![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।
এবার বাঙালিদের খুব সহজেই বোঝানোর মত একটি জিনিস পেয়েছি। আর সেটি হ'ল "Manike Mage Hithe"। সম্প্রতি এই সিংহলি ভাষার গানটি ভারত এবং বাংলাদেশে ভাইরাল হয়েছে। সিংহলি শ্রীলঙ্কার দুইটি রাষ্ট্র ভাষার মধ্যে একটি; অন্যটি হ'ল তামিল ভাষা। সিংহলি ইন্দো-আর্য ভাষা পরিবারের একটি শাখা। বাংলা ভাষাও ইন্দো-আর্য ভাষা পরিবারের একটি শাখা। ইন্দো-আর্য ভাষা পরিবার বা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভূক্ত হওয়ায় একটি ভাষার সাথে অন্য একটি ভাষার মিল রয়েছে।
সিংহলি এবং বাংলা ভাষার মধ্যে মিল রয়েছে ওই গানটিতে। "Manike Mage Hithe" এখানে তিনটি শব্দ রয়েছে। Manike অর্থ মনি, Mage অর্থ আমার এবং Hithe অর্থ হৃদয়ে।
তেমনি সংস্কৃত এবং ল্যাটিনের মধ্যে মিল রয়েছে। কারণ সংস্কৃত এবং ল্যাটিন ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভূক্ত। যেমন অষ্টক একটি সংস্কৃত শব্দ যার অর্থ আটের সমষ্ঠি। তেমনি ল্যাটিনে Octave অর্থ অষ্টক।
এমন আরো কিছু শব্দ আছে যেগুলোর সাথে একে অপরের মিল রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার নিউরন বেটা ঘুমিয়ে আছে।
© মোবায়দুল সাগর
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর আলোচনা। ধন্যবাদ।