![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই..... ✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না। :D
সীমান্ত হত্যাকন্ডে বিএসএফ সদস্য অমীয় ঘোষকে নির্দোষ ঘোষাণা করে বেকসুর খালাস দিয়েছে ভারতীয় আদালত। কিন্তু কেন এই বৈষ্যমতা। বাংলাদেশিরা কি মানুষ নই? তারা আমাদের কেমন বন্ধু? একজন খুনী কিভাবে নির্দোষ হয়?
ভারত যখন পাকিস্তান সীমান্তের কাউকে মারে তার প্রতিবাদে পাকিস্তানও ভারতের বিএসএফকে গুলি করে তার প্রতিবাদ জানাই। রক্তের বদলা রক্ত, লাশের বদলা লাশ। ঘটনা চুকে যায় একটু তুলপাড় সৃষ্টি হয়েই। কিন্তু আমাদের নিরাপরাধ বাংলাদেশীকে নির্বিচারে গুলি করে মারা হয়, তবু তার কোন প্রতিবাদ বিজিবি করে না! কেন? বিজিবি কাদের? তারাও কি দাদাপ্রীতি দেখাচ্ছে? তারাও কি দালালীতে ব্যস্ত হয়ে পড়েছে?
এত্ত সব হত্যাকান্ডের পরও সরকারের পাগলা নির্লজ্জ মন্ত্রীরা হেসে হেসে বলে, “সীমান্ত হত্যাকান্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয়।”
কেন নিশ্চুপ মানবাধিকার নামের আন্ধা দালাল আর নির্লজ্জ নারী বাদীরা। দেশের ইসলামী ব্যাংক বয়কট করতে ঘোষাণা দেওয়া হয় কিন্তু ভারতীয় পণ্য এবং চ্যানেল কেন নয়?
তাহলে কি ধরে নিব এইসব খুন সরকার নিজেই করাচ্ছে? কোন মুখে আপনি ভোট ভিক্ষা করছেন মানুষের নিরাপত্তা দিতে না পারলে?
©somewhere in net ltd.