নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

ইউরোপীয়দের বদলে মুসলিমরা আমেরিকা আবিষ্কার/বিজয় করলে কি ঘটত? বিশেষ করে সেখানকার আদিবাসীদের।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১০

ইউরোপীয়দের বদলে মুসলিমরা আমেরিকা আবিষ্কার/বিজয় করলে কি ঘটত? বিশেষ করে সেখানকার আদিবাসীদের—

আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস এই তথ্য কতটুকু সঠিক সেটা ইতিহাসবিদেরা ভালো জানেন। অনেকের ধারণা কলম্বাসের আগে আমেরিকা আবিষ্কার করে আরবের মুসলিম বণিকেরা। পৃথিবীর প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে এশিয়ার মাইনরে। এরপর মানুষেরা বিভক্ত হয়ে বিভিন্ন অঞ্চল যেমন অস্ট্রেলিয়া বা পূর্ব এশিয়ার দিকে চলে যায়। তখনও আমেরিকায় মানুষের পদচিহ্ন পড়েনি । এরপর এস্কিমোরা আমেরিকায় অভিবাসী হিসেবে পাড়ি জমায়। এরপর আরো জনগোষ্ঠীর লোকেরা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে। তারা হল রেড ইন্ডিয়ান, ইনকা, মায়া জাতির লোক যারা বেরিং পার হয়ে এশিয়া থেকে আমেরিকায় আসে।

এদিকে পনের শতকে ক্রিস্টোফার কলম্বাস তার বিখ্যাত ভারত অভিযানে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি তার মানচিত্র অনুযায়ী উপস্থিত হন বর্তমান পুয়ের্তো রিকো দ্বীপে। যেটাকে তিনি ভারত মনে করেন। সেখানে বাস করা লাল চামড়ার মানুষদের দেখে তাদের নামকরন করেন রেড ইন্ডিয়ান। এরপর কলম্বাস ব্রিটেনে ফিরে এসে তার অভিযানের কথা ব্রিটিশ রাজ প্রধানকে বলেন। এরপর কলম্বাস দলবল নিয়ে আবার আমেরিকায় হাজির হন। একে একে পুরো আমেরিকা তারা আবিষ্কার করে ফেলেন। এরপর সেখানে ইউরোপের অন্য জাতি যেমন স্পানিয়ার্ড, পর্তুগিজদের আগমন ঘটে। শুরু হয়ে যায় দ্বীপ বা স্থানগুলোর মালিকানা নিয়ে যুদ্ধ।

যাদেরকে আজ আমরা সবচেয়ে সভ্য জাতি হিসেবে জানি তারা যে কত বর্বর, কত নিকৃষ্ট তা ইতিহাস থেকে জানা যায়। তারা যতই পৃথিবীর বিপ্লব ঘটাক না কেন ইউরোপীয় বর্তমান প্রজন্মের অবশ্যই লজ্জিত হওয়া উচিৎ তাদের পূর্ব পুরুষদের দ্বারা ঘটে যাওয়া সকল বর্বরতার জন্য। রেড ইন্ডিয়ান, মায়া সভ্য়তা, ইনকা সভ্য়তা ধ্বংস করে দিয়েছিল আজকের সবচেয়ে সভ্য জাতিরা। আপনারা একটা মুভি দেখতে পারেন Apocalypto যেখানে মায়া সভ্য়তা শেষের দিকটা তুলে ধরা হয়েছে এবং ইউরোপীয়দের আগমন দেখানো হয়েছে।

এবার বলি মুসলিমরা যদি আমেরিকা আবিষ্কার করত তাহলে ওই সকল জাতিগুলোর কি হত? আমি গুজরাটের সোমনাথ মন্দিরের কথা বলব যেটা মুসলিমদের দ্বারা ছয় বার ধ্বংসপ্রাপ্ত হয়। মুসলিমরা বলে কোনো কথা নেই কারণ তারাও মানুষ। তাদের দ্বারাও বর্বরতা সম্ভব। ওই সকল ইউরোপীয় বর্বর জাতির লোকগুলোও তো আদর্শ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। খ্রিস্টান ধর্মেও নিশ্চয় হত্যা করতে বলা হয়নি বা বৈধতা দেওয়া হয়নি। তাহলে তারা কেন এমনটা করেছে? কারণ ভোগবাদী মানসিকতা। যা মানুষের একটি চরিত্র। এটা কোনো ধর্ম বিচার করে না।

©মোবায়দুল সাগর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.