নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

ব্লগ দিবসের বিলম্বিত শুভেচ্ছা!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০



একি! ব্লগ দিবসে কিছু্ই লেখলাম না, অথচ ডিসেম্বর শেষ হয়ে এলো! পেছনে তাকিয়ে দেখি, বাংলা ব্লগে অনেক লেখেছি। লেখক, লেখা, সমালোচনা, সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ ইত্যাদি বিষয়ে অগণিত পোস্ট দিয়েছি। বিভিন্ন সাইটে।

বাংলা ভাষায় মত প্রকাশকে প্রমোট করার জন্য অনেক পোস্ট দিয়েছি! তাতে কতজন অনুপ্রাণিত হয়েছেন, বা কতজন মন্তব্য করেছেন, সে বিচার পাঠকের। কিন্তু বিগত বছরগুলোতে অগণিত ব্লগসাইট বন্ধ হয়েছে। আমার অগ্রন্থিত লেখাগুলোসহ। তাতে আমার কোন আফসোস হয় না বলে মাঝেমাঝে নিজের প্রতি বিস্মিত হই।

ব্লগসাইট বন্ধ হবার ঘটনাগুলো কিছুটা ইতিবাচক মনে হয়, কারণ বেনামি-বিপ্লবী ব্লগারদের প্রয়োজনীয়তা হয়তো ফুরিয়েছে। এখন সময় এসেছে সাহিত্য চর্চার। অবশ্যই নিজের 'জাতিয় পরিচয়পত্রের' নামে। তা না হলে, ছদ্মবেশী ব্লগাররা কেন ফেবুতে এসে নিজেদের পরিচয় প্রকাশে ব্যস্ত হয়ে পড়বে? অথচ আকাশের তারার মতো ছিলো তাদের দিপ্তী। গবেষণাভিত্তিক নিবন্ধ হোক, গল্প হোক, কবিতা হোক - তাদের লেখায় এমন আলো ছড়াতো যে, সেটির প্রভাব গিয়ে পড়তো দৈনিক পত্রিকায়; এমনকি টিভির পর্দায়। কোথায় গেলেন সেসব বিপ্লবী লেখকরা? সেসময়ের ব্লগারদের আত্মপ্রকাশের আগ্রাসী প্রবণতা দেখে মনে হয়, হয়তো তারা নিজেদের লেখার চেয়েও ছোট ছিলেন!

এবারও ব্লগ দিবস উপলক্ষ্যে লেখেছি আবার মুছেও দিয়েছি। কিছু লেখা ড্রাফট করে রেখেছি। অনেক বন্ধু অনুযোগ করেন, কেন ব্লগে লেখি না। লেখি তো! না লেখে কি থাকতে পারি? কিন্তু আগের মতো প্রকাশ করি না।

ব্লগ লিখুন এবং নিজের চিন্তাকে ভিজুয়াল করুন। এটি যেন বন্ধ না হয়! আগের চেয়েও আরও বেশি লিখুন। এবং তারপর আপনার লেখাটি ‘আনপোস্ট’ করুন (যদি একান্তই সাহিত্য রচনা না হয়)। হয়তো আপনার আনপোস্ট লেখাগুলো একদিন অগ্নিকণিকা হয়ে জ্বলবে বইয়ের পাতায়! অথবা মানুষের হৃদয়ে। সময় এসেছে ‘আনপোস্ট’ করার।

ব্লগের বন্ধুদেরকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা। এবং শুভ নববর্ষ!

এই পোস্টটিই হয়তো মুছতে হবে না।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ধন্যবাদ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকেও ব্লগি দিবসের শুভেচ্ছা। লিখতে থাকুন তাদের জন্য যারা সদায় পড়তে ভাল বাসে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ! দ্বিতীয় লাইনটিতে মজা পেলাম।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখবেন বেশী বেশী আর ‍মুছে দেবেন না প্লিজ

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হেলো ফটো আপা! :)

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যালো ক্রিঙ ক্রিং হ্যালো

আসসালামুআলাইকুম

কেমন আছেন ভাইসাব

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়ালাইকুমস সালাম, বেহেনজী!
বালিকার ছবি ছেড়ে রঙিন ছাতার ছবি লাগিয়েছেন প্রোফাইলে!
হ্যাপি নিউ প্রোফাইল!

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: "আনপোস্ট" আর "আনফ্রেন্ড" একই ব্যাপার?

চাইলেই তো আর করা যায় না!!

আপনার তো সময় অনেক কম!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তা কী করে হয়! আনফ্রেন্ড করা খুবই আনসোশ্যাল বিষয়। সেটি কখনও করার প্রয়োজন হয় নি।
'আনপোস্ট' হলো নিজের অপ্রকাশিত লেখাকে রিভিউ করার সুযোগ।

হ্যাপি নিউ ইয়ার, কবি সাহেব!

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

অগ্নি সারথি বলেছেন: ভাই!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাই :)

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: কবি আবার সাহেব!!

এটা একসাথে কেমনে হয়!!

তার চেয়ে বলেন শূন্য, যার শুরু আছে শেষ নেই।

নতুর বছরের তো এখনো ৫ দিন বাকী!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিরাই তো 'সাহেব'। সেটি রাজকবি হবার আমল থেকেই বহাল আছে। ডিসেম্বর এলেই শুরু হয় নতুন বছরের প্রস্তুতি। অতএব শুভ নববর্ষ! কবিকে অশ্রদ্ধা করার মতো ফিলিস্টাইন আমি কখনও হতে পারবো না!

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বিলম্বিত ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনি আমার পোস্টে দারুন কমেন্ট করতেন। আমার দারুন ভালো লাগতো।উৎসাহ পেতাম নতুন কবিতা। এখন আর আপনাকে আগের মতো পাওয়া যায় না । :) আপনার পোস্ট নেই। আপনাকেও শুভনববর্ষ। :)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আপনি তো দারুণ দারুণ পোস্ট করেন, ভালো কবিতা লেখেন, এবং ভালোবাসতে পারেন। নতুন বছরেও ভালো থাকুন... :)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

যোখার সারনায়েভ বলেছেন: জাতীয় পরিচয় পত্রের নাম দিলে হয় না! অন্য কেউ নিয়ে নিয়েছে আগেই।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি নিশ্চিত যে, এজন্য কী করতে হয় আপনি সেটি জানেন।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: আপনি আছেন কেমন? আপনার পুরো লেখাটাই পড়লাম। ভালো লাগল।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো আছি ভাই। অনেক ধন্যবাদ।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকদিন পরে আপনার একটা লেখা পড়লাম ব্লগে।


ধন্যবাদ মইনুল ভাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হেনা ভাই, কাকে নিয়ে এবার প্রোফাইল ছবি বানিয়েছেন, সেটি কিন্তু আমি জানি :)

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

সুমন কর বলেছেন: অনেক দিন পর, সামুতে আপনাকে পেলাম !! লেখাও পেলাম। কেমন আছেন?

না, এ পোস্ট মোছার দরকার নেই।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালো আছি। ধন্যবাদ :)
সব লেখাই প্রকাশ করতে ইচ্ছে হয় না। ব্লগে লেখার পর সেটি মুছেছি, এমনটা হয় নি।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

তারেক ফাহিম বলেছেন: পুরোটাই পড়লাম।

পাঠে ভালোলাগা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ধন্যবাদ।
বাংলা ভাষার এই ব্লগটিকে বন্ধ করে দেবার প্রচেষ্টা চলছে। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন।

সোস্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ:
#free_somewhereinblog
#save_somewhereinblog

হ্যাপি ব্লগিং!

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

সোহানী বলেছেন: অনেকদিন পর আপনার লিখা দেখলাম। আপনার একটা চমৎকার লিখা পড়েছিলাম কোন এক ব্লগ দিবসে। লিখাটা আবারো দেবার অনুরোধ থাকলো।

আশা আবার ব্লগে অনিমিয়তের মাঝে ও নিয়মিত হবেন…...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, সোহানী! দেখুন কাণ্ড এই ব্লগ নাকি জাতীয় স্বার্থ পরিপন্থী!

বাংলা ভাষার এই ব্লগটিকে বন্ধ করে দেবার প্রচেষ্টা চলছে। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন।

সোস্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ:
#free_somewhereinblog
#save_somewhereinblog

হ্যাপি ব্লগিং!

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭

খায়রুল আহসান বলেছেন: এই পোস্টে ৭টি "প্লাস" এর মধ্যে চতুর্থটি আমার, অথচ আমার কোন মন্তব্য নেই! এটা যে কি করে হলো! হয়তো প্লাস দেয়ার পরে কোন কারণে ল্যাপটপ ছেড়ে উঠতে হয়েছিল।
শত প্রতিবন্ধকতা মোকাবিলা করে ব্লগটি এখনো এগিয়ে চলছে, এটাই আশার কথা। ব্লগাররা একতাবদ্ধ থাকলে হয়তো সম্পূর্ণ রাহুমুক্ত হয়ে যাবে অদূর ভবিষ্যতে।

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কোন মাধ্যম ছাড়া আজই প্রথম সামুতে ঢুকতে পারা আপনার আন্তরিক মন্তব্যটি পারা - দুই আনন্দ একাকার!

মত প্রকাশের স্বাধীনতায় আর যেন কোন প্রতিবন্ধকতা না থাকে... এই কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.