নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

দেশের বাইরে এসে শুধু সামু'তেই বাংলা পেলাম বাধাহীনভাবে!

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৯

আমার বিদেশী বন্ধুরা যখন বলতো ‌'তুমি কী পোস্ট দাও, শুধু বক্স দেখায়?' আমি তখন বেশি গুরুত্ব দিতাম না। মনে করতাম, এটি তাদের কম্পিউটারের সমস্যা। গত দু'বছরে ইংরেজিতে কোনকিছু লেখা প্রায় বাদ দিয়েছি। কী ফেইসবুক, কী ব্লগ - সবখানে বাংলা।



তিন বছর পর দেশের বাইরে এসে প্রথম ধাক্কাটি খেলাম ফেইসবুক থেকে। পেইজ খুলেছে, কিন্তু কিছুই পড়া যাচ্ছে না। আমার সবগুলো পোস্ট অস্পষ্ট সব বক্সে ঢেকে আছে। ফেইসবুকে যেসব বন্ধুর প্রোফাইল নাম বাংলায়, তারাও অপরিচিত হয়ে গেলো! শুধু ছবি দিয়ে চিনতে হচ্ছে। প্রথম আলো পত্রিকায় ক্লিক করলাম, একই অবস্থা! বাংলা ফন্ট ডাউনলোড না করলে বাংলায় লেখা কোন কনটেন্টস পড়া যাচ্ছে না। তাহলে ইউনিকোডের কী সুবিধা আমরা পেলাম?



অবশেষে সামুতে এসে বিস্ময় আনন্দে পরিপূর্ণ হলাম। 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' পাওয়া যাচ্ছে প্রায় ৪ হাজার কিলোমিটার দূর থেকেও! এখানে বাংলা পড়া যায়, বাংলায় লেখা যায়। অতিরিক্ত কিছু ডাউনলোড করতে হয় না। আমি যে কম্পিউটার থেকে এই পোস্ট লিখছি, এর সব এপ্লিকেশন অন্য ভাষার। এমনকি ইন্টারনেটের ইন্সট্রাকশনগুলোও ভিনদেশি। (ইংরেজিকে ইন্টারনেটে আর ভিনদেশি মনে হয় না।)



সুন্দর দু'টি লেখা স্টিকি হয়ে আছে সামু'র নির্বাচিত কলামের ওপর। নোটিশ বোর্ডে আমার দৃষ্টিতে সবচেয়ে আকর্ষণীয় একটি সুসংবাদ দেওয়া হয়েছে ব্লগারদের জন্য। ইত্তেফাকের হোমপেইজে আগে থেকেই সামু'র নির্বাচিত কলামের ৪/৫ টি পোস্ট দেখা যেতো। এখন থেকে ব্লগারদের লেখা আরও প্রচার পাবে এবং বিশেষ কিছু লেখা প্রিন্ট মাধ্যমে প্রকাশ পাবে। এটি ব্লগারদের জন্য বিরাট বড় সংবাদ। কর্তৃপক্ষ ভালো নেটওয়ার্কিং করছেন, বুঝা যায়। আমরা চাই, সামহোয়ারইন ব্লগ যেমন জৈষ্ঠ্য ব্লগসাইট, তেমনি তার জৈষ্ঠ্যতা ধরে রাখুক গতিশীল নেতৃত্ব এবং সময়োপযোগী ও কার্যকর সঞ্চালনা দিয়ে।



ওষুধের চেয়েও দরকারি হলো খাদ্য, কারণ আমরা খেয়ে বেঁচে থাকি; ওষুধ খাই কেবল অসুখ হলে। জীবন রক্ষাকারী খাবারের প্রস্তুত ও সরবরাহে কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিচ্ছে চিরকালের ভেজাল ও লোভী ব্যবসায়ীরা। এসব বিবেকহীন ব্যবসায়ীরা কীভাবে বারবার রক্ষা পেয়ে বারবার ফিরে আসে, আমরা সেটি জানি না। জানতে চাই-ও না। আমরা চাই নিরাপদ খাবার। যথাযথ মূল্য পরিশোধ করার পর নিরাপদ এবং পরিচ্ছন্ন খাবারটি খেতে পাওয়া আমাদের ন্যায্য অধিকার। সহব্লগার কাণ্ডারি অথর্বের অনুসন্ধানী পোস্টটি যেমন ‌'নাগরিক সাংবাদিকতার' চমৎকার দৃষ্টান্ত, তেমনি সময়োপযোগী।



পড়তে চাইলেও প্রিয় লেখাগুলো পড়ার সুযোগ পাচ্ছি না। তাহলে, বেড়ানোর সময় পাবো কই! যা হোক, সকলকে আসন্ন উৎসবের শুভেচ্ছা দেবার জন্য এই পোস্ট। উৎসবের পরই ফিরে আসবো চিরচেনা শহর, ঢাকায়! ফিরে আসবো প্রিয় কর্মজীবনে। একই পরম্পরায় ফিরে আসবো সহব্লগারদের কাছে। ফিরে এসে সাধ্যমতো ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবো। সকলকে পবিত্র দিনের আগাম শুভেচ্ছা! উৎসবের আনন্দে সকলেই মাতুন! :)

মন্তব্য ৬২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গোপনে দেশত্যাগ? আমরা কেউ কিছু জানলাম না। কবে কোন দেশে গেছেন, তাড়াতাড়ি কইয়া ফালান।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দুঃখিত! ফেইসবুকে অবশ্য একটি পাবলিক এনাউন্সমেন্ট দেওয়া হয়েছিলো ;)

তাড়াতাড়ি কইতাছি... দু’টি দেশে এবার বেড়ানো হয়েছে: ১) ভারত ও বাংলাদেশের পূর্বের দেশটিতে দু’দিন এবং ২) তারও পূর্বের দেশটিতে ১৪দিন।

ঈদের শুভেচ্ছা জানবেন আবুহেনা ভাই :)

২| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৪

অণুজীব বলেছেন: :)

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থেংকু, অণুজীব :)

৩| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: ঈদ মোবারক আপনাকে। তাড়াতাড়ি ফিরে আসুন সকলের মাঝে। আমি নিজেও এবার অনেক বছর পরে দেশে রোজার ঈদ করার সুযোগ পেয়েছি। সামু কতৃপক্ষ ও কিছু সহব্লগারের স্বপ্রণোদিত উদ্যোগে এবারের ঈদ আমার কাছে হয়ে উঠেছে বৈচিত্রময়।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তাড়াতাড়ি না ফিরে উপায় আছে!


ঈদ মোবারক! আপনার ঈদ বৈচিত্রময় হওয়ায় আমিও আনন্দিত...
মন্তব্যের জন্য ধন্যবাদ, মৃদুল শ্রাবন :)

৪| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদে মোবারক।

নিরাপদে উৎসব শেষ ফিরে আসুন।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অতএব... ব্যাক টু দ্য প্যাভিলিয়ন :)

ধন্যবাদ আপনাকে, বিদ্রোহী ভৃগু...
আশা করি ঈদ আপনার জন্য আনন্দের ছিলো! :)

৫| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫০

জুন বলেছেন: ঈদ মোবারক :)

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঈদ মোবারক (বিলেটেড! :( )
বাংকক থেকে ফিরবেন কবে, জুন আপা?

ফডো দেখাইয়েন.... :)

৬| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫২

ফা হিম বলেছেন: চার হাজার কিমি দূর থেকেও বাঁধ ভাঙ্গার আওয়াজ পাওয়া যায়। বাংলা এভাবেই ছড়িয়ে পড়ুক বিশ্বময়।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিষয়টি দেখে সত্যিই ভালো লেগেছিলো :)

ধন্যবাদ, ফা হিম :)

৭| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২০

জসীম অসীম বলেছেন: লেখা পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জসীম অসীম নামটি বেশ ভালো লাগলো :)
মন্তব্যের জন্য ধন্যবাদ!

৮| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৯

সুমন কর বলেছেন: আমাদের না বলে-কয়ে চার হাজার কি.মি. দূরে চলে গেলেন !! কাজটি ভাল করেননি। ফান।

আশাকরি, নিরাপদে পৌঁছেছেন এবং ফিরে আসবেন।
লেখা চমৎকার। আমরা যেখানেই থাকি না কেন, সামুকে মিস করি।

অগ্রীম ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রিয় সুমন কর, জানাতে না পারার জন্য দুঃখিত... :(

ভালোভাবে সব শেষ করে ফিরলাম।
সামুকে মিস করেছিলাম, যেমন আড্ডাকে মিস করি!

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

৯| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

মামুন রশিদ বলেছেন: শ্বশুর বাড়ি জিন্দাবাদ.. ঈদ শুভেচ্ছা :)

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ, প্রিয় মামুন রশিদ ভাই...

(বিলেইটেড) ঈদ মোবারক.... :)

১০| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯

তৌফিক মাসুদ বলেছেন: এখন থেকে বিদেশে থাকা আত্মিয় দের জন্য বাংলার পাশাপাশি ইংলিশেও লেখতে হবে দেখছি।

সামুর এমন কার্যকরী পদক্ষেপে আমারো ভাল লাগল। এখানে শুধু শুধুই কেউ রাজনীতিতে জরায় না।

ঈদ মোবারক অগ্রিম বড় প্রিয় ব্লগারের জন্য।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাংলা ডাউনলোড করে নিলেই হয়। বাঙালিদের জন্য ঝামেলা নেই। আমি ভাবলাম বিদেশীদের কথা - তারা কেন বাংলাকে আবার ডাউনলোড করতে যাবে!

সামু একাজটি সচেতনভাবেই করেছে। ভালো লাগারই বিষয়।

আপনাকেও শুভেচ্ছা, প্রিয় তৌফিক মাসুদ... :)

১১| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫২

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ মোবারক মইনুল ভাই।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও!
তবে একদিন দেরি হয়ে গেলো :(

অনেক ধন্যবাদ, প্রিয় প্রবাসী পাঠক :)

১২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৭:২১

ঢাকাবাসী বলেছেন: ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ এবং ঈদ মোবারক আপনাকেও, ঢাকাবাসী :)

১৩| ২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

হামিদ আহসান বলেছেন: ঈদ মোবারক .........................

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হামিদ ভাই... থেংকু... এন্ড ঈদ মোবারক :)

১৪| ২৭ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: :)

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থ্যাংকস, প্রোফেসর :)

১৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭

টুম্পা মনি বলেছেন: বিদেশে গেসেন? কেনু? :( :( :( :( :( :( আশার সময় আমাদের জন্য চকলেট নিয়ে আসবেন। :D :D :D :D :D

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আনছি... এহন দিমু কেমতে ;)

ধন্যবাদ...
টুম্পা মনি, আপনাকে অনেক দিন পর দেখতে পেলাম... :)

১৬| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শ্বশুর বাড়ি জিন্দাবাদ, আমিও টুম্পা মনির সাথে হাত তুললাম! আমিও চকলেট চাই. ....

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
স্বপ্নবাজ অভিকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...

চকলেট তো এনেছি...
চলে আসুন ফেবু’র পথ ধরে... :)

১৭| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

আমার জন্যে একটা/দুটো কয়েন আনলেই চলবে :D

ছোটবেলায় বিদেশ ফেরত আত্মীয়-স্বজনদের কাছে আমি দাবী এটাই থাকতো 8-|

ইদের শুভেচ্ছা রইল, মইনুল।

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
স্বজন হতে পেরে গর্বিত-কাম-পুলকিত ;)
কোন্ দেশের কয়েন আপনার নেই... আমাকে জানাবেন :)

প্রিয় সহব্লগার আরজুপনিকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...

১৮| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদের শুভেচ্ছা। আমার জন্য কি আনবেন ?

৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যা আনতে চাই, তাতে ওস্তাদের নিষেধ আছে B-)

তয় চকলেট আছে... আইয়া পড়েন... ফেবু’র পথ ধরে ;)

১৯| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫০

কালের সময় বলেছেন: মাইনুল ভাইয়া ঈদের শুভেচ্ছা নিবেন ঈদমোবারক

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ... এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা :)

২০| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৭

মামুন ইসলাম বলেছেন:
ঈদ
ঈদ.........মুবা,,,,,,,,,,,,,,,রক
রক
ঈদমুবারক

৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঈদ মোবারক...

২১| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা সুপ্রিয় ব্লগার । পোস্টে +

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেলিম আনোয়ার ভাই, আপনাকেও :)

২২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৩

হাসান মাহবুব বলেছেন: সামু বস।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৮:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হ্যাঁ, তা বলতে পারেন!

ধন্যবাদ ও শুভেচ্ছা :)

২৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঈদ তো এখন নাই। আপনে কই?

৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঈদ নাই মানেই হলো, আমি এখন আগের জায়গায় ;)

শুভেচ্ছা জানবেন, জুলিয়ান সিদ্দিকী ভাই...
ব্লগে আগের মতোইা ‘অনিয়মিতভাবে নিয়মিত’ হবার চেষ্টা করছি।

২৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, এহসান সাবির :)

আশা করি আপনার ঈদ ভালোয় কেটেছিলো...

শুভেচ্ছা অফুরন্ত!

২৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: কুন দ্যাশে গেলেন?

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি তো আমার ফেইসবুকের বন্ধু। আপনি তো জানেন... :)

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১:২০

আরজু মুন জারিন বলেছেন: মইনুল ভাই প্রথমে ঈদ মোবারক জানিয়ে যাই।ঈদ পরবর্তী শুভেচ্ছা।আপনার পোষ্ট তো ছিল।আমি খেয়াল করিনি ।দূঃখিত ভাই।

হ্যা আমি ও দেখলাম সামুর স্বয়ংসম্পূর্ন কিবোর্ড লাইক অভ্র।শুধু দুই একটা শব্দ আসেনা ঠিকমত।এমনিতে খুব গোছানো কি-বোর্ড।বড় ব্লগ ও।আমি ও সামুতে লিখতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি।

ভাল থাকবেন মইনুল ভাই।অনেক অনেক শুভেচ্ছা পুনরায়।

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুধু সামুতেই বাংলা দেখা ও লেখার সুযোগ পেয়েছিলাম। বাকিগুলোতে প্রবেশ করে দেখি: খালি ডাউললোডের কথা কয় X( B-)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...
শুভেচ্ছা আপনাকেও প্রিয় সহব্লগার!
সুখে কাটুক প্রবাস জীবন :)

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৯

মাহমুদ০০৭ বলেছেন: ঈদ শুভেচ্ছা প্রিয় মাইনুল ভাই :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও, প্রিয় মাহমুদ০০৭ :)

কথা হয় না অনেক দিন!

ভালো থাকবেন....

২৮| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি দেশে ফেরত আসার পরই আমি এ পোস্টটি পড়ছি ;) আমি স্বদেশেই নেট থেকে বিচ্ছিন্ন ছিলাম কিনা ;)

আমি পেনড্রাইভে সব সময় দরকারি কিছু ফন্ট নিয়ে ঘোরাফেরা করি, যদি মনে করি যে যেখানে যাচ্ছি সেখানে এ ফন্টটি পাওয়া না-ও যেতে পারে। দরকারি কিছু ফাইল ও এ্যাপ্লিকেশনস জিমেইলের ড্রাইভেও সংরক্ষণ করা যেতে পারে।

সুদূর থেকে আপনার বাংলা ব্লগিং করার অভিজ্ঞতা পড়ে ভালো লাগলো মইনুল ভাই।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘পেনড্রাইভে দরকারি কিছু ফন্ট নিয়ে ঘোরাফেরা’ করার চেয়ে ভালো কোন অভ্যাস হতে পারে না। অন্তত ব্লগারদের মধ্যে এরকম অভ্যাস সুবিধাজনকই নয়, কিছুটা ছোয়াবও বটে ;)

বাসা থেকে হলে কিছু দরকারি বিষয় সাথে থাকা একটি আন্তর্জাতিক মানের অভ্যাস! বিটিশ, মানে ইউকে অধিবাসীরা নাকি ভাংতি পয়সার একটি ব্যাগও হাতে রাখে। ছাতা, পানীয় জল, জরুরি ঔষধ... এসব তো আছেই B-) ;)

তাদের আমলে বাঙালিরা লোটা-কম্বল রাখতো। জানেনই তো!

মনে হয় ‘মেলা’ বলা হয়ে গেছে। আপনার সাথে মজা করার মধ্যে আলাদা একটা মজা আছে।

ভালো থাকবেন, সোনাবীজ ভাই :)

২৯| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন: ঈদ আশা করি আনন্দময় হয়েছে!

আবার নিশ্চয় কর্মব্যস্ত জীবনে প্রবেশ করেছেন? এই রকম রৌদ্র মেঘে-ই দিন কেটে যাবে আমাদের!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরে... কবি ৎঁৎঁৎঁ সাহেব যে! কেমন আছেন, ভাই? :)


খাঁটি কথাটি বলেছেন। মজা সব শেষ! আবার যেই লাউ সেই কদুতে ফিরেছি। আনন্দ নাকি বেশিক্ষণ টেকে না। দুনিয়ার সব নেতিবাচক প্রতিশ্রুতি সত্যি হয়ে যায়, সন্দেহাতীতভাবে :(

রোদ তো পাই না ভাই, খালি মেঘ :(

দোয়া করবেন, যেন মেঘের তলেই আনন্দের কেটে যায় দিন...
আপনার জন্যও একই কামনা.....

৩০| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মজার কথাগুলো অতুলনীয়। খুব উপভোগ করি। ;)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি তো বলেই খুশিতে আটকানা... ;) B-)

আমার সাইনবোর্ডে বলাও আছে যে ‘আড্ডা’ আমার ব্লগ লেখার প্রধান মতলব....

আবার এসে মজা দিয়ে যাবার জন্য আবারও ধন্যবাদ, ভাইজান..... :)

৩১| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫০

এম ই জাভেদ বলেছেন: শ্বশুর বাড়ি জিন্দাবাদ কেন মইনুল ভাই। ডাল্মে কুচ কালা হে !!!



বিদেশে বাংলাকে খুব মিস করা হয়, এমনকি ভিন দেশে ইংরেজি ভাষার মানুষকেও বাঙ্গালির মত আপন মনে হয়, বিশেষ করে যে ভাষার ভ বুঝা মুস্কিল হয়ে যায় =p~

২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//ভিন দেশে ইংরেজি ভাষার মানুষকেও বাঙ্গালির মত আপন মনে হয়//

-হাহাহা, কথা মিছা না!


এম ই জাভেদ ভাইকে অনেক দিন পর পেয়ে আনন্দিত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.