![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা জাশি বিরোধী বা জাশিদের সাথে কোন ধরনের সম্পর্ক নাই, তাদেরকে ছাগু উপাধী দেওয়ার ফলে কারা লাভবান হচ্ছে সেটা ভেবে দেখা দরকার। আমি মনে করি ক্ষতি, আসল ক্ষতিটা জাশি বিরোধীদেরই।
সব ব্লগার ছাগু শব্দটা এতই ঘৃণা করে যে, জাশি না হওয়া সত্বেও এই উপাধী লাভ করলে মানুষ নাপাক হয়ে যায়, মনে হয় যে আবার গোসল করা দরকার। অথচ আমাদের সহ ব্লগাররা যাকে তাকে বুঝে বা নাবুঝে এই উপাধী দিয়ে অসম্মানিত করে আসছে।
যারা নিজেকে জাশি বিরোধী মনে করে তারা কি এই উপাধি পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায়? কখনই না, তারা কষ্ট পায়, কখনোও কখনোও প্রিয় মানুষটির কাছ থেকে এই ধরনের অপবাদ পেয়ে ব্লগ ছেড়ে দেয়, নিজের প্রোপিকটা পরিবর্তন করে তেলাপোকা রাখে।
জানি, যারা এই কাজটি করে তারা কোন লাভ লোকসানের চিন্তা করেনা, তারা এটাও ভাবেনা যে এতে জাশিরাই লাভবান হচ্ছে । তাদের অজান্তেই তারা জাশিদের হাতকে শক্তিশালী করছে। তারা নিজেদের ভুলগুলো বুঝতে পারেনা। অবশ্য এর একটা কারনও আছে। তারা যেহেতু অন্যদের কে সাধারন ব্লগার হিসেবে ঠাওরায়, তারমানে তারা অসাধারন মানের ব্লগার। আসলেই কি তাই? অথচ তাদের কিছু কর্মকান্ডে অসাধারন না অস্বাভাবিক ঠেকে।
স্বাধীনতা বিরোধীদের যে কোন অপতৎপরতা রুখতে হবে। সেক্ষেত্রে কোন ভুল করা যাবেনা, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা যাবেনা। যতি তাই হয়,তাতে তারাই লাভবান হবে, যাদেরকে বিন্দুমাত্র ছাড় দিতে ইচ্ছা করেনা।
প্রলাপের নিচের পোস্টটি পড়তে গিয়েই আমার এই পোস্টের অবতারনা কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই! যাদের মাইনাস দিতে ইচ্ছা করবে তারা কমেন্টে 'মাইনাস' অথবা '-' লিখে যান
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৪
নাসের সরকার বলেছেন: কতটুকু পর্যায় পর্যন্ত পর্যবেক্ষন করা হয় তা জানিনা। তবে, এটার অপব্যবহার হচ্ছে বলেই মনে হয়।
২| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১১
নেয়ামূল হক বলেছেন: সহমত। আর এ কারনেই এই ক্যাচাল থেইক্কা দুরে থাকি সব সময়। ধন্যবাদ
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৭
নাসের সরকার বলেছেন: ক্যাচাল থেকে দুরে থাকা অবশ্যই দরকার। পাত্তা দিলেই পাত্তা পায়। তবে একটার পর একটা প্রথম পেজে যে হারে এধরনের পোস্ট আসে কে কতক্ষন দুরে থাকতে পারে সেটাই বিষয়। একমাত্র সামু থেকে দুরে থাকলেই সম্ভব।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৪
কবির চৌধুরী বলেছেন: ভুক্তভোগীর সহমত
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২০
নাসের সরকার বলেছেন: অনেকের পোস্টই পড়ি, লগ আউট অবস্থায়। খারাপ লাগে, গতকালকে একজনকে দেখলাম প্রোপিক পরিবর্তন করেছে কেউ একজন তেলাপোকা বলায়।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ছাগু না হওয়াও ট্যাগিং খায় দুই ধরণের লোক...
১।একটু আতিয়েতাপূর্ণ ব্যক্তি যিনি ছাগুদের সাথে লদকালদকি করতে পছন্দ করেন...
৩।উপরের ছাগু ট্যাগিং প্রাপ্ত ভাইয়ের মত সুশীল শ্রেনীর..যিনি শিবির-জাশির জন্য মানবতা পুশে রাখেন....
এরা ছাগু ট্যাগিং পাইলে আমার কষ্ট হয় না....নিজের জন্য নিজে ট্যাগিং খায়...
জাশির জন্য কিসের মানবতা...ছাগুদের সাথে কিসের লদকালদকি..
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১৩
নাসের সরকার বলেছেন: আমার মনে হয়, এখানে লদকালদকি বিষয়টা ঠিক না। হয়তো কিছু কিছু বিষয় মিলে যায়।
যদিও উদাহরণটা পারফেক্টনা, তারপরও বলছি। যেমন ধরুন- আপনি ইলিশ মাছ খেতে পছন্দ করেন, একজন জাশিও তা খেতে পছন্দ করে। তো মিলটা কোথায়? ইলিশ মাছ খাওয়া বাদ দিবেন?
কই? জাশিরা তো চোখের সামনেই থাকে, তাদের উপর চড়াও হওয়ার নজির তো খুব বেশি একটা দেখা যায়না।
সাম্প্রতিক প্রেক্ষাপটে ভারতের প্রতি বাম ডান বা সকল শ্রেণীর মানুষের ক্ষোভ থাকতে পারে। তো মিলটা কোথায়? এই মিলের কারনে কি তারা এক হয়ে যাবে? ওসামাও সন্ত্রাসী, সাদ্দামও সন্ত্রাসী, বুশ ফেরেস্তা।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭
প্রলাপ বলেছেন: @প্লিওসিন অথবা গ্লসিয়ার: চুপা ছাগুরাই নিজেদের দল ভারী করার জন্য আর ছাগু ট্যাগের কার্যকারিতা কমানোর জন্য যাকে তাকে ছাগু ট্যাগিং দিয়া বেড়ায়।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রলাপ বলেছেন: @প্লিওসিন অথবা গ্লসিয়ার: চুপা ছাগুরাই নিজেদের দল ভারী করার জন্য আর ছাগু ট্যাগের কার্যকারিতা কমানোর জন্য যাকে তাকে ছাগু ট্যাগিং দিয়া বেড়ায়।
আপনি ছাগু...
মানে হৈলো আমি ছুপা ছাগু...
৭| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪০
গরম কফি বলেছেন:
প্রলাপ@যে কেউ পাগলের মতো প্রমান ছাড়া বল্লেই তার কথা গুরুত্ব পাবেনা । সব কিছু একটা সিস্টেমের মধ্যদিয়ে আসতে হবে । দীর্ঘ দিনের পর্যবেক্ষন এবং তথ্য বিনিময়ে পর লিস্ট আপডেট করা হয় .. এবং এই পর্যবেক্ষন লিস্টও কয়েক জনের এবং একাধিক প্রমান সাপেক্ষেই কেবল( if only necessity) সময় মতো পাবলিস করা হয় । কখনো যদি কেউ তারাহুরায় ভূল করে, তবে অন্যরা ঠিকই তা ধরিয়ে দিতে পিছপা হয়না ।
..হ্যাপি ব্লগিং
৮| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪২
প্রলাপ বলেছেন: @ কফি ভাই: আপডেটেড লিস্ট টা একটু দিয়েন। কামে লাগবো।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রলাপ ভাই..আপনে লিস্ট দেখলে আত্নহত্যা করতে পারেন...আপনে আবার মানবতাবাদি কিনা
১০| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪
গরম কফি বলেছেন:
প্রলাপ ভাই..আপনে লিস্ট দেখলে আত্নহত্যা করতে পারেন
অনেক জানা শুনা ব্লগারের নাম প্রমান সহ আছে ... তারা মেইন নিকে বেশি বেশি লাফাইলে সময় মতো পেয়ে যাবেন। তাদের ছায়া নিক গুলাও জানা আছে তবে সেগুলো ব্যাপার না । খালি তাদারকে মেইন নিকে লাফাইতে উৎসাহ দেন
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৭
নাসের সরকার বলেছেন: গরম কফি, যদি আসলেই তেমন কিছু থেকে থাকে তাহলে প্রকাশ করাই ভালো। তা না হলে সমস্যা বাড়তেই থাকবে।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩০
গরম কফি বলেছেন:
আসলে ব্লগে সুন্দর পরিবেশের স্বার্থে অনেক কিছুই সময়ের আগে প্রকাশ করা ঠিক না ,,তবে সর্ব শেষ ধরা খেয়েছে সরল ছাগু ওরফে সরল মানুষ ..সে চুন পুটি ধরনের ছাগু তাই এটা আলোচ্য নয় । মনে আছে লালসালুর কাহিনী প্রায় এক বছর পর্যবেক্ষনের পর বেচারা সীল খেয়েছে আসলে বল্লগের দাবী হচ্ছে সৃস্টি শীল আইডিয়া এবং সাহিত্য ..রাজনৈতিক দফাদারী করতে গেলেই ধরা খাবে ..(আসলে ধরা খাওয়াটা প্রকাশ হবে তা সে জাসী হোক আর ভাদা রেহাইনাই )।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫১
নাসের সরকার বলেছেন: আসলে সবাইকে চেনা যায়। এই কারনেই সবাই সবাইরে সন্দেহ করে।
আমি অনেকরেই চিনতে পারিনা। আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছি।
..........ঠিক বলেছেন। আসলে বল্লগের দাবী হচ্ছে সৃস্টি শীল আইডিয়া এবং সাহিত্য ..রাজনৈতিক দফাদারী করতে গেলেই ধরা
১২| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৯
ওঙ্কার বলেছেন: যে ছাগু না তাকে বলছি
যে ভাদা না তাকে বলছি
যে রাজাকার না তাকে বলছি
যে পাকীদের দালাল না তাকে বলছি
সবই ঠিক আছে মামু... ছাগু, রাজাকার পাকি দালাল এইগুলা সবই বাস্তব চরিত্র..
কিন্তু ভাদা বিষয়টা কি ছাগু শব্দাটারে এনকাউনটার করার একটা ফাউল চেষ্টা হয়া গেলো না!!
পাকিস্তানী হানাদার বাহিনীর সমর্থনকারী, এখনো ধর্মের নাম ভাংগিয়ে ব্যবসা করে যাওয়া একদল ইতরের নাম রাজাকার, তাদের দালালও আছে।
ত্রিশ লক্ষ মানুষ মরেছে, অসংখ্য মা বোনের সম্ভ্রম হারিয়েছে, চল্লিশ বছর পুরোনো হলেও এই ঘা আজো সমান রক্তাক্ত, সমান কষ্টকর।
অথচ, সেই রাজাকার আলবদরদের বিচার যখন শুরু হলো, সে থেকে শুরু হলো ছাগু, রাজাকার শব্দটগুলির গায়ে লেগে থাকা রক্তের দাগ ধোয়ার কাজ।
এক প্রজাতির ছাগু, উপরের নির্দেশ পেয়ে ব্লগে বসে ক্রমাগত একটা শব্দ চালিয়ে যেতে থাকলো... নাম দিলো ভাদা, ছাগুদের বুদ্ধি যে হাটুর কাছে, এই কাল্পনিক নামকরনেই তার প্রমান মিললো।
প্রতিবেশী ভারত আমাদের ওপর পাকিস্তানের মতো আক্রমন করেনি, করেনি দেশে ঢুকে আমাদের নিশ্চিহ্ন করে দেবার মহোৎসব।
আমাদের গরীব অসহায় সীমান্তবর্তী জনগোষ্ঠী জীবিকার তাগিদে সীমান্ত পেরোতে গিয়ে প্রতিনিয়ত হত্যার শিকার হয়। আমাদের নতজানু সরকার কোনো ব্যবস্থা নিতে অপারগ।
এই ফাঁকে, বিনপি আর জামাত নেমেছে মাঠে, কোমলমতি তরুন প্রজন্মকে বিভ্রান্ত করে তারা সমান্তরাল ক্রোধ সঞ্চার করছে।
এই ক্রোধ স্বাভাবিক, এতে অন্ধ হয়ে আমরা যেনো ভুলে না যাই, আমাদের দেশের ইতিহাস। আমাদের ওপর পাকিদের করা অত্যাচার আমাদের চোখের সামনে আজো জ্বলন্ত।
২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৭
নাসের সরকার বলেছেন: ত্রিশ লক্ষ মানুষ মরেছে, অসংখ্য মা বোনের সম্ভ্রম হারিয়েছে, চল্লিশ বছর পুরোনো হলেও এই ঘা আজো সমান রক্তাক্ত, সমান কষ্টকর।
যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এই ঘা ভালো হবেনা। সবাই তাই চায়, গুটিকয়েক লোক ছাড়া। তারা না চাইলেও চলবে...........যেভাবে চলেছিল ৭১ এ।ধন্যবাদ।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৫
গরম কফি বলেছেন:
ওঙ্কার@কারো দফাদারী করা যাবেনা এক মাত্র দেশের টা ছারা ..আর যখন জাশীর দালাল গুলা তাদের আদর্শের বিপরীত হয়ে দেশ প্রেম দেখায় তখন তাদের ছুপা সমর্থক গুলা দেখেও না দেখার ভান করে আর শুশীল বানী দেয় ফাকে ফাকে আবার শিবির দেক্তারীনা বলেও ফোরন কাটে এরা আরও বড় ভন্ড।
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৬
নাসের সরকার বলেছেন: গরম কফি বলেছেন:
ওঙ্কার@কারো দফাদারী করা যাবেনা এক মাত্র দেশের টা ছারা ..আর যখন জাশীর দালাল গুলা তাদের আদর্শের বিপরীত হয়ে দেশ প্রেম দেখায়...........সম্পূর্ন একমত। এধরনের একটা পোস্ট দিয়ে ছিলাম, অনেকেই বিষয়টা ধরতে পারেনাই, উল্টা আমারে হুমকি
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৬
নাসের সরকার বলেছেন: লালু কসাই এবং গরম কফি দুজনের কাছেই ক্ষমা প্রার্থী। প্রেক্ষিতে প্রেক্ষিতে গালাগালিতে ছোট বিষয় বড় হয়। তাই দুটো মন্তব্যই মুছে দিলাম। মনে কিছু না করার অনুরোধ করছি।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২২
গরম কফি বলেছেন:
ok thanks..no prob..
১৭| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৫
শিপু ভাই বলেছেন: স্বাধীনতা বিরোধীদের যে কোন অপতৎপরতা রুখতে হবে। সেক্ষেত্রে কোন ভুল করা যাবেনা, ভুল বুঝাবুঝি সৃষ্টি করা যাবেনা। যতি তাই হয়,তাতে তারাই লাভবান হবে, যাদেরকে বিন্দুমাত্র ছাড় দিতে ইচ্ছা করেনা।
সহমত
আমি মনে করি ছাগু পোস্ট এখান থেকে সরানো সম্ভব কিন্তু ছাগু খেদানো সম্ভব না। কারন এটা ভার্চুয়াল এবং অনেকেই ছদ্দ নিকে থাকে এবং প্রচুর রিভার্স হয়। আমাদের উচিত বাস্তবে ছাগুদের কর্মকান্ডে বাধা দেয়া, তাদের প্রতিহত করা। ব্লগে বইসা-"ছাগু তোরে গদাম" কইলে ছাগুর আসলে কছুই হয় না। বরং এর অপব্যবহারের ফলে সাধারন ব্লগাররা বিরক্ত হয় এবং পরবর্তিতে সত্যিকারের ছাগুরা তার ফায়দা নেয়।
খুব ভাল লিখেছেন নাসের ভাই। ধন্যবাদ।
২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০১
নাসের সরকার বলেছেন: এই বিষয়টা ব্লগে খুব বেশি ঘটছে, তাই অনেক ব্লগারই বিরক্ত। কেউ কেউ এই ক্যাচালের কারনে কিছুদিনের জন্য ব্লগে প্রবেশ পর্যন্ত করেনাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৪
গরম কফি বলেছেন:
every one is under the microscope.. specially those who are well known to every one ..every comment... every post check in several times and several blogger so there is about no chance to be mistake ..