নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ঊনগল্প: 'প্রেক্ষাগৃহের পথে'

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০




প্রেক্ষাগৃহ-মুখী পান্থপথে অবধারিতভাবে দেখা মিললো জীর্ণ বস্ত্রের শীর্ণ দেহের এক বৃদ্ধার সাথে। যন্ত্রণায় কাতর, প্রসারিত হাত, অর্ধমুদিত চোখ। বিভিন্ন মূল্যের কাগুজে ও ধাতব মুদ্রা ছড়িয়ে আছে চারপাশে।


পথচারি উৎসাহিত হতেই পারেন তুচ্ছ বিবেচনা করে আরও কয়েকটি মুদ্রা ফেলে দিতে। খুবই মামুলি বিষয়, অনেকেই তো তাই করে। হয়তো বৃদ্ধাও তাই চাইতো। কিন্তু এবারই একটু ব্যতিক্রম করলো: পথচারির সাথে দৃষ্টির সাক্ষাতে দুর্বল হাতে বারণ করে দেয় বৃদ্ধা।


বিনোদন-পিয়াসী পথচারির অত সময় কোথায়! ঘাড়ের ঝাঁকুনিতে দ্বিধা কাটিয়ে অতঃপর প্রেক্ষাগৃহে প্রবেশ। আলো-আঁধারি বিনোদনকক্ষটিতে আবার এসে হানা দেয় সেই বৃদ্ধা। কেন সে সাহায্য নিতে চায় নি? এত বড় নিশ্চয়তা কোথায় পেল সে? কিন্তু তীব্র আলোর আচমকা উপস্থিতিতে মন ফিরে আসে বিনোদনচিত্রে।


বিনোদন শেষ। আরেকটি মর্মন্তুদ নাটক অপেক্ষা করেছিলো সেদিন পান্থপথে: বৃদ্ধা এবার নিথর দেহে শায়িত। হাত দু’টি প্রসারিত হলেও মুঠোবদ্ধ হয়ে আছে। বিদায়ের বার্তা কি আগেই জেনেছিল সে? কমলা রঙের আলোতে মানুষগুলোর ছুটে চলায় ফুটে ওঠে প্রহসন নাটকের দৃশ্য।

মন্তব্য ৬৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৩

আবু শাকিল বলেছেন: দুঃখিত মাইনুল ভাই।

লেখা মগজে ঢুকে নাই। =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মানে, আপনার ‘মাথার উপুর দিয়া গেছে’ ;)

যেতে দিন, সংকলনের জন্য তবু আমাকে দু’একটা গল্পো লেখতে দিন..... B-) ;)


শুভেচ্ছা, আবু শাকিল ভাই :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: বিদায়ের বার্তা কি আগেই জেনেছিল সে...........

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
থেংকু.... এসসান সাবির :)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমাদের এই বেঁচে থাকাই কি এক প্রহসন না?

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বেঁচে থাকাই প্রহসন........

ধন্যবাদ, কবি দুর্জয় :)

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

অদৃশ্য বলেছেন: Koster Mainul vai... Shuvokamona

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


লেখাটি পড়ার জন্য থেংকু, অদৃশ্য :)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:২৯

অন্ধবিন্দু বলেছেন:
কষে চড় মেরেছেন। কিন্তু বিনোদিত পাবলিক আমি এই চড়খানাকেও বিনোদন জ্ঞান করে হাততালি দিয়ে বসলুম। কিসের বৃদ্ধ কোথায় মুঠোবদ্ধ ! সবই বিনোদন মাত্র ...

অপ্রিয় মাঈনউদ্দিন মইনুল, দৃশ্যগুলো আমাদের বেশ প্রিয়।

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//কষে চড় মেরেছেন। কিন্তু বিনোদিত পাবলিক আমি এই চড়খানাকেও বিনোদন জ্ঞান করে হাততালি দিয়ে বসলুম। কিসের বৃদ্ধ কোথায় মুঠোবদ্ধ! সবই বিনোদন মাত্র ... //


হুম.... বিনোদন এবং অবশ্যই শিল্পও
যেমন, কবি পাবেন কবিতা, আঁকিয়ে পাবেন ‘অবজেক্ট’

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

ঢাকাবাসী বলেছেন: জটিল দৃশ্যের সমাবেশ!

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঢাকাবাসীকে অনেক ধন্যবাদ :)

৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: জীবনের রঙিন আলোতে সাদাকালো চরম বাস্তবতা আমাদের দুঃস্বপ্নেও হানা দেয় না , ছুঁয়ে যাওয়া তো দূরের কথা ।

ভালো থাকবেন অনেক ।

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ, অপূর্ণ রায়হান....... :)

৮| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এরকম বৃদ্ধা শুধু প্রেক্ষাগৃহগামী ফুটপাথে নয়, আমাদের অনেকের আশেপাশেই পড়ে থাকে, কখনো কখনো আপন গৃহে!!! এর বেশী কিছু নাইবা বলি।

ভালো থাকুন ভাই, অনেক ভালো।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম....
কখনও আপন গৃহে......
....সত্যি।


বোকা মানুষ, আপনি বোকা নন! :)

৯| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কেউ দেখেনা , কারো দেখার সময় নেই !

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম....

স্বপ্নবাজ অভি, আপনাকে ধন্যবাদ :)

১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

megher_kannaa বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।
হঠাৎ একটু থেমে ভাবতে বলে।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মেঘের কান্না, আপনাকে অনেক ধন্যবাদ :)

১১| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: কি বলব , লেখাটি পড়ে কিছুক্ষণ স্তব্দ হয়ে রইলাম। আমাদের বোধ ও বিবেক শাণিত হোক, আশেপাশের মানুষগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে দেখি---

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবি নাসরি চৌধুরী, কেমন আছেন?

কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন :)

১২| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সুমন কর বলেছেন: অাপনি ছাড়া এত সুন্দর করে অন্য কেউ এ বিষয়টি লিখতে পারত না। কঠিন সত্য তুলে ধরেছেন। কেউ দেখে না। এ নাটক চলে বাংলার ঘরে প্রতিনিয়ত।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিশাল বড় প্রশংসায় সকৃতজ্ঞ শুভেচ্ছা :)

সুমন কর, আপনার জন্য অনেক শুভেচ্ছা.......

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

জাফরুল মবীন বলেছেন: অন্যের কষ্টের খবর নেওয়া বা তা দূর করতে সাহায্য করার মত বিবেক প্রসূত মানসিকতা বিলুপ্তির পথে।দায়বদ্ধতার জায়গাটি দখল করেছে লৌকিকতা :(

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

‘দায়বদ্ধতার জায়গাটি দখল করেছে লৌকিকতা’...

সুন্দর করে বলেছেন।

জাফরুল মবীনকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪

কলমের কালি শেষ বলেছেন: নির্মম বাস্তব নির্ভর লেখা । ছোট্ট ভাষায় মেসেজটার গভীরতা অনেক । :(

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আমার সাথে গভীরতায় যাবার জন্য কৃতজ্ঞতা...

শুভেচ্ছা জানবেন, কলমের কালি :)

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত লেখা। এখন থেকে মাসে অন্তত একটা গল্প চাই আপনার কাছ থেকে।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তাই নাকি.....
আপনার মতো গল্পকারের মুখে মিথ্যা প্রশংসাও সুমধুর লাগে.... ;)

থ্যাংকস, হাসান মাহবুব :)

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

আমিনুর রহমান বলেছেন:



আবু শাকিল বলেছেন: দুঃখিত মাইনুল ভাই।

লেখা মগজে ঢুকে নাই। =p~ =p~


আপনার লিখার মতো এই মন্তব্যটাতেও লাইক দিলাম ! দুটোই দুর্দান্ত !

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা, যথার্থ মন্তব্য হয়েছে...... =p~ =p~ =p~

গল্প লেখা নয়, বিষয়টি শেয়ার করার জন্য এই প্রচেষ্টা।

আমিনুর রহমান ভাইকে ধন্যবাদ :)

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯

জসীম অসীম বলেছেন: Writing so nice. Like our life . This is our life. Stay better. After a long time i read your writing.Thanks.

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক দিন পর আপনাকে পেয়ে আমিও খুশি....

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, প্রিয় জসীম অসীম :)

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

খাটাস বলেছেন: অল্প শব্দের চিত্রপটে বাস্তব টা কোথায় যেন গিয়ে বিঁধল। অনন্য।
হাসান ভাই এর সাথে সহমত।
শুভেচ্ছা জানবেন মইনুল ভাই।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বিরাট বড় প্রেরণা। কিন্তু গল্প/কবিতা আমার কর্ম না, খাটাস ভাই....

আন্তরিক কৃতজ্ঞতা জানবেন... :)

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

টুম্পা মনি বলেছেন: ওরে খোদারে খোদা আপনি গল্প লিখে ফেলসেন দেখি। B:-) অনেক ভাল্লাগ্লো নতুন সুচনা। আরো লিখুন।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... খোদারে খোদা..... =p~ =p~
টুম্পা মনিদের সাথে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালাইতেছি.....

বাকি খোদার ইচ্ছা ;)

২০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫০

প্রবাসী পাঠক বলেছেন: মবীন ভাইয়ার মত করে যদি বলতে যাই, ' দায়বদ্ধতার জায়গাটি দখল করেছে লৌকিকতা"। তাতেও মনে হয় সঠিক বলা হয় না। লৌকিকতার চেয়েও বেশি কিছু হয়ত আমাদের বিবেককে দখল করে নিয়েছে। আমরা নিজেরা তো দায়িত্ব নিচ্ছিই না, আবার অন্য কেউ যদি দায়িত্ব নেন। তাহলে সেটাও হয়ে উঠে আমাদের জন্য বিনোদন। তাদের উপহাস করতে বিন্দু মাত্র দ্বিধা করি না আমরা।


গল্পে অনেক ভালো লাগা রইল। প্রতি মাসে অন্তত একটি করে হলেও গল্প চাই মাঈনউদ্দিন মইনুল ভাই।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিষয়টি শেয়ার করার জন্যই গল্প লেখার অপচেষ্টা.....

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন, প্রিয় প্রবাসী পাঠক :)

২১| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিনোদন-পিয়াসী পথচারির অত সময় কোথায়!

বিবেক তাড়িত হলাম মইনুল ভাই !!

ভালো থাকবেন ।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একটুখানি তাড়িত করতে পেরে আমি গর্বিত..... :)

অনেক ধন্যবাদ আপনাকে, স্বপ্নচারী গ্রানমা :)

২২| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

লিরিকস বলেছেন: আমার ভালো লাগা একটা গান দিয়েছি, যদিও ইংরেজী গান বলে মুছে ফেলা হবে, তারপরও একবার হলেও পড়বেন এন শুনবেন :) ভালো লাগবে।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

প্রিয় লিরিকসকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা........ :)

২৩| ২০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এক মিনিটের নাই ভরসা ........।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভুলে থাকতে চাই শুধু ভুলে থাকতে চাই.....
মনে পড়লেই বৈরাগ্য ভর করে


শুভেচ্ছা, রেজওয়ানা আলী তনিমাকে :)

২৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

লিরিকস বলেছেন: আমারা দারা অনুবাদ হবে না :( :(

ব্লগার রাজিব ভাইয়া পারতেন কিন্তু উনি তো ব্লগে আসেন না। আমি আর কাউকে চিনি না যে অনুবাদে দক্ষ।

ভাইয়া আপনিও একটু দেখুন প্লিজ।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


গান ও কবিতা অনুবাদ করা কঠিনই.... সমসাময়িকতাকে স্টাডি করতে হয়.... দেখি, বুঝতে পারলে লেখে যুক্ত করে দেবো মন্তব্যের ঘরে।

অনুবাদের জন্য আপনি তো আমাকে চেনে না ;)


শুভেচ্ছা ..... লিরিকস!

২৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

ডি মুন বলেছেন: বিষাদময়, দুর্দান্ত।

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দুর্দান্ত মন্তব্যের জন্য ধন্যবাদ, ডি মুন....
অনেক দিন পর পেলাম আপনাকে....
শুভেচ্ছা :)

২৬| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭

মামুন রশিদ বলেছেন: কমলা রঙের আলোতে মানুষগুলোর ছুটে চলায় ফুটে ওঠে প্রহসন নাটকের দৃশ্য।

নাগরিক ব্যস্ততা আর উৎকর্ষতার পেছনে ছুটে চলা প্রায়ান্ধ মানুষদের এর চেয়ে চরম কষাঘাত আর কিভাবে দেয়া যায়! দুর্দান্ত!! অসাধারণ!! গুলমরিচের ঝাঁঝ যেন..

এর পর থেকে তো আর ধানাই পানাই চলবে না ভাইয়া । জাত চিনিয়েছেন, এবার জাতক চাই যে নিয়মিত B-)

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনার মন্তব্যটিকে সনদ হিসেবে বাঁধিয়ে রাখতে চাই, যেন অন্যকে দেখিয়ে এবং নিজেও দেখে দেখে ‘ধানাই পানাই’ নিবারণ করার জন্য কিছু করতে পারি......

নিক/ছদ্মনামকে থিম করে একটি ‘অগল্প’ আছে... যেহেতু সেই ব্লগটি মারা গেছে, সেহেতু লেখাটি এখানে দিতেই পারি..... ;)

২৭| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২

আলম দীপ্র বলেছেন: আবু শাকিল বলেছেন: দুঃখিত মাইনুল ভাই।

লেখা মগজে ঢুকে নাই। =p~ =p~
:-/ :-/ :-/ B:-)

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ :)

২৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

জুন বলেছেন: মানে, আপনার ‘মাথার উপুর দিয়া গেছে’

যেতে দিন, সংকলনের জন্য তবু আমাকে দু’একটা গল্পো লেখতে দিন.....
=p~ =p~

তবে আপনার উন গল্পের ব্যপ্তি কিন্ত বিশাল আর গভীর মাইনুদ্দিন মাইনুল ।
+

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বুঝেছি, ঘটনার গভীরে আপনার দৃষ্টি ;)
অনেক প্রেরণা পেলাম বড়াপা!

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অন্ধত্ব প্রবাহমান কর্পোরেট দাসত্বের ৷

পাঠকের কলরবে জীবনের দর্শনখানি বোধহয় ধাপাচাপা পড়িয়া গেল ৷ বিবেকটুকু জাগ্রত থাকুক নিরন্তর ৷

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লেখাটি পড়ে মন্তব্য দেবার জন্য আন্তরিক ধন্যবাদ.........

অনেক দিন পর!

শুভেচ্ছা জানবেন :)

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬

লিরিকস বলেছেন: আমার মনে হয় সুমনের গানও আপনার খুব পছন্দ :)

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

‍"প্রথম আমি তোমাকে চাই!"
-এর ওপরে গান হয়?



লিরিকসকে অনেক শুভেচ্ছা.............

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

দীপংকর চন্দ বলেছেন: বিদায়ের বার্তা কি আগেই জেনেছিল সে?

অচেনা এক অনুভূতির জন্ম!

শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ধন্যবাদ কবি দীপংকর চন্দ...... :)

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯

আরজু মুন জারিন বলেছেন: empathy আমার এই শব্দটি পছন্দ ইংরেজীতে মইনুল ভাই । .সহানুভূতি দয়া,কাওকে সাহাযয করা নিঃসন্দেহে স্বর্গীয় তারচেয়ে গুরুত্বপূর্ণ অসহায় লোকটিকে তার জায়গায় দাড়িয়ে তারমত করেই উপলব্দি করা।এ ও ঠিক যে ওইভাবে উপলব্দি বা বোঝার চেষ্টা করি হয়তবা আপন কাছের মানুষদের।

অসাধারন একটি অনুগল্প লিখেছেন যদিও আপনার লেখার ভাবার্থ আমি সেই অর্থে বুঝিনি বলে ক্ষমাপ্রার্থী।আপনার গভীর অনুভব বুঝতে সময় লাগবে অনেকের আমার ও।তবে আমার যে আবেগটা হল সেটাই লিখলাম।আমি কিছুটা অভিভূত হয়ে আছি লেখার বিশেষত্বে।

ধন্যবাদ মইনুল ভাই অসাধারন লেখাটির জন্য।শুভেচ্ছা রইল।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার মন্তব্য ও আপনার বার্তা সদা আমায় আনন্দ দেয়..
এমপ্যাথি পছন্দেরই শব্দ....

লেখা একটা দিলাম, বুঝার কী কাম! ;)

আপনি কোথায় থাকেন.... ব্লগ লিখুন, মন ভালো থাকবে
(অবশ্য মন খারাপ থাকার প্রেক্ষিতে)

শুভেচ্ছা জানবেন, প্রিয় সহব্লগার :)

৩৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৩

আরজু মুন জারিন বলেছেন: লেখা একটা দিলাম, বুঝার কী কাম.।আপনি অনেক গভীর মনের মানুষ।লেখা গুলি হাই থটের।কথা বলেন খুব সহজ সরলভাবে মইনুল ভাই।আপনার এই বিশেষ দিক মন স্পর্শ করে যায়।

আমি অনেক টেনশনে আছি আমার জীবন,পরিবার,জব ,পারিপাশ্বিক নিয়ে।আমি লেখালিখি,আপনারা,আনন্দময় ব্লগ যে কি পরিমান মিস করছি সে আমি ই জানি।

আপনার চমৎকার লেখাটি পড়তে আবার ব্লগে ঢুকলাম।
অনেক অনেক শুভেচ্ছা/ভালবাসা আপনার জন্য।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সর্বদা ভালো থাকুন.... প্রবাস জীবন আনন্দময় হোক......
সময় পেলে ব্লগে লিখুন.... আপনার একটি পাঠক গোষ্ঠী আছে
তাদের প্রতি আপনার দায় আছে।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: খুব ভাল লিখেছেন। আরো লিখেন :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে, দ্য ইলউশনিস্ট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.