নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

একজন প্রবাসীর উপর ভরসা করে গোটা একটা পরিবার স্বপ্নের পশরা সাজায়

১৫ ই মে, ২০২০ রাত ৮:১৮



একজন প্রবাসীর উপর ভরসা করে গোটা একটা পরিবার স্বপ্নের পশরা সাজায়।

 আর এভাবেই এপাড়ে ভরসা করে ওপাড়ে বুনতে থাকে স্বপ্নের জাল। অনেক আবার ৩ বেলা ঠিকমত খাবারের স্বপ্নও জড়িয়ে থাকে এই প্রবাসীর উপর।  করোনা মহামারীতে সৌদিআরবে বসবারত অনেক প্রবাসী বন্ধুর স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে । অনেকেই বলেন স্বপ্ন পূরণের প্রবাস। কিন্তু সব প্রবাসীরা কি পাড়ে তার পরিবারের সকল স্বপ্ন পূরণ করতে? হয়ত চাইলেও অনেকেই তা করতে পারে না। ( ১২ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ২০২০ ) পর্যন্ত আমার ফেইসবুকে পরিচিত ৪ জন ভাই তাদের আত্মীয় নিজ গ্রামের লোক মারা গেছে জানিয়েছে ।  তার মধ্যে করোনায় আক্তান্ত হয়ে মারা গেছে ৩ জন। দুইজনের প্রবাস জীবনের কিছু তথ্য যখন শুনলাম চোখের জল আর আটকানো গেল না। সন্তানদের মানুষ করার লক্ষে কত হাজার স্বপ্ন তিনি দেখেছেন। এখনো আমারা প্রবাসীরা বিশেষ করে মক্কা- মদিনা - জেদ্দা প্রবাসীরা যদি আমরা সচেতন না হই আরও অনেক মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হবে।

২০১২ সালের একটি কথা মনে পড়ে গেল- আমি রিয়াদে থাকতাম সেই সময় ।

আমার এলাকার বন্ধু মামুন মারা যায় সড়ক দুর্ঘটনায় । আমি ও এয়াছিন ভাই তার লাশ দেশে পাঠানোর দায়িত্বে ছিলাম, আমরা দুইজনে চাকুরী করতাম বিদায় সময় বের করে একটা সময় লাশ দেশে পাঠিয়ে  দিতে সক্ষম হই। কত মানুষ কত ভাই বন্ধু না তার জন্য কেঁদেছে। পাশে থাকবে বলে কথা দিয়েছিলো,  আমি সহ অনেকেই। আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত , খোঁজ নেওয়ার সময় নেই।  তার ৩ বোনেই  সেই সময় অবিবাহিত ছিলো। জানিনা সেই পরিবার এখন কেমন আছে। অনুরোধ থাকবে কেও এই মেসেজ দেখে থাকলে তাদের বর্তমান অবস্থা বিবেচনা নিয়ে পাশে দাঁড়াবেন।

আমি চলে যাবো কোন একদিন মামুনের মতো।

একজন প্রবাসীর মৃত্যু শুধু একটি মানুষে মৃত্যু, মৃত্যু হয় গোটা একটি পরিবারে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ স্যার কে বলতে শুনেছি- আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রবাসীদের বীমার মাধ্যমে হলেও অন্তত ৮ থেকে ১০ লাখ টাকা যেন  প্রবাসে মৃত্যু হলে তার পরিবার পায়। আমি স্যার কে স্যালুট জানাই।

মা'
কতটা ভরসা করে কতটা স্বপ্ন বুনে মা তার ছেলেকে বিদেশ পাঠায়, কত কষ্ট চেপে বুকে একজন মা নিজের সন্তানকে দূরে রাখে । সেই সন্তানের একটি ঘর হবে সংসার হবে । সেই ঘরে মা' থাকার জন্য বলে না, ছেলের একটি ঘর আছে । মা ' এটিতে খুশী। এই লাইনটি লেখার সময় পানি টলমল করছিলো।


প্রবাস জীবন কখনোই সুখকর হয় না। তবু মানুষ প্রবাসী হয়।

মোবারক হোসেন ভূঁইয়া
জেদ্দা- প্রবাসী
১৫ এপ্রিল ২০২০
সময়- বিকেল ৪ ঘটিকায় ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: মোবারক,




হ্যা, প্রবাসীদের অনেকেরই স্বপ্ন পূরন হয়না। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবুও একটুকরো স্বপ্নের আশায় প্রবাসীরা বিস্তীর্ন মরুভূমিও পাড়ি দেয়।

যেখানেই থাকুন, নিরাপদে থাকুন, থাকুন সতর্কতার সাথে।

১৬ ই মে, ২০২০ রাত ১:১৩

মোবারক বলেছেন: মৃত্যুর সংবাদ গুলো আমাকে কাঁদাচ্ছে বেশী ।

২| ১৫ ই মে, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আমি কখনও প্রবাসী হতে পারবো না। দেশের জন্য খুব মন পোড়ায়।

১৬ ই মে, ২০২০ রাত ১:১৩

মোবারক বলেছেন: আমি আপনার লেখার পাঠক - ধন্যবাদ

৩| ১৬ ই মে, ২০২০ রাত ১:৩০

নেওয়াজ আলি বলেছেন: প্রবাসী হলো নবাবজাদা । মন্ত্রী

১৬ ই মে, ২০২০ রাত ১:৪৪

মোবারক বলেছেন: আমরা গর্বিত মন্ত্রী মহোদয়ের কথায়।

৪| ১৬ ই মে, ২০২০ ভোর ৫:০১

চাঙ্কু বলেছেন: আসলেই! বাংলাদেশর অনেক পরিবারই চলে প্রবাসী বাবা/ভাই/বোনদের পাঠানো আয়ে! নিরাপদ থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.