নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখকের জন্ম ০৯ অক্টোবর ২০০০ সালে যশোর জেলায়। তিনি ২০১৭ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে অধ্যয়নরত আছেন।

মোবায়দুল সাগর

ম্লেচ্ছ, সন্ন্যাসী, যাযাবর।

মোবায়দুল সাগর › বিস্তারিত পোস্টঃ

নারী

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭

নারী

— মোবায়দুল সাগর

নারী তুমি দস্যু-ডাকাত-চোর

নারী তোমার কামের খোলা সকল দোর ।

নারী তুমি পুরুষকে করেছো স্বর্গ বিতাড়িত

নারী তোমার সমস্ত দেহ কামনায় তাড়িত ।



নারী তুমি শুধু মাংশল যোনি

নারী তোমার দেহ পুরুষের চোখের মণি ।

নারী তুমি শুধু পুরুষের দাসী

নারী তোমার কারণে হয় পুরুষের ফাঁসি ।



নারী তুমি শুধু মাতা-বোন-বধূ

নারী তোমার সব পুরুষের কাছে যাদু ।

নারী তুমি এক অপরিপূর্ণ মানুষ

নারী তোমার শরীর সব পুরুষের ধনুশ ।



নারী তুমি নও কালী-অ্যাথিনা-হবা

নারী তোমার জন্মদাতা আদম-জিউস-শিবা।

নারী তুমি নপুংসক তুমি খোজা

নারী তোমার লিঙ্গ এক ক্ষত এক বোঝা।



নারী তুমি গণিকা-বারঙ্গনা-পতিতা

নারী তোমার স্রষ্টা পুরুষ তোমার বিধাতা ।

নারী তুমি হিব্রু-অসভ্য-বর্বর

নারী তোমার মৃত্যুর আগেই খোড়া হয় কবর।



নারী তুমি হৃদয়ে জাগাও স্পন্দন

নারী তোমার ভাগ্য-নিয়তি পুরুষের গঠন ।

নারী তুমি হতে চাও কেন পুরুষ

নারী তোমার জাত শ্রেষ্ঠ তুমি মানুষ ।



১৪-০২-২০২১

আলাৎপুর, নড়াইল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.