নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

পরিবার বলে আরও কিছুদিন থাকেন

০১ লা মে, ২০২১ বিকাল ৫:০৩


আমার মোবাইলে তোলা ছবি ।২০১৮
শারাফিয়া। ডলফিন পার্ক

সোলাইমান বয়স ৪৫ , সৌদি আরবের জেদ্দায় শারাফিয়ায় থাকেন। কাজ করেন বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি ঘন্টা হিসেবে কাজ করেন। পরিবারের কাছে তিনি সফল প্রবাসী। গত বৎসর দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলো। টাকা ও আছে কিছু জমা। এইগুলো দিয়ে ব্যবসা করবে। বাকি জীবনটা কাটিয়ে দিবো দেশে ।

যখনেই সোলাইমান পরিবার কে জানালো। সবাই অবাক হলো, কেন আসবে? আরও কিছুদিন থাকেন, অনেক সমাধান পরিবার দিচ্ছে। ছেলে সন্তান মানুষ হয়নি এখনো। যে টাকা দেশে ব্যবসা হবে না। আরও টাকা লাগবে। দেশে ব্যবসা নেই।

দেশে তিনি আর যাবেন না, পরিবার আমাকে নিয়ে গর্ব করুক সফল প্রবাসী হিসেবে৷ মৃত্যু যেন এই প্রবাসে হয়৷

সোলাইমান ভাই বিকেলে বের হয়েছে গ্যাস নিবে ১০ মিনিট রাস্তা গাড়ি নেইনি। কারণ আসা যাওয়া ট্যাক্সি ভাড়া ২০ রিয়াল চলে যাবে।
বেশি বেশি টাকা পাঠাবে আর সোলাইমান কে নিয়ে সফল প্রবাসী হিসেবে পরিবার গর্ব করবে।

সোলাইমান ভাইর পরামর্শ - নিজের জন্য কিছু টাকা জমা করেন।সোলাইমান ভাই সহ সকল শ্রমজীবি ও মেহনতী মানুষকে মে, দিবসের শুভেচ্ছা জানাই।ভালো থাকুক সকল শ্রমজীবী মানুষ।
০১. ০৫. ২১
সোলাইমান



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২১ বিকাল ৫:৩৮

শেহজাদী১৯ বলেছেন: প্রবাসীদেরকে মানুষ টাকার মেশিন মনে করে ।

০১ লা মে, ২০২১ বিকাল ৫:৪১

মোবারক বলেছেন: শুধু কি তাই । তাঁরা মনে করে ছেলে বড় করে তাকেও নিয়ে যাও ।তুমি থাকো ।

২| ০১ লা মে, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



স্ত্রীও কি তাই চায়?

০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মোবারক বলেছেন: সন্তান গুলোর দিকে তাকিয়ে আরও কিছুদিন থাকেন ।

৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: প্রবাসীদের মধ্যে সৌদির প্রবাসীরা সবচেয়ে কষ্ট বেশী করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.