নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

এত বড় মিথ্যা.....মাগি।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০০

"How could she lie? Such a big lie.. .the bitch.’
He fought back tears.
‘Madhav, you said you loved her. What kind of language is this?’
‘I... I... ’ he said and stopped, unable to finish the sentence, the
thought."
এই সংলাপটি চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডের অংশ। এখানে কেন্দ্রীয় চরিত্র মাধব এবং চেতন ভগতের মাঝে কথোপকথন হচ্ছে। রিয়া মাধবকে বলে সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এবং তার কাছে তিন মাসের মত সময় আছে। তাই সে মাধবকে ছেড়ে চলে যায়। মাধব অনেক খুঁজেও রিয়ার কোনো খোঁজ পাইনা। মাধব রিয়ার ঘর থেকে রিয়ার লেখা একটি জার্নাল খুঁজে পাই। সে জার্নালগুলোকে বিখ্যাত লেখক চেতন ভগতকে পড়াতে চাই। কিন্তু চেতন ভগত ওই জার্নালটির প্রতি তেমন কোনো আকর্ষণ অনুভব করেন না। কিন্তু এক পর্যায়ে তিনি জার্নালটি পড়েন এবং কয়েকটি জায়গায় তিনি এমন কিছু খুঁজে পান যা থেকে বোঝা যায় রিয়া মাধবকে মিথ্যা বলেছে। মাধব এর আগে কষ্ট পাবে বলে রিয়ার জার্নালটি পড়ে দেখেনি। কিন্তু সে চেতন ভগতের কথায় জার্নালটি পড়ে দেখে এবং রিয়া যে তাকে মিথ্যা বলেছে তা বুঝতে পেরে সে বলে, "সে কিভাবে মিথ্যা বলতে পারে? এত বড় মিথ্যা.....মাগি।"
তখন চেতন ভগত বলেন, "মাধব, তুমি না তাকে ভালবাস। এটা কি ধরনের ভাষা?"

© মোবায়দুল সাগর

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন অবস্থায় কি মাথা ঠিক থাকে যে-সাহিত্যিক ভাষা বলবে!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৮

মোবায়দুল সাগর বলেছেন: হাঃহাঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.