| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছেলে বায়না ধরেছে তাকে বাংলাদেশের জার্সি ও ট্রাউজার কিনে দিতে হবে। মাসখানেক আগে আমি আমার আট বছরের ছেলেকে নিয়ে গিয়েছিলাম ফার্মগেট এলাকায় বাংলাদেশে জার্সি কিনে দিতে। এ দোকান ও দোকান ঘুরছি, দরদাম করছি। এমন সময় আমার ছেলের নজড়ে পড়ল ব্রাজিল, আর্জোন্টিনাসহ অন্য দেশের পতাকা ও জার্সি। ও অবাক হলো। বলল, "বাবা, আমাদের দেশে অন্য দেশের পতাকা ও জার্সি কেন?" ওর কথার জবাব দিতে পারি নাই। অবনত মস্তকে বাংলাদেশের জার্সি কিনে ফিরে এলাম। মনে পড়ে গেল সেই রূপকথার ছোট্ট শিশুটির কথা যে নাকি রাজাকে ন্যাংটা দেখে বলে ফেলেছিল, "বাবা, রাজা ন্যাংটা কেন?"
©somewhere in net ltd.