নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

।।।।। বি’তে বিশ্বকাপ :P

১২ ই জুন, ২০১৪ রাত ৮:৩০





ফুটবলের বিশ্বকাপে যতগুলো দলই খেলুক না কেন

বাংলাদেশের জন্য মাত্র দু’টি দলই গুরুত্বপূর্ণ: ব্রাজিল আর আর্জেন্টিনা!

বাকি সব দেশ কেবলই অনুষঙ্গ।



প্রতিবারই বাঙালি চায়

ব্রাজিল অথবা আর্জেন্টিনা বিশ্বকাপটি জিতে নিক।

আবাহনী-মোহামেডানের বাংলাদেশে দু’টি পক্ষই দেখতে অভ্যস্ত।

জার্মানি, স্পেন, ইংল্যান্ডসহ অন্য কোন দল ফেভারিট হলেও...

ওখানে বাঙালির মন বেশিক্ষণ টিকে না।

ফিরে আসে ব্রাজিল আর আর্জেন্টিনার দিকে।

আকাশে বাতাসে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা।

যুবক-যুবতির গায়ে তাদের জার্সি।



ঘটনাক্রমে এবার ব্রাজিল আয়োজন করছে বিশ্বকাপ।

তাই ব্রাজিল টপ ফেভারিটে আছে...

দ্বিতীয় ফেভারিটে আর্জেন্টিনা।


বাছাই পর্ব থেকেই তাদের হুংকার শুনা যাচ্ছে...।

অতএব বাঙালির জন্য

এবারের বিশ্বকাপ একটু অন্যরকমই।







তো, কার হাতে যাচ্ছে এবারের বিশ্বকাপ?

ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেইন, জার্মানি

নাকি ইংল্যান্ড? এনি প্রিডিকশন?

এবিষয়ে জীবন্ত কিংবদন্তি ফুটবলের যাদুকর

পেলে’র ভবিষ্যদ্বাণীটি কী?

নিশ্চিত থাকুন, তার বিপরীত ফল হবে।



২০০২ সালে পেলে বলেছিলেন,

আর্জেন্টিনা আর ফ্রান্স খেলবে ফাইনাল ম্যাচ:


তারা কেউ প্রথম রাউন্ড অতিক্রম করতে পারে নি।

ব্রাজিলের বিষয়ে তিনি বলেছিলেন,

তারা গ্রুপ পর্বেই বিদায় হবে...

ফল হলো: তারা বিশ্বকাপ জিতলো!

১৯৯৮ সালে পেলে’র প্রিয় দল স্পেইন প্রথম রাউন্ডেই কাৎ!



তাই এবার পেলে’র অভিমতটি জেনে রাখতে হবে।

তবেই উল্টো ফলের জন্য নিশ্চিত হওয়া যাবে!

এ যেন বাংলাদেশের আবহাওয়া অফিস! ;)







এবার একটু প্রসঙ্গ ঘুরাই:

ভারতের বিজেপি (রাজনৈতিক দল)

মায়ানমারের বিজিপি (সীমান্ত রক্ষী)

বাংলাদেশের বিএনপি

দেশের ভেতরের ও বাইরের সব ‘বি’ নিয়ে

বি-ক্যাটেগরির সরকারের একদম ‘বিহাল’ অবস্থা। B-);)



এরই মধ্যে ব্রাজিলকে বিএনপি এবং

আর্জেন্টিনাকে আওয়ামিলীগ হিসেবে ধরে নিয়ে কেউ কেউ

মাঠের বাইরে খেলতে শুরু করেছেন...


এমনিতেই দিনকাল যা খারাপ পড়ছে,

ঘটনাকি আরও খারাপ হবে? ভ্রাত অথবা ভগ্নি? :|











------------------

আজ রাত ১২টায় পর্দা ওঠছে ফুটবল বিশ্বকাপের - দ্য গ্রেটেস্ট শো অন অাথ! সকল বিশ্বকাপীয় শুভেচ্ছা :)

২টায় প্রথম খেলা: ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল।

ব্রাজিল করুন আর আর্জেন্টিনা করুন: স্বদেশ থাকুক অন্তরে :)

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৩৭

অন্ধবিন্দু বলেছেন:

বাংলাদেশে দু’টি পক্ষই দেখতে অভ্যস্ত ! ;)
হাহ হাহ হাহ ...

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
:)

ধন্যবাদ অন্ধবিন্দু, আপনাকে!

২| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল জিতবে।

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভেচ্ছা আপনার জন্য, কবি সেলিম আনোয়ার :)

৩| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: আমরা দুটি পক্ষ দেখতেই অভ্যস্ত! ফুটবলের জয় হোক।

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম। দেশের ফুটবলের পুনরুত্থান হোক :)

ঢাকাবাসীকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...

৪| ১২ ই জুন, ২০১৪ রাত ১১:২৬

হাসান মাহবুব বলেছেন: আপনি কোন দল? নাকি আপনি করেন কোন্দল? B-))

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
উপরোক্ত দু’টির মধ্যেই পাক খাচ্ছি ভাই.... B-) ;)


হাসান মাহবুবকে অনেক শুভেচ্ছা...

৫| ১৩ ই জুন, ২০১৪ রাত ১২:০৭

প্রবাসী পাঠক বলেছেন: ব্রাজিল করুন আর আর্জেন্টিনা করুন: স্বদেশ থাকুক অন্তরে ।

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম, এখানে যেন পক্ষ সৃষ্টি না হয়...

প্রবাসী পাঠককে অনেক ধন্যবাদ :)

৬| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩২

মামুন রশিদ বলেছেন: প্রতিটা বিশ্বকাপ বিশেষজ্ঞদের সকল প্রেডিকশন চুরমার করে দিতে ভালোবাসে ।

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দর্শক হিসেবে সেটিই চাই আমিও।

ধন্যবাদ জনাব মামুন রশিদ ভাই :)

৭| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: তাই এবার পেলে’র অভিমতটি জেনে রাখতে হবে।
তবেই উল্টো ফলের জন্য নিশ্চিত হওয়া যাবে!
এ যেন বাংলাদেশের আবহাওয়া অফিস! .........

ভালো বলেছেন।

১৩ ই জুন, ২০১৪ রাত ৮:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
:)

ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে, কবি সুমন কর :)

৮| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৭

আরজু পনি বলেছেন:

ব্রাজিল করুন আর আর্জেন্টিনা করুন: স্বদেশ থাকুক অন্তরে

এটাই আসল কথা :)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, আরজুপনি :)

আর্জেন্টিনার জন্য একটু দোয়া করইন জানি B-) ;) :P

৯| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৩

মোঃ ইসহাক খান বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট।

শুভেচ্ছা জানবেন।

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এবার খেলাও ইন্টারেন্টিং হতে চলেছে...
আত্মঘাতি গোলের রেকর্ড হতে পারে :)

গল্পকার ইসহাক খানকে অনেক শুভেচ্ছা...

১০| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: পেলের কাছে ৫ টি বল থাকা উচিৎ ছিল !
পেলের কাছে ৫ টি বল থাকা উচিৎ ছিল !
পেলের কাছে ৫ টি বল থাকা উচিৎ ছিল !
পেলের কাছে ৫ টি বল থাকা উচিৎ ছিল !
পেলের কাছে ৫ টি বল থাকা উচিৎ ছিল !


কেননা ব্রাজিল ৫ বার জিতেছে ! কিন্তু একি পেলের হাতে মাত্র দুটি বল, তার মানে আন্নে আর্জেন্টিনা ;) ;)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
:P :P :P

কেন, ওপরের লেখাটিতে কি যথেষ্ট সাতন্ত্র্য রক্ষা করতে পারি নি, স্বপ্নবাজ অভি? আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি :(

৫টি বল থাকতে হবে? আর্টিস্ট হয়তো আর্জেন্টিনার পক্ষের ;)

১১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: পেলে সাহেব এইবার কী বলেছেন এইটা জানা তো খুব জরুরী দেখা যাচ্ছে!
উপরে অভির হইসে কী কে জানে! ব্রাজিল ৫ বার জিতসে এইটা বার বার বলে লাভ কি? ৫ আঙ্গুলের ছাপ তো আর তাতে কমেও না, বাড়েও না!

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//ব্রাজিল ৫ বার জিতসে এইটা বার বার বলে লাভ কি? ৫ আঙ্গুলের ছাপ তো আর তাতে কমেও না, বাড়েও না!//

খাঁটি কথা বলেছেন, কবি ৎঁৎঁৎঁ :)
ব্রাজিলের সমর্থকদের চাপে এবার মনে নিরপেক্ষ থাকা আর গেলো না B-) ;) :P

অনেক শুভেচ্ছা জানবেন...
আর নীল-সাদা দলের জন্য দোয়া করবেন, কেমন? :)

১২| ১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ব্রাজিল, আর্জেন্টিনা, হল্যান্ড , ইটালি জার্মানি এই ৫ টার যে কোন একটা কাপ নেবে ।

মেসির জন্য আমি চাইব কাপ আর্জেন্টিনার হাতে উঠুক ।
এমন একটা হাতে বিশ্বকাপ শোভা না পাওয়াটা দুঃখজনক ।

ভাল থাকবেন প্রিয় মাইনুল ভাই । :)

১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার ওপরের কথায় একটু অনিশ্চয়তা থাকলেও, মাঝখানের কথায় সব কিলিয়ার হয়ে গেলো। কথা খুবই পছন্দের হলো আমার কাছে.... B-) ;)

মাঝখানের কথাগুলোর মতো এরকম আরও বলতে থাকুন... B-)
ঝাতি ঝানুক!

অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় মাহমুদ০০৭ : )

১৩| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এখন পর্যন্ত নেদারল্যান্ড আর জার্মানিকে ভয়ংকর ঠেকছে।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখলেন মেক্সিকো কী দেখলো?
বিষয়টি ভালো লাগছে আমার :)

নতুন অথবা পিছিয়ে-পড়া অথবা আচমকা কেউ ওঠে আসুক এবার...
ধারণার সত্যতা আর চাই না...

প্রিয় আশরাফুল ইসলাম দুর্জয়কে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৪| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৩

মাসুদ রানা শুভ বলেছেন: আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, কারন এতে দেশের অর্ধেক বাঙ্গালী অন্তত শান্তি পাবে।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মাসুদ রানা শুভ, মন্তব্যের জন্য ধন্যবাদ।
ব্লগিং উত্তর বিনোদন।
কিন্তু অফিসের ব্যস্ততায় কি ব্লগিং করায় কোন স্বস্তি আছে?

ছুটির সময়ে ব্লগিং করুন...
আরও ভালো লাগবে... :)

অনেক শুভেচ্ছা :)

১৫| ২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৫১

আরজু মুন জারিন বলেছেন: এরই মধ্যে ব্রাজিলকে বিএনপি এবং
আর্জেন্টিনাকে আওয়ামিলীগ হিসেবে ধরে নিয়ে কেউ কেউ
মাঠের বাইরে খেলতে শুরু করেছেন...
এমনিতেই দিনকাল যা খারাপ পড়ছে,
ঘটনাকি আরও খারাপ হবে? ভ্রাত অথবা ভগ্নি X( X( X(

কি কান্ড আমাদের। তো আমার নিয়ম অনুযায়ী হওয়া উচিত আর্জেন্টিনা এবং আওয়ামী লীগ। আমি এদের ধারে কাছে নাই। আমি ধরে আছি বাংলাদেশ এর পতাকা। হ্যা খেলা অবশ্যই দেখছি দেখব। ...দেখতে দেখতে যার প্রতি মায়া আসে তাকে সাপোর্ট করব। আমার আবার যে দল হেরে যায় তাকে সাপোর্ট করা শুরু করি ,,,,বুঝেছেন।

চমত্কার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা নিয়ে পোস্ট। অনেক ভাল লাগল পড়তে। ধন্যবাদ রইল। শুভেচ্ছা জানবেন।

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আমি এদের ধারে কাছে নাই। আমি ধরে আছি বাংলাদেশ এর পতাকা। হ্যা খেলা অবশ্যই দেখছি দেখব। ...দেখতে দেখতে যার প্রতি মায়া আসে তাকে সাপোর্ট করব। আমার আবার যে দল হেরে যায় তাকে সাপোর্ট করা শুরু করি...বুঝেছেন।//


-হাহাহা! আমার মতো। আমার সাপোর্ট দুর্বলের প্রতি। খেলায় যে খারাপ করে, তার প্রতি আমার মন চলে যায়...

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, আরজু মুন জারিন আপা :)
শুভেচ্ছা জানবেন... :)

১৬| ২১ শে জুন, ২০১৪ সকাল ৮:৫৭

আরজু মুন জারিন বলেছেন: আমার সাপোর্ট দুর্বলের প্রতি ।

তার কারন আপনি দয়ালু ,ভদ্র ।আমি কিনা তা এখন বলতে পারবনা ।

২১ শে জুন, ২০১৪ সকাল ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা! বিশাল বড় প্রশংসা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা :)

মেয়েরা তো প্রাকৃতিক নিয়মেই দয়ালু।

১৭| ২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ঠিক যেকথাটা বলতে চাইছিলাম, বলে দিয়েছেন,

ব্রাজিল করুন আর আর্জেন্টিনা করুন: স্বদেশ থাকুক অন্তরে

ছিলামনা কদিন, কেমন আছেন??

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো ছিলাম, অ্যানোনিমাস...
আপনার অনুপস্থিতি বুঝা গেছে :)

আমিও তেমন নিয়মিত হতে পারি না :(

ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.