নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উড়তে চাই পড়তে চাই কিন্তু থেমে যেতে চাইনা

ঠেটু

Truth is everybody is going to hurt you: you just gotta find the ones worth suffering for

ঠেটু › বিস্তারিত পোস্টঃ

সাইকোলজি উইথ প্রপোজ

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৪

"আমি একবার একটি মেয়ের প্রতি দুর্বলতা অনুভব করি। ঐ, তোমরা যেটাকে ক্রাশ বল ইদানিং। কিন্তু কিছুতেই মেয়েটিকে বলতে পারছিলাম না।
মেয়েটির এক বন্ধু মারফত জানতে পারি, কোন একটি বিশেষ চকলেট ওর বড্ড বেশি পছন্দ।
তো, আমি করলাম কি পরের দিন ওকে সেই চকলেটটা দিলাম। তার আগে অবশ্য মিষ্টি করে একটা হাসি দিয়েছিলাম।
ও ভীষণ অবাক হল। মুখে কিছু বলল না, কিন্তু চোখের চাহনিতে জিজ্ঞাসাটা জানিয়ে দিল- “এই চকলেট প্রদানের হেতু কি?”
আমি বললাম, “এমনিই”!
.
এভাবে প্রায়ই, বলতে গেলে প্রতিদিনই ওকে একটা করে চকলেট দিতাম। চকলেট দেয়ার পূর্বে ঐ মিষ্টি করে হাসিটুকুন দিতে কখ্খনো ভুলতাম না।
আসলে, চকলেট ছিল আনকন্ডিশন্ড স্টিমুলাস আর আমার হাসি ছিল কন্ডিশন্ড স্টিমুলাস।
পরবর্তীতে আমার হাসি দেখলেই ওর মাঝে যে এন্টিসিপেশনটা লক্ষ্য করতাম, তাতেই আমার সব সংকোচ কেটে যায়!
আই প্রোপোজ্ড হার এন্ড অফ কোর্স, শি ডিড নট রিফিউজ!
.
দ্যাট ইজ মাই ফ্রেইন্ড, হোয়াট আই কল “এ্যাপ্লাইড সাইকোলজি”!
হেইল প্যাভলভ!”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.