নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী কাহন

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬


একজন আগে থেকে বসা আরেকজন এসে যোগ দিয়েছে। কি যে আনন্দের আলাপ তাদের মধ্যে । প্রবাসে এসেছে মাত্র দেড় মাস। কথায় বুঝা গেল দুইজনেই একেই গ্রামের হবে একজন তার মা' কে কল দিয়ে বলছে আমরা এক সাথে এক মায়ের সন্তান না হলেও প্রবাসে আমরা ভাই ভাই হিসেবে থাকি। আমাদের জন্য দোয়া করবেন।

মা শুনে দোয়া করা শুরু করেছে। আর মা' কে বলতেছে কাজ অনেক হালকা। কোন সমস্যা নেই। দেশে থাকা মা' ছেলের কথা শুনে অনেক খুশি। দেশে থাকা এই প্রবাসী মা' জানে না তার ছেলে মোটরসাইকেলে ডেলিভারি সম্পূর্ণ করা পর্যন্ত কতবার ঘামে ভিজে ।

পাশের টেবিলে বসে আমিও মোবাইল দেখছি আর তাদের কথা গুলো শুনছি। দুইজনেই হোম ডেলিভারির কাজের ভিসায় এসেছে। ১৫০০ রিয়াল বেতনে দুই বৎসরের চুক্তিতে । ভিসার দাম পড়েছে - ৪ লক্ষ টাকা। যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে।

মোটরসাইকেল করে ডেলিভারির কাজ যে সকল প্রবাসী করে থাকে এটি সৌদি আরবে অনেক বড় রিস্ক। অভিজ্ঞতা থেকে বলছি, একটি সাপ্লাই কোম্পানির মোটরসাইকেলে ডেলিভারির কাজ করতো কিছু প্রবাসী বাংলাদেশি ( দুই বছর আগের কথা ) প্রতিদিনেই তাদের কোন না কোন চালক আহত হয়ে থাকে। পরে তাঁরা এই সার্ভিস বন্ধ করে দেয় ।

(১) হোম ডেলিভারি ভিসায় ৪ লক্ষ টাকা অতিরিক্ত। মোটরসাইকেল হোম ডেলিভারি ভিসা কিনা জেনে শুনে আসবেন। মোটরসাইকেল ডেলিভারির হলে এই ভিসায় না আসায় ভালো। (২) একটি ডেলিভারির সময় ৪৫ মিনিট। তাড়াহুড়ো না করে রাস্তা দেখে তার যাওয়া । একটি ডেলিভারি বেশি দিয়ে মালিক কে খুশি করতে গিয়ে দেশে থাকা পরিবার কে দুশ্চিন্তায় ফেলবেন না। (৩) আমরা জীবিকার তাগিদে আমাদের কাজ করতে হয় এই প্রবাসে। তাই আমাদের নিজের প্রতি আমরা নিজেরাই আগে খেয়াল রাখবো।

তাদের দেড় মাসের তাদের প্রবাস জীবন যেন দীর্ঘ হয়। সুখময় হয়৷ এই প্রার্থনা করি। ভালো থাকুক সকল প্রবাসী।

ছবি। স্থানীয় সময়। বিকেল ৫ টায়।
২৮.০৪.২১

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালো থাকুক সকল প্রবাসী।
তাদের প্রবাস জীবন যেন দীর্ঘ হয়।
সুখময় হয়৷ এই প্রার্থনা করি।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

মোবারক বলেছেন: ধন্যবাদ ভাই। পড়ার জন্য।

২| ২৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রবাসে আর নয়।
দেশের মানুষ যেন দেশেই কাজ করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারে।
প্রবাস জীবন মোটেই ভালো নয়।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

মোবারক বলেছেন: ন্যায্য আচরণ ও বেতন মিলে না।

৩| ২৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্রবাস জীবন যেন কখনেই দীর্ঘ না হয়।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২১

মোবারক বলেছেন: সুখময় হলে দীর্ঘ সময় হলেও সমস্যা নেই।

৪| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: করোনায় ২৭৩৫ জন প্রবাসী মারা গিয়েছে । নিরাপদ থাকবেন দোয়া করি

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২২

মোবারক বলেছেন: ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। দোয়া চাই

৫| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: কষ্টের কথন, পড়ে সমব্যথী হ'লাম।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৩

মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। পড়ার জন্য

৬| ০৫ ই মে, ২০২১ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: আহারে.।।

০৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৭

মোবারক বলেছেন: প্রিয় লেখক ভাই। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.