে, ইমতিয়াজ ইমন :)

রোগীর ব্যথার তীব্রতা কমেছে বলে খবর পেয়েছি।
চিকিৎসা চলছে।

২০| ১৭ ই মে, ২০১৪ ভোর ৪:২১

প্রবাসী পাঠক বলেছেন: আল্লাহর কাছে উনার সুস্থতা কামনা করছি ।

সুস্থ হয়ে উনি আবার ফিরে আসুক আমাদের মাঝে।

১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমিন!


রোগীর ব্যথার তীব্রতা কমেছে বলে খবর পেয়েছি।
চিকিৎসা চলছে।

ধন্যবাদ আপনাকে প্রবাসী পাঠক :)

২১| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৩

কোবিদ বলেছেন: আমাদের সবার অতি প্রিয় ব্লগার ও স্বজ্জন
আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম (হেনা ভাই)
অসুস্থ্য জেনে বিশেষ ভাবে উদ্বিঘ্ন। আমি তার আশু
রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ মইনুল ভাই
হেনা ভাইয়ের অসুস্থ্যতার সংবাদ গোচরে আনার জন্য

১৭ ই মে, ২০১৪ রাত ১১:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কোবিদ ভাই, আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন :)

২২| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: মাইনুল ভাই, আবুহেনা ভাইর নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়ে পরিবারের লোকদেরে অনুরোধ করুন তাঁরা যেন রোগীর বর্তমান অবস্থা আপনার নাম্বারে জানান।

১৭ ই মে, ২০১৪ রাত ১১:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিধু’দা আপনি এখানে আছেন? খুশি হলাম জেনে।

আবুহেনা ভাইয়ের বিষয়ে আপডেট ওপরে দিয়েছি। এখন পর্যন্ত তার অবস্থা উন্নতির দিকে।

ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন প্রিয় কবি :)

২৩| ১৮ ই মে, ২০১৪ রাত ৮:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আল্লাহ তাকে দ্রুততম সময়ে সুস্থতা দান করুন ।

১৮ ই মে, ২০১৪ রাত ৯:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমেন...

ধন্যবাদ আদনান শাহরিয়ার :)

২৪| ২০ শে মে, ২০১৪ বিকাল ৩:০২

অন্ধবিন্দু বলেছেন:

সুস্থতা কামনা করছি।

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, অন্ধবিন্দু :)


চিকিৎসার অগ্রগতির কথা শুনেছি....
আশা করি উনি শিঘ্রই ফিরে আসবেন আমাদের মাঝে....

২৫| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমেন...

তাসনুভা সাখাওয়াত বিথিকে অনেক দিন পর দেখলুম :)


ধন্যবাদ, সাথে থাকার জন্য।

২৬| ২০ শে মে, ২০১৪ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:
মহান সৃষ্টিকর্তা উনাকে দ্রুতই পুরোপুরি সুস্থ করুন আর উনি শিগগীরই আমাদের মাঝে ফিরে আসুন ।
আমিন ।

২২ শে মে, ২০১৪ রাত ১০:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রিয় আরজুপনি!
অনেক ধন্যবাদ, দুঃসময়ে পাশে দাঁড়ার জন্য :)

সহব্লগার আবুহেনা ভাই মোটামুটি সুস্থ হয়ে সামু+ সামু’র ব্লগারদেরকে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

অনেক শুভেচ্ছা জানবেন...

২৭| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফেইসবুকে আপনাকে কী নামে খুঁজবো? আপনার জন্য এখানে একটা মেসেজ রয়েছে।

শুভেচ্ছা জানবেন।

২২ শে মে, ২০১৪ রাত ১০:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি তো কবি নই, কবির আত্মীয়ও নই
-তবে কবির বন্ধু হই!
আমার অনেক কবি বন্ধু আছেন।

তাদের সাহসে দু’একটা লেখা জমা হয়েছে, যা দেখলে কবিতার মতো মনে হতে পারে। পড়লেই ভুলটা ভাঙবে! এরকম ৩টি লেখা আপনার বরাবর পাঠিয়ে দিলাম, ফেইসবুক ঠিকানায়। আপনিই নির্বাচন করে নেবেন।

অনেক শুভেচ্ছা জানবেন, সোনাবীজ ভাই :)

২৮| ২৩ শে মে, ২০১৪ রাত ১:২৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: উনি দ্রুতই সুস্থ হয়ে উঠূন, এই কামনা রইল।

২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রোফেসর :)

শুভেচ্ছা জানবেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.