নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

জাপান ফ্লাইট বাতিল করেছে, অনেকেই করবে: অন্তত যারা দেশের বাইরে যাচ্ছে তাদের টেস্টগুলো ভালোভাবে করা যায় না?

১৯ শে জুন, ২০২০ দুপুর ২:২৫

গত চব্বিশ ঘণ্টা ধরে কোরিয়ান জাতীয় টিভিতে কয়েকজন বাংলাদেশির খবর বারবার আসছে। সেদেশের প্রেজিডেন্টও এতোটুকু প্রেস কাভারেজ পায় না! তারা রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন, নেতিবাচক খবর নিয়ে।

বিশেষ ফ্লাইটে একদল বাংলাদেশি শিক্ষার্থী সিমেস্টার ধরার জন্য কোরিয়া গিয়েছিলো গত পরশো। যথারীতি সুস্থতার যাবতিয় প্রত্যায়নপত্র নিয়ে। কিন্তু কোরিয়ায় গিয়ে চারজন 'করোনা পজিটিভ'। তারা কোরিয়ায় নেমে কোথায় গিয়েছে, কোথায় বেড়িয়েছে, কোথায় শপিং করেছে, কোথায় ...ইয়ে করেছে সব খবর হালনাগাদ টিভিতে হচ্ছে ঘণ্টায় ঘণ্টায়। (উল্লেখ্য, "৩১ নম্বর রোগীর" চলাফেরাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশেষ কৃতীত্ব দেখিয়েছে।)

খবরে পেয়েছি, ঢাকা বিমানবন্দরে যে 'নেগেটিভ' দেখিয়ে বিমানে ওঠেছে তাইওয়ানে গিয়ে সে 'করোনা পজিটিভ'! দেখুন আমরা কত পজিটিভ একটি জাতি! বলি, করোনার ক্ষেত্রে এতো 'ইতিবাচক যারা' তাদেরকে বাইরে পাঠাবার কী দরকার?

একই অবস্থা জাপান ফ্লাইটে। করোনা নেগেটিভ প্রত্যয়নপত্র নিয়ে যারা জাপানের বিশেষ ফ্লাইট ধরেছেন তাদের বেশ কয়েকজন 'পজিটিভ'। ফলাফল, বাংলাদেশ থেকে ফ্লাইট আসাযাওয়া বাতিল।
বলা বাহুল্য জাপান বাংলাদেশের অন্যতম সহযোগী। দুর্দিনের তাদের সাথে যোগাযোগ আরও জরুরি। দক্ষিণ কোরিয়ার সাথেও, কারণ বিমানবন্দরের এক্সটেনশনসহ দেশের অবকাঠামোর সাথে তারা জড়িত।

খবরে পেয়েছি যে, যাত্রীরা অনেক কষ্ট করে টেস্ট করিয়ে প্রত্যয়নপত্র যোগাড় করে কিন্তু বিমানবন্দরে কেউ তাদেরকে জিগায় না! শুধু একটু তাপমাত্রা চেক করে ভেতরে ঢুকিয়ে দেয়। (এবিষয়ে বিমানবন্দরের দক্ষতার বিবরণ এখানে বলে শেষ করা যাবে না।)


টেস্ট কম হচ্ছে, দেরিতে হচ্ছে অথবা হচ্ছে না। করোনা রোগীর চিকিৎসা হচ্ছে না অথবা হসপিটালগুলো তাদেরকে ভর্তি নিচ্ছে না। এসব দেখে আমরা অভ্যস্ত। হার্ড ইমিউনিটি অথবা সামাজিক প্রতিরোধ তত্ত্ব কোন কাজে আসে নি বাংলাদেশে। অঞ্চলভিত্তিক অবরোধের উদ্যোগও সিস্টেম দুর্বলতার কারণে বিলম্বিত হচ্ছে। ...এসবই আমাদের দেশের ভেতরের খবর!

কিন্তু দেশের বাইরে আমাদের অযোগ্যতা, সামর্থ্যহীনতা আর অস্বচ্ছতার খবরগুলো কি খুব দেওয়া প্রয়োজন? আমাদের টেস্টগুলো যে আইওয়াশ এসব প্রমাণ কি দেশের বাইরে পাঠাবার দরকার আছে? দেশের বাইরের বিমানবন্দরগুলোতে বাংলাদেশি পাসপোর্টের যে চমৎকার মূল্যায়ন হয়, সেটি আর বাড়াবার কী প্রয়োজন?


কর্তৃপক্ষের উচিত, এবিষয়ে বিমানবন্দরকে আরও কার্যকর করা এবং বিদেশগামীদের সবারই (দেশি এবং বিদেশি নাগরিক) টেস্টগুলো আরেকটু যত্নের সাথে করা। না হলে ক্ষতির আকৃতি ও প্রকৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে (যদি ইতোধ্যেই সেটি না হয়ে থাকে)।

মন্তব্য ৫৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: করোনা শুরু হওয়ার আগে আমার এক আত্মীয় ইটালী থেকে এসেছেন। এখন তিনি ইটালী ফিরে যেতে পারছেন না। অথচ বহু আগেই তিনি টিকিট কেটে রেখেছিলেন। এ পর্যন্ত তাকে চার বার সময় দেওয়া হয়েছে।

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একটি জায়গা, অর্থাৎ শুধু বিমানবন্দরকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে আমরা এই অনাকাঙিক্ষত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারতাম।

২| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৬

জুন বলেছেন: আমাদের দেশেতো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পাশের জ্বাল সার্টিফিকেট এর মত করোনা নেগেটিভ সার্টিফিকেট তৈরি বিক্রি হচ্ছে। মালয়েশিয়ায়ও বাংলাদেশী ভাইরা এই আবিস্কারে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে। এতে নাকি অনেক দেশ সে দেশে যাতায়াতের ব্যাপারে আমাদের কালো তালিকাভুক্ত করেছে। করলে করুক আমরা জানি ওদের পেটে পেটে কত হিংসা! আমাদের এই ঈর্ষনীয় সাফল্য ঐসব দেশ সহ্য করতে পারছে না।

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একটি কালো তালিকাভুক্ত জাতিতে পরিণত হচ্ছি। জুন আপা আপনি ভালো থাকুন!

৩| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮

নীল আকাশ বলেছেন: এ আর নতুন কী?
কিছুদিন আগে নাকি ৫০০ টাকা করে জাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছিল বিদেশ থেকে এই দেশে ঢুকার সময়ে!

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কিছু দেশের পরিস্থিতি ভালো হবার কারণে এখন অনেকেই কাজে/পড়াশুনায় ফিরে যেতে পারছে না। হয়তো যাত্রীদের মধ্যেও দু'নম্বরি করার প্রবণতা আছে। নীল আকাশ, কেমন আছেন?

৪| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই মহামারীতে মানুষ কেমন করে বিবেকহীনের মতো
কাজ কর্ম করে তা ভাবতে অবাক লাগে। পরোপকারার্থে
অনেকে জীবনের ঝুকি নিয়ে আর্তমানবতার সেবা করছে।
তাদের কেউ কেউ মারা গিয়ে মানবতার দৃষ্টান্ত হয়ে থাকছে
অথচ কিছু পয়সার লেভে বা মোহে পড়ে মানুষ তার বিবেক
ধুলায় মিশিয়ে দিচ্ছে। ধিক তাদের শত ধিক!

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সালাম নূরু ভাই! ভালো থাকুন এসময়ে।

৫| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ঢাবিয়ান বলেছেন: একই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরেও। বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের রেগুলার ফ্লাইট এখন বন্ধ। কিন্ত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের নাগরিকদের ফিরিয়ে আনার বিশেষ বিমানে ছিল একজন বাংলাদেশী ভিয়াইপি। করোনার নেগেটিভ টেস্ট রেজাল্ট সাথে করে আনার পর ধরা খায় খায় সিঙ্গাপুরের এয়ারপোর্টে। এরপর শুরু হয় শোরগোল। সিঙ্গাপুরের গনমাধ্যম ও সোস্যাল মিডিয়া একযোগে সরকারের পেছনে লাগে। তাদের কথা বাংলাদেশের পাস্পোর্টধারী বিশেষ বিমানে জায়গা পেল কিভাবে? এই ঘটনার জের ধরে এখানকার সরকারী অধিদপ্তরের একজনের চাকুরিও চলে যায়। সোস্যাল মিডিয়ায় বাংলাদেশকে আক্রমন করে কুৎসিত মন্তব্যের বন্যা বয়ে যায়। অনেকেই প্রশ্ন রাখে যে , বাংলাদেশের এই লোক বিশেষ বিমানে জায়গা পেল কিভাবে এবং বাংলাদেশের আলীবাবা করোনা সার্টিফিকেট সিঙ্গাপুর বিশ্বাসই বা করল কিভাবে?

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কোরিয়ায় ফিরে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ছাত্রত্ব নিয়ে এখন চলছে তদন্ত। সত্যিই তারা শিক্ষার্থী কিনা, কারণ এখনও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। বুঝুন!
সিঙ্গাপুরের খবরটিও চোখে পড়েছিল। বাংলাদেশের ভিআইপিদেরও প্রায় একই দশা হতে দেখেছি।
ভালো থাকবেন, ঢাবিয়ান :)

৬| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের মানুষ সততা শব্দটি সম্পর্কে জানেই না।

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক গরীব দেশও বৈদেশিক যোগাযোগের ইস্যুগুলো অতিরিক্ত সতর্কতার সাথে ম্যানেজ করে। এখানে কোন আপস করে না। আমার প্রিয় দেশের সবকিছু আত্মঘাতী।
হেনা ভাইকে ধন্যবাদ, আলোচনায় যোগ দেবার জন্য। ভালো থাকুন এসময়ে!

৭| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১১

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল,




এর ভয়াবহ পরিনতির কথা ভাবার মতো মানুষ কই?
যথাযথ কর্তৃপক্ষ আপনার এই উদ্বেগজনিত পোস্টটি যেন দেখতে পান আর সেইমতো ব্যবস্থা গ্রহন করেন অবিলম্বে, আশা রইলো।

১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জীএস ভাই, সালাম! বাইরের মানুষদের সাথে এসব বিষয় আলোচনায় আসলে হয় চুপ থাকতে হয়, না হয় ঘর থেকে বের হয়ে আসতে হয়। দেশের ব্র্যান্ডিং নিয়ে সচেতনভাবে কাজ করা উচিত যেখানে, সেখানে ইচ্ছাকৃতভাবে সব নষ্ট করে দেওয়া হচ্ছে।

শুধু বিমানবন্দরগুলোতে দৃষ্টি দিলে অনেক সমস্যার সমাধান হয়।

ফলে উচ্চশিক্ষা, শ্রম রপ্তানি ইত্যাদির পাশাপাশি বড় ক্ষতি হচ্ছে রপ্তানি বাণিজ্য ও এফডিআই-য়ে।

৮| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই বিষয়টিতে সকলের দৃষ্টি আকর্ষন করছি। আমি মনে করি, সরকারের উচিত এই বিষয়ে এখনই কঠোর পদক্ষেপ গ্রহন করা। নইলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের এক ঘরে হবার কঠিন সম্ভবনা আছে।

২০ শে জুন, ২০২০ দুপুর ২:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেক ধন্যবাদ, কাল্পনিক_ভালোবাসা, বিষয়টিতে দৃষ্টি দেবার জন্য।
ভালো থাকবেন এসময়ে!

৯| ১৯ শে জুন, ২০২০ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: উদ্ভট উটের পিঠে চলিছে স্বদেশ । এমন সংক্রামক একটা বিষয়ে সঠিক তথ্য না দিলে কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটা সরকারে বোধগম্য হওয়া উচিৎ। যারা খাম খেয়ালিপনা করেছেন তাদের কঠিন শাস্তি দেয়া উচিৎ। না দেশের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকবে ।

২০ শে জুন, ২০২০ দুপুর ২:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



অনেকেই কেবলই চাকরি করেন এবং নিজ নিজ লাইনে শুধু অতিরিক্ত আয়ের পেছনে থাকেন। দেশের ভাবমূর্তি তাদের অগ্রাধিকার নয়।

ভালো থাকবেন, কবি সাহেব :)

১০| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:২১

সাইন বোর্ড বলেছেন: আমার মনে হয় এরকম আরো অনেক সমস্যায় বাংলাদেশ পড়বে, তখন বাংলাদেশের সাথে অনেক দেশই যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে ।

২০ শে জুন, ২০২০ দুপুর ২:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বাইরের দেশের সাথে স্বার্থের যোগাযোগটুকুও যদি নষ্ট হয়ে যায়, তবে সমস্যা আরও জটিলতর হবে।
সাইনবোর্ডকে অনেক অনেক ধন্যবাদ!

১১| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:২৭

নেওয়াজ আলি বলেছেন: করোনা নিয়ে বড় বড় কর্তা ব্যক্তি উল্টা পাল্টা কথা বলে । আবার বাঁশ খাওয়ার ভয়ে ভুল স্বিকার করে। তারা করবে জনগণের ভালো চেক-আপ । বিশ্বাস হয় না

২০ শে জুন, ২০২০ দুপুর ২:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চেক আপ করছে। চিকিৎসাও হচ্ছে। ডাক্তার নার্স পুলিশ প্রাণ হারাচ্ছেন।
শুধু যেভাবে যেমাত্রায় যে সময় থেকে শুরু হওয়া উচিত ছিলো সেটি হয় নি।

নেওয়াজ আলি, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন এসময়ে!

১২| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:৪৫

ডি মুন বলেছেন: করোনা নিয়ে যে কি চলছে আল্লাহ মালুম।
আমার ছোট মস্তিষ্ক গভমেন্টের এতো হাই লেভেলের গেম বুঝতে অক্ষম।

গণস্বাস্থ্য নিয়ে নাটক সিনেমা তো এখনো শেষ হয় নাই। লকডাউন, রেড জোন, ইয়ে জোন নানাবিধ খবরে বিপর্যস্ত পাবলিক যে করবে বুঝে উঠতে পারতেছে না। করোনা নেগেটিভ সার্টিফিকেট কেনাবেচাও চলছে দেদারসে।
যেমন কিউট সরকার, তেমনই কিউট একটা জাতি আমরা।

যাহোক, করোনা বাসার আশেপাশে ঘাঁটি গেড়েছে। তাই চিকিৎসা না পেয়ে মরার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি।
আর মাঝে মাঝে হতাশা কাটাতে বিটিভিতে ধানের বাম্পার ফলন দেখছি।
যতকিছুই হোক, বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেল এটা অস্বীকার করে সাধ্য কার!!
ছেংগাপুরকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ !




২০ শে জুন, ২০২০ বিকাল ৩:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//লকডাউন, রেড জোন, ইয়ে জোন নানাবিধ খবরে বিপর্যস্ত পাবলিক যে করবে বুঝে উঠতে পারতেছে না। করোনা নেগেটিভ সার্টিফিকেট কেনাবেচাও চলছে দেদারসে। যেমন কিউট সরকার, তেমনই কিউট একটা জাতি আমরা।// হাহাহা!

আপনাদের মন্তব্যগুলো পড়ে যখন হাসি চলে আসে তখন মনে হয় এখনও বুড়ো হই নি। :)

১৩| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: লেখক বলেছেনঃ
কোরিয়ায় ফিরে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ছাত্রত্ব নিয়ে এখন চলছে তদন্ত। সত্যিই তারা শিক্ষার্থী কিনা, কারণ এখনও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। বুঝুন!

এই সব বাংলাদেশীরা অবস্যই এই দেশের ভিআইপি গোত্রের। সাধারন পাবলিকের সাধ্য নাই মিথ্যা সার্টিফিকেট নিয়ে এই সময়ে বিশেষ ফ্লাইটে ঠাই নেয়ার সুযোগ পায়।

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চার গুণ বেশি ভাড়া! অবশেষে ওরা ছাত্রত্ব প্রমাণ করতে না পারলে - ধরে নেওয়া যাবে তার চাকুরি প্রার্থী।
ঢাবিয়ানকে মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ।

১৪| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:৩২

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: আমার প্রিয় দেশের সবকিছু আত্মঘাতী।
আপনি বলেই দিয়েছেন/
তাই - তাইরে নাইরে নাই B-)
শুভেচ্ছা প্রিয় মইনুল ভাই

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জিরোজিরো সেভেন বুঝি আর ভালো লাগে না, ভাইয়া? B-)
কিন্তু এটি আমার ভালো লেগেছে। লেখক ছবি!
ভালো থাকুন, লেখক ভাই :)

১৫| ২০ শে জুন, ২০২০ রাত ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: অরণ্যে রোদন :(

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অরণ্যে রোদন।
ধন্যবাদ। ভালো থাকুন মনিরা সুলতানা আপু :)

১৬| ২০ শে জুন, ২০২০ রাত ১:০৭

নীল আকাশ বলেছেন: আপনার প্রশ্নের প্রতিউত্তর দিতেই আবার ফিরে এলাম।
জী আল্লাহর রহমতে ভালোই আছি এই ক্রান্তিলগ্নে!
জানতে চাইবার জন্য ধন্যবাদ আপনাকে।

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


উত্তর নিয়ে ফিরে আসার জন্য, নীল আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকা হোক :)

১৭| ২০ শে জুন, ২০২০ রাত ১:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: সব দেশ মিলে বাংলাদেশকে লকডাউন করে দেয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অনেক ব্যবসা বৈদেশিক বিনিয়োগ হাতছাড়া হবে। আরো অনেক অনেক ঘটনা দেখার অপেক্ষায় জাতি।

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জনগণের দায়টুকুও কম নয়। কোয়ারেন্টিনকে পুলিশি ব্যবস্থা বলে মনে করেন অনেক গ্রামীণ মানুষ। বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারলে আজ হয়তো আমাদের অবস্থা আরও ভালো থাকতো।

*কুনোব্যাঙ* কে অনেক দিন পর দেখে ভালো লাগলো। ব্লগাররা ব্লগে সুন্দর! :)

১৮| ২০ শে জুন, ২০২০ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাংলাদেশের মান ইজ্জত নিয়ে আপনার প্রশ্ন থেকে উদগত

আর আছে কি বাকী, যাবে?
বারবণিতার শুদ্ধ চরিত্র সনদ
স্বৈরাচারিতায় প্রত্যায়নপত্র, সবই সত্যায়িত!
সে ভদ্র তাই বলেনা, তুমি কি নির্বোধ বোঝ না?

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দারুণ!
কবিদের এই সুবিধা - লেখবেন কম, বুঝাবেন অনেককিছু!
ভালো থাকুন এসময়ে :)

১৯| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:২৬

আখেনাটেন বলেছেন: এত কিছুর পরেও আমরা অব্যবস্থাপনা থেকে বের হতে পারলাম। অযোগ্যদের আতুঁরঘরে পরিণত হয়েছে দেশের উচ্চপদগুলো।

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//এত কিছুর পরেও আমরা অব্যবস্থাপনা থেকে বের হতে পারলাম “না”।// বুঝে নিলাম :)
অযোগ্যদের আতুঁরঘর!

আখেনাটেনকে অনেক ধন্যবাদ এবং করোনাদিনের শুভেচ্ছা!

২০| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:৩৭

রাকু হাসান বলেছেন:


দেশীয় পত্র পত্রিকায় খবর দেখিনি এখনও । আপনার মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে। সঠিক পদক্ষেপ না নিলে বাংলাদেশ একঘরে হয়ে পড়তে পারে অনেক দিন । কেননা যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে তত দিন পর্যন্ত কোন দেশই ঝুঁকি নিয়ে বিমান পরিচালনা করবে না বাংলাদেশে।

২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


জাপানের খবরটি বেশ পুরাতন। দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ঘটনা বর্তমান লেখটিকে ট্রিগার করেছে।


ঝুঁকি যখন পরিমাপ করা যায়, প্রেডিক্ট করা যায়, তখন সেটি গ্রহণ করাটাও সহজ হয়ে আসে।
সঠিক মাত্রায় সঠিক টেস্টিং এবং বিমানবন্দরকে নিয়ন্ত্রণ করা উচিত জরুরিভাবে।

রাকু হাসানকে আমার ব্লগে স্বাগতম :)

২১| ২০ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৬

জাফরুল মবীন বলেছেন: বাংলাদেশের কিছু মানুষের অসততা পুরো দেশকে কলঙ্কিত করছে এটা একটা বাস্তবতা।কিন্তু করোনার ক্ষেত্রে ‘ইমিউনিটি সার্টিফিকেট’ বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে একটা অনির্ভর ও অগ্রহণযোগ্য ব্যবস্থা।এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করলেও কেউ তা মানছে না।আর-টি পিসিআর পরীক্ষায় কেউ পজিটিভ হলে তার করোনা আছে সেটা ১০০% সঠিক।কিন্তু আরটি-পিসিআর কিংবা র‌্যাপিড অ্যান্টিবডি টেস্টে কেউ নেগেটিভ হলে কখনই বলা সম্ভব নয় যে তার করোনা নেই।

সাধারণত শরীরে করোনা ভাইরাস ঢোকার পর প্রথম উপসর্গ প্রকাশ পেতে গড়ে ৫দিন সময় লাগে।গত মাসের ১৮ তারিখে অ্যামেরিকান কলেজ অব কার্ডিওলজির জার্নালে প্রকাশিত তথ্য থেকে জানা যায় শরীরে ভাইরাস ঢোকার প্রথম ৪দিনে পিসিআর টেস্ট করালে ৬৭% এরও বেশি ক্ষেত্রে টেস্ট রেজাল্ট নেগেটিভ আসতে পারে।৫ম দিন অর্থাৎ উপসর্গ প্রকাশের প্রথম দিনেও ১৮%-৬৫% ক্ষেত্রে টেস্ট নেগেটিভ আসতে পারে।এমনকি ৮ম বা ৯ম দিনেও ১২%-৩১% ক্ষেত্রে টেস্ট ফলস নেগেটিভ আসতে পারে।আতঙ্কের বিষয় ২১তম দিনে ৫৪%-৭৭% ক্ষেত্রে দেহে ভাইরাস থাকার পরও টেস্ট ফলস নেগেটিভ আসতে পারে।অর্থাৎ সংক্রমণকালীন যে দিনই টেস্ট করেন না কেন একটা নির্দিষ্ট সংখ্যক রোগির টেস্ট নেগেটিভ আসবে।এরকম ঘটনা বাংলাদেশেও বার বার ঘটেছে যে প্রথম এক বা দু বার টেস্ট নেগেটিভ এসেছে, তারপর টেস্টে পজিটিভ এসেছে।এমনকি বরিশালে টেস্ট নেগেটিভ এসেছে অথচ ঢাকায় টেস্ট করিয়ে পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে।

আবার অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা।কারো যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়।কারো খুব অল্প পরিমাণ তৈরি হয়।আবার কারোর অ্যান্টিবডি তৈরি হওয়ার অল্প কিছুদিনের মধ্যে তা আর থাকে না।খুলনার এক ডাক্তার সাহেব নিজে করোনা থেকে মুক্ত হওয়ার পর (পর পর ২ বার করোনা নেগেটিভ হওয়ার পর) তার এক নিকটজনকে প্লাজমা দিতে ঢাকায় আসেন।খুলনায় ফিরে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়েন।টেস্ট করে দেখা যায় তিনি আবারও করোনা পজিটিভ।

সুতরাং ‘ইমিউনিটি সার্টিফিকেট’ এর নির্ভর করে নিরাপদ ভাবা চরম বোকামি।আমাদের সরকারেরও উচিৎ বিদেশ থেকে আগত সকল ব্যক্তির (এমনকি ইমিউনিটি সার্টিফিকেট থাকলেও) তার টেস্ট করা (অন্য টেস্টের সাথে অন অ্যারাইভাল বুকের সিটি স্ক্যান করানোর চিন্তা করা যেতে পারে) এবং কমপক্ষে ২১দিন কোয়ারেন্টাইনে রাখা।

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জাফরুল মবীন, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আরটি পিসিআর টেস্টের নির্ভরযোগ্যতা, টেস্টের সময়, টেস্ট রিপোর্টের সীমাবদ্ধতা, এন্টিবডি এবং ‘সংক্রমিত না হবার’ প্রত্যয়নপত্রের কার্যকারীতা নিয়ে দীর্ঘ মন্তব্যটি এখানে রাখার জন্য। খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছেন আপনি।

সার্টিফিকেটের দুর্বলতাটুকু সবাই জানে। সবদেশেই ১৪দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। আমাদের দেশ তো ব্যতিক্রমের দেশ!

আরটি পিসিআর একমাত্র টেস্ট নির্ভরযোগ্য ব্যবস্থা। বিদেশি সহযোগিতায় আরটি পিসিআর স্থাপন করার জন্য আমার প্রতিষ্ঠান চেষ্টা করেছে। একদম শুরুতেই! কিন্তু অনেক আমলাতান্ত্রিক জটিলতা ও শর্তের মুখে শেষে আর আগাইতে চাই নি। বলা যায়, পারি নি। আমাদের সিস্টেমে কিছু দুর্বলতা আছে যা অংশীদারমূলক সহযোগিতার ক্ষেত্রে বাধা হয়ে আসে।

আর কিছু বলতে চাই না এখানে। ভালো থাকুন!

২২| ২০ শে জুন, ২০২০ বিকাল ৪:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


জাপান কর্তৃক ঢাকার ফ্লাইট বন্ধ করার বিষয়টি বেশ আগের - ৯/১০ জুনের হবে:
https://www.thedailystar.net/japan-bars-special-flights-dhaka-foreign-minister-terms-it-unfortunate-1912117

দেখুন কীভাবে দক্ষিণ কোরিয়ান সরকার বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ট্র্যাকিং করছে:
https://www.koreatimes.co.kr/www/nation/2020/06/119_291536.html



কিছু পাঠকের কৌতূহল নিবৃত্ত করার জন্য খবরের রেফারেন্স খুঁজে বের করলাম, অরিজিনালি যা করতে চাই নি।

এসব নিয়ে আর হইহুল্লা না করার অনুরোধ জানাই। কর্তৃপক্ষ নিশ্চয়ই সামর্থ্য মোতাবেক চেষ্টা করছে।
আমাদের উচিত নিজেদের নাগরিক দায়িত্বটুকু পালন করা।

২১ শে জুন, ২০২০ রাত ৯:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



উপরোক্ত কারণে এবার দক্ষিণ কোরিয়াও তাদের বিশেষ ফ্লাইট বাতিল করলো।
সেসঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভিজা ও প্রবেশাধিকার কঠিন করা হলো (জরুরি এবং বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া)।

thedailystar.net/coronavirus-deadly-new-threat/news/s-korea-strengthen-visa-entry-restrictions-those-bangladesh-pakistan-1918149


অবশ্য কালোতালিকার প্রথমেই আছে পাকিস্তান। (বাংলাদেশ, কেবলই রানার আপ)
তাতে কী? পাকিস্তানের সাথে স্বর্গেও কি শান্তি আছে?

২৩| ২০ শে জুন, ২০২০ বিকাল ৪:১৫

জাফরুল মবীন বলেছেন: মইনুল ভাই এখন আপনি বলেন উপরোক্ত তথ্যাদির সাপেক্ষে আরটি-পিসিআর নেগেটিভ হওয়ায় যদি কাউকে ‘নো করোনা ভাইরাস মেডিক্যাল সার্টিফিকেট’ কিংবা অ্যান্টিবডি উপস্থিত থাকায় ‘ইমিউনিটি সার্টিফিকেট’ দেওয়া হয় সেটা কতটা নিরাপদ ও গ্রহণযোগ্য হতে পারে?তারচেয়ে পোর্ট দিয়ে প্রবেশ করা সবাইকে সম্ভাব্য করোনা হিসাবে বিবেচনায় নিয়ে কোয়ারেন্টাইনে পাঠানোই কি যুক্তিযুক্ত নয়?যেসব দেশ আমাদের অপবাদ দিচ্ছে এবং এর জন্য বিমান যোগাযোগ বিচ্ছিন্ন রাখছে তাদেরকে বিষয়টা বোঝানো দরকার।দূর্ভাগ্য বিশ্ববাসীর জন্য প্রায় প্রতিটি দেশের সরকারই করোনা মোকাবেলা করছে রাজনৈতিকভাবে। :(

২০ শে জুন, ২০২০ বিকাল ৪:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আমাদেরকে অনেকেই খুব সহজে অপবাদ দেয়, এটি ঠিক।
আমাদের ইমেজ সংকট আছে যা একদিনে তৈরি হয় নি, অথবা ‍দু’একটি ঘটনা থেকে তৈরি হয় নি।
যা হোক অনেক কারণই চলে আসে, যা এখানে বলে লাভ নেই।

আপনি ওপরের রেফারেন্সগুলো পড়ুন - আরও কিছু বুঝতে পারবেন।

২৪| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঙ্কু বলেছেন: বাংলাদেশের কডিভ-১৯ সংক্রান্ত কোন ডকুমেন্টসকেই এখন বিশ্ব সিরিয়াসলি নিবে না যার পরিনতিতে হয়রানি হবে প্রচুর বিদেশী!

২১ শে জুন, ২০২০ রাত ৮:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ওহে চাঙ্কু! মনে হচ্ছে আর আগে কোন পোস্টে আপনার সঙ্গে আমার বাতচিত হয়েছে। তাই আপনি আমার অপরিচিত নন।
বিভিন্ন দেশের বিমানবন্দরের অভিজ্ঞতাকে আপনি কপিজ্ঞতা হিসেবে প্রচলন করেছেন।
তবু আবার অভিবাদন জানাচ্ছি!

দ্বিতীয় মন্তব্য থেকে বুঝেছি, আপনি যারা হয়রানি হবার তালিকায় ‘প্রচুর প্রবাসীকে’ রেখেছেন, যা একদম সত্যি।
এখানে মনে রাখতে হবে যে প্রবাসীরা হয়রানি হলে বাংলাদেশের অর্থনীতি হয়রানি হবে। কারণ সকল অর্থনৈতিক মন্দায় দেশের প্রবৃদ্ধিকে সচল রেখেছে দেশের রেমিটেন্স যোদ্ধারা।

এবার তাদের নিরাপদ প্রত্যাবর্তনকে সহায়তা না করলে ক্ষতি হবে এদেশেরই।

আশা করছি দেশের অভিভাবকেরা এই বিষয়টিকে বিবেচনায় রাখবেন।

আপনাকে অনেক ধন্যবাদ :)

২৫| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঙ্কু বলেছেন: টাইপো- বলতে চেয়েছিলাম প্রচুর প্রবাসী!

২৬| ২০ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: কিছুদিন আগেই আসলাম এখন আমার ছেলে প্রতিদিন খবর দেখে আর একই জপুনি "আম্মু তোমরা চইলা আসো"। আমি বলি "কেমনে! রোহিঙ্গাদের মত ট্রলার কইরা"?

২১ শে জুন, ২০২০ রাত ৮:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



এখানেই যদি থাকেন, তবে একদম ঘরে থাকুন।
আমি তো রিলিফ কাজের জন্য প্রতিদিন বাইরে বের হচ্ছি, কিন্তু ঘরে থাকলেও আমরা সকলেই মনে করছি করোনা আমাদের ভবিতব্য। সবারই একবার করে করোনাভাইরাস আক্রমন করবে, শুধু আগেপরে।
তাই বলছি, সাবধানে থাকুন এবং ছেলের পরামর্শ আমলে নিন।

২৭| ২০ শে জুন, ২০২০ রাত ৮:৪১

আলআমিন১২৩ বলেছেন: যেমন কিউট সরকার, তেমনই কিউট একটা জাতি আমরা।// হাহাহা--লেখকের এ উত্তরটি মেনে নিতে পারছিনা। এটা সরকারের কিছু কর্মচারি বা কর্মকর্তার ক্ষেত্রে বা মোট জনসংখ্যার খুব অল্প সংখ্যক মানুষ করছে-গোটা জাতির বিষয়ে গড়ে বলা বোধহয় ঠিক নয়।

২১ শে জুন, ২০২০ রাত ৮:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




প্রিয় আলআমিন১২৩, প্রথমেই মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনি যে বিষয়টিকে উদ্ধৃত করেছেন সেটি আমার পোস্টে/লেখায় নেই। মন্তব্যেও নেই।
পাঠকের মন্তব্যে থাকতেও পারে, যার দায় আমার উপর আসে না।
দয়া করে বিষয়টি আবার নিশ্চিত হবার অনুরোধ জানাচ্ছি।

অনেক শুভেচ্ছা রইলো।

২৮| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: বলে কোন লাভ নেই। এটা এক আজিব দেশ।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ! আজিব দেশ বাংলাদেশ - এটিই এদেশের শক্তি এবং টিকে থাকার পথ। ভালো থাকবেন :)

২৯| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: পোস্টের সারাংশ এর শেষ অনুচ্ছেদটি, যার সাথে আমি শতকরা শতভাগ একমত।
বিমানবন্দরের অব্যবস্থাপনা মারাত্মকভাবে দেশের ইমেজ নষ্ট করছে। প্রবেশ পথ থেকে শুরু করে অভ্যন্তরীণ লাউঞ্জ ও কাউন্টারে অদক্ষতা এবং অপেশাদারি শৈথিল্য ও বিশৃঙ্খ্লা বিরাজ করছে। কিছু দক্ষ প্রশাসক এবং ব্যবস্থাপক নিয়োগ করে অবস্থা রাতারাতি বদলে ফেলা সম্ভব। সর্বপ্রথমে প্রয়োজন অদক্ষ ও ব্যর্থদেরকে জবাবদিহিতার আওতায় আনা।
"ব্লগাররা ব্লগে সুন্দর!" - কি সুন্দর একটা কথা বলেছেন! ধন্যবাদ এ কথাটার জন্য।
পোস্টে ভাল লাগা + +।

০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুভ নববর্ষ, প্রিয় ব্লগার লেখক ও কবি। বিমান বন্দরের নৈরাজ্য একদিন শেষ হবে, যেহেতু অনেক কিছুরই উন্নয়ন হচ্ছে। শুধু দেরিটাতে আপত্তি।

ব্লগাররা ব্লগে সুন্দর বিধায় সময় পেলেই দেখতে আসি এবং দেখাতে আসি। :)

নতুন বছরে আপনার ও সকলের জন্য শুভ কামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.