নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

২০১৯ ব্লগদিবসের আওয়াজ পাচ্ছি... এবার জানাচ্ছি আগাম শুভেচ্ছা!

১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

ব্লগ হলো রাহুমুক্ত। ব্লগার আসাযাওয়া বেড়ে গেছে। ফিরে এসেছে চিরায়ত ক্যাচাল ও প্যাচালের মজার দিনগুলো। ব্লগের অবমুক্তির পর থেকে, বলা যায়, প্রতিদিনই পালিত হচ্ছে ব্লগদিবস। তবে কেন জাতীয় ব্লগদিবসটি আড়ম্বরে পালিত হবে না! হতেই পারে না। ব্লগের মুরুব্বিরা বিভিন্ন জায়গায় গলাখাকারি দিয়ে এসব জানান দিচ্ছেন। কেন নয়!

মানুষ অতীতবিলাসী। স্মৃতিকাতর মন বলে, তবু কেন অনেক পরিচিত লেখকদেরকে আগের মতো দেখা যায় না? (হয়তো কেউ কেউ আসেন, আমি দেখতে পাই না)। তবে অনেককেই আগের মতো দেখা যায় না। কেন দেখা যায় না - কিছু জানি কিছু জানি না।

তাতে কার কী আসে যায়! দিন কেটে যায় গ্রহের স্বভাবে। মহাজগতের কোনকিছু কারও জন্য আটকে থাকে না। সকল 'ব্লগযুগেই' অনেক ব্লগার এসেছেন এই সামু সমাজে। তারা মাতিয়ে রেখেছেন দুর্দিনের বাংলা ব্লগকে। তাদের আনন্দ দেখলে কারও কারও 'বালকবেলা' অথবা 'বালিকা বেলার' কথা মনে পড়ে। কারও মনে পরে লেখককালের কথা (ব্লগ ছাড়া তারা লেখেন না)।

অতএব বাংলা ব্লগ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। এরমধ্যেকার লেখক জনতা, এর উত্তরণ, জাগরণ, অবদমন, পুনরুত্থান সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মাইক্রো-বাংলাদেশ। সর্বংসহা সামু আর সর্বংসহা বাংলাদেশ - যেন একাকার।

জীবন আছে যাদের যতদিন, মানুষ ততদিন বারবার জেগে ওঠে। 'জেগে ওঠা' মানুষের আজন্ম স্বভাব। সামুও কতবার জেগে ওঠেছে সঠিক হিসেব কর্তৃপক্ষ বলতে পারবেন।

কিন্তু সামুর সাথে জেগে ওঠেছে অগণিত বাঙালির লেখক আত্মা, স্বদেশ প্রেম, বাংলাদেশী মন, জাগরণ। এ অর্জন অপরিমেয়।

এদের সবার জন্য বিশেষ বার্তা নিয়ে এগিয়ে আসছে বাংলা ব্লগদিবস। সবাইকে আগাম শুভেচ্ছা!

মন্তব্য ২৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


বাংলা ব্লগ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। এরমধ্যেকার লেখক জনতা, এর উত্তরণ, জাগরণ, অবদমন, পুনরুত্থান সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মাইক্রো-বাংলাদেশ। সর্বংসহা সামু আর সর্বংসহা বাংলাদেশ - যেন একাকার।
চমৎকার লাগলো কথাটা। ধন্যবাদ আপনাকে। ব্লগ দিবসের সুবাতাস বয়ে যাক। শুভেচ্ছা নিন।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনাকেও শুভেচ্ছা, স্বপ্নবাজ সৌরভ! এবং ধন্যবাদ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। আসুন ব্লগ দিবসে

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময় পেলে আসার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: সামুর জয় হোক।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০১

জগতারন বলেছেন:
আপনি আমাদের সেই (প্রথম আলো ব্লগ ও সামু'র) সম্মানিত ব্লগার মাঈনউদ্দিন মইনুল ?
তাহলে আপনার সেই নিক-এর ছবি কই ?

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ছবি পরিবর্তন করেছি। চিনতে পারার জন্য সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগদিবস নিয়ে পোস্ট আসতে শুরু করেছে ।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবি সাহেব, আশীর্বাদ করবেন!

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯

সোহানী বলেছেন: আপনার লিখা মিস করি মইনুল ভাই। আশা করি নিয়মিত হবেন।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এটি আমার পরম পাওয়া। ব্লগ ছাড়া একথা কেউ বলে না। অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইলো :)

৭| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: ছোট ছোট সাতটি অনুচ্ছেদ, চতুর্থটি মাত্র দু'লাইনের হলেও ভীষণ জোরালো, ভীষণ আবেদনময়।
"অতএব বাংলা ব্লগ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি" - যথার্থ বলেছেন।
অনেকদিন পরে ব্লগে ফিরে এসেছেন। প্রত্যাবর্তনে সুস্বাগতম!
সুলিখিত পোস্টে প্লাস + +।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কী চমৎকার বিশ্লেষণ আর কত মাত্রায় আপনি একটি লেখাকে দেখেন! এটি সকল ব্লগারের পরম প্রাপ্তি!
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইলো!

৮| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: পোস্টে সাতটি অনুচ্ছেদ, সাত নং মন্তব্য, সাত নং 'লাইক' - কেমন করে যেন এসব মিলে গেল! :)

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা... এভাবে দেখি নি! কিন্তু আপনি দেখিয়ে দেওয়াতে মজা পেলাম :)

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: লাকি সেভেনের ইনসিডেন্টে প্রিয় সিনিয়র খায়রুল আহসান :)
প্রকৃতি এমন কত কিছু দেখায় আপনাতেই মন বিস্মিত হয়:)

৬ নং লাইনে দারুন বলেছেন। আসলেই তাই।

ব্লগ দিবস সপল হোক।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবি বিদ্রোহী ভৃগুকে এখানে দেখতে পেয়ে আনন্দিত। কোনদিন দেখা হলে সেটি হবে সুখের অভিজ্ঞতা :)

১০| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: আশা করি নিয়মিত হবেন ব্লগে। নিয়মিত হোন, আপনার লেখা পড়তে চাই আবারো।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সময় হচ্ছে না। মনও পাচ্ছি না। তারপরও আপনাদেরকে দেখলে ভালো লাগে। মনে হয় এখনও সময় আছে একটু আড্ডাবাজি করার। কৃতজ্ঞতা জানবেন!

১১| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

অন্তরন্তর বলেছেন: মইনুল ভাই কেমন আছেন? খুব ভাল লাগল আপনাকে দেখে। আবার লিখা দেন সামুতে। শুভ কামনা।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনাকে এবং আপনাদেরকে দেখেও অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

১২| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল,




ধূমকেতুর মতোনই আচানক নিয়ে এলেন, মানুষের বারবার জেগে ওঠার গান। সামুর আকাশ উদ্ভাসিত করে গেলেন ব্লগারদের লেখক আত্মা, স্বদেশ প্রেম আর জাগরণের জয়গানে।

তা, সামুর তুলসী তলায় আপনি নিজে মঙ্গল দীপ জ্বালিয়ে রাখবেন তো অহর্নিশ ? সে আলোয় আপনার চেহারাখানিও তো আমাদের দেখা চাই!

শুভেচ্ছা আপনাকেও।

২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সেই কাব্যিক প্রতিক্রিয়া! এসব খুব মিস করি। চলুন লেখালেখিতেই হোক দেখাদেখি!

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯

আমি তুমি আমরা বলেছেন: জীবন আছে যাদের যতদিন, মানুষ ততদিন বারবার জেগে ওঠে।

অসাধারণ বলেছেন মইনুল ভাই।

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ভালোবাসা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.