নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

দি বব্সের মনোনয়ন প্রাপ্তি উপলক্ষ্যে যাদের ভালোবাসায় ধন্য হয়েছি...

০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:২৬

গতমাসের (এপ্রিল) ৯ তারিখে ডয়েচে ভেলে (দি বব্স) থেকে একটি বার্তাযোগে আমাকে জানানো হয় যে, আওয়াজ দিয়ে যাই তাদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। খবরটি আমি পাই ৮দিন পর, অর্থাৎ ১৭ তারিখে। পিপলস চয়েসে আমাকে সেরা নির্বাচিত হতে হবে। সময় আছে ৩রা মে পর্যন্ত। কিন্তু ৮দিন পর খবর পেয়েও অনলাইন বন্ধুরা আমাকে নিয়মিত ভোট দিয়ে পঞ্চম থেকে দ্বিতীয় পর্যায়ে ওঠিয়ে নিয়ে আসেন। এখানে আমার উপভোগের বিষয়টি ছিলো সহব্লগারদের সাহচর্য্য এবং তাৎক্ষণিক সাড়া, যাতে আমি ঋদ্ধ হয়েছি।

অধিকাংশ ব্লগারের মতোই আমি লেখি আপনমনে। সেটি কারও দৃষ্টিতে পড়লে তা হয় অতিরিক্ত পাওয়া। এজন্য ডয়েচে ভেলে তথা দি বব্সকে কৃতজ্ঞতা জানাই। মুক্তচিন্তার প্রকাশকে তারা নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছে বহুদিন যাবত।


আমার ব্লগের লেখা দিয়েই আওয়াজ দিয়ে যাই নির্মিত হয়েছে। সেটি যখন মনোনয়ন পর্যন্ত গিয়েছে, আমি তাতেই আনন্দে আত্মহারা। তারপর আমার অনলাইন বন্ধুরা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার আনন্দ স্মৃতি হয়ে থাকবে আজীবন। এই সমর্থন ও সঙ্গে থাকা আমি কখনও ভুলতে পারবো না। ব্লগে সময় দিয়ে এরচেয়ে বেশি আনন্দ ক’জনে পেয়েছে আমি জানি না। কিন্তু আমার জন্য এটি যথেষ্ট থেকেও বেশি। আমি কৃতজ্ঞ!

বিশেষত জানা আপাকে ধন্যবাদ দেই অসুস্থতা সত্ত্বেও বারবার পোস্টে এসে খবর নেবার জন্য এবং এসএমএসযোগে অভিনন্দন জানাবার জন্য। সামুকে একটি পারিবারিক বন্ধনে আবদ্ধ করতে/রাখতে একজন মানুষ সবকিছু কোঅর্ডিনেট করেন, তিনি হলেন ব্লগার জানা। ধন্যবাদ দেই প্রিয় ছোটভাই কাল্পনিক ভালোবাসাকে লেখাটিকে একাধিকবার দৃষ্টি আকর্ষণে এনে আমাকে আরও বিখ্যাত বানিয়ে দেবার জন্য। মন্তব্যের ঘরে তার প্রেরণাদায়ক কথা আমাকে বিশেষভাবে সম্মানীত করেছে। সামু’র আন্তরিকতায় আমি সবসময় প্রীত হয়েছি।

খবর পাবার পরই তাৎক্ষণিকভাবে প্রচার শুরু করেছেন প্রিয় সহব্লগার জনদরদি আমিনুর রহমান। ব্লগে নিয়মিত না এসেও তিনি আলাদা একটি ‘টেকি পোস্ট’ দিয়ে নিজেরে অলসতা ভাঙার খসরত নিয়েছেন। আমি তার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আরেকজন ব্লগার ইমতিয়াজ১৩কে ধন্যবাদ জানাই। তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটি এসএমএস ক্যাম্পেইনের আয়োজন করেছেন। তাছাড়া প্রচারে পেয়েছি কুনোব্যাঙ স্নিগ্ধ শোভনসহ আরও ক’জন সহব্লগারকে। সকলের কাছে আমি কৃতজ্ঞ।



ডয়েচে ভেলের দি ববসের মনোনয়ন পাবার পর যাদেরকে সঙ্গে পেয়ে আমি ধন্য হয়েছি, তারা হলেন....

জানা, আমিনুর রহমান, কাল্পনিক ভালোবাসা, ইমতিয়াজ ১৩, মামুন রশিদ, নীলকণ্ঠ জয়, স্নিগ্ধ শোভন, মৃদুল শ্রাবণ, কুনোব্যাঙ (স্কাই ওয়াকার), ডি মুন, মাহমুদ০০৭, সোনাবীজ অথবা ধুলোবালি ছাই, প্রবাসী পাঠক, কাবিল, বিদ্রোহী ভৃগু, সোহেল আহমেদ পরান, বঙ্গভূমির রঙ্গমেলায়, এসএমফারুক৮৮, শায়মা, তপ্ত সীসা, প্রামানিক, আরজুপনি, প্লাবন২০০৩, ইমরান বেলাল, অন্ধবিন্দু, হাসান মাহবুব, আরণ্যক রাখাল, সুমন কর, ঘূণে পোকা, কলমের কালি শেষ, সেলিম আনোয়ার, খেয়া ঘাট, দিশেহারা রাজপুত্র, মিন্টুর নগর সংবাদ, হামিদ আহসান, কামরুন নাহার বীথি, মনিরা সুলতানা, চাঁদগাজী, জিনান শুভ, রিকি, লীন প্রহেলিকা, বৃতি, মাসুদ রানা, বোকা মানুষ বলতে চায়, বাড্ডা ঢাকা, ঢাকাবাসী, সুফিয়া, তোমাদাচি, মুহাম্মদ জহিরুল ইসলাম, ইছামতির তীরে, দৃষ্টিসীমানা, রোদেলা, পার্থ তালুকদার, মায়াবী রূপকথা, তাহসিনুল ইসলাম, সচেতনহ্যাপী, শামছুল ইসলাম, তাপস কুমার দে, জুন, নূর মোহাম্মদ নূরু, এফ.কে আশিক, মোদদাকির, আহমেদ জী এস, পরিবেশ বন্ধু, রেজওয়ানা আলী তনিমা, ফেরদৌসা রুহী, জুপিটার মুহাইমিন, কালের সময়, ইখতামিন, অলওয়েজ ড্রিম, তুষার কাব্য, জনাব মাহাবুব, আবু শাকিল, ভোরের সূর্য, মুদ্রা সংগ্রাহক, নাসরিন চৌধুরী এবং লাইলী আনজুমান খানম লায়লা।

ঘুড়ি ব্লগ থেকে নীলসাধু, রব্বানী চৌধুরী, এম এ কাশেম, আয়শা আহমদ, কামাল উদ্দিন, আলভী, শহিদুল ইসলাম প্রামানিক (সামুর প্রামানিক), পুলক বিশ্বাস, হামিদ (সামুর হামিদ আহসান), শিল্পী ফেরদৌসী, সাঈদ চৌধুরী, তৌফিক মাসুদ, রুকসানা হক, মোঃ মালেক জোমাদ্দার, একজন, শওকত আলী বেনু, মেজদা (কোহিনূর) এবং মোহাম্মদ জমির হায়দার বাবলা।

শব্দনীড় ব্লগ থেকে মুরুব্বী, সৌমিত্র চক্রবর্তী, আনু আনোয়ার, নীল সঞ্চিতা, মোঃ আমিনুল ইসলাম, নাজমুন নাহার, দীপঙ্কর বেরা, আহমেদ রব্বানী, কবীর হুমায়ূন, মামুনুর রশিদ এবং নারী।


আওয়াজ দিয়ে যাই নামে একটি ফ্যান পেইজ আছে যার উদ্দেশ্য হলো ব্লগের গুরুত্বপূর্ণ লেখাগুলোকে প্রমোট করা। সামু’র জনস্বার্থ সংশ্লিষ্ট লেখাগুলোকে শেয়ার করা হয়েছে অনেকবার। সেখানে সামু, ঘুড়ি এবং আওয়াজ দিয়ে যাই সাইট থেকে পোস্টগুলোকে প্রমোট করা হয়। সহব্লগাররা লাইক দিয়ে যুক্ত হতে পারেন। কিছু লেখা আছে যা ব্যক্তিগতভাবে শেয়ার করা যায় না, একটি পাবলিক মাধ্যম থাকতে হয়। এজন্যই এই উদ্যোগ





--------------------------
তালিকাটি অসম্পূর্ণ, কারণ ব্লগে মন্তব্য দেন নি এরকম অনেকে (ফেইসবুকার) সহযোগিতা দিয়েছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা :)

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৩০

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: তাই নাকি!!

০৩ রা মে, ২০১৫ রাত ১০:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার লেখা আপনাকে স্বাগত জানাই, জনাব!
শুভেচ্ছা জানবেন।

২| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়াজ দিয়ে যাই - আরও সমৃদ্ধ হোক। মানবকল্যানে আরও ক্ষুরধার লেখনি আর উদ্যোগ নিয়ে সমৃদ্ধ হোক সামনের দিনগুলোতে!!!!


রাজনৈতিক বিবেচনা অনেক সময় গুরুত্বপূর্ন হয়ে উঠলেও মৌলিক সৃজনশীলতা সবসময়ই শ্রদ্ধার্হ।

এগিয়ে চলুক- আওয়াজ দিয়ে যাই :)

০৩ রা মে, ২০১৫ রাত ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাদের মতো ক্ষুরধার লেখনী হলে আরও গর্ব করতে পারতাম। আপনার যুক্তিগুলো আমার খুবই পছন্দ।


আবারও কৃতজ্ঞতা জানবেন, বিদ্রোহী ভৃগু :)

৩| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো ব্যাপার মনে হচ্ছে। ববস জিনিসটা কি? ডি ডব্লিউ তে গিয়ে কিচ্ছু বুঝিনাই। ওইখানে লিখে কে? কিভাবেই বা লিখে?

শুভকামনা রইলো।

০৩ রা মে, ২০১৫ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ওরা বিভিন্ন দেশের অনলাইন একটিভিস্টদের স্বীকৃতি দেয়। ওইখানে গিয়ে কিছু লেখতে হয় না।ওদের হোমপেইজে গেলে আরও জানতে পারবেন।


আপনার জন্যও শুভ কামনা :)

৪| ০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,





আপনার সাফল্যে আমরা যেমন গর্বিত তেমনি আপনার "ভালোবাসায় ধন্য হয়েছি..." স্বীকারোক্তিতে ও আপ্লুত ।

আরও আরও সাফল্য অনায়াস হোক আপনার ।

০৩ রা মে, ২০১৫ রাত ১০:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার উপস্থিতি সবসময়ই আমার জন্য আনন্দের, জনাব।
আবারও কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা :)

৫| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো আপনার জন্য ।

০৩ রা মে, ২০১৫ রাত ১০:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ, কবি!

আজ আপনার দু নৌকায় পা রাখার সফলতা দেখলাম ;)



শুভেচ্ছা নিরন্তর!

৬| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: ভোট করার অপশন তো খুইজা পাইলামনা। আরিফ ভাইও আছে দেখি। উনারেও ভোট দিতাম। বাকী কাউরে চিনিনা। :)

০৩ রা মে, ২০১৫ রাত ১০:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... আজ শেষ দিন। আর দরকার কী....!

৭| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে ২ নাম্বার এইটা শিওর, কিন্তু আরিফ ভাইরে ২ টা দিতে পারলেই এক লাফে চারে চইলা আসবেন। ;)

কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলাম, সব মিলাইয়াও ভোট ১৬০০ কোনমতে পার হইছে। এরমধ্যে নিশ্চয়ই নিজেদেরই মাল্টিপল কিছু ভোট আছেই। এইসব নিয়া তাইলে চিন্তা করে খুব কমই মানুষ, ২-৩ বছর আগেও যেইটা অনেক ছিলো। ভোটিং টা ফেসবুকে হইলে কত ভোট কাস্ট হইতো দেখতে ইচ্ছা করতেছে।

০৩ রা মে, ২০১৫ রাত ১০:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
স্বীকৃতি পেলে ভালো হতো, কিন্তু পাবো বলে কখনও লেখি নি। এসব নিয়ে একদম মাথাব্যথা নেই। একটা উপলক্ষ্য করে আপনাদের সাহচর্য্য পেলাম, সেটাই মজার বিষয় ছিল :)

৮| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৫৭

রিকি বলেছেন: প্রত্যেকদিন একবার করে ভোট দিতে কিন্তু ভুল হইনি ভাইয়া...তারপরেও কেমনে কি :( :( :( তবে বিজেতা এবং বিজিত দুইজনেই সমান বিজয়ের অধিকারী হয় কোন না কোন দিক দিয়ে ভাইয়া...Best regards সবসময় থাকবে আপনার সাথে.

০৩ রা মে, ২০১৫ রাত ১১:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//প্রত্যেকদিন একবার করে ভোট দিতে কিন্তু ভুল হইনি ভাইয়া//

ওটাই আমার বড় পাওয়া.... এজন্য কৃতজ্ঞতার শেষ নেই।
ভালো থাকবেন, রিকি :)

৯| ০৩ রা মে, ২০১৫ রাত ১১:২৬

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার সাফল্যের সহযোগী হতে পেরে ভাল লাগছে ।প্রতিদিন ই একবার সরণ
করেছি ।অনেক শুভ কামনা ।

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রতিদিনই একবার স্মৃত হবার উপলক্ষ পেয়ে আমি আনন্দিত। অনেক ধন্যবাদ এবং শুভ কামনা.... দৃষ্টিসীমানা :)

১০| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:৫৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: আওয়াজ শুনার জন্যে , অনন্তকালের জন্যে কান খাড়া করে রাখলাম :) ... শুভ কামনা ।

১০ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, মুহম্মদ ফজলুল করিম :)

১১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:৫৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়াজ দিয়ে যাই - আরও সমৃদ্ধ হোক। মানবকল্যানে আরও ক্ষুরধার লেখনি আর উদ্যোগ নিয়ে সমৃদ্ধ হোক সামনের দিনগুলোতে!!!!


রাজনৈতিক বিবেচনা অনেক সময় গুরুত্বপূর্ন হয়ে উঠলেও মৌলিক সৃজনশীলতা সবসময়ই শ্রদ্ধার্হ।

এগিয়ে চলুক- আওয়াজ দিয়ে যাই :)

১০ ই মে, ২০১৫ রাত ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পাশে থাকার কথা মনে থাকবে, বঙ্গভূমি!
অনেক ধন্যবাদ :)

১২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:০৫

সোহেল আহমেদ পরান বলেছেন: আপনার প্রতি এই যে রিকগনিশন- মনে হুচ্ছে এটা আমার নিজেরও।
অনেক শুভকামনা প্রিয় মইনুল ভাই

১০ ই মে, ২০১৫ রাত ৮:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিশাল বড় কথা বললেন, সোহেল আহমেদ পরান ভাই। পরান জুড়িয়ে যায়!

১৩| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:০৫

মো: আশিকুজ্জামান বলেছেন: মইনুল ভাই সামুতে একটা একাউন্ট খুলে ফেলাম। শুভকামনা রইল।

১০ ই মে, ২০১৫ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্.... অনেক খুশি হলাম, আশিকুজ্জামান ভাই। এবার নিয়মিত লেখুন তো!

১৪| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভকামনা আগেও ছিল এবং সব সময় থাকবে ----

১০ ই মে, ২০১৫ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন, লাইলী আরজুমান খানম লায়লা আপা :)

১৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১২:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: শুভকামনা থাকলো আপনার জন্য!
ভাল থাকবেন সব সময়!!

১০ ই মে, ২০১৫ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, কামরুন নাহার আপা :)

১৬| ০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:০৪

কাবিল বলেছেন: আপনার সাফল্যের সহযোগী হতে পেরে ভাল লাগছে ।
শুভকামনা
ভাল থাকবেন।

১০ ই মে, ২০১৫ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকে পাশে পেয়ে অনেক খুশি হয়েছি।
মনে থাকবে।

১৭| ১০ ই মে, ২০১৫ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: পোস্টটি দেখতে দেরী হয়ে গেলো । :(

অনেক অনেক ভাল লাগলো মইনুল ভাই । আপনার জন্য রইলো অশেষ শুভ কামনা ।

১০ ই মে, ২০১৫ রাত ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পোস্ট পড়তে না পারা... খুবই স্বাভাবিক বিষয়! আমি কত্ত পোস্ট মিস করেছি! :(

মন্তব্যের জন্য ধন্যবাদ, কলমের কালি। শুভেচ্ছা জানবেন :)

১৮| ১৩ ই মে, ২০১৫ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: মইনুল ভাই, চেষ্টা করেছিলাম আপনাকে উপরে নেয়ার জন্য কিন্তু পারি নাই। তারপরেও আপনাকে দ্বিতীয় স্থানে পেয়ে খুশি। ধন্যবাদ

১৪ ই মে, ২০১৫ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা! তা তো দেখেছি। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে। একটি মজার স্মৃতি হয়ে থাকবে।

শুভেচ্ছা জানবেন... প্রিয় ছড়াকার!

১৯| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:৪০

আরজু পনি বলেছেন:

পোস্টটা অফলাইনে একাধিকবার দেখেছি। কিন্তু ব্লগে কিছুটা অনিয়মিতভাবে নিয়মিত থাকার কারণে আসা হয়নি ।
অনেক শুভেচ্ছা রইল, মইনুল।

আশাকরি সামনে আরো অনেক সুদিন আসবে যখন আপনার পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠানে আমাদের যাওয়ার সুযোগ হবে ।
ভালো থাকবেন ।

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //ব্লগে কিছুটা অনিয়মিতভাবে নিয়মিত থাকার কারণে আসা হয়নি ।//

:)

অনেক ধন্যবাদ.... প্রিয় আরজুপনি
ভালো থাকবেন....
দেরিতে উত্তর দেবার জন্য দুঃখিত :(

২০| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রায় দেড় মাস পরে জানতে পারলাম আপনার এই পোস্টের কথা। তবে প্রতি দিন ৩টি করে ভোট দিয়েছিলাম। কিন্তু প্রথম বানাতে পারি নি। ভবিষতে এমন কোন কাজ সুযোগ আসের আরো জোরাল ভাবে পাশে থাকার অঙ্গিকার করছি।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি কোথায় থাকেন আজকাল? ব্লগ ছাড়া কোথায় সময় নষ্ট করেন ভাই! ;)

অনেক ধন্যবাদ....
ভালো থাকবেন... এবং ব্লগে থাকবেন :)

২১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভিনন্দন ও আগামী বাড়তি সাফল্যের কামনা রইলো। অজস্র শুভকামনা।

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা.... :)

হাই তনিমা! কেমন আছেন? আপনার বিলেতি জীবনের কোন হালনাগাদ গল্প নেই? ;)

অনেক ধন্যবাদ... ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.