নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি। তাই চাচ্ছিলাম কোথাও বেড়িয়ে আসি। সেপ্টেম্বর ২৩, ২০২১ বৃহস্পতিবার সৌদি আরবের ৯১ তম জাতীয় দিবস উপলক্ষে অফিস একদিনের ছুটি। শুক্রবার শনিবার অফিস সাপ্তাহিক বন্ধ। তিন দিনের সময় পেয়ে অনেকদিন ধরে যাবো যাবো করে যাওয়া না হওয়া ভ্রমণে বের হয়েছি। টার্গেট জেদ্দা থেকে ৭২০ কিলো মিটার দুরের দক্ষিণের শহর আবহা, খামিস মোশায়েত। আরো কয়েকশো কিলোমিটার গেলেই ইয়েমেন বর্ডার।
বৃহস্পতিবার ভোর ৬ টায় আরও দুই সফরসঙ্গী সহ আমার গাড়ি নিয়ে রওনা হলাম। যাত্রা বিরতি সহ ৯ ঘন্টায় আমরা গন্তবে পৌঁছাই। সেখানে বসবাস করে আমার প্রিয় বন্ধু রিয়াদ। আমাদের রিসিভ করে তার বাসায় নিয়ে যায়। আছর নামাজ পড়ে খাওয়ার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ।
আল হাবলা, জাবাল আল সুদা, রেজাল আলমা গ্রাম, আবহা আবু খায়াল পার্ক । খামিস মোশায়েত ও আবহা-য় তিনদিনের সফর, ঘুরাঘুরি শেষে শনিবার রাত নয়টার দিকে রওনা হয়ে ৭২০ কিলোমিটার ড্রাইভ করে জেদ্দায় এসে পৌঁছাতে ফজরের আযান! আবার হয়তো যাবো।ইচ্ছে আছে, ইউনেসকো হেরিটেজের তকমা রিজাল আলমা গ্রামে পাহাড়ি কটেজে রাত কাটাবো। প্রবাসী জীবনের পাথেয় হয়ে সেই পর্যন্ত এই ভ্রমণের স্মৃতি অমলিন থাকুক
১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৩
মোবারক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
২| ১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: তৃতীয় ছবির রাস্তাটা দেখে খটকা লাগলো। সৌদি আরবেও তো দেখছি বেশ ভালোই বনভুমি আছে........ছবি ব্লগে ভালোলাগা।
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৮
মোবারক বলেছেন: আছির প্রদেশ, জিজান, আবহা, সহ অনেকগুলো সুন্দর জায়গা আছে।
৩| ১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
৪| ১৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার ভ্রমণ ব্লগ আর ছবি !!
আমার মরু অঞ্চলে বেড়াতে বেশ লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩৯
মোবারক বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার ব্লগে এসে ঘুরে যাওয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: সুন্দর লাগলো ছবি গুলো।