![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে যখন আন্দোলন শুরু হয় তখন মনে অনেক আশা জেগেছিল। শেষ পর্যন্ত সত্যের জয় হতে চলেছে। কিন্তু দিন যতই যাচ্ছে ততই লক্ষ্য করছি আমাদের মূল চাওয়া থেকে আমরা সরে যাচ্ছি। কাদের মোল্লার ফাঁসি>যুদ্ধাপরাধীদের ফাঁসি>জামায়াতকে নিষিদ্ধ>জামায়াতের প্রতিষ্ঠান বন্ধ>তাদের সমর্থিত মিডিয়া বয়কট>কাদের সিদ্দিকী নব্য রাজাকার>মাহমুদুর রহমানকে গ্রেফতার> হরতাল প্রতিহত.........।
আরে বাবা সব কিছুরই দরকার আছে কিন্তু এতো কিছু করতে গিয়ে আমাদের মূল চাওয়াটাই হারিয়ে যাচ্ছে! আমি প্রথম ১৭ দিন একটানা শাহবাগে ছিলাম। গতকাল বই মেলাতে গেলেও শাহবাগে যায়নি। ব্যক্তিগত অনুষ্ঠান থাকায় আজও যাওয়া হয়নি। আমি সেখানে না গেলেও মন ওখানেই পড়ে থাকে। যখন ঘুমিয়ে যাই তখন ঘুমের মধ্যেই বলে উঠি "তুই রাজাকার তুই রাজাকার....."।
কিন্তু আমি এই জন্য কষ্ট পাচ্ছি যে আমরা অনিচ্ছায় বা ভুল পরিকল্পনার কারণে আসল কাজকে গুরুত্ব না দিয়ে নকল কাজে বেশি সময় দিচ্ছি। ফলে আমরা আমাদের লক্ষ্যচ্যুত হচ্ছি। শাহবাগে যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি অনুরোধ পথ হারিয়ে ফেলবেন না প্লীজ। তাহলে পরাজয় অনিবার্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: কিন্তু
কেন?
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
দুরন্ত-পথিক বলেছেন: একবারে সব খাইতে গেলে কোন কিছু্ই ঠিকমতো খাওয়া হয়না।শাহবাগ এর আন্দোলন খেই হারিয়ে ফেলেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
একজনা বলেছেন: ব্যক্তিগত স্বার্থের উপরে উঠে দ্বিধা, দন্দ্ব ভুলে জাতীয় স্বার্থে ঐক্যমত হওয়াটা জরুরি ছিল। কিন্তু তা কি আর হচ্ছে!