নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। আমাকে আমার প্রশ্ন: কী খবর... ব্লগ নিয়ে এত গবেষণা করলেন, অথচ এখন ব্লগে দেখাই যাচ্ছে না কেন?
আমার উত্তর: গবেষণা করি নি - পড়াশোনা করেছিলাম। তারপর যা উপলব্ধি হয়েছে, তা-ই তাৎক্ষণিকভাবে লেখে দিয়েছি।
২। আআপ্র: তার মানে হলো, আপনি আজকাল আর পড়ছেন না! তাই লেখছেন না? কী লজ্জার বিষয়!
আউ: আংশিক সত্য। আজকাল কাজের পড়া ছাড়া 'পড়ার জন্য পড়া' তেমন হচ্ছে না। কাজের পড়ায় বেশি আনন্দ পাচ্ছি মনে হচ্ছে। কাজকর্ম বিষয়ক লেখাগুলো ব্যক্তিগত ব্লগে তুলে রাখছি।
৩। আআপ্র: এখানে নয় কেন? যা ব্যক্তিগত ব্লগে দিতে পারেন, সেটি তো এখানেও প্রকাশ করতে পারেন। ব্লগের মায়া কি কমে গেলো?
আউ: এখানে প্রকাশ না করার অনেক কারণের মধ্যে একটি হলো, পাঠকের মন্তব্যের উত্তর দিতে পারবো না বলে। ব্লগের জন্য আগের মতোই মায়া আছে এ কথা বললে মিথ্যা হবে। তবে ব্লগকে মন থেকে মুছে ফেলি নি। এটা অনেক ব্লগারের জন্য সহজ কাজ নয়। তবু মায়া একটু কমে গেছে। মায়া-মহব্বত-ভালোবাসা প্রেমিকার প্রতিও এক থাকে না সবসময়।
৪। আআপ্র: তো বলছেন, মায়া কিছু কমেছে। সবকিছুর পেছনে কারণ থাকে। ব্লগের প্রতি মায়া কমে যাওয়ার কারণটা কি সহব্লগারদের জন্য শেয়ার করা যায়?
আউ: কাজের ব্যস্ততা আছে, এটি আগেও ছিল। তবু একে বাতিল করা যায় না। এটি একটি কারণ। অন্যদিকে, নানাভাবে ব্লগও তার আকর্ষণ হারিয়েছে। কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠাতাদেরও ব্লগের প্রতি মায়া কমেছে। এটিও প্রকৃতির নিয়ম। অথবা বলা যায়, তাদের কর্মপন্থায় পরিবর্তন এসেছে।
৫। আআপ্র: এসব কারণ দেখিয়ে যদি ব্লগে না আসেন, তবে কি বিষয়টি একটু আত্মকেন্দ্রিক হয়ে গেলো না? ব্লগের প্রতি ব্লগারের দায় বলে তো একটা বিষয় আছে। সেটি কি আপনি করছেন?
আউ: অভিযোগ মেনে নিচ্ছি। আত্মকেন্দ্রিক সমাজের প্রভাব আমার ওপরও পড়েছে। কিন্তু আমার অধিকাংশ পোস্টই ব্লগ এবং ব্লগের উন্নয়ন বিষয়ক। ব্লগের প্রতি ব্যক্তিগত দায় থেকে ব্লগার এবং কর্তৃপক্ষ সবারই জন্য লেখেছি। এই ব্লগেই আছে। মুছে ফেলিনি। সময় বদলেছে, ব্লগারদেরও রকম বদলেছে। পড়ার অভ্যাস বদলেছে। মাঝেমাঝে মনে হয়, আমার লেখার প্রাসঙ্গিকতা এসময়ের ব্লগে নেই। এর দায়ও হয়তো আমারই।
৬। আআপ্র: এসব যুক্তি ব্লগে না আসার কারণ হিসেবে যথেষ্ট নয়। যা হোক, এবার একটি 'সার্বজনীন প্রশ্ন' করি - ব্লগারের সাক্ষাৎকার নিলে এটি জিজ্ঞেস করতে হয়। 'ব্লগ আর আগের মতো নেই' এবিষয়ে আপনার অভিমত কী?
আউ: সহমত। ব্লগ আর আগের মতো নেই, এটি সার্বজনীন সত্য কথা। ব্লগ হলো সময়ের সাক্ষী। সময় ও নদী এক জায়গায় থাকে না। অতএব ব্লগও আর আগের মতো নেই। তবে আক্ষেপের বিষয় হলো, ব্লগ খারাপ আর শূন্যতার দিকে মোড় নিয়েছে। এটি হতে দেওয়া উচিত ছিল না। কিছু মানুষ বা প্রতিষ্ঠান থাকা উচিত, যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়াবে। তারা আজ তেমনভাবে নেই। মান্না দে'র কফিহাউস (কলকাতার কলেজ স্ট্রিট) যেমন স্নিগ্ধতা হারিয়ে শুধুই প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, ব্লগের অবস্থা আজ ঠিক তেমন।
৭। আআপ্র: এর কারণ কী? কী উপায় আছে এ থেকে বের হবার?
আউ: এ থেকে বের হবার কোন উপায় দেখছি না, কারণ এমন পরিস্থিতি একদিনে একজনের মাধ্যমে হয় নি। এটি অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে। ভেতরে হয়তো অনেক কারণই আছে, কিন্তু বাইরের (সামাজিক ও রাজনৈতিক) কারণগুলো বড়ই খতরনাক। এখানে প্রতিরোধ সৃষ্টি করা কঠিন। তবু সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ যে, অন্যান্য ব্লগের মতো একে তারা পুরোপুরি বন্ধ করে দেয় নি। যেকোন ভাবে চালিয়ে রেখেছে। দু'একজন অন্তপ্রাণ ব্লগার আছেন, যারা এখনও আগের মতোই লেখে যাচ্ছেন, মন্তব্য দিয়ে যাচ্ছেন। দু'এক বছর যাবত লেখছেন, এমন কিছু দায়িত্বশীল ব্লগার আছেন। আর নতুনেরা তো বরাবরই সুপার একটিভ। হয়তো তাদের জন্যই ব্লগটি টিকে আছে।
৮। আআপ্র: ব্লগের অব্স্থা এর চেয়ে কি ভালো হতে পারতো না? অন্তত সামু তো সব থেকে আলাদা!
আউ: হয়তো হতে পারতো, কারণ সব বাংলা ব্লগের অবস্থা ম্রিয়মান। বন্ধ অথবা সংকোচিত। এর কিছু সুবিধা এ ব্লগ পেতে পারতো। বাংলা ব্লগের পাইয়োনিয়ার হিসেবে এব্লগের অবস্থা আরও ভালো হতে পারতো। এবং আমি বলছি, ভালোই তো। অন্য যেকোন বাংলা ব্লগের চেয়ে সামু'র অবস্থা নিঃসন্দেহে ভালো। তবে এখানে যারা ৪/৫/৭ বছর আগে ব্লগিং করেছেন/করছেন তাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা ছিল হয়তো আরও ওপরে। তারা হয়তো একটু বেশিই প্রত্যাশা করে ফেলেছিল!
৯। আআপ্র: সামু কি কালজয়ী প্লাটফর্ম হতে পারে না? ব্লগার সহযোগে সামু কি সময়ের প্রতিবন্ধকতাকে জয় করতে পারে না?
আউ: অলাভজনক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এভাবে চাপ দেওয়া যায় না। অনেকে শুরু করতে পারে, চালিয়ে যেতে পারে না। শুরু করার জন্য যে ধরণের মেধা প্রতিভা প্রতিশ্রুতিশীলতা দরকার, চালিয়ে যাবার জন্য হয়তো একটু ভিন্ন ধরণের চালিকা শক্তি বা এড্যাপ্টাবিলিটি প্রয়োজন হয়। ব্লগাররা তো অধিকাংশই ঘরকুনো, তা না হলে তারা ব্লগ লেখবে কীভাবে। ব্লগ টিকিয়ে রাখতে মাঝেমাঝে বাইরের শক্তিরও দরকার হয়।
১০। আআপ্র: এত বড় উত্তর দিলে তো পাঠক পড়বে না। যাহোক, সংক্ষেপে সামু'র প্রতিষ্ঠা বার্ষিকী মূলক একটি বক্তৃতা দিন!
আউ: সামু আজও যেভাবে দাঁড়িয়ে আছে, সেটি বাংলা ভাষার জন্য এবং বাংলাভাষী লেখক-পাঠকের জন্য সৌভাগ্য ও গৌরবের বিষয়। একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা, কর্মী এবং ব্লগার-পাঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! সে সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!!
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কী করবো, কেউ তো এলো না সাক্ষাৎকার নিতে
কী শুনলেন! কিছুই শুনেননি... শুধু শব্দের ঝনঝনানি শুনেছেন :/
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: আত্মকেন্দ্রিক সমালোচনা দারুণ হয়েছে। পোস্টের চিন্তাটা নতুন এবং ভালো লেগেছে।
আর হ্যাঁ, সব আপনিই তো প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলেন।
একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা, কর্মী এবং ব্লগার-পাঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ এবং শুভেচ্ছা, কবি সুমন কর
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬
পুলহ বলেছেন: শুরুর দিকে পড়তে মজা পাচ্ছিলাম, কিন্তু ধীরে ধীরে লেখা বেশ সিরিয়াস দিকে মোড় নিয়ে নিলো। বেশ ভালোই পেসিমিস্টিক আপনি ব্লগ এবং ব্লগের ভবিষ্যৎ নিয়ে মনে হোল মইনুল ভাই! অবশ্য আপনি তো বহু সিনিয়র ব্লগার, আমার মত জুনিয়র একজনের কাছেও মাঝে মাঝে খুব ডিমোরালাইজিং লাগে, কি আর বলবো....
আপনি সম্ভবত মানসিকভাবে সৎ এবং শক্তিশালি মানুষ, তাই হয়তো এতো অকপটে নিজের দুর্বলতা কিংবা মনোভাবটুকুও তুলে ধরতে পেরেছেন।
যাই হোক- ব্যক্তিগতভাবে মাঝে মাঝে হতাশ হলেও, আমি কখনোই আশা ছাড়ি না। আমি আশাবাদী- কোয়ালিটি লেখক, কোয়ালিটি পাঠক এবং সৎ মানুষের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠবে এই ব্লগ (কিভাবে ? সে উত্তর এখনো অজানা)। যাদের কাছ থেকে আমি শুধু শিখবো আর শিখবো...
আপনাকে আমি খুব বেশি পাই নি, তারপরো যতখানি পেয়েছি, তাতে আপনার ব্লগ চলে গেছে আমার অনুসরণের তালিকায়। এ থেকেই হয়তো ব্লগের স্বর্ণালি সময়ের ব্লগারদের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে।
আপনিও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় ব্লগার। যেখানে থাকুন, ভালো থাকুন!
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
'পুলহ' নামটি বেশ পরিচিত। আপনি একজন শক্তিমান লেখক। এমন লেখক নিজেই প্লাটফরম।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ভাল লাগল ব্লগ নিয়ে ভালোবাসাময় সাক্ষাতকার পড়ে। আপনাদের মত ব্লগপ্রান মানুষ রা থাকলে বাংলা ব্লগ কখনই হারিয়ে যাবেনা। অনেক অনেক শুভকামনা বংলা ব্লগ, ব্লগার এবং সকল পাঠক দের।
ভালো থাকুন নিরনন্তন।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা... শোভন... আপনিও এটি দেখে ফেলেছেন!
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
হামিদ আহসান বলেছেন: শুভেচ্ছা জানবেন মইনুল ভাই৷
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হামিদ ভাই... অনেক ধন্যবাদ
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪
জাহিদ অনিক বলেছেন: তবে এখানে যারা ৪/৫/৭ বছর আগে ব্লগিং করেছেন/করছেন তাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা ছিল হয়তো আরও ওপরে। তারা হয়তো একটু বেশিই প্রত্যাশা করে ফেলেছিল![/sb
কথাগুলো সত্য বলেই শুনলে ভাবতে হয় । সত্য এবং সুন্দর । এই ব্লগ টিকে থাকুক । এটাও সত্য বলেছেন,
অন্য সব বাংলা ব্লগের থেকে এই ব্লগের অবস্থা এখনো ভাল ।
আপনারা ফিরে আসুন । তাহলে হয়ত ব্লগ কিছুটা তাল ফিরে পাবে । ধন্যবাদ ভাইয়া । বিজয় দিবস ও সামুর প্রতিষ্ঠাবার্ষীকির শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ব্লগিং শুভ হোক
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩
জেন রসি বলেছেন: একটা সময় আমি সবকিছুতেই চারপাশের মানুষের কাজকারবার নিয়ে ভাবতাম। মনে হত চারপাশের মানুষ গুলো কেন আমি যা চাই তা করেনা? পরে উপলব্ধি করলাম আমি যা কিছু যেভাবে করতে চাই তা শুধু আমার পক্ষেই চেষ্টা করা সম্ভব। অন্য মানুষের ইচ্ছা অন্য মানুষের মত। আমি যেটা পারি সেটা হচ্ছে নিজের কাজ উপভোগ করা। ব্লগ সম্পর্কেও এখন আমার উপলব্ধি অনেকটা এরকমই। যতদিন মনে হবে আমার থাকাটা আমি উপভোগ করছি ততদিন ব্লগিং করব। আরোপিত দায়িত্ববোধ কিংবা ম্যেরালিটি খুব বোরিং ব্যাপার।
অভিনব পোস্ট। শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্লগকে কিছু একটা দেবার ইচ্ছে জাগলো। ইচ্ছে হলো ব্লগারদের সাথে একটু বাতচিত করতে। ভালোই লাগছে।
দায়িত্ব কখনও চাপিয়ে পালন করানো যায় না। আর মোরালিটি তো একটি আপেক্ষিক বিষয়। জেন রসিকে অনেক ধন্যবাদ।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: হাজার নিকের মাঝে এই সকল নিক এখন উজ্জ্বল হয়ে চোখে ধরাদেয় ! আমার কি করবার আছে বলেন?
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাজার নিকের মধ্যেও আপনি আমাকে খুঁজে বের করেছেন, এটি আপনার কৃতীত্ব, শোভন।
ভালোবাসায় প্রীত হলুম
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮
অগ্নি সারথি বলেছেন: সাক্ষাতকারটি অন্য কেউ নিলে প্রশ্নগুলো আরো বেশ ভাল আসত হয়তোবা। আপনি নিজে সাক্ষাতকারটি গ্রহন এবং উত্তর প্রদানের মধ্যে অনেকাংশেই দায়মুক্ত হতে চেয়েছেন এবং অনেককেই দায়মুক্ত করেছেন। পাঠক সমাজের আরো অনেক কিছু জানবার থাকতে পারত। সাক্ষাতকারটি বেশ ভাল লেগেছে মঈনুল ভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দেখুন অন্য কেউ সাক্ষাৎকার নেবে, কী জিজ্ঞেস করে ফেলবে তার কোন ঠিক আছে? আজকাল আনকমন প্রশ্ন করার প্রচলন আছে বুঝি? মোটেও না। সাক্ষাৎকার দেনেওয়ালা আগেই প্রশ্ন নিয়ে নেন। তারপর দেন সাক্ষাৎকার।
ভালো কথা, আমি কিন্তু সব প্রশ্ন আমাকে জিজ্ঞেস করি নি! তাতে আমিও বিব্রত হতাম, জাতিও বিব্রত হতো, আর সামু তো হতোই....
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৮
নীলসাধু বলেছেন: মেঘফুল সাহিত্যপত্রিকায়া আত্ম সাক্ষাতকার বিভাগ আছে। আপনার পোষ্ট দেখে সেটি আগে মনে হল।
পড়তে এসে ভালো লাগলো। অনেক কথা যেন আমার নিজেরই।
সবচেয়ে বড় কথা আপনার পোষ্ট দেখে আমি নিজেও একটা পোষ্ট দিয়ে ফেললাম।
ভালো লাগা ভালোবাসা
এসব আপনার পোষ্টের জন্য। আপনার জন্য।
ভালো থাকবেন ব্লগরত্ন ভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মনে পড়ছে, ঘুড়িতে এরকম একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। লেখাটি ছেঁড়া ঘুড়ির সাথে হারিয়ে গেলো
ব্লগরত্ন.... হাহাহাহাহা!!!!
ভ্রমণ শুভ হোক.... কবি
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: //////আউ: সামু আজও যেভাবে দাঁড়িয়ে আছে, সেটি বাংলা ভাষার জন্য এবং বাংলাভাষী লেখক-পাঠকের জন্য সৌভাগ্য ও গৌরবের বিষয়। একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা, কর্মী এবং ব্লগার-পাঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! সে সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!! /////// ------
দারুন লাগল আজকের এই সাক্ষাতকারটি!!!!!
আশার বাণী সফল।
অনেক শুভেচ্ছা ভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৪
এডওয়ার্ড মায়া বলেছেন: নতুন ধারা সৃষ্টি করলেন মইনুল ভাই
সামুর প্রিয় ব্লগারের হঠাৎ হারিয়ে যাওয়া নিয়ে প্রশ্নের কোন সুযোগ ছিল না। নিজ স্বীকারোক্তি দিলেন।
বাংলা ব্লগ নিয়ে আপনার চিন্তা অনেক শক্তিশালী।সামুতে আপনারা আছেন বলেই প্রান পাই ।সামুতে কিছু নিক আছে ,এগুলা কখনো এড়িয়ে যাওয়া যায় না।তেমনি একটি নিক মাঈনউদ্দিন মইনুল
ভালবাসার প্রকাশ দারুন ছিল।
শুভেচ্ছা জানবেন।
সামু দীর্ঘজীবী হোক ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক দিন ব্লগে কিছু লেখি না। ব্লগের এগারো বছরে তাড়াহুড়া করে কিছু একটা লেখতে হলো ভালোবাসার দায় থেকে....
আপনাদেরকে পাশে পেলে আড্ডার স্বাদ পাই....
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০
প্রবাসী পাঠক বলেছেন: নিজেকে নিজেই প্রশ্ন উত্তরের মাঝে তিক্ত কিছু সত্যি উঠে এসেছে।
বিজয় দিবসের শুভেচ্ছা মইনুল ভাইয়া।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সত্য লেখে যেতে চাই.... প্রবাসী পাঠক... পাশে থাকার জন্য কৃতজ্ঞতা
ভালো থাকুন সবসময়।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
এম এ কাশেম বলেছেন: তুমি সর্প হইয়া দংশন করো
ওঝা হইয়া ঝাড়..................
তাইতো নিজে নিজে সব..........
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জী ভাইজান
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
জুন বলেছেন: আমাকেও আপনার মত এই পদ্ধতি গ্রহন করতে হবে বলে মনে হচ্ছে মাইনুল আহসান
খুব ভালোলাগলো প্রিয় ব্লগ সামহ্যোয়ারকে নিয়ে কাটাছেড়া। বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি বুঝি মাইনুল আহসান? আপনার সৃজনশীলতায় মধ্যে মধ্যে আমি হাঁপিয়ে ওঠি, ঝুনাফা
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩
সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চিনি-দুধ ছাড়া চা পানে অভ্যস্ত হয়ে ওঠেছি। দারুণ অনুভূতি
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম আলো ব্লগের মতো লাইভ আড্ডা হলে সব চেয়ে ভালো হতো, অবশ্য স্নিগ্ধ শোভন ভাই ব্লগার আহমেদ জী এসকে নিয়ে একটা লাইভ আড্ডা টাইপের পোষ্ট দিয়াছে, কিন্তু কোন ব্লগারের মন্তব্যে সেই পোষ্ট দাতা ব্যাতীত অন্য কেউ মন্তব্য করার অপশন না থাকায় খুব একটা জমছেনা।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার আড্ডা কিন্তু ভালোই জমেছিল, সাদামন ভাই....
ব্লগ-ভ্রমণ-ফটোতে আপনার একাগ্রতা দেখে সত্যিই বিস্মিত হই... সেলাম!
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু সত্য। নিজেকে রিলেট করলাম তার সাথে। নিজেকে নিজে প্রশ্ন করলে একটা সুবিধা হলো, উত্তরগুলো জানা। হয়তো প্রশ্নের আগেই।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
উত্তরগুলো জানা ছিল না.... প্রশ্নগুলোও তৈরি ছিলো না। নিজেকে প্রশ্ন করে আমি তেমন কোন সুবিধা পাই নি। লেখকই জানেন কোথা থেকে লেখা আসে...
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১
আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,
অভিমানী পোস্ট হলেও ভালোবাসা একদম মরে যায়নি । কালের নিয়মে নদী শুকিয়ে গেলেও তার শীর্ণ ধারা বা "রেত" থেকেই যায় । আর কোথাও না হোক মানচিত্রেও তো তাকে পাওয়া যায় । যায়না ?
আপনিই বা যাবেন কই ? একা একা নিজেকে প্রশ্ন করা আর তার উত্তর দেয়া , পাগলামীর লক্ষন । তবে এ পাগলামী ভালোলাগার , ভালোবাসার । ব্লগ সুন্দরীর প্রেমে এমন পাগলামীও ধন্য হয় । আপনার লেখা পড়ে এখন আমরা গাইতেই পারি, ধন্য আমরা ধন্য যে , পাগল ব্লগের জন্য যে ...................
চমৎকার লিখেছেন , নিজেকে ভেঙে ভেঙে ।
নিজের লেখার তাড়া আছে তাই ভাগলুম " থাম্বস আপ করে ।
[ সামু আবহাওয়ার জন্যে এটা একটা সতর্ক সংকেত । সামুর দুর্যোগ মোকাবিলা দপ্তর সজাগ হোন । ]
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জী এস ভাই.... মানুষ স্বভাবতই পাগল। কিন্তু আপনার 'পাগল' সম্বোধনে একটু আদর মেশানো আছে.... সেটি নিয়ে নিলাম
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
রিকতা মুখাজীর্র্ বলেছেন: নিজের সাথে নিজে কথা বলা খুবই দুষ্কর,আমি ব্লগে নতুন, তাই আপনার থেকে অনুপ্রানিত হলাম।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ আপনাকে... রিকতা
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু আজও যেভাবে দাঁড়িয়ে আছে, সেটি বাংলা ভাষার জন্য এবং বাংলাভাষী লেখক-পাঠকের জন্য সৌভাগ্য ও গৌরবের বিষয়। একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা, কর্মী এবং ব্লগার-পাঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! সে সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!!
সহমত
++++++
বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিদ্রোহী ভৃগু ভাইয়া.... কেমন ছিলেন.... কেমন আছেন?
আমার মতো ছবি পাল্টেছেন?
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ইকো গার্ল বলেছেন: সামু ব্লগ এখনো নতুনদের উজ্জীবিত করে। এই দেখুন আমিও নতুন! আজ শুরু করলাম। সামুর কাছ থেকে অনেক কিছু শিখতে চাই!!.... সামু হয়ে উঠুক আরো প্রাণবন্ত, এই কামনায়.....
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ। লেখুন... নিজেকে প্রকাশ করুন.... ভালো লাগবে
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
কাছের-মানুষ বলেছেন: অনেক দিন পর ।
আপনার লেখা সবসময় চিন্তার খোরাক যোগায় । ব্লগ নিয়ে আত্নকথনমূলক লেখাটি সমসাময়িক ব্লগ নিয়ে আপনার বর্তমান চিন্তা ভাবনা উঠে এসেছে । ব্লগ আসলে একেবারে ছেড়ে দেবার বিষয় নয় , ছাড়া যায় না আমার মনে হয় তাই অনিয়মিতভাবে আছি!
আপনি আবার একটিভ হয়ে উঠুন, আপনার লেখায় উঠে আসুক সমসাময়িক ব্লগ নিয়ে ভাবনা ।
শুভেচ্ছা রইল অনেক ।
++++++
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হায়রে... কাছের মানুষ! আপনি যে কবে কাছে ছিলেন, সেটিই মনে করতে পারছি না। তবে মনের কাছে সবসময়ই ছিলেন। কেমন আছেন ভাইটি? আপনার চাঞ্চল্যকর রহস্য গল্পগুলোকে মিস্ করি...........
২৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার এই আত্ম সমীক্ষা ।
শুভকামনা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আত্মসমীক্ষা... ভালো নাম দিয়েছেন। নীলপরি... ভালো আছেন নিশ্চয়ই?
২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮
কয়েস সামী বলেছেন: অনেক দিন পর!
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... ধন্যবাদ
২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৩
কাছের-মানুষ বলেছেন: হা হা আমি সারা জীবনই অনিয়মিত ছিলাম ভাই !
তবে এখন অনেক বেশী অনিয়মিত ! সামুতে আসলাম কয়েকমাস হল ! তবে দেখি আগের মত কম অনয়মিত হওয়া যায় কিনা !
মনে রেখেছেন দেখে ভাল লাগল ।
মাঝে দেশে বছর দুয়েকের মত ছিলাম । এখন আবার চলে আসছি বাহিরে ফ্যামিলিসহ পিএইচডি করার জন্য ।
আগের মানুষ গুলোকে দেখলে ভাল লাগে । আপনার পোষ্টগুলোকে মিস করে অনেক ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... আগের চেয়ে কম অনিয়মিত হওয়া যায় কিনা, দেখুন
আগের দেশেই? পরিবারসহ যেতে পেরেছেন, এটি বিশাল ব্যাপার।
শুভেচ্ছা থাকলো...
২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩
কাছের-মানুষ বলেছেন: না ভাই আগের দেশে না ! এবার অন্য মহাদেশে !
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দোয়া থাকলো।
বউ সাথে থাকলে সব দেশই এক রকম
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০১
কাছের-মানুষ বলেছেন: হা- হা -হা
সাথে একটা ফুটফুটে ছেলে দেশেই আছি মনে হয় ! ! :
অনেক দিন পর কথা বলে ভাল লাগল
২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওহ... তাই নাকি!!! অভিনন্দন
কথা হোক আরও ঘন ঘন।
২৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন: নিজের সাথে নিজের কথন ! আত্মজিজ্ঞাসা কখনো খারাপ হয় না । তবে জিজ্ঞাসাগুলো যে পাবলিক হয়ে গেলো !! এর সুবিধাও বিবিধ - আপনার আত্মজিজ্ঞাসাগুলো পুরনো আরও অনেকের জিজ্ঞাসার সাথে মিলে যাবে হয়তো অনেকাংশে এবং আমি যখন পুরনো হয়ে যাব তখন যদি অনিয়মিত হয়ে যাই তাহলে এই প্রশ্নগুলো হয়তো আমার বেলায়ও কমন পড়ে যাবে !! তবে কিছু প্রশ্ন এবং উত্তর আমার বেলায় কমন পড়ুক তা আমি চাই না । যেমন ব্লগ পরিবেশ, হতাশাজনক অনুভূতি এইসব প্রশ্নগুলোর ক্ষেত্রে । আমি চাইবো একান্ত নিজের প্রতিই নিজে হতাশ হওয়া এবং ব্লগের অনেক বেশি সুপ্রসন্নতা !
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ ব্লগিং!!!!
৩০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৭
ডঃ এম এ আলী বলেছেন: বলতে গেলেএই ব্লগের একযুগের জীবনের তুলনায় আমার এখানে বিচরণ নিতান্তই নগন্য । দৈনিক শত শত মুল্যবান পোস্ট হচ্ছে , কবিতা , গল্প , ছড়া , বুক রিভিউ , প্রবন্ধ নিবন্ধ , রাজনৈতিক লিখা কোনটা কবিতায় কোনটা গদ্যে আর কোনটা বা রম্যে । ছবি ব্লগে একদিকে আছে ভ্রমনের উপর ভিত্তি করে ছবি হালকা করে সাথে কিছু বিবরণ । এছাড়া তথ্যবহুল প্রবন্ধতো রয়েছেই । উপভোগ্য আরো একটি বিষয় হলো পাঠকের মন্তব্যগুলি । কোন কোন মন্তব্যে দেখতে পাই মুল লিখাটির নির্যাস উঠে আসে সুন্দরভাবে মেধাবী কোন পাঠকের নিপুন ছোয়ায় , কেও কেও কোন অতিরিক্ত তথ্য সন্নিবেশ করে লিখাটিকে নিয়ে যান আরো অনেক উচ্চতায় । সবই ভাল লাগে, ভাল লাগার দৃস্টি নিয়ে দেখলে প্রায় সকল লিখাতেই ভাল একটা দিক দেখাই যায় , বৈপরিত্য কিছুটা থাকতেই পারে বিভিন্নজনের চিন্তা চেতনায় , তবে মুল বিষয়টি দেখা হয় তাঁদের ওয়ে অফ রিজনিং কি রকম , কে বস্তুনিষ্ট তথ্যমালা যুক্তি শাস্রের নীতিমালায় কতটুকু ইথিকেলি করেছেন প্রয়োগ । এ ব্লগে আমার মাত্র মাসাধিককালের জীবনে বিভিন্ন শাখায় মেধাযুক্ত পোস্টের যতটুকু সমাহার দেখেছি তাতে আমি খুবই অাশাবাদী , যদিও মাঝে মধ্যে ভিন্ন মানের লিখা লিখি দেখা যায় বিশেষ করে মন্তব্যের জগতে । তবে আশার বানী হল সিনিয়র ব্লগার ভাই বোনেরা নিয়তই দেখিয়ে যাচ্ছেন একটি সুন্দর অাচরণ ও পরিবেশ কি রকম হবে ও থাকা উচিত ব্লগে । এই পোস্টে আপনার মুল্যবান দিক নির্দেশনামুলক লিখা থেকে আমাদের মত নবীন ব্লগারগন উপকৃত হবেন এটা বিশ্বাস করি মনে প্রাণে । ব্লগিং নিয়ে ব্লগিং বিষযক এই মুল্যবান দিকনির্দেশনামুলক পোস্ট এর জন্য শ্রদ্ধেয় মাঈনউদ্দিন মইনুল ভাই এর প্রতি রইল ভালবাসা ও শুভেচ্ছা ।
নিরন্তর ভাল থাকুন এ কামনা রইল ।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাংলা ব্লগ এখনও পৃথিবীর সকল ব্লগ থেকে অনন্য। শুধু চাই এই গৌরব যেন কারও অবহেলায় মুছে না যায়....
আপনাকে অনেক ধন্যবাদ
৩১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫
ডি মুন বলেছেন: সামু এক অনন্য প্লাটফর্ম।
এখান থেকে শিখতে, লিখতে, এবং পড়তে বরাবরই ভালো লাগে।
সামু আমাদের প্রত্যাশা পূরণে সফল হোক বা নাহোক, আমরা এখানে যতটা স্বাচ্ছন্দ্যবোধ করি, অন্য কোথাও ততটা নয়।
সামু দীর্ঘজীবী হোক, এটাই কামনা।
প্রিয় মইনুল ভাই , অনেকদিন পর ব্লগে এসে আপনার পোস্ট দেখে খুব ভালো লাগল। আশাকরি ভালো আছেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াও... ডি মুন ভাইয়া যে!!!!
অনেক অনেক থেংকু... কর্মজীবন ভালো কাটছে তো
৩২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১
সাহসী সন্তান বলেছেন: প্রশ্নের শুরুতেই 'কী খবর...'- শুনে ব্যাপক হাসি লাগলো! খবর সব ভাল তো মইনুল ভাই?
আত্মসমালোচনা ভাল লাগলো! বিশেষ করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দেওয়াটা বেশ আনকমন লাগলো! বিজয়ের শুভেচ্ছা জানবেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি কি আমার মতোই 'নিয়মিত' হয়ে যাচ্ছেন?
৩৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ওয়ালাইকুমুস্সালাম
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেলামের উত্তর দিয়া তো ছোয়াব কাইড়া নিলেন... সাদামন ভাই
৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০০
সোহানী বলেছেন: প্রশ্ন নং ১০) সামু নিবেদিতপ্রান ও অসাধারন প্রতিভার অধিকারী ব্লগারদের ধরে রাখতে কোন পদক্ষেপ নিচ্ছে কি?
ভালোলাগলো আত্মকথন....+++++++++++++
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ঠেংকু... সোহানী....
ভালো থাকুন
৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আত্মসাক্ষাৎকার পড়ে ভালো লাগলো। ব্লগে আপনার কম উপস্থিতির বিষয়টি আমাদের কাছে দুঃখজনক। মাঝে মধ্যে ঢুঁ মারতে পারেন।
ধন্যবাদ মইনুল ভাই।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
উপস্থিতি বাড়াবার চেষ্টা করছি... প্রিয় গল্পকার
৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
আলোরিকা বলেছেন: সামুর জন্মদিনে অগ্রজদের জন্য অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনুজদের জন্য অনেক অনেক ভালোবাসা
৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চিনি ছাড়া হলে খাবো...
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আরেক কাপ পাওনা হয়ে গেছেন তাই দিলাম
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াও!!! আপনি তো পাওনা জিনিস কখনও বাকি রাখেন না...
৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: বেশ অভিনব ভাবনা! আপনার এ লেখাটা পড়ে আমারও খুব ইচ্ছে হচ্ছে নিজের একটা সাক্ষাৎকার নিতে...
গুণে গুণে দশটা প্রশ্ন। পড়া শেষে মনে হলো, প্রশ্ন আরো দশটা থাকলে ভাল হতো।
এখানে প্রকাশ না করার অনেক কারণের মধ্যে একটি হলো, পাঠকের মন্তব্যের উত্তর দিতে পারবো না বলে - পাঠকের প্রতি এ দায়বদ্ধতার ভাবনাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। যদিও মূলতঃ এটা লেনদেনের কোন বিষয় নয়, তবুও সৌজন্য বলে কথা!
মায়া-মহব্বত-ভালোবাসা প্রেমিকার প্রতিও এক থাকে না সবসময় --
ব্লগাররা তো অধিকাংশই ঘরকুনো, তা না হলে তারা ব্লগ লেখবে কীভাবে। ব্লগ টিকিয়ে রাখতে মাঝেমাঝে বাইরের শক্তিরও দরকার হয় - পর্যবেক্ষণ সঠিক!
চমৎকার, ব্যতিক্রমী ব্লগ। + +
৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার মন্তব্যগুলো সবসময়ই পরিপূর্ণ এবং প্রেরণাদায়ক হয়।
প্রশংসায় ঋদ্ধ হলাম।
কৃতজ্ঞতা জানবেন
৪০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
ইংরেজী নব বর্ষে রইল ভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ডক্টর আলীকে অনেক অনেক ধন্যবাদ....
৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। সাক্ষাৎকার গ্রহণের এই অভিনবত্বে চমৎকৃত হলাম। তবে, সাক্ষাৎকারে ব্লগের সামগ্রিক পরিস্থিতির বাস্তব রূপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন; বক্তব্যের সাথে পুরোপুরি একমত।
ভালো থাকবেন প্রিয় মইনুল ভাই। শুভেচ্ছা।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সোনাবীজ ভাই!!!...........অনেক দিন পর
অনেক ধন্যবাদ...
আপনিও ভালো থাকবেন
৪২| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
প্রামানিক বলেছেন: সামু আজও যেভাবে দাঁড়িয়ে আছে, সেটি বাংলা ভাষার জন্য এবং বাংলাভাষী লেখক-পাঠকের জন্য সৌভাগ্য ও গৌরবের বিষয়। একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীতে সামহোয়্যারইন ব্লগের প্রতিষ্ঠাতা, কর্মী এবং ব্লগার-পাঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! সে সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!!
মইনুল ভাই, আপনার প্রশ্ন উত্তর কথাগুলো পড়ে মনে হলো আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। এমন একটি পোষ্ট উপহার দেয়ায় ধন্যবাদ আপনাকে।
১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছড়াকার প্রামানিক ভাইকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা....
৪৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
রমজান আহমেদ সিয়াম বলেছেন: কেউ এলোনা সাৎক্ষাতকার নিতে নিজেই নিজের সাক্ষী ৷ তবে একটা দিক ব্লগ সম্পর্কে গুরুত্বপূর্ণ লেখা এটি ৷
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ।
৪৪| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
নক্ষত্র নীড় বলেছেন: ব্লগ ব্লগারদের ভুবন।তারা সক্রিয় হলে কেউ একে খুন করতে পারবে না।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একটি প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, নক্ষত্র নীড়
৪৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সাক্ষাৎকার খুবই ইন্টারেস্টিং। প্রশ্ন তৈরি করেছেন কিভাবে? উত্তরগুলা কি আগে থেকেই ছিল নাকি প্রশ্ন বানানোর পর উত্তর ভেবেছেন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহাহা... মনে নেই!
দেখি দু'জনকে আবার এক করতে পারলে হয়তো বলতে পারবো
৪৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ডিপলোম্যাটিক ইনডিড!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এরকম কঠিন প্রশ্ন আগের রাতে ফাঁস করতে হয়।
৪৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আরেকটি সাক্ষাৎকারের সময় হয়ে এলো, মাঈনউদ্দিন মইনুল ভাই!
১৯ ডিসেম্বর আশা করি প্রকাশ হবে!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একই মানুষের সাক্ষাৎকার বারবার দিলে পাঠক কি মেনে নেবে?
এবার আপনি একটি সাক্ষাৎকার দিন না আমাকে! প্রশ্ন ফাঁশকৃত থাকলো
৪৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!!
আজ থেকে ৭-৮ বছর পর আমি যখন আপনার মত বিখ্যাত ব্লগার হবো, তখন অবশ্যই একটা সাক্ষাৎকার দিবো। কথা দিলাম।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আচ্ছা, কথা নিলাম
আগের বিষয়গুলো অর্জন করতে এখন আর আগের মতো সময় লাগে না।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪
অপ্সরা বলেছেন: হা হা ভাইয়া!
নিজের সাথে নিজের কথা!!!!!!
শুনে ফেললাম !!!!!!!