নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইনের চেয়ে মানবাধিকার বড়।

আমি আইনের কথা ই শুধু বলবো।

বাংগাল গাজী

বাংগাল গাজী › বিস্তারিত পোস্টঃ

সাহসী তরুন কোথায় গেল???

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

বাংলাদেশে তথাকথিত Participatory Democracy এর কারণে বা মাধ্যমে মুজিব কন্যা হাসিনা বা জিয়ার স্ত্রী খালেদা মসনদে আরোহণ করে লুটপাট করেছে। রাজাকার ও স্বৈরাচারেরা ক্ষমতার আগুনে গা তাপিয়েছে !!! এখন আবার সেই তথাকথিত Participatory Democracy নামক জঞ্জালের ধুয়া তুলে সব রাজনীতিক সাধারণ মানুষ হত্যা বা আগুনে পোড়া বা আহত করে চলেছে। মূলত এই কর্ম গুলোর মাধ্যমে বাংলাদেশের বিবেকবানদের চোখই নষ্ট করে দিয়েছে দল গুলো !!! এখন সারমর্ম হচ্ছে তথাকথিত Participatory Democracy এর মাধ্যমে এই দলগুলো সর্ব শক্তিতে নিজেদের বেহায়াপনার প্রকাশ ঘটিয়ে তারেক বা জয়কে ক্ষমতায় আনতে চায় !!! যাদের যোগ্যতার প্রশ্নে একটি লাইনই যথেষ্ট “ একজন জিয়া পুত্র অন্য জন হাসিনা পুত্র”। এই পুত্র মার্কা রাজনীতি(তথাকথিত Participatory Democracy) যতদিন চলবে বাংলাদেশের কোন মায়ের বুক নিরাপদ নয়। বাংলাদেশের সাধারণ মায়েদের বুককে নিরাপদ করতে নতুন করে ভাবনার সময় এসেছে, সময় এসেছে বাংলাদেশের বুকের জ্বালা নিভানোর।
আছে কি কোন সুপুরুষ? আছে কি কোণ আলোর পথের দিশারী? আছে কি কোন সাহসী তরুণ? আসুন ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

যোগী বলেছেন:
আপনে কি বালটা ছিড়তেছেন?

২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

বাংগাল গাজী বলেছেন: আপনাদের সাথে পেলেই বল পাবো। আসেন এক সাথে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

সত্যের পথে আরিফ বলেছেন: BAL(Bangladesh A Lig) Chire Felbo In Sa Allah

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

বাংগাল গাজী বলেছেন: শুধু বাল ছিঁড়লে হবে না? সব অনাচারীকে অত্যাচার, শোষণ, নিপিরন বন্ধ করতে বাধ্য করতে হবে।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

নিলু বলেছেন: নিজেরাই যোগ্য হলে , পরিবারতন্তের তো প্রয়োজন হবে না বোধ হয় , তাই ততদিন অপেক্ষা করতে হবে ।

২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

বাংগাল গাজী বলেছেন: এদের চেয়ে কি দেশে যোগ্য কেউ নেই????

৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

নিলু বলেছেন: দায়িত্ত নিতে সাহস পায় না কেউ বলে মনে হয় ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

মাহবুবুর রহমান (মাহা) বলেছেন: যোগ্য আছে কিন্তু সাহস নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.