নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইনের চেয়ে মানবাধিকার বড়।

আমি আইনের কথা ই শুধু বলবো।

বাংগাল গাজী

বাংগাল গাজী › বিস্তারিত পোস্টঃ

দেল্লা রাজাকারের ফাঁসির আদেশের মাধ্যমে কি শহীদদের প্রতি ন্যায় বিচার হয়েছে?????

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

ন্যায় বিচার কি হয়েছে ???





দেল্লা রাজাকারের ফাঁসিতে বিগলিত হয়ে কি হবে ??? দেল্লা রাজাকার যাদের খুন করেছে তার সঠিক হিসাব আমরা করতে পারিনাই (লেখক তাই মনে করেন)। আজ যে রায় হয়েছে তা অংশত ও আংশিক এবং অসম্পূর্ণ। আমি শান্তি পেতাম যদি এমন কোন মেকানিজম থাকতো যাতে দেল্লা যত মানুষ খুন করেছে তত বার তার মৃত্যু দণ্ড দেয়া যেত !!! জানি পার্থিব মতে তা সম্ভব নয়। তাহলে রায়ে কি এর কোন উল্লেখ থাকবে??? এমন কি লেখা থাকতে পারে না “যেহেতু দেল্লা রাজাকার ৪২০০ মানুষ হত্যার সাথে জড়িত এবং সরাসরি ১৫০ জনকে হত্যার দায়ে দোষী, যেহেতু, এই সকল অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু, ১৫০ বার বা তার ঊর্ধ্বে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেয়া সম্ভব নয়, সেহেতু তাকে ৭ দিন ফাঁসির কাস্টে ঝুলিয়ে ন্যায় বিচার নিশ্চিত কল্পে শাস্তির বিধান করা হোক।”





বাকী সকল অপরাধ যেমন লুটতরাজ, ধর্ষণ ও আগুন দেয়ার অপরাধে তার শাস্তি কি হতে পারে বলে আপনি মনে করেন???

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

ইফতেখার কাদির বলেছেন: baki oporadh maap korleo cholbe.

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

বাংগাল গাজী বলেছেন: মনে হয় একটা নোট রায়ে রাখা প্রয়োজন আছে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: কইতে পারি না। তয় আপনের পুস্ট প্রিয়তে নিলাম

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

বাংগাল গাজী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.